মুন্ডা বিদ্রোহের কারণ গুলি আলোচনা করো |
মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল, গুরুত্ব বা তাৎপর্য
ভুমিকা : 1899-1900 খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহ ছিল বিরসা মুন্ডার নেতৃত্বে উপজাতি মানুষদের ওপর হওয়া, বিভিন্ন অত্যাচারের পুঞ্জীভূত ক্ষোভ এবং অত্যাচারের থেকে মুক্তি পাওয়ার বিদ্রোহ।।।
মুন্ডা বিদ্রোহের কয়েকটি প্রধান কারণ :
মুন্ডাদের জমির অধিকার কেড়ে নেওয়া :
ভারতীয় অরণ্য আইন পাস হওয়ার পর ব্রিটিশ সরকারের হাতে ভারতীয় অরন্যের ক্ষমতা চলে আসার পর, মুন্ডা উপজাতিরা কষ্ট করে জঙ্গলের যে পতিত জমি উদ্ধার করেছিল,সেই পতিত জমিতে ব্রিটিশ সরকার তাদের অধিকার আরোপ করে।। এছাড়াও বিভিন্ন জমিদার ও মহাজনেরা মুন্ডা অধ্যুষিত অঞ্চলে মুন্ডাদের নিজস্ব জমি থেকে তাদের উচ্ছেদ করে সেই জমিতে নিজেদের অধিকার বসাতে শুরু করে।।
*** মাধ্যমিক ইতিহাস সিলেবাসের সকল অধ্যায়ের MCQ, SAQ, 2,4 & 8 মার্কের প্রশ্ন উওরের পিডিএফ নোট পেতে চাইলে যোগাযোগ করো ; +918388986727 নম্বরে।
খুঁৎকাঠি প্রথার অবসান :
মুন্ডা সমাজের একটি প্রচলিত প্রথা ছিল, যে মুন্ডা সমাজের যতটা জমি থাকবে তার ওপর জমির যৌথ মালিকানা থাকবে।। অর্থাৎ কোন একটি জমির ওপর অনেকের মালিকানা থাকবে।। কিন্তু ব্রিটিশ সরকার ভেবে দেখেছিল যে যদি মুন্ডা সমাজে এই প্রথা চালু থাকে তাহলে ব্রিটিশ সরকার মুন্ডা সমাজের কাছ থেকে বেশি পরিমাণ খাজনা আদায় করতে পারবে না।। তার বদলে যদি ব্রিটিশ সরকার মুন্ডা সমাজের এই খুৎকাঠি প্রথা ভেঙে দিয়ে প্রত্যেকের জন্য আলাদা আলাদা মালিকানা সৃষ্টি করতে পারে, তাহলে ব্রিটিশ সরকার প্রত্যেকের কাছ থেকে বেশি পরিমাণ খাজনা আদায় করতে পারবে।। এজন্য ব্রিটিশ সরকার মুন্ডা সমাজের এই খুঁৎকাঠি প্রথার অবসান ঘটায়!! যার জন্য মুন্ডারা ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে।।
বেগার শ্রম :
মুন্ডা বিদ্রোহে আরেকটি প্রধান কারণ হলো এই বেগারশ্রম প্রথা।। বেগারশ্রমের এর মানে হলো বিনা মজুরিতে বা বিনা পারিশ্রমিকে কাজ করে দেওয়া।। নিরীহ মুন্ডা সমাজের মানুষদের বিভিন্ন সরকারি কর্মচারীরা, উচ্চবিত্ত মহাজন' জমিদাররা দিনের-পর-দিন নির্মমভাবে তাদের বিভিন্ন কাজ করিয়ে নিত।।। আর এরকম বেকার কাজ করার বদলে, মুন্ডাদের তো কোনো টাকা-পয়সা দেয়া হতোই না! তার বদলে তাদের ভাগ্য থাকতো মারধর ও চাবুকের আঘাত।।
*** মাধ্যমিক ইতিহাস সিলেবাসের সকল অধ্যায়ের MCQ, SAQ, 2,4 & 8 মার্কের প্রশ্ন উওরের পিডিএফ নোট পেতে চাইলে যোগাযোগ করো ; +918388986727 নম্বরে।
মুন্ডা সমাজে ব্রিটিশদের আইন :
মুন্ডারাও অন্যান্য উপজাতিদের মতো চাইতো না যে কেউ তাদের নিজস্ব সমাজে বহিরাগত নতুন নিয়ম-কানুন চালু করুক।। কিন্তু ব্রিটিশ শাসন কায়েম হওয়ার পর থেকেই মুন্ডা সমাজেও ব্রিটিশরা তাদের নিজস্ব নিয়মকানুন কায়েম করতে শুরু করেছিল।। যার জন্য মুন্ডারা ব্রিটিশ শাষনের ক্ষুব্ধ হয়েছিল।।
খ্রিস্টান মিশনারীদের চালাকচতুরতা :
যদিও মুন্ডা বিদ্রোহের সঙ্গে খ্রিস্টান মিশনারীদের এই দিকটি আলোচিত হয়না! কিন্তু তবুও কোথাও-না-কোথাও মুন্ডাদের বিদ্রোহের পথে পা বাড়ানোর জন্য, খ্রিস্টান মিশনারীদের জোর করে বা চালাক চতুরতার সঙ্গে মুন্ডা সমাজেত নিরীহ মানুষদের ধর্মের পাঠ পড়িয়ে খ্রিস্টান ধর্ম দীক্ষিত করার দিকটিও জড়িত ছিল।।।
উপসংহার : উপরিক্ত কারণগুলি ছাড়াও আরও নানা কিছু কারণে মুন্ডা সমাজের মানুষ ক্ষুব্দ হয়ে উঠেছিল।। এবং 1899 বিরসা মুন্ডা নেতৃত্বে তারা এই ভয়ঙ্কর বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল।।।
মুন্ডা বিদ্রোহের ফলাফল আলোচনা করো | মুন্ডা বিদ্রোহের গুরুত্ব কী | মুন্ডা বিদ্রোহের প্রভাব আলোচনা করো
ভুমিকা : 1899 -90 খ্রিষ্টাব্দে বীরসা মুন্ডার নেতৃত্বে পরিচালিত এই ভয়ঙ্কর রক্তাক্ত মুন্ডা বিদ্রোহ,,বা মুন্ডা উলগুলান ব্যর্থ হলেও তার কিছু গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়।।
যেমন -
প্রথমত - মুন্ডা বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশ সরকার 1808 খ্রিস্টাব্দে মুন্ডাদের " ছোটনাগপুর প্রজাস্বত্ব " আইন পাস করে।
দ্বিতীয়তঃ মুন্ডা সমাজে যে খুৎকাঠি প্রথা প্রচলিত ছিল! বা ব্রিটিশ সরকার সাময়িক কালের জন্য বন্ধ করে দিয়েছিল, তা মুন্ডা বিদ্রোহের পর সেই মুন্ডা সমাজের প্রচলিত খুৎকাঠি প্রথা আবার ফিরিয়ে দেওয়া হয়!! অর্থাৎ মুন্ডাদের খুৎকাঠি প্রথা আবার স্বীকার করে নেওয়া হয়।।।
বেগার শ্রম বন্ধ : বিরসা মুন্ডার এই মুন্ডা বিদ্রোহের ব্যর্থতার পর ব্রিটিশ সরকার মুন্ডাদের ওপর চালানো, বেগার শ্রমের প্রথাকে আইনিভাবে নিষিদ্ধ করে।।।
এছাড়াও মুন্ডা বিদ্রোহেত একটি গুরুত্বপূর্ণ দিক হলো মুন্ডা বিদ্রোহের পর মুন্ডা এলাকায় খ্রিস্টান মিশনারীদের প্রবেশ কিছু সময়ের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়।।
• মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল??
• মুন্ডা বিদ্রোহের উদ্দেশ্য কী ছিল??
• মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য :
উপজাতি মুন্ডা সমাজ ইংরেজ শাসন, জমিদার মহাজন ও খ্রিস্টান মিশনারীদের নানান অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে।। বিরসা মুন্ডার নেতৃত্বে এই বিদ্রোহ পরিচালিত হওয়ার পর বীরসা মুন্ডার এই বিদ্রোহের প্রধান উদ্দেশ্য ছিল, মুন্ডা সমাজের জন্য এক স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করা।।যেখানে এইসব জমিদার ইংলিশ অনুবাদ মহাজনদের কোন অত্যাচার থাকবে না।।।
*** মাধ্যমিক ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টের পিডিএফ নিতে আজই যোগাযোগ করো +918388986727 নম্বরে
একটি মন্তব্য পোস্ট করুন