একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর 2024 || WB Class 11 Bangla Sahityer Itihas Short Questions Answers 2024

WB Class 11 Bangla Sahityer Itihas Short Questions Answers 2024 ; এই ব্লগ পোস্টে একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর 2024 হিসাবে প্রাচীন যুগের চর্যাপদ, মধ্য যুগের শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গলকাব্য এবং আধুনিক যুগের চৈতন্য জীবনী সাহিত্য সংক্রান্ত কিছু প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।

একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর 2024 || WB Class 11 Bangla Sahityer Itihas Short Questions Answers 2024

1 - বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি ভাগে ভাগ করা হয়?
উওর : বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়।

2 - বাংলা সাহিত্যের ইতিহাসের বিভাগ গুলি কি কি?
উওর : প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ।

3 - বাংলা সাহিত্যে প্রাচীন যুগের সময়সীমা কত?
উওর : 700 /900 - 1100 খ্রিষ্টাব্দ পযর্ন্ত।

4 - বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়সীমা কত?
উওর : 1350/1400-1800 খ্রিষ্টাব্দ পযর্ন্ত।

5 - বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগের সময়সীমা কত?
উওর : 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত।

6 - বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কালকে অন্ধকারময় বা সুসুপ্তির যুগ বলা হয়?
উওর : 1203 - 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে অন্ধকারময় যুগ বা সুষুপ্তির যুগ বলা হয়।

কাদশ শ্রেণির বাংলা চর্যাপদ সংক্রান্ত প্রশ্ন উওর 2024

7 - বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

উওর : বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ।

8 - চর্যাপদ এর আবিষ্কর্তা কে?
উওর : শ্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়।

9 - চর্যাপদ কত খ্রিস্টাব্দে,কোথা থেকে আবিষ্কার করা হয়েছিল?
উত্তর : চর্যাপদ 1907 খিষ্টাব্দে নেপালের রাজাদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করা হয়েছিল।

10 - চর্যাপদ কত খ্রিস্টাব্দে কোথা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়?

উওর : শ্রী হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দের বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

11 - গ্রন্থাগারে প্রকাশ কালে চর্যাপদ এর নাম কি ছিল?

উওর : হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা।

12 - চর্যাপদ এর পূর্ব নাম কি ছিল?

উওর : চর্যাচর্যবিনিশ্চয়।

13 - চর্যাপদের মোট প্রদেশ সংখ্যা কয়টি?

উওর : 51 টি।

14 - শ্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ এর কয়টি পদ পেয়েছিলেন?
উওর : 46½ টি পদ।

15 - চর্যাপদের তিব্বতি অনুবাদ এর আবিষ্কর্তা কে?
উওর ; প্রবোধচন্দ্র বাগচী।

16 - চর্যাপদের তিব্বতি অনুবাদে প্রাপ্ত প্রদের সংখ্যা কয়টি?

উওর : 51 টি।

17 - চর্যাপদের তিব্বতি অনুবাদকের নাম কি?

উওর : চর্যাপদের তিব্বতি অনুবাদক এর নাম হলো চন্দ্রকীর্তি বা কীর্তিচন্দ্র।

18 - চর্যাপদের সংস্কৃত টীকাকারের নাম কি?

উওর : মুনিদত্ত। তার টীকার নাম নির্মলগীরা।

19 - চর্যাপদ কোন ভাষায় রচিত?

উওর : আলো-আঁধারি ভাষা সান্ধ্য ভাষায়।

20- চর্যাপদের রচয়িতা কারা ?

উওর : বৌদ্ধ সহজিয়া সাধকরা।

21 - চর্যাপদের মোট কতজন কবির কথা উল্লেখ রয়েছে?

উওর : 24 জন।

22 - 24 জন কবির মধ্যে কোন কবি চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন?

উওর : কবি কানহু পাদ।

23 - কোন সময়ে চর্যাপদ রচিত হয়েছিল?

উওর : আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীতে।

24 - চর্যাপদ এ কোন প্রাচীন ছন্দের পরিচয় পাওয়া যায়?

উওর : পাদাকুলক ছন্দের।

25 - কে প্রমাণ করেছিলেন যে চর্যাপদ বাংলা ভাষার পূর্বসূরী?

উওর : ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর অরিজিনাল অ্যান্ড ডেভলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাংগুয়েজ গ্রন্থে।

একাদশ শ্রেণির বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন সংক্রান্ত প্রশ্ন উওর

1 - বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়টাকে মধ্যযুগ বোঝায়?

উওর: বাংলা সাহিত্যের মধ্যযুগ বলতে খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে বোঝায়।

2- মধ্যযুগকে কয়টি ও কী কী ভাগে ভাগ করা হয়?
উওর : মধ্য যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়।  যথা -
• প্রাক চৈতন্য যুগ বা চৈতন্য পূর্ববর্তী যুগ
• চৈতন্য যুগ বা মধ্য মধ্য যুগ
•  উওর চৈতন্য যুগ বা চৈতন্য পরবর্তী যুগ

3 - বাংলায় কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে তুর্কি আক্রমণ ঘটে?

উওর : বাংলায় 120 খ্রিস্টাব্দে ইফতিকারউদ্দিন বিন বখতিয়ার খিলজীর নেতৃত্বে তুর্কি আক্রমণ ঘটে।

4 - আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?

উওর : শ্রীকৃষ্ণ কীর্তন।

5 - শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?

উওর : বড়ু চন্ডীদাস।

6 - শ্রীকৃষ্ণকীর্তন কে,কবে এবং কোথা থেকে আবিষ্কার করেছিলেন?

উওর : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ মহাশয়  1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিলা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা  থেকে উদ্ধার করেছিলেন।

7- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

উওর : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি 1916 খ্রিস্টাব্দে শ্রি বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ মহাশয়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে " শ্রীকৃষ্ণকীর্তন " নামে প্রকাশিত হয়।

8 - শ্রীকৃষ্ণকীর্তন এর পূর্ব নাম কি ছিল?

উওর : শ্রীকৃষ্ণসন্দর্ভ।

9 - শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল চরিত্র কারা?

উওর : রাধা, কৃষ্ণ এবং বড়াই।

10 - শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কয়টি খন্ড রয়েছে?

উওর : 13 টি।

11 - শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম এবং শেষ খন্ডের নাম কি?

উওর : শ্রীকৃষ্ণকীর্তন এর প্রথম খন্ডের নাম হল " জন্ম খন্ড " এবং শেষ খন্ডের নাম হলো " রাধা বিরহ খন্ড"।

একাদশ শ্রেণির বাংলা অনুবাদ কাব্যধারা প্রশ্ন উওর 2024

1 - শ্রীকৃষ্ণবিজয় এর রচয়িতা কে?

উওর : মালাধর বসু।

2 - বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন?

উওর : কৃত্তিবাস ওঝা।

3 - কৃত্তিবাস ওঝার অনুবাদিত রামায়ণের নাম কি ?

উওর : শ্রীরাম পাঁচালী।

4 - বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি কে ছিলেন?

উওর : পরমেশ্বর দাস।

5 - পান্ডবিজয় পাঞ্চালিকা কার রচনা?

উওর : পরমেশ্বর দাসের।

6 - বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এর নাম কী?

উওর : কাশীরাম দাস

7 - কাকে অভিনব জয়দেব বলা হয়?

উওর : বিদ্যাপতি কে।

8 - শ্রীমদভাগবতের প্রথম অনুবাদক কে?

উওর : মালাধর বসু।

9 - কাশীরাম দাসের কাব্যের নাম কি?

উওর : ভারত পাঁচালী

◆ একাদশ শ্রেণির বাংলা  মঙ্গলকাব্য ◆

1 - মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?

উওর : কানাহরি দও।

2- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এবং তার কাব্যের নাম কি?
উওর ; মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম হল নারায়ণ দেব। এবং তার কাব্যের নাম হল পদ্মপুরাণ।

3 - চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি,

উওর : মানিক দও।

4 - ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?

উওর : ময়ূরভট্ট।

5 - ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?

উওর : ঘনরাম চক্রবর্তী।

6 - বৈষ্ণব পদাবলীর রচয়িতা কে?

উওর : বিদ্যাপতি

একাদশ শ্রেণির বাংলা চৈতন্যজীবনী সাহিত্য ◆

1 - সংস্কৃত ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী সাহিত্যের নাম কি?.

উওর : শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত।

2 - শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত এর রচয়িতা কে?

উওর : মুরারি গুপ্ত।

3 - বাংলা ভাষায় রচিত শ্রেষ্ঠ চৈতন্য জীবনীর নাম কী?

উওর ; চৈতন্যভাগবত

4 - চৈতন্যভাগবত এর রচয়িতা কে?

উওর : বৃন্দাবন দাস।

5 - শ্রীচৈতন্যচরিতামৃত  এর রচয়িতা কে?

উওর : কৃষ্ণদাস কবিরাজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Tags ; একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের প্রশ্ন উওর 2024 | WB Class 11 Bangla Sahityer Itihas Short Questions Answers 2024 | চর্যাপদ থেকে ছোটো প্রশ্ন উওর 2024 | শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রশ্ন উওর 2024 | মঙ্গলকাব্য সংক্রান্ত প্রশ্ন উওর 2024 | চৈতন্য জীবনী সাহিত্য ছোটো প্রশ্ন উওর 

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন