দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় অধ্যায়ের প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র (Nervous System). থেকে ৩০ টির বেশি ছোটো প্রশ্ন উওর এই ব্লগ পোস্টে শেয়ার করা হবে। এখানে স্নায়ুতন্ত্র সম্পর্কিত সব প্রশ্ন উত্তর (Nervous System Related Questions Answers In Bengali) দেওয়া হলো। আশাকরি মাধ্যমিক ২০২৪ জীবনবিজ্ঞান পরিক্ষায় স্নায়ুতন্ত্র সংক্রান্ত এই প্রশ্ন উত্তর গুলো তোমাদের কাজে আসবে।।
স্নায়ুতন্ত্র সম্পর্কিত ৩০ টির বেশি প্রশ্ন উত্তর || Nervous System Related Questions Answers In Bengali
1) প্রানীদেহে কিসের মাধ্যমে ভৌত সমন্বয় ঘটে থাকে?
উওর- প্রানীদেহে স্নায়ুতন্ত্রের মাধ্যমে ভৌত সমন্বয় ঘটে থাকে।।
2)আমাদের শরীরের কোন জিনিস পরিবেশের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করে বা, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহন করে সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া দিতে সাহায্য করে? -
উ -স্নায়ুতন্ত্র পরিবেশের বিভিন্ন পরিবর্তন শনাক্ত করে বা, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহন করে সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া দিতে সাহায্য করে।।
3) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক- কে কী বলা হয়?
উ- স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কে নিউরন বলা হয়।।
4) জীবের উত্তেজনায় সাড়া দেওয়া ধর্ম কে কি বলে?
উ- জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলে।।
5) C.N.S( সি.এন .এস) এর পুরো নাম কি
উ- C.N.S- এর পুরো নাম হল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।।
6) স্নায়ুতন্ত্রের কার্যগত উপাদান গুলি কি কি??
উ- স্নায়ুতন্ত্রের কার্যগত উপাদান গুলি হল গ্রাহক বাহক এবং কারক।।
7) নিউরনের গঠন গত উপাদান দুটি কি কি?
উ-নিউরনের গঠনগত উপাদান দুটি হলো কোশদেহ এবং প্রবর্ধক।।
8) অ্যাক্সন কী?
উওর- অ্যাক্সন হলো নিউরনের কোষদেহ থেকে এককভাবে নির্গত শাখাবিহীন সাইটোপ্লাজমীয় প্রবর্তক ; যার কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বহন করা।
9) বিভাজিত হতে পারে না বা হয় না এমন দুটি প্রাণীর নাম লেখ।
উ- বিভাজিত হয় না এমন দুটি প্রাণীকোশ হল স্নায়ু কোষ এবং পেশী কোষ।।
11) গঠন অনুযায়ী নিউরোন কত প্রকার?
উ- গঠন অনুযায়ী নিউরোন 5 প্রকার।
12) গঠন অনুযায়ী নিউরোন প্রকারভেদ গুলি লেখো।
উ - (i) অ্যাপোলার -মেরুবিহীন,, (ii) ইউনিপোলার - একটি মেরুযুক্ত নিউরোন, (iii) বাইপোলার - দুইটি মেরুযুক্ত নিউরোন,, (iv ) সিউডোপোলার - তিনটি মেরুযুক্ত নিউরোন,,, -(v) মালটিপোলার - বহু মেরুযুক্ত নিউরোন,
13) নিউরনের কোশদেহকে কি বলা হয়?
উ- নিউরনের কোশদেহকে নিউরোসাইটন-বলা হয়।
14) দুটি নিউরনের সংযোগস্থলকে কী বলা হয়??
উ- দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলা হয়।।
15) কাকে শারীরবৃত্তীয় ভালভ বলা হয়?
উ- দেহের স্নায়ু স্পন্দন একমুখী হওয়ায় সাইন্যাপস কি শারীরবৃত্তীয় ভালভ বলা হয়।।
16) সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালী বলতে কী বোঝায়??
উ-প্রধানত অ্যাক্সন (Axon )এর শেষপ্রান্ত ও ডেনড্রন এর মিলনস্থলে একটু কিঞ্চিৎ ফাঁক থাকে। অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে থাকা কিঞ্চিত ফাঁককেই সাইন্যাপটিক ক্লেফট বলা হয়।।
17) মেনিনজেস কি?
উ- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরীয় আবরণীকে মেনিনজেস বলে।
18) নিউরোট্রান্সমিটার কি?
উ- যেসব রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে বা পেশিতে স্নায়ু স্পন্দন প্রবাহিত করে তাদের নিউরোট্রান্সমিটার বলে।।
19) একটি নিউরোট্রান্সমিটার এর নাম লেখ!
উ-অ্যাসিটাইল কোলিন হলো একটি নিউরোট্রান্সমিটার ।
20) নিউরো হরমোন কাকে বলে? উদাহরণ দাও!
উ- যে সকল হরমোনগুলো স্নায়ুকোষ থেকে নিঃসৃত হয় তাদের নিউরো হরমোন বলে । যেমন - ভেসোপ্রেসিন।
21) স্নায়ুকোশের স্বল্পদৈর্ঘ্যের প্রবর্ধকগুলি কে কি বলা হয়?
উ- স্নায়ুকোেশের স্বল্পদৈর্ঘ্যের প্রবর্ধকগুলিকে ডেনড্রন বলা হয়।
22) কোন আবরণী আমাদের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড কে বাইরের আঘাত থেকে রক্ষা করে?
উ- মেনিনজেস আবরণী আমাদের মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড কে বাইরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে।
23)- সি.এস.এফ(CSF) এর পুরো নাম কি?
উ- সি.এস.এফ-এর পুরো নাম হল সেরিব্রো স্পাইনাল ফ্লুইড
24) CSF বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড -এর কাজ কী?
উ- CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এর কাজ হলো- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কে সুরক্ষা প্রদান করা এবং স্নায়ুকোষ কে পুষ্টি দ্রব্য ও অক্সিজেন সরবরাহ করা।।
25) স্নায়ু কোষের কোন অংশ কোষদেহ থেকে স্নায়ু স্পন্দন পরিবহন করে থাকে?
উ- স্নায়ুকোশের অ্যাক্সন কোষদেহ থেকে স্নায়ু স্পন্দন পরিবহন করে।
26) একটি সংজ্ঞাবহ স্নায়ুর নাম লেখো
উ- একটি সংজ্ঞাবহ স্নায়ুর নাম হল অপটিক স্নায়ু বা অডিটরি স্নায়ু।
27) মিশ্র স্নায়ু বলতে কী বোঝো?
উ- যে প্রকার স্নায়ু সেনসরি নিউরণ ও মোটর নিউরন উভয় প্রকার নিউরনের মধ্যে সমন্বয় গঠন করে, তাদের মিশ্র স্নায়ু বলা হয়।
28) একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও
উ- একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো ভেগাস।
30) করোটির স্নায়ুর সংখ্যা কত?:
উ- করোটির স্নায়ুর সংখ্যা হল 12 জোড়া ।।
31) -মস্তিষ্কের গোলার্ধদ্বয়, কোন স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে যুক্ত ?
উ- মস্তিষ্কের গোলার্ধদ্বয়, "করপাস ক্যালোসাম" নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে ।।
Tags ; স্নায়ুতন্ত্র সম্পর্কিত প্রশ্ন উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উওর ২০২৪ | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর | মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উওর 2024 | nervous system related questions and answers | nervous system related saq in bengali | nervous system related short questions answers | nervous system related gk in bengali
Thank you so much sir 🥰🌸🌸🌸🌸
উত্তরমুছুনএই চ্যাপ্টার থেকে আরো কি mcq এর কোশ্চেন বাকি আছে?
উত্তরমুছুন