48+ হিমবাহ ও হিমবাহ সৃষ্ট ভূমিরূপ সংক্রান্ত প্রশ্ন উওর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর 2024

0

 

48+ হিমবাহ ও হিমবাহ সৃষ্ট ভূমিরূপ সংক্রান্ত প্রশ্ন উওর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর 2024

দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়-বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উওরের দ্বিতীয় পর্ব এটি। মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের-হিমবাহ ও হিমবাহ সৃষ্ট ভূমিরূপ থেকে 35 টির বেশি SAQ এবং 8 টার বেশি 2 মার্কের প্রশ্ন উওর এখানে দেওয়া হলো। পরবর্তীকালে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উওর ভাগ করা হবে।।

ক্লিক করো👉 ; মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর প্রথম পর্ব

হিমবাহ ও হিমবাহ সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উওর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উওর 2024 

29-ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি?

উওর:  সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ।

30-পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কী?

উওর:  ল্যাম্বার্ট হিমবাহ

31-পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কী?উওর: আলাস্কার হুবার্ড।

32-পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কী??

উওর:  আলাস্কার মালাসপিনা।

33- পর্বত গাত্র দিয়ে নামতে থাকা হিমবাহ ও হিমবাহের মধ্যে যে বড় ফাক এবং ফাটল দেখা যায় তাকে কি বলা হয়??

উওর:  বার্গস্রুন্ড বলা হয়।

মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।

34- ক্রেভাস কী?

উওর: হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ছোটখাটো ফাটল গুলিকে ক্রেভাস বলে

35-পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি?

উওর:  জ্যাকোভোসান ,( ইয়াকভোশান ) 

36- পৃথিবীর মন্থর তম বা ধীরতম হিমবাহ কোনটি?

উওর: কুমেরু মেসার।

37-  দুটি করির মধ্যবর্তী অংশকে কি বলা হয়??

উওর:  এরিটি বা অ্যারেট 

38- পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়??

উওর ; লোব বলা হয়

39- হিমবাহের সঞ্চয় কাজের ফলে বড় বড় প্রস্তরখন্ড সঞ্চিত ভূমিরূপকে কি বলা হয়??

উওর:  আগামুখ

40- পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি??

উওর:  সাহারা হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি। 

41- ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি?

উওর:  থর হলো ভারতের বৃহত্তম মরুভূমি

42- সাহারায় বালুকাময় মরুভূমিকে কী বলা হয়??

উওর:  আর্গ বলা হয়

43- কূম কী???

উওর:  কেবল বালি দিয়ে গঠিত মরুভূমিকে তুর্কিস্তানের কূম বলা হয়।

44-  সাহারায় শিলাময় মরুভূমিকে কি বলা হয়?

উওর:  হামাদা

45- পাথুরে মরুভূমিকে কি বলা হয়??

উওর ; পাথুরে মরুভূমিকে আলজেরিয়ায় "রেগ" ও লিবিয়া ও মিশরে "সেরীর" এবং অস্ট্রেলিয়ায় গীবারস্ বলা হয়।

46- পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত কোনটি??

উওর:  মিশরের কাতারা

47 - রাজস্থানের চলমান বালিয়াড়ি গুলিকে কী বলা হয়??

উওর:   ধ্রিয়ান বলা হয়

48- সিফ বালিয়াড়ির নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী??

উওর:   বিজ্ঞানী ব্যাগনল্ড

49- পৃথিবীর উওরতম উষ্ণ মরুভূমির নাম কি?

উওর: গোবি মরুভূমি

50- সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডোর গুলোকে সাহারায় কি বলা হয়??

উওর:  গ্যাসি বলা হয়

51- গ্রেট গ্রীন ওয়াল কোথায় অবস্থিত??

উওর:  সাহারা মরুভূমিতে

52- ইনসেলবার্জ গম্বুজের আকার ধারণ করলে তাকে কি বলা হয়??

উওর:   বোনহার্ড বলা হয়।

মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।

53- ভারতের থর মরুভূমিতে সৃষ্ট হ্রদ গুলিকে কী বলা হয়??

উওর:  ধান্দ বলা হয়

54-ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত??

উওর:  যোধপুরে অবস্থিত

55-পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি??

উওর: চিলির আটাকামা

56-  আরবি শব্দ ওয়াদি কথার অর্থ কি??

উওর:  শুষ্ক নদীখাত

57- সিফ - শব্দের অর্থ কী?

উওর ; তরবারি ( তলোয়ার ) 

58- সিফ বালিয়াড়ির অপর নাম কি??

উওর:  অনুদৈর্ঘ্য বালিয়াড়ি

59-বার্খান শব্দের অর্থ কী??

উওর:  বালিয়াড়ি

60- কোন প্রকার বালিয়াড়ি গুলি দেখতে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ির মত?,

উওর:  বার্খান বালিয়াড়ি

61- কেরালার মালাবার উপকূলে গড়ে ওঠা বালিয়াড়ি গুলিকে কি বলা হয়??

উওর:   স্থানীয় ভাষায় এরূপ বালিয়াড়ি গুলিকে টেরিস বলা হয়।।।

62- হিম সিঁড়ির খাজে বরফ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি হয় সেই হ্রদগুলিকে কী বলা হয়??,

উওর:   প্যাটারনস্টার হ্রদ বলা হয়।।

63- দুটি নদীর মিলনস্থলকে কী বলা হয়??

উওর:   সঙ্গম বলা হয়।

64- এসকার হিমবাহের কোন প্রকার কাজের ফলে সৃষ্ট হয়??

উওর:   এসকার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়।

65-  কোন দেশকে ফিয়র্ডের দেশ বলা হয়??

উওর:   নরওয়েকে ফিয়র্ডের দেশ বলা হয়।

66-ভিসহর্ন পিরামিড চূড়া কোথায় অবস্থিত?

উওর:  সুইজারল্যান্ডে অবস্থিত।।

67- পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড কোনটি??

উওর: স্কোরেসবি সাউন্ড হলো পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড।

68- পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

উওর ; নরওয়ের সোজনে ( বেশিরভাগ বইতেই সোগনে / সোঙনে কথাটি  দেওয়া আছে )  ফিয়র্ড হলো পৃথিবীর গভীরতম ফিয়র্ড।।

69-  পৃথিবীর গভীরতম সার্ক কোনটি??

উওর ; আন্টার্টিকার ওয়ালকট সার্ক হলো পৃথিবীর গভীরতম সার্ক।

70-রসে মতানে হিমবাহের কোন ধরনের কার্যের ফলে গড়ে ওঠে? 

উওর ; হিমবাহের ক্ষয়কার্যের ফলে রসে মতানে গড়ে ওঠে।

মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।

হিমবাহ ও হিমবাহ সৃষ্ট ভূমিরূপ 2 মার্কের প্রশ্ন উওর || দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের 2 মার্কের প্রশ্ন উওর 2024 

1) হিমরেখা কী?? 

উওর ; হিমরেখা বলতে কোন নির্দিষ্ট রেখা হয়না।।। হিমরেখা হল একটি কাল্পনিক রেখা মাত্র।। যে কাল্পনিক রেখার নিচে সাধারণত বরফ গলে গিয়ে জলে পরিণত হয় এবং যেই রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে, সেই কাল্পনিক রেখাকে হিমরেখা বলে।।

2) বার্গস্ফ্রুন্ড কাকে বলে??

উওর ; বার্গসস্ফ্রুন্ড হল হিমবাহের একপ্রকার ফাঁক বা  ফাটল।।। পার্বত্য উপত্যকায় পর্বতগাত্র দিয়ে নামতে থাকা হিমবাহ এবং পর্বতগাত্র আগে থেকে জমে থাকা বরফের মধ্যে যে ফাঁক বা গ্যাপের সৃষ্টি হয় তাকে, বার্গস্রুন্ড বলে।

3) করি বা সার্ক কী?? 

উওর ; উচ্চ পর্বত গাত্র হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলছাড়া ডেকচেয়ারের মতো বা অনেকটা অ্যাম্পিথিয়েটারের মতো দেখতে এক প্রকার ভূমিরূপ হল করি বা সার্ক।।। এইরকম আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে ফরাসিরা সার্ক এবং ইংরেজিতে করি বলে।।।।

4) ক্রেভাস কী??

উওর.; অসমতল বা অনেক ঢাল বিশিষ্ট উপত্যাকার মধ্যে দিয়ে যখন হিমবাহে নামে তখন ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য বা হিমবাহের পৃষ্ঠটানের জন্য হিমবাহ গাত্রের মধ্যে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়।। হিমবাহের গায়ে এরকম ক্ষুদ্রাকৃতি/  ছোট ছোট ফাটল গুলিকে ক্রেভাস বলে।।।

5) ঝুলন্ত উপত্যকা কাকে বলে??

উওর ; পার্বত্য অঞ্চলে অনেক সময় ছোট ছোট হিমবাহ বিভিন্ন দিক থেকে এসে একটি বৃহৎ বা বড় আকৃতির হিমবাহ উপত্যকায় পতিত হয়।।। ছোট ছোট হিমবাহের তুলনায় মূল বা বড় আকৃতির হিমবাহের ক্ষয়কার্য অধিক বলে ছোট হিমবাহ উপত্যকা গুলিকে মূল হিমবাহের উপত্যকার ওপর ঝুলন্ত বলে মনে হয়।। একে ঝুলন্ত উপত্যকা বলে।।

6) বহিঃবিধৌত সমভূমি কাকে বলে??? 

উওর ; হিমবাহ যখন পর্বতের পাদদেশে এসে পড়ে তখন সেই হিমবাহ গলে গিয়ে জলে পরিণত হয়।।। হিমবাহের বরফ গলা জলে বালি, কাদা, কাকঁর এর সাথে সাথে ছোট ছোট পাথরখণ্ডও মিশে থাকে।।  হিমবাহের জলের সঙ্গে থাকা এই উপাদান গুলি যখন কোন নিচু স্থান ভরাট করে সমভূমি গঠন করে, তখন সেই প্রকার সমভূমিকে বহিঃবিধৌত সমভূমি বলে। 

মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পিডিএফ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো👉 ; 8388986727 এই নম্বরে।

7) রসেমতাঁনে কাকে বলে???

উওর ; হিমবাহের গতিপথে বা প্রবাহ পথে কোনো উঁচু শিলাখণ্ড টিভির আকারে অবস্থান করলে, ওই প্রস্তরখন্ডটি হিমবাহের প্রবাহের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় এবং হিমবাহ প্রবাহের বিপরীত দিকে উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় হতে হতে এবড়ো খেবড়ো ও ফাটল যুক্ত ভূমিরূপে পরিণত হয়।।এরূপ ভূমিরূপকে রসেমতানে বলে।।

8) ড্রামলিন কাকে বলে??

অথবা, ডিমের ঝুড়ি বলতে কী বোঝো??

উওর ; হিমবাহ দ্বারা বাহিত বিভিন্ন পদার্থ যেমন বালি, কাঁকর,নুড়ি এসব কোন একটি জায়গায় সঞ্চয় এর মাধ্যমে  উল্টানো নৌকার ভূমিরূপ এর সৃষ্টি করে।  হিমবাহ সঞ্চয় দ্বারা গঠিত এরুল ভূমিরূপকে ড্রামলিন বলে।। যখন অনেকগুলি ড্রামলিন একসাথে অবস্থান করে তখন তাকে দেখতে অনেকটা ডিম ভরতি ঝুড়ির মতো মনে হয়।।। এজন্য একে ডিমের ঝুড়ি বলা হয়।।

9) গ্রাবরেখা বা মোরেন বলতে কী বোঝায়??

উওর :  হিমবাহ যখন গলতে শুরু করে, তখন হিমবাহ তার বাহিত পদার্থ গুলি হিমবাহের প্রবাহ পথের বা তার আশেপাশে সঞ্চয় করে।। এভাবে দীর্ঘদিন নুড়ি, কাকুর,  বালি ইত্যাদি সঞ্চিত হতে হতে একটি রেখার সৃষ্টি করে।। হিমবাহ দ্বারা সৃষ্ট এরুপ রেখাকে গ্রাবরেখা বা মোরেন বলে।।।

Tags ; হিমবাহ ও হিমবাহ সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উওর | মাধ্যমিক ভূগোল হিমবাহ সম্পর্কিত প্রশ্ন উওর 2024 | বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024 | দশম শ্রেণীর ভূগোল হিমবাহ সম্পর্কিত প্রশ্ন উওর ২০২৪ | দশম শ্রেণির প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ class 10 | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ saq | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ 2 মার্কের প্রশ্ন উওর  | মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top