Proloyullas Kobitar MCQ,SAQ And Descriptive Questions and Answers ; আজকের এই পোস্টের মাধ্যমে আমর দশম শ্রেণির বাংলা প্রলয়োল্লাস কবিতার বিভিন্ন ধরনের প্রশ্ন উওর শেয়ার করবো। যদিও আজ থেকে ২ থেকে ৩ বছর আগে আমরা 'ক্লাস 10 বানা-প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উওর শেয়ার করেছিলাম। আজকে সেই পুরোনো পোস্টেই আরও কিছু নতুন প্রশ্ন উওর যোগ করে, মাধ্যমিক বাংলা প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্ন উওর, SAQ প্রশ্ন উওর এবং প্রলয়োল্লাস কবিতার বড়ো প্রশ্ন উওর শেয়ার করবো। আর আশা করব যে, মাধ্যমিক 2025 বাংলা পরিক্ষায় এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবে।।
▪ প্রতিদিন মকটেস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও👉 Telegram Channel
প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্ন উওর 2025 || Proloyullas Kobitar MCQ Questions and Answers 2025
1- প্রলয়োল্লাস কবিতাটির লেখক কে?
ক• কাজীনজরুল ইসলাম
খ• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ• রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ• বিদ্যাসাগর
উওর : কাজীনজরুল ইসলাম
2- প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত??
ক• জলই পাষান হয়ে আছে
খ• সর্বহারা
গ• অগ্নিবীণা
ঘ• ফণিমনসা
উওর : অগ্নিবীণা
3- ‘প্রলয়ােল্লাস’শব্দটির অর্থ কী??
ক) প্রচণ্ড উল্লাস
খ) ধ্বংসের আনন্দ
গ) ভয়ংকর রূপ
ঘ) রথ ঘর্ঘর
উওর : ধ্বংসের আনন্দ
4-"ঝামর"- শব্দের অর্থ কী?
ক) শ্বেতাঙ্গ
খ) গভীর
গ) কৃষ্ণবর্ণ
ঘ) বাতাস
উওর : কৃষ্ণবর্ণ
5- কবি কোন জিনিসটাকে " নূতনের কেতন’ বলেছেন??
ক) কালবৈশাখীর ঝড়কে
খ) রবির বহ্নিজ্বালাকে
গ) অট্টরােলের হট্টগােলকে
ঘ) বিশ্বমায়ের আসনকে
উওর : কালবৈশাখীর ঝড়কে
6-'কপোল' শব্দের অর্থ কী?
ক) কপাল
খ) পায়রা
গ) কর্পুর
ঘ) গাল
উওর : গাল
6) ‘রক্ত তাহার কৃপাণ ঝােলে’ – 'কৃপাণ’ শব্দের অর্থ কী??
(ক) কৃপণ
(খ) ছুরিকা
(গ) খড়্গ
(ঘ) পতাকা
উওর : খড়্গ
7- ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ তা হল-
(ক) লাল
(খ) নীলাভ
(গ) হরিদ্রা
(ঘ) পিঙ্গল
উওর : পিঙ্গল
8- নয়নজলের দ্বারা দোল খেয়ে যায় --
(ক) সপ্ত মহাসিন্ধু
(খ) সপ্তসাগর
(গ) সপ্তনদী
(ঘ) হিমালয়
উওর : সপ্ত মহাসিন্ধু
9- কোথায় বিশ্বমায়ের আসন পাতা আছে??
(ক) জগতের ওপর
(খ) মহাবিশ্বের ওপর
(গ) মহাসমুদ্রের ওপর
(ঘ) বাহুর ওপর
উওর : বাহুর ওপর
10- ‘আলাে তার ভরবে এবার ঘর'। যার আলােয় ঘর ভরবে সে হল –
(ক) সূর্য
(খ) চন্দ্র
(গ) ধূমকেতু
(ঘ) উল্কা
উওর : চন্দ্র
বিশেষ ঘোষণা ;
মাধ্যমিক বাংলা প্রলয়োল্লাস কবিতার বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ তোমরা যদি বাংলা সিলেবাসের সকল অধ্যায়ের MCQ,SAQ,3 & 5 Mark'এর প্রশ্ন-উত্তর সহ ব্যাকরণের সমস্ত বিষয়ের উপর পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো - +918388986727 নম্বরে
11- উল্কা ছুটায় নীল খিলানে’ – নীল খিলান’ বলতে বােঝানাে কাকে হয়েছে –
(ক) মহাকাশকে
(খ) প্রাসাদকে
(গ) গাছপালাকে
(ঘ) আকাশকে
উওর : আকাশকে
12 - দেবতা কোথায় বাঁধা পড়ে আছে??
(ক) বৈকুণ্ঠে
(খ) নগরে
(গ) ধ্বংসস্তুপে
(ঘ) যজ্ঞ-যুপে
উওর : যজ্ঞ-যুপে
13- “আসছে......... জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন।( শূন্যস্থান পূরণ করাে)
(ক) বালক
(খ) বৃদ্ধ
(গ) যুবা
(ঘ) নবীন
উওর : নবীন
14- ‘প্রলয়ােল্লাস’ কবিতায় ‘চিরসুন্দর’ কে?
(ক) শিব
(খ) শক্তি
(গ) কালবৈশাখী
(ঘ) বিশ্বমাতা
উওর : শিব
15- ‘তােরা সব জয়ধ্বনি কর’ – পঙক্তিটি ‘প্রলয়ােল্লাস’ কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে??
(ক) আঠারাে
(খ) উনিশ বার
(গ) কুড়ি
(ঘ) একুশ
উওর : উনিশ বার
16- ‘তােরা সব জয়ধ্বনি কর’ – “তােরা বলতে কাদের বোঝানো হয়েছে??
(ক) দেশের যুব সমাজ
(খ) কুসংস্কারে আচ্ছন্ন দেশবাসী
(গ) প্রবীণদের দল
(ঘ) ছাত্রছাত্রী
উওর : দেশের যুব সমাজ
17-‘এবার মহানিশার শেষে ...'কে আসবে?
(ক) পাগল
(খ) স্বরাজ
(গ) উষা
(ঘ) লতা
উওর : উষা
18 - দিগম্বরের জটায় হাসে শিশু-চাদের কর’ – “শিশু-চাদের কর’ কথাটির অর্থ কী?
(ক) চাঁদের ছােটো সন্তান
(খ) ছােটো চাঁদের কিরণ
(গ) ছােটো চাঁদের হাসি
(ঘ) চাঁদের ছােটো হাতে
উওর : ছােটো চাঁদের হাসি
19- 'এবার মহানিশার শেষে'-ক্ষেত্রে মহানিশা বলতে কবি কী বুঝিয়েছেন??
(ক) দীর্ঘ রাএি শেষে
(খ) দীর্ঘ পরাধীনতার শেষে
(গ) দীর্ঘ কারাবাসের শেষে
(ঘ) দীর্ঘ প্রত্যাশার শেষে
উওর : দীর্ঘ পরাধীনতার শেষে
20-‘মাভৈঃ' শব্দটির আভিধানিক অর্থ হল-
(ক) ভয় না পাওয়া
(খ) ভয়ে মিটিয়ে থাকা
(গ) ভয়ে পালিয়ে যাওয়া
(ঘ) ভয়কে উপেক্ষা করা
উওর ; ভয় না পাওয়া
প্রলয়োল্লাস কবিতার SAQ প্রশ্ন উওর 2025 || Proloyullas Kobitar SAQ Questions and Answers 2025
1 - প্রলয়োল্লাস কবিতা টির লেখক কে?
উওর : প্রলয়োল্লাস কবিতাটি লেখক হলেন কাজী নজরুল ইসলাম।
2-প্রলয়োল্লাস কবিতাটির উৎস কী?
উওর : প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থের অংশ।
3- 'তোরা সব জয়ধ্বনি কর'-কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?
উওর : কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় কবি ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন।
4- কালবোশেখির ঝড়'কে নূতনের কেতন বলার কারণ কী??
উওর : সাধারণত কালবৈশাখী ঝড় যখন আসে তখন সেই ঝড় পুরাতন কোনো জিনিসকে মুছে ফেলে নতুনের সংকেত বহন করে নিয়ে আসে। এজন্য কবি কবিতায় কালবোশেখি অর্থাৎ কালবৈশাখী ঝড় কে নতুনের কেতন বলেছেন।
5-'ওরে ওই স্তব্ধ চরাচর।'-চরাচর স্তব্ধ কেন?
উওর : চরাচরের স্তব্ধতার কারণ: কবি প্রলয় বা ধ্বংসকে ফুটিয়ে তুলতে কখনও শিব, আবার কখনও সর্বনাশী জ্বালামুখী স্বরূপ চণ্ডীমূর্তির রুদ্রতাণ্ডবের উপমা টেনে এনেছেন। বিনাশের অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগতে সৃষ্টি করেছে এক রুদ্ধশ্বাস পরিবেশ। প্রলয়ের ভয়াবহ বিস্ফোরণের অজানা আশঙ্কায় এ পৃথিবী নিষ্কম্প-নিস্তব্ধ।
6-'আসছে নবীন'-নবীন কে??
উওর : কাজী নজরুল ইসলামের রচিত প্রলয়োল্লাস কবিতায় কবি নবীন বলতে এখানে নবযুগের বা নতুন সময়ের বার্তাবাহক মহাকাল, ভয়ঙ্কর নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন,যাদের হাত ধরে পৃথিবীতে নতুন সময় আসবে।
7-'ওরে ওই হাসছে ভয়ঙ্কর'-ভয়ঙ্কর হাসছে কেন?
উওর : কাজী নজরুলের রচিত প্রলয় উল্লাস কবিতায় এখানে ভয়ঙ্কর শব্দটি কবি ধ্বংসকারী বিপ্লবীসত্তাকে বোঝাতে ব্যবহার করেছেন। মহাকালের চন্ডী রূপেই ভয়ঙ্কর সকল অন্যায় অত্যাচারের বিনাশ করতে নতুন যুগের সূচনা করার তৃপ্তিতে হাসছেন।
8-"সপ্ত মহাসিন্ধু দোলে/কপোলতলে।”—কার কপোলতলে সপ্ত মহাসিন্ধু দুলে ওঠে?
উত্তর : পক্তিটিতে ভাঙনের দেবতা দেবাদিদেব মহাদেবের একফোঁটা চোখের জলে তাঁরই গালে সাতসমুদ্র দুলে ওঠার কথা বলা হয়েছে।
9-"ওরে ওই হাসছে ভয়ংকর।”— ভয়ংকরের হাসির তাৎপর্য লেখো।
উত্তর : ‘ভয়ংকর' এসে পরাধীন ভারতবর্ষের সমস্ত রকম অরাজকতার অবসান ঘটাবে, তারপরেই নতুন সাজে হবে নবসৃষ্টি। তাই তার ভয়ংকরতা প্রদর্শনের জন্য অট্টহাসিতে ফেটে পড়ছে ‘ভয়ংকর।
10-“ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর।”—কী ভেঙে আবার নতুন করে গড়ে তোলার কথা বলা হয়েছে?
উত্তর : কাজী নজরুল ইসলাম রচিত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' কবিতায় জীর্ণ, পুরাতন, শাসনব্যবস্থাকে ভেঙে যাবতীয় প্রাণহীনতা, নিশ্চলতার অবসান ঘটিয়ে আবার নতুন সম্ভাবনাময় জীবন গড়ে তোলার কথা বলা হয়েছে।
বিশেষ ঘোষণা ;
মাধ্যমিক বাংলা প্রলয়োল্লাস কবিতার বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ তোমরা যদি বাংলা সিলেবাসের সকল অধ্যায়ের MCQ,SAQ,3 & 5 Mark'এর প্রশ্ন-উত্তর সহ ব্যাকরণের সমস্ত বিষয়ের উপর পিডিএফ নোট পেতে চাও, তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো - +918388986727 নম্বরে
11-“ওই আসে সুন্দরী!”--সুন্দর কীভাবে আসে?
উত্তর : কুসংস্কারাচ্ছন্ন, সাম্প্রদায়িকতার গোঁড়ামিতে পরিপূর্ণ এই সমাজকে ধ্বংস করে নবসৃষ্টি ঘটাতে সুন্দর আসে কাল- ভয়ংকরের রূপে।
12-“মহাকালের চণ্ডরূপে ” – মহাকাল কে?
উত্তর : ‘মহাকাল' হলেন দেবাদিদেব মহাদেব, যিনি শিব ও রুদ্র, রক্ষক ও সংহারক।
13- “ওই নূতনের কেতন ওড়ে...” নূতনের কেতন ওড়ার সংবাদটি কে বহন করে আনে?
উত্তর : 'নূতনের কেতন ওড়ার' সংবাদটি কালবৈশাখীর ঝড় বহন করে আনে।
প্রলয়োল্লাস কবিতার বড়ো প্রশ্ন উওর 2025 || Proloyullas Kobitar Descriptive Questions and Answers 2025
1-'আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল।'- অনাগত কে? সে প্রলয় নেশার নৃত্য পাগল কেন?
উওর : কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় অনাগত শব্দটি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে অনাগত অর্থাৎ যা এখনো আসেনি। কবি এখানে নিশ্চিত যে ভারতে এমন শক্তি যা আমাদেরকে মুক্ত করতে পারে বা স্বাধীন করতে পারে সে শক্তি আগমন আসন্ন। কবি সেই শিব বা রুদ্ররূপী শক্তিকেই তিনি অনাগত বলেছেন। ভগবান শিবের বিধ্বংসী নটরাজরুপের কথা বলতে কবি এখানে প্রলয় ও নৃত্য পাগল শব্দের উল্লেখ করেছেন। কবি যে অনাগত শক্তি আসার অপেক্ষায় আছেন এই শক্তি ভারতের উপর কবজা করে থাকা ব্রিটিশ শাসনকে তার শক্তি ও ধ্বংস কার্যের মাধ্যমে উৎখাত করবে এবং ভারতকে স্বাধীনতার সুখ দেবে।
2-'তোরা সব জয়ধ্বনি কর' তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন?
উওর : কাজী নজরুল ইসলামের রচিত কবিতা প্রলয়োল্লাসে কবি 'তোরা'বলতে কবি পরাধীন ভারতের স্বাধীনতার প্রত্যাশী এবং মুক্তিকামী মানুষের বুঝিয়েছেন।
ব্রিটিশ শাসনে শাসিত ভারতবর্ষে মানুষ বিভিন্ন ভাবে অত্যাচারিত। কবি সবসময়ই ব্রিটিশ শাসনের অবসান চান। তিনি মনে যে কালবৈশাখীর মত এক ভয়ংকর শক্তি আসন্ন যা মহাদেবে রুদ্ররুপ ও তার বিধ্বংসী শক্তির মতো হবে। এবং এই বিধ্বংসী শক্তির দ্বারাই ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটবে। তাই কবি কাজী নজরুল ইসলাম এখানে ভারতীয়দের সেই শক্তির আগমনের উদ্দেশেই জয়ধ্বনি করার কথা বলেছেন।
Tags ; মাধ্যমিক বাংলা প্রলয়োল্লাস কবিতার MCQ 2025 | প্রলয়োল্লাস কবিতার SAQ প্রশ্ন উওর 2025| প্রলয়োল্লাস কবিতার বড়ো প্রশ্ন উওর 2025| Proloyullas Kobitar MCQ,SAQ And Descriptive Questions and Answers | WB Class 10 Proloyullas Kobitar MCQ,SAQ And Descriptive Questions and Answers 2025
তোরা সব জয়ধ্বনি কর কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন ?
উত্তরমুছুনউত্তর টা একটু বলে দেন ।