ইতিহাসের চেতনা অধ্যায়ের MCQ,SAQ প্রশ্ন উওর || WB Class 11 History Chapter 1 || একাদশ শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়

1


এই ব্লগ পোস্টে আমরা WBCHS Class 11 History Chapter 1-বা একাদশ শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়  ইতিহাস চেতনা এর সকল গুরুত্বপূর্ণ MCQ & SAQ প্রশ্ন উওর শেয়ার করবো। আজকের এই পোস্টে একাদশ শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনার প্রশ্ন উওর দেওয়া হবে যা তোমাদের সামনের পরিক্ষায় আসতে পারে। যারা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2024,পেতে চাইছো, তাদের জন্য আজকের এই WB Class 11 History Chapter 1-এর MCQ & SAQ Questions Answers অবশ্যই কাজে লাগবে।।

একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড

একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর || ইতিহাসের চেতনা অধ্যায়ের MCQ প্রশ্ন উওর

1 - কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল?

ক• নব্য প্রস্তর যুগে

খ• প্রস্তর যুগে

গ• প্রাচীন প্রস্তর যুগে

ঘ• তাম্র প্রস্তর যুগে

✅ উওর : ক - নব্য প্রস্তর যুগে

2 -  মানব সভ্যতার ইতিহাসকে ভাগ কয় ভাগে ভা করা হয়? -

ক• দুই ভাগে

খ• তিন ভাগে

গ• চার ভাগে

ঘ• ছয় ভাগে

✅উওর : তিন ভাগে


২০২৪ সালের একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন দেখতে চাও? তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে সেই সমস্ত প্রশ্ন গুলো একবার দেখে নাও, যেগুলো তোমাদের সামনের পরিক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 👇👇

WB Class 11 History Suggestion 2024 || একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২


3- যেই যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায়না সেই যুগকে বলা হয় -

ক• প্রাগৈতিহাসিক যুগ

খ• প্রায় ঐতিহাসিক যুগ

গ• ঐতিহাসিক যুগ

ঘ• কোনোটিই নয়

✅উওর : প্রাগৈতিহাসিক যুগ

4- যে যুগের লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি, সেই যুগকে কী বলা হয়?

ক• প্রাগৈতিহাসিক যুগ

খ• প্রায় ঐতিহাসিক যুগ

গ• ঐতিহাসিক যুগ

ঘ• কোনোটিই নয়

✅উওর : প্রায় ঐতিহাসিক যুগ

5 - যে যুগের কোনো লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে, তাকে কোন যুগ বলা হয়?
ক• প্রাগৈতিহাসিক যুগ

খ• প্রায় ঐতিহাসিক যুগ

গ• ঐতিহাসিক যুগ

ঘ• কোনোটিই নয়

✅উওর : ঐতিহাসিক যুগ

6 - প্রাক্-ইতিহাস কথাটির প্রথম ব্যবহার করেছিলেন কে??

ক• পল তুর্নাল

খ• ড্যানিয়েল উইলসন

গ• রিচার্ড মিডো

ঘ• জা ফ্রাঁসোয়া জারিজ

✅উওর : পল তুর্নাল।

7- প্রাক্-ইতিহাস কথাটি প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করেছিলেন কে??

ক• পল তুর্নাল

খ• ড্যানিয়েল উইলসন

গ• রিচার্ড মিডো

ঘ• জা ফ্রাঁসোয়া জারিজ

✅উওর : ড্যানিয়েল উইলসন।

আমাদের Whatsapp Group Join করতে এখানে ক্লিক করো।

8-  আদিম মানুষ হাত কুঠার ব্যবহার করত -

ক• প্রাচীন প্রস্তর যুগে

খ• মধ্য প্রস্তর যুগে

গ•  নব্য প্রস্তর যুগে

ঘ•  তাম্র প্রস্তর যুগে

✅ উওর : প্রাচীন প্রস্তর যুগে

9 -কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়??

ক• তাম্র প্রস্তর যুগকে

খ• নব্য প্রস্তর যুগকে

গ• মধ্য প্রস্তর যুগকে

ঘ•  প্রাচীন প্রস্তর যুগকে

✅ উওর : মধ্য প্রস্তর যুগকে।

10 - মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল ---

ক• ক্ষুদ্রাকৃতি

খ• ভঙ্গুরতা

গ• বিশালাকার

ঘ• দীর্ঘাকৃতি

✅উওর : ক -ক্ষুদ্রাকৃতি


11- কোন যুগে কুমোরের চাকা আবিষ্কার হয়?

ক• নব্য প্রস্তর যুগে

খ• প্রস্তর যুগে

গ• প্রাচীন প্রস্তর যুগে

ঘ• তাম্র প্রস্তর যুগে

✅ উওর : নব্যপ্রস্তর যুগে।

( তাম্র প্রস্তর যুগে কুমোরের চাকাগুলো আরও উন্নত হয়েছিল )

12 -প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল

ক• পশু শিকার করা

খ• মাছ ধরা

গ•  খাদ্য সংগ্রহ

ঘ•   চাষবাস

✅ উওর : ক ও খ সঠিক। গ এবং ঘ ভুল

13-  নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল?

ক• স্থায়ী বসতি নির্মাণ করা

খ• খাদ্য উৎপাদন করা

গ• ধাতুর হাতিয়ার তৈরি করা

ঘ• বাণিজ্যের প্রসার করা

✅ উওর : খাদ্য উৎপাদন করা

14-  নিচের কোন যুগটি নব্য প্রস্তর যুগের পরে এসেছিল?

ক• তাম্র - প্রস্তর যুগ

খ• তুষার যুগ

গ• লৌহ যুগ

ঘ•  মধ্য প্রস্তর যুগ

✅ উওর : তাম্র - প্রস্তর যুগ

15- কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি?

ক• সুমেরের

খ• ভারতের

গ• ব্যাবিলনের

ঘ• মিশরের

✅উওর : সুমেরের

16- হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি?

ক• সুমেরের

খ• ভারতের

গ• ব্যাবিলনের

ঘ• মিশরের

✅উওর : মিশরের

17-  সোহগোর তাম্রলিপি আবিস্কার হয়েছে -

ক• চিনে

খ• ভারতে

গ• মেসোপটেমিয়ায়

ঘ• মিশরে

✅উওর : ভারতে

18- ভারতে পুরাণের সংখ্যা হল---

ক• 15 টি

খ• 25 টি

গ• 35 টি

ঘ• 18 টি

✅উওর : 18 টি

19- " রাজতরঙ্গীণী " থেকে কোন স্থানেত ইতিহাস জানা যায়?

ক• গুজরাট

খ• কাশ্মীর

গ• চিনের

ঘ• সুমেরের

✅উওর : কাশ্মীর

20 - নিচের কোন গ্রন্থটি থেকে গুজরাটের ইতিহাস জানা যায়?

ক• রাসমালা

খ• গিলগামেশ

গ• ইন্ডিকা

ঘ• ফো- কুয়ো - কি

✅উওর : রাসমালা

21 -  " ইন্ডিকা " - গ্রন্থের রচয়িতা হলেন --

ক• মেগাস্থিনিস

খ• হেরোডোটাস

গ• ফা- হিয়েন

ঘ• হোমার

✅উওর : মেগাস্থিনিস

22-  ভারতের আঞ্চলিক ইতিহাস - বিষয়ক দুটি গ্রন্থ হল -

ক • রাসমালা

খ • রাজতরঙ্গীণী

গ • রামচরিতমানস

ঘ • হর্ষচরিত

✅উওর : রাসমালা ও রাজতরঙ্গীণী।
( ক ও খ সঠিক ) এবং  গ • রামচরিতমানস এবং ঘ • হর্ষচরিত ভুল

23- নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন ---

ক • রমেশচন্দ্র মজুমদার

খ • গৌতম ভদ্র

গ • রনজিৎ গুহ

ঘ • পার্থ চট্টোপাধ্যায়

✅ উওর : ক • রমেশচন্দ্র মজুমদার, খ • গৌতম ভদ্র ও গ • রনজিৎ গুহ সঠিক, এবং ঘ ভুল )

24 - ভারতে ইন্দো- পারসিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন --

ক • মহীবুল হাসান

খ • আমির খসরু

গ • জিয়াউদ্দিন বরনি

ঘ • ইসামি

✅ উওর : খ • আমির খসরু,গ • জিয়াউদ্দিন বরনি ও ঘ • ইসামি সঠিক, এবং ক-মহীবুল হাসান ভুল ।

25- সিন্ধু সভ্যতার যুগে এখানকার মানুষ --

ক• গুহায় বসবাস করত

খ• চাষাবাস করত

গ• লোহার ব্যবহার জানত

ঘ• মুদ্রার প্রচলন ছিল

✅উওর : চাষাবাস করত

26- সুলতানি যুগের ঐতিহাসিক হলেন -

ক• সন্ধাকর নন্দী

খ• জিয়াউদ্দিন বরনি

গ• আমির খসরু

ঘ• আফিফ

✅উওর : খ• জিয়াউদ্দিন বরনি, গ• আমির খসরু
ও ঘ• আফিফ সঠিক। এবং ক• সন্ধাকর নন্দী ভুল।

27- প্রাগৈতিহাসিক যুগ মানুষ --

ক• লিপির ব্যবহার জানত না

খ• চাষাবাদ জানত না

গ• লোহার ব্যবহার জানত না

ঘ• দুরদেশে বাণিজ্যে যেত

✅উওর : ক• লিপির ব্যবহার জানত না।

28- সৃষ্টির আদিমলগ্নে মানুষ  ---

ক• লোহার হাতিয়ার ব্যবহার করত

খ• তামার হাতিয়ার ব্যবহার করত

গ• ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত

ঘ• পাথরের হাতিয়ার ব্যবহার করত

✅উওর : ক• লোহার হাতিয়ার ব্যবহার করত

29 - প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল ---

ক• নীলনদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ

খ• পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী

গ• কিউনিফর্মদের লিপি

ঘ• হাত- কুঠার

✅উওর : পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী।

30- প্রাচীন মিশরীয়রা ---

ক• প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল

খ• কিউনিফর্ম লিপি আবিস্কার করেছিল

গ• কাগজ আবিষ্কার করেছিল

ঘ• আধুনিক লিপি আবিষ্কার করেছিল

✅ উওর : ক• প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল

31- প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত -

ক• সুমেরীয়রা

খ• মিশরীয়রা

গ• ভারতীয়রা

ঘ• ব্যাবিলনীয়রা

✅উওর : ক• সুমেরীয়রা।

32- প্রাচীন জেন্দ-আবেস্তা নামক গ্রন্থে রয়েছে -

ক• রাম - রাবনের যুদ্ধের কাহিনি

খ• গিলগামেশে আলোচনা

গ• জরথুস্ট্রের উপদেশাবলি

ঘ• প্রতিবাদী ধর্মের উত্থানের কাহিনি

✅উওর : গ• জরথুস্ট্রের উপদেশাবলি

33- যে যুগের ইতিহাসের লিখিত উপাদনের পাঠোদ্ধার করা গেছে সেটি হল -

ক• প্রাগৈতিহাসিক যুগ

খ• প্রায় ঐতিহাসিক যুগ

গ• ঐতিহাসিক যুগ

ঘ• প্রাচীন যুগ

✅উওর : ঐতিহাসিক যুগ

34-  _______ আলতামিরা গুহার প্রাচীন কালের বহু চিএ আছে।

ক• স্পেনের

খ• ফ্রান্সের

গ• ভারতের

ঘ• পাকিস্তানের

✅উওর : ক- স্পেনের।

35 - ভীমবেটকা গুহাচিএ হল -

ক• স্পেনের

খ• ফ্রান্সের

গ• ভারতের

ঘ• পাকিস্তানের

✅উওর : ভারতের।

36- হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?

ক• প্রাগৈতিহাসিক যুগ

খ• প্রায় -ঐতিহাসিক যুগ

গ• ঐতিহাসিক যুগ

ঘ• প্রাচীন যুগ

✅ উওর : প্রায় -ঐতিহাসিক যুগ

37- " জেন্দ - আবেস্তা " কাদের ধর্মগ্রন্থ?

ক• গ্রিকদের

খ• জরথুস্ট্রীয়দের

গ• ইহুদীদের

ঘ• মুসলিমদের

✅উওর : খ• জরথুস্ট্রীয়দের

38 - পাল রাজাদের মুদ্রার নাম কী ছিল??

ক• নারায়ণী

খ• মনা

গ• নিষ্ক

ঘ• ক্যাশু

✅উওর : নারায়ণী।

39- সাতবাহন রাজাদের মুদ্রার নাম কী ছিল??

ক• নারায়ণী

খ• পোতিন

গ• নিষ্ক

ঘ• ক্যাশু

✅উওর : পোতিন

40- চোল রাজাদের মুদ্রার নাম কী ছিল??

ক• নারায়ণী

খ• মনা

গ• নিষ্ক

ঘ• ক্যাশু

✅উওর : ক্যাশু।

41-  " গিলগামেশ " হল ____ মহাকাব্য।

ক• ভারতের

খ• মিশরের

গ• মেসোপটেমিয়ার

ঘ• গ্রিসের

✅উওর : মেসোপটেমিয়ার।

42 - " ওডিসি " মহাকাব্যের রচয়িতা কে?

ক• হোমার

খ• ফা- হিয়েন

গ• মেগাস্থিনিস

ঘ• কালিদাস

✅উওর : হোমার

43- সন- তারিখের উপর প্রথম গুরুত্ব আরোপ করেন _____ ঐতিহাসিকরা।

ক• চিনের

খ• ভারতের

গ• আরবের

ঘ• রোমান

✅উওর : গ• আরবের

44- জেমস মিল হলেন _____ ঐতিহাসিক।

ক• ব্রিটিশ

খ• জার্মানি

গ• গ্রিস

গ• রুশ

✅উওর : ব্রিটিশ

45- " ইতিহাসের কাজ বিচার করা নয়, বোঝা। " - এই মতবাদটি কার??

ক• বিউরি

খ• হেরোডোটাস

গ• থুকিডিসিস

ঘ• মার্ক ব্লখ

✅উওর : মার্ক ব্লখ।

46-  " ইতিহাস হল একটি বিজ্ঞান। এর বেশিও নয়, কমও নয়। " - এটি বলেছিলেন ---

ক• বিউরি

খ• হেরোডোটাস

গ• থুকিডিসিস

ঘ• মার্ক ব্লখ

✅উওর : বিউরি ।

47- যে-কোনো দেশের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়??

ক• তিন ভাগে

খ• দুই ভাগে

গ• ছয় ভাগে

ঘ• চার ভাগে

✅উওর : তিন ভাগে।

48 - ইউরোপে স্বরণাতীত অতীত থেকে শুরু করে 476 খ্রিষ্টপূর্বাব্দ পযর্ন্ত সময়কে বলা হয় -

ক• প্রাচীন যুগ

খ• মধ্যেযুগ

গ• আধুনিক যুগ

ঘ• কোনোটিই নয়

✅উওর : প্রাচীন যুগ

49- ইউরোপের 476 খ্রিষ্টাব্দ থেকে 1453 খ্রিষ্টাব্দ পযর্ন্ত সময়কাল কে বলা হয় ---

ক• প্রাচীন যুগ

খ• মধ্যেযুগ

গ• আধুনিক যুগ

ঘ• কোনোটিই নয়

✅উওর : মধ্যেযুগ।

50- 1453 খ্রিষ্টাব্দের পরবর্তীকালের সময় ইউরোপে ----

ক• আধুনিক যুগ নাম পরিচিত

খ• মধ্যেযুগ নামে পরিচিত

গ• প্রাচীন যুগ নামে পরিচিত

ঘ• তাম্রপ্রস্তর যুগ নামে পরিচিত

✅উওর : আধুনিক যুগে নামে পরিচিত।

51 - জেমস মিল ভারতের ইতিহাসকে কয় ভাগে ভাগ করেছেন??

ক• তিন ভাগে

খ• দুই ভাগে

গ• ছয় ভাগে

ঘ• চার ভাগে

✅উওর : তিন ভাগে।

52- সুপ্রাচীনকাল থেকে শুরু করে 1206 খ্রিষ্টাব্দের পূর্ব সময়কাল হল ভারতের -

ক• হিন্দু যুগ

খ• ব্রিটিশ যুগ

গ• মুসলিম যুগ

ঘ• কোনোটিই নয়

✅উওর : হিন্দু যুগ

53-  1206 খ্রিষ্টাব্দ থেকে 1707 খ্রিষ্টাব্দ পযর্ন্ত সময়কাল ভারতের ইতিহাসে _____ নামে আখ্যায়িত করা হয়।

ক• হিন্দু যুগ

খ• ব্রিটিশ যুগ

গ• মুসলিম যুগ

ঘ• কোনোটিই নয়

✅উওর : মুসলিম।

54- ভারতের ইতিহাসে ব্রিটিশ যুগ হল -----

ক• ১২০৬ - ১৭০৭

খ• ১৭০৭ - এর পরবর্তী সময়কাল

গ• ৪৭৬ - ১৪৫৩

ঘ• ১৪৫৩ - এর পরবর্তী সময়কাল

✅উওর : ১৭০৭ - এর পরবর্তী সময়কাল।

55- ভারতে মহাজনপদ গুলির উত্থান শুরু হয়েছিল -
ক• খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে 

খ• খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে

গ• খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে

ঘ• খ্রিষ্টপূর্ব পঞ্চ শতকে

✅উওর : খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে 


একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উওর || WB Class 11 History SAQ Chapter 1

একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড || WB Class 11 Bangla PDF Notes Download

1- মানবসভ্যতার ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় ও কী কী

✅উওর : মানবসভ্যতার ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা যায়।।
যথা - প্রাচীন যুগ, মধ্যে যুগ এবং আধুনিক যুগ।

2- ইতিহাসে যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী??

✅উওর : ইতিহাসে যুগকে তিনটি ভাগে ভাগ করা যায়।
যথা - প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ।

3- প্রাগৈতিহাসিক কাকে বলে??

✅উওর : যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায়না, অর্থাৎ যেই সময়কাল পযর্ন্ত মানুষ লিখতে শেখেনি, মানবসংস্কৃতির প্রারম্ভকাল থেকে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে।।

4 - প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে??

✅উওর : যেই যুগে মানুষ লিপির আবিষ্কার করতে শিখেছিল, এবং সেই যুগের প্রাপ্ত লিপিগুলির পাঠদ্ধার আজও সম্ভব হয়নি, সেই যুগকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়।।

5- ঐতিহাসিক যুগ কাকে বলে??

✅উওর : যে যুগের প্রাপ্ত বিভিন্ন লিপিগুলির পাঠোদ্ধার বতর্মানে সম্ভব হয়েছে, যেই যুগকে বলা হয় ঐতিহাসিক যুগ।।

6 - ভারতে কবে ঐতিহাসিক যুগের সুচনা হয়েছিল?

✅উওর : বৈদিক যুগেই ভারতে ঐতিহাসিক যুগের সুচনা হয়েছিল।

7 - প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী??

✅উওর : প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা - প্রাচীন প্রস্তর যুগ,  মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ।

8- পিরামিড কী?

✅উওর : প্রাচীন মিশরের ধনী ব্যক্তি বা ফ্যারাওদের মৃত্যুর পর তাদের দেহ বিশেষ ভাবে পাথরের তৈরি সুবিশাল এিকোণাকৃতি একপ্রকার অট্টালিকার ভেতরে রাখা হত।। মিশরে তৈরি ফ্যারাও বা ধনী ব্যক্তিদের এরুপ সমাধিস্থল কেই পিরামিড বলা হয়।।

9- মমি কী বা মমি বলতে কী বোঝায়??

✅ উওর : প্রাচীন মিশরের কোনো ব্যক্তির মৃত্যুর পর তার মৃতদেহটিকে বিশেষ ভাবে রাসায়নিক পদার্থ, সুগন্ধি এবং তার সাথে সাদা কাপড় দিয়ে তার শরীরকে পেচিয়ে সংরক্ষণ করে রাখা হত।
মৃতদেহের এরুপ সংরক্ষণকেই মমি বলা হয়।

10- ফ্যারাও কাদের বলা হত??

✅উওর : প্রাচীন মিশরের শাষক বা রাজাকে ফ্যারাও বলা হত। ফ্যারাও শব্দের অর্থ হল ভগবানের সন্তান।
মিশরের প্রথম ফ্যারাও ছিলেন " মেনিস "

11 - জিগুরাত কী?,

✅উওর : প্রাচীন সুমেরীয় সভ্যতায় ধর্মকে কেন্দ্র করে তাদের বিভিন্ন দেবতার আরাধনার উদ্দেশ্য তারা শুকনো ইট দিয়ে এক বিশেষ ধরনের উচু উচু কৃএিম পাহাড় বা অট্টালিকার নির্মান করত।
সুমেরীয় সভ্যতার এরুপ মন্দির গুলিকে " জিগুরাত " বলা হত।

12- প্যাপিরাস কী??

✅উওর : প্যাপিরাস হল এক বিশেষ ধরনের গাছের ছাল, যার মধ্যে প্রাচীন মিশরীয়রা লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল।

13 - জীবাশ্ম কী?

✅উওর : জীবাশ্ম বলতে বোঝায় কোনো প্রানী  বা উদ্ভিদ মৃত দেহের কোনো অংশ বা ছাপ, যা প্রকৃতিতে ( বিশেষ করে মাটির নিচে, পাথরের মধ্যে, পাললিক শিলাস্তরে) বিভিন্ন অবস্থায় পাওয়া যায়।।

14 -  গুহাচিএ বলতে কী বোঝা??

✅উওর :  প্রাচীন কালে বিভিন্ন গুহার বসবাসকারী মানুষরা, গুহার দেয়ালে যেসব চিএ অঙ্কন করেছিলেন, সেসব চিএকেই গুহাচিএ বলা হয়।।

15- " জেন্দা-আবেস্তা " কী??

✅উওর : জেন্দা-আবেস্তা হল জরথুস্ট্রীয় ধর্মের ধর্মীয় গ্রন্থ, যার মধ্যে জরথুস্ট্রের উপদেশগুলি সংকলিত আছে।

16 - সুমেরীয় বা কিউনিফর্ম লিপি কী??

✅উওর : প্রাচীন সুমেরীয়রা এক বিশেষ ধরনের লিপির আবিষ্কার করেছিলেন, যা কিউনিফর্ম বা কোনাক্ষর লিপি নামে পরিচিত। সুমেরীয়রা প্রথমে কাচা বা ভেজা মাটির প্লেট বা খন্ড তৈরি করতেন। এরপর সেই ভেজা মাটির গায়ে কোনো তীক্ষ্ণ বস্তু দিয়ে তার মধ্যে লিখতেন। এরপর সেই লেখা মাটির টুকরোটি আগুনে পোড়ানো হত বা রোদে শুকোনো হত।  সুমেরীয়দের তৈরি এরুপ লিপিগুলিকেই কিউনিফর্ম লিপি বলা হয়।।

17 - মিশরীয় বা হায়ারোগ্লিফিক লিপি কী??

✅উওর : প্রাচীন মিশরের চিএলিপি বিবর্তিত হয়ে যে সামান্য আধুনিকতর লিপির আবিষ্কার হয়েছিল, তা হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত।

18- হামুরাবির আইনসংহিতা কী??

✅উওর : প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার ব্যাবিলন সাম্রাজ্যের অন্যতম সম্রাট হামুরাবি তার বিভিন্ন আইন গুলির রচনা বা লিখে রেখে গিয়েছিলেন।
হামুরাবির বিভিন্ন আইনগুলি কিউনিফর্ম লিপির ওপর লেখা হয়েছিল। এবং মনে করা হয় " হামুরাবির আইন সংহিতা" হল পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা।।

19- ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে??

✅ উওর : মেগাস্থিনিস।

20 - ওডিসি ও ইলিয়াড গ্রন্থের রচয়িতা কে??

✅উওর : অন্ধকবি হোমার।

21 - ভারতের প্রাচীনতম লিপি কোনটি??

✅ উওর : সেহগোর তাম্রলিপি।

22 - প্রাচীন লিপির বিষয়বস্তুর অধ্যয়ন করাকে কী বলা হয়??

✅ উওর : প্যালিগ্রাফি।

23 - প্রাচীন লিপির উৎকীর্ণ বিদ্যাকে কী বলা হয়??

✅উওর : এপিগ্রাফি।

24- বিভিন্ন ধরনের মুদ্রার পঠনপাঠনের বিদ্যাকে কী বলা হয়??

✅উওর : নিউমিসমেটিকস।

25- ভারতে মোট পুরাণের সংখ্যা কয়টি??

✅উওর : ভারতে মোট পুরাণের সংখ্যা হল 18 টি।

26- ভারতে কবে লৌহ যুগের সুচনা হয়? 

উওর ; ভারতে ঋক বৈদিক যুগে (১৫০০-১০০০ খ্রিস্ট পূর্বাব্দে) লৌহ যুগের সুচনা হয়।।


একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড || WB Class 11 Bangla PDF Notes Download

----- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top