দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়-বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওর যারা পেতে চাইছো, তাদের জন্য আজকের এই ব্লগ পোস্ট। মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (bohirjato prokriya) থেকে 25 টির বেশি SAQ এবং 15 টার বেশি 2 মার্কের প্রশ্ন উওর এখানে দেওয়া হলো। পরবর্তীকালে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উওর ভাগ করা হবে।।
দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের 45+ SAQ & 2 মাকের প্রশ্ন উওর 2024 || WB Class 10 bohirjato prokriya
1- যে প্রক্রিয়ায় ভূমিরূপের সমতলীকরন ঘটে, সেই প্রক্রিয়াকে কী বলে??
উওর: পর্যায়ন প্রক্রিয়া
2-কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়?
উওর: আরোহন প্রক্রিয়ায়
3- কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়?
উওর: অবরোহন প্রক্রিয়ায়
4-অবরোহন প্রক্রিয়ার অপর নাম কী?
উওর: নগ্নীভবন
5- কোন প্রক্রিয়া আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল ??
উওর: পর্যায়ন প্রক্রিয়া
আরও পড়ো👉 ; হিমবাহ সংক্রান্ত 48+ প্রশ্ন উওর
6-ক্ষয়সীমা কী?
উওর: পৃথিবীর বিভিন্ন ক্ষয়কারি শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে,সেটাই হলো তার ক্ষয়সীমা।
7-ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে??
উওর: j.w. Powell
8- কে সর্বপ্রথম Grade শব্দটি ব্যবহার করেছিলেন?
উওর: G.K. Gilbert
9- দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়??
উওর: দোয়াব
10- যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকা কে আলাদা করে রাখে তাকে কী বলে??
উওর: জলবিভাজিকা
11- নদীর প্রধান কাজ কী??
উওর: নদীর প্রধান তিনটি কাজ হল ক্ষয়কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য
12- নদীর ক্ষয়কার্য কয় প্রকার? এবং কী কী??
উওর: নদীর ক্ষয়কার্য পাঁচ প্রকার।। যথা -
জলপ্রবাহ বা আঘাতজনিত ক্ষয়, অবঘর্ষ জনিত ক্ষয়, ঘর্ষণজনিত ক্ষরিত, বুদবুদজনিত ক্ষয় ও দ্রবনজনিত ক্ষয়।
মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।
13- ষষ্ঠ ঘাতের সূত্র আবিষ্কার করেন কে?
উওর: w. hopkins
14-নদীর জলপ্রবাহ মাপার একক কী??
উওর: কিউসেক ও কিউমেক
15-পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি??
উওর: নেপালের কালীগণ্ডকী বা অন্ধা গলচি গিরিখাত
16-পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোনটি??
উওর: সাংপো ক্যানিয়ন
17 -পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি??
উওর: সাল্টো অ্যাঞ্জেল
18-ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি??
উওর: যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত
19-পৃথিবীর সবচেয়ে সুন্দর জলপ্রপাত কোনটি ??
উওর: নায়াগ্রা জলপ্রপাত
20-পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত কোনটি?
উওর: ইগুয়াজু জলপ্রপাত
21-প্রশস্ত নদী মোহনাকে কী বলা হয়??
উওর: খাড়ি
22-কোন নদীর নাম অনুসারে মিয়েন্ডার নামকরণ হয়েছে??
উওর: তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে
23- ভারতের তথা এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ কোনটি??
উওর: মাজুলী দ্বীপ
24- পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি??
উওর: ইলহা - দ্য- মারাজো
25- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি???
উওর: গঙ্গা- ব্রহ্মপুত্র বদ্বীপ
26-পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোথায়??
উওর: মিসিসিপি নদীর মোহনায়
27-কে বদ্বীপ এর নামকরণ করেছিলেন??
উওর: গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস
28- সুন্দরবনের যে-কোনো একটি সম্পূর্ণভাবে নিমজ্জিত দ্বীপের নাম লেখো।
উওর: নিউমুর দ্বীপ
দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের 2 মার্কের প্রশ্ন উওর || মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় 2 মার্কের প্রশ্ন উত্তর
1-বহির্জাত প্রক্রিয়া কী???
উওর ; বহির্জাত প্রকিয়া বোঝাতে প্রক্রিয়া বলতে বোঝায় ভুপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক বিভিন্ন শক্তিগুলি দীর্ঘকাল ধরে যেসব প্রক্রিয়ায় শিলামন্ডলের কাজ করে সেগুলিকে বিভিন্নভাবে চূর্ণ-বিচূর্ণ করে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়েছে এবং তাদের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সামঞ্জস্যপূর্ণ সাধারণ তল বা সমান ভুমিতল গঠন করে তাদের, একত্রে বহির্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল- নগ্নীভবন বা আরোহন।
2-পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উওর ; পর্যায়ন প্রক্রিয়াটি বলতে বোঝায় অবোরোহন ও আরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল।। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের অসমতল ও বন্ধু ভূমিতল উচ্চতা হ্রাস ও বৃদ্ধির মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয়, সেই প্রক্রিয়া কে পর্যায়ন প্রক্রিয়া বলে।।
এবং পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট সমতল ভূমি রূপকে পর্যায়িত ভূমি বলে।।।
3-আবহবিকার কাকে বলে??
উওর ; বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ার পর, সেই শিলা চূর্ণ-বিচূর্ণ হওয়ার আগে যে স্থানে দাঁড়িয়ে ছিল, সেখানে পড়ে থাকা কেই আবহবিকার বলে।।
4-নগ্নীভবন কাকে বলে???
উওর : নগ্নীভবন প্রক্রিয়াটি প্রধানত তিনটি প্রক্রিয়ার সম্মিলিত ফল। আবহবিকার,পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন প্রকিয়া!, এর তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভুত হয়ে, অপসারিত হয়।।। এর ফলে সেই উপরিস্তরের শিলাস্তত অপসারিত হয়।
মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।
5-পুঞ্জিত ক্ষয় কী??
উওর ; পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া টি নগ্নীভবন প্রক্রিয়া অন্তর্গত। পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই কোন ক্ষয় শিলা স্তর বা মাটি পদার্থ ভূমির ঢাল বা অভিকর্ষের টানের জন্য সেই শিলাস্ত্র বা মাটি ভুমির ঢাল বরাবর উপর থেকে নিচে নেমে আসে, এই প্রকিয়াকে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া বলে।
6- ক্ষয়ীভবন প্রক্রিয়া কী?
উওর ; ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা বিভিন্ন পদার্থ ক্ষয় হয়ে একস্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার পদ্ধতিকে ক্ষয়ীভবন বলে।
7-আরোহন প্রক্রিয়া কাকে বলে???
উওর ;যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোন নিচু স্থান বিভিন্ন বহির্জাত শক্তির বা তাদের বিভিন্ন প্রকার ক্রিয়ার মাধ্যমে( সঞ্চয়ের মাধ্যমে) আস্তে আস্তে ভরাট হয়ে তার উচ্চতা বৃদ্ধি পায়, এবং সেই ভূমিরূপটি নিচু ভুমি থেকে উচ্চ ভুমিতে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আরোহন প্রক্রিয়া বলে।
8-অবরোহন প্রক্রিয়া কাকে বলে??
উওর ; অবরোহন প্রক্রিয়া টি হল আরোহন প্রক্রিয়ার ঠিক বিপরীত প্রক্রিয়া। অবরোহন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বহির্জাত শক্তি গুলি ভুপৃষ্ঠের উপর বিভিন্ন ভাবে কাজ করে উঁচুভুমিরুপকে আস্তে আস্তে ক্ষয়ের মাধ্যমে নিচু ভূমিতে পরিণত করে, সেই নিচু হওয়ার প্রক্রিয়াকে অবরোহন প্রক্রিয়া বলে।।।
9 - জলচক্র কী??
অথবা, নদী অববাহিকার জলচক্র কাকে বলে?
উওর.; নদী অববাহিকাত জলচক্র বা জলচক্র প্রক্রিয়াটির যদি আমরা নদীর ক্ষেত্রে দেখতে চাই, তাহলে বলতে পারি নদীগর্ভে যেই পরিমান জল থাকে সেই জল দিনের বেলায় সূর্যের প্রচন্ড তাপে বাষ্পীভূত হয়ে বাষ্পাকারে উপরে উঠে যায়।। এবং সেই বায়ু সম্পৃক্ত হওয়ার পর মেঘ - এ পরিণত হয়।। এরপর সেই মেঘ বৃষ্টি,তুষারপাত ও শিলাবৃষ্টির আকারে আবার আমাদের নদী, সমুদ্র, পুকুর, খাল, বিল ও ভুমিতে নেমে আসে।।। এবং এই প্রক্রিয়াটি অনন্তকাল ধরে এভাবেই চলে আসছে।। এই প্রক্রিয়াটিকে নদী অববাহিকার জলচক্র বলে।
মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।
যেমন ভাবে এই প্রক্রিয়াটি নদীর ক্ষেত্রে হয়।। ঠিক তেমনভাবেই এই প্রক্রিয়াটি সমুদ্র, খাল-বিল, পুকুর বা বাকি সমস্ত ধরনের জলাশয়ের ক্ষেত্রে হয়।।
10-নদী অববাহিকা কী??
উওর ; কোন একটি নদীর উৎপত্তি লাভের পর সেই প্রধান নদী এবং তার বিভিন্ন শাখা নদী ও উপনদী যে যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, সেই সমগ্র অঞ্চল টাকে মূল নদীর নদী অববাহিকা বলে।।
যেমন ভারতের গঙ্গা নদীর অববাহিকা হলো ভারতের বৃহত্তম ও আমাজন নদীর অববাহিকা হল পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা।
11- নদীর ধারণ অববাহিকা কাকে বলে??
উওর ; উচ্চ পার্বত্য অংশে নদী যে প্রধান অঞ্চল জুড়ে থাকে এবং সে অঞ্চলের কতগুলি জলধারা, বা ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় এসে সেই নদীর উৎপত্তি ঘটার পর তার জলের প্রবাহকে অব্যাহত রাখে, সেই অঞ্চল টাকে ওই নদীর ধারণ অববাহিকা বলে।।
12-জলবিভাজিকা কাকে বলে???
উওর ; যে উচ্চভূমি দুটি বা তার বেশি নদী গোষ্ঠী বা নদী অববাহিকা কে আলাদা করে রাখে, মাঝখানের সেই উচ্চভূমিকে জলবিভাজিকা বলে।। জলবিভাজিকা রূপে প্রধানত উঁচু উঁচু পর্বত কোন শিলা পাহাড় ইত্যাদি গুলি কাজ করে।।
13- নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কী??
উওর ; 1842 খ্রিষ্টাব্দে w.hopkins নদীর গতিবেগ এর সঙ্গে বহন ক্ষমতার একটি সূত্র আবিষ্কার করেছিলেন। যেটা ছিল-
যদি কোন কারণে নদীর জলের পরিমান বেড়ে গিয়ে তার গতিবেগ দ্বিগুণ হয়ে যায়,তাহলে সেই নদীর বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়।। এই সূত্রকেই নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলে।।।
14- প্রপাত কূপ বা প্লাঞ্জপূল কাকে বলে??
উওর ; জলপ্রপাতের জল যখন অনেক উপর থেকে প্রবল বেগে নিচে গড়িয়ে পড়ে তখন সেই জলরাশি জলপ্রপাতের যে নির্দিষ্ট অংশে বেশি পরিমাণে পড়ছে সেই নির্দিষ্ট অঞ্চলের জলের আঘাতে বা জলে মিশে থাকা বিভিন্ন বালি, কাকড়, শিলাখন্ডের আঘাতে সেখানে একপ্রকার গর্তের সৃষ্টি হয়।। এরূপ গর্ত গুলোকে প্রপাতকূপ বা প্লাঞ্জপূল বলে।
মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।
15-মন্থকূপ বা পটোহল কাকে বলে???
উওর ; নদীর জলের সঙ্গে মিশে থাকা বিভিন্ন কঠিন শিলা, বা শিলাখণ্ড জল প্রবাহের সময় নদীগর্ভে বারবার আঘাত করার পরে নদীগর্ভে অনেক ছোট ছোট গর্তের সৃষ্টি হয়।।। এরকম ছোট ছোট গর্ত পরবর্তীকালে আরও আঘাতের ফলে সেই গর্তগুলি আরও বড় ও গভীর আকার ধারণ করে। নদীগর্ভে সৃষ্ট এরকম বড় ও গভীর গর্ত গুলোকে মন্থকূপ বা পটোহল বলে।। যেখানে অসংখ্য পটোহল একসঙ্গে গড়ে ওঠে, তাকে পটোহল কলোনি বলে।।।
16-পলল শঙ্কু ও পলল ব্যজনী কী??
উওর ;; নদী যখন পর্বতের পাদদেশে এসে পৌঁছায় তখন সেই পাদদেশে অঞ্চলে নদী নুড়ি, কাকর, বালি ইত্যাদি জিনিস সঞ্চয় করে।। যার ফলে পর্বতের পাদদেশে এরূপ সঞ্চয় এর ফলে ত্রিকোণাকৃতি ভূমিরূপের সৃষ্টি হয়।। নদীর সঞ্চয়এর ফলে গড়ে ওঠা এরূপ শঙ্কু আকৃতির ভূমিরূপ কে পলল শঙ্কু বলে।।। এবং যখন অনেকগুলি পলল শঙ্কু এক সঙ্গে মিলিত হয় তখন তাকে দেখতে অনেকটা হাত পাখার মত লাগে।। তখন সেরূপ ভূমিরূপকে পলল ব্যজনী বলে।।
17-খাড়ি কাকে বলে??
উওর ; নদী যখন তারপর পথ অতিক্রম করে অর্থাৎ শেষ প্রান্তে এসে নদীর মোহনা অংশ পৌঁছায় সেখানে নদী যখন সাগরে গিয়ে মিলিত হয় সেই অঞ্চলটা বিশাল চওড়া বা ফানেল আকৃতির হয়।। এরুপ চওড়া বা ফানেল আকৃতির নদীর মোহনাকে খাড়ি বলে।।।
Tags ; বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024 | দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ class 10 | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ saq | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ 2 মার্কের প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024
Sir apnar notes a kichu bhul acha naki amar book kichu bhul acha bujhta parachi na sob dakchi ulto
উত্তরমুছুনকী ভুল আছে বলো? ঠিক করে দিচ্ছি. অনেক সময় কপি পেস্ট করার সময় উওর উল্টো পাল্টা হয়ে যায়। প্রুফ রিডিং করার পরেও অনেক সময় ভুল হয়ে যায়। বলো কী ভুল আছে ঠিক করে দিচ্ছি
উত্তরমুছুনSir no 15,35,50,12 sir agulo amar book a satha answer milcha na
উত্তরমুছুনদেখো, 12, 15, 35, 50 এই চারটে প্রশ্নের উওরের মধ্যে কিছু কিছু প্রশ্ন সব বইতে এক থাকে না। ছায়ার বইতে এক আছে আর প্রান্তিকের বইতে এক। আবার অনুজবরণ সরকারের বইতে অন্য আছে। এখন তুমি যেই বইটা ফলো করবে স উওর টাই লিখতে পারো।
উত্তরমুছুনআর সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোর গুলোকে সাহারায় গ্যাসি ই বলা হয়।
Sir amar satra prokasani book
উত্তরমুছুনস্যার 49 দাগের উত্তর টা ভুল আছে 🤔🤔🤔🤔 বলে আমার মনে হয়। কারণ গোবি মরুভূমি তো শীতল তম মরুভূমি তাহলে কি করে উষ্ণ মরুভূমি হবে??? 🤔🤔🤔
উত্তরমুছুন