দশম শ্রেণির অভিষেক কবিতার প্রশ্ন উওর। মাধ্যমিক অভিষেক কবিতার সব ধরনের প্রশ্ন উওর 

অভিষেক কবিতার প্রশ্ন উওর
অভিষেক কবিতার প্রশ্ন উওর 



আজকের এই পোস্ট আমরা দশম শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা  ' অভিষেক " এর কিছু প্রশ্ন উওর শেয়ার করতে চলেছি। আজকে আমরা দশম শ্রেণির বাংলা " অভিষেক কবিতার " এর কিছু mcq প্রশ্ন উওর শেয়ার করবো। তার  সাথে অভিষেক কবিতার কিছু অতি সংক্ষিপ্ত উওরধর্মী প্রশ্ন উওর + অভিষেক কবিতা থেকে মাধ্যমিকে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ সাজেশন শেয়ার করবো।


অভিষেক কবিতার বিষয়বস্তু বা অভিষেক কবিতার সারসংক্ষেপ 

বুঝতে হলে আমাদের সবার প্রিয় রাহুল স্যারের ভিডিও টি এখনই দেখে নাও। 


• অভিষেক কবিতার mcq 
• অভিষেক কবিতার প্রশ্ন উওর 
• দশম শ্রেণির অভিষেক প্রশ্ন উওর 


1- " অভিষেক " কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? - 


ক• মেঘনাথবধ কাব্য 

খ• বীরাঙ্গনা 

গ• ব্রজাঙ্গনা 

ঘ• চতুর্দশপদী কবিতাবলী  


✅উওর : মেঘনাথবধ কাব্য 




2- অভিষেক " কবিতাটি মেঘনাথবধ কাব্যের কোন

সর্গ থেকে নেওয়া হয়েছে ? - 


ক• প্রথম 


খ• দ্বিতীয় 


গ• একাদশতম


ঘ• সপ্তম 



✅উওর : প্রথম




3-  কনন- আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী - এখানে বীরেন্দ্রকেশরী কে?,


ক• ইন্দ্রজিৎ


খ• রাবন


গ• রাম


ঘ• লক্ষন



✅উওর : ইন্দ্রজিৎ



4- অম্বুরাশি-সুতা, ভগবতী ইন্দিরা সুন্দরী কে?? 


ক• দেবী লক্ষী 


খ• দেবী চন্ডী 


গ• দেবী মনসা 


ঘ• দেবী দুর্গা


✅উওর : দেবী লক্ষী 





5 - হাসিবেন মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি ' মেঘবাহন কে?? --  


ক• ব্রহ্মা 


খ• বিষ্ণু


গ• মহেশ্বর 


ঘ• ইন্দ্র


✅উওর : ইন্দ্র




6 - " রত্নাকর রত্নোওমা " কে?? 


ক• লক্ষী 


খ• প্রমীলা


গ• সীতা


ঘ• সরমা


✅উওর : লক্ষী




7-  " বৃহন্নলারূপী কিরীটি " কে?? 


ক• অর্জুন


খ• ইন্দ্রজিত


গ• রাবন


ঘ• কুম্ভকর্ণ


✅উওর : অর্জুন



8 - ইন্দ্রজিতের স্ত্রীর নাম হল ----- 


ক• ইন্দিরা 


খ• প্রমীলা


গ• সরমা


ঘ• নিকষা


✅উওর : প্রমীলা




9 - " বামা " শব্দের অর্থ কী?? 


ক• নারী 


খ• দেবী


গ• বান্ধবী 


ঘ• রাক্ষসী


✅উওর : নারী




10 -  " উওরিলা বীরদর্পে অসুরারি রিপু " -- এখানে অসুরারি রিপু কে??


ক• অর্জুন


খ• ইন্দ্রজিত


গ• রাবন


ঘ• কুম্ভকর্ণ


✅উওর : ইন্দ্রজিত




11 -  সাজিলা রথীন্দ্রষর্ভ '- রথীন্দ্রষর্ভ শব্দের অর্থ কী? 


ক• শ্রেষ্ঠ বীর 


খ• শ্রেষ্ঠ দেবতা


গ• শ্রেষ্ঠ রথী 


ঘ• শ্রেষ্ঠ অসুর 


✅উওর : শ্রেষ্ঠ বীর 





12- " শিঞ্জিনী আকর্ষি রোষে" - শিঞ্জিনী শব্দের অর্থ কী??


ক• ধনুকের ছিলা 


খ• অসি


গ• রথ


ঘ• বীর


✅উওর : ধনুকের ছিলা 




13 - " নাদিলা কর্বুরদল "- এখানে কর্বুরদল কাদের বলা হয়েছে? 


ক• দেবতাদের 


খ• রাক্ষসদের


গ• হনুমানদের


ঘ• সাধারণ মানুষদের 



✅উওর : রাক্ষসদের




14- "  ত্যজ কিঙ্করীরে আজি? " -- কিঙ্করীরে অর্থ কী?? 


ক• সেবিকা


খ• কিন্নরী 


গ• নারী 


ঘ• কিঙ্কিণি


✅উওর : সেবিকা




15 - ' কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে '। এখানে দাস কে?? 


ক• ইন্দ্রজিত


খ• লহ্মন 


গ• রাবণ 


ঘ• বিভীষন


✅উওর : ইন্দ্রজিত




16 - 'উড়িশে কৌশিক ধ্বজ' -- ধ্বজ শব্দের অর্থ কী?? 


ক• ধনুক


খ• রথ


গ• পতাকা


ঘ• আসন


✅উওর : পতাকা




17 - " প্রণামিয়া ধাএীর চরণে " --- এখানে ধাএী কে?? 


ক• প্রভাষা 


খ• কঙ্কাবতী


গ• সরমা 


ঘ• অম্বুরাশি সুতা 


✅উওর : প্রভাষা



18 -  কে কবে শুনেছে পুএ, _______। 


ক• ভাসে শিলা জলে


খ• ভাসে মাছ জলে


গ• ভাসে মানুষ জলে


ঘ• ভাসে শ্যাওলা জলে


✅উওর : ভাসে শিলা জলে




19 - দশাননাত্নজ কে?? 


ক• রাম 


খ• বিভীষণ


গ• ইন্দ্রজিত


ঘ• লহ্মণ



✅উওর : ইন্দ্রজিত।




20 -  "রথে চড়ে বীর - চূড়ামনি বীরদর্পে " এখানে বীর - চূড়ামনি  বলতে বলা হয়েছে -- 


ক• রাম 


খ• বিভীষণ


গ• ইন্দ্রজিত


ঘ• লহ্মণ



✅উওর : ইন্দ্রজিত।






• মাধ্যমিক অভিষেক কবিতার প্রশ্ন উওর
• অভিষেক কবিতার প্রশ্ন উওর 
• দশম শ্রেণির অভিষেক প্রশ্ন উওর 




1 -  " মেঘনাথবদ কাব্য " এর প্রথম সর্গটির নাম কী?। এ কাব্যে মোট কয়টি সর্গ আছে?? 


✅উওর : মাইকেল মধুসুদন দও - এর রচিত মেঘনাথবদ কাব্য " এর প্রথম সর্গটির নাম হল - " অভিষেক "।

এবং এই কাব্যে মোট নয়টি সর্গ আছে। 




2 - অভিষেক কবিতার উৎস কী??

অনুরুপ প্রশ্ন - 

অভিষেক কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?? 


✅উওর : মাইকেল মধুসুদন দও রচিত অভিষেক কবিতাটি " মেঘনাথবদ কাব্য " নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 




3 - হা ধিক্ মোরে! - বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন?? 


✅উওর : এখানে বক্তা, অর্থাৎ এজন্যই নিজেকে ধিক্কার দিয়েছেন যে, যখন তার প্রিয় স্বর্নলঙ্কা শএুদের দ্বারা ঘিরে রয়েছে, যখন প্রিয় ভাইয়ের মৃত্যু হয়েছে! আর এজন্যই নিজের পিতাকে যুদ্ধ করতে যেতে হচ্ছে.. আর তখন ইন্দ্রজিত প্রমোদকাননে বামাদের মাঝে রয়েছেন। এটা একজন বীরের কাছে কখনোই শোভা পায়না।। এজন্যই বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন।।



4 - বৈরি শব্দের অর্থ কী?? 


✅উওর : বৈরি শব্দের অর্থ হল শএু। 




5 - জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া ; মহাবাহু কে এবং তার বিস্ময়ের কারণ কী? 


✅উওর :  মহাবাহু হলেন রাবণ পুএ ইন্দ্রজিত। 

তার বিস্ময়ের কারণ হল এই যে তিনি নিজের হাতে রাম কে খন্ড খন্ড করে কেটে ফেলার পরেও নাকি রাম এর হাতেই তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। এরকম কাজ কীভাবে হতে পারে এটা ভেবেই ইন্দ্রজিত বিস্মিত।




6 - "বিধি বাম মম প্রতি!" রাবণের এমন বলার কারণ কী?? 


✅উওর : রাবনের এমন মন্তব্যের কারণ হলো - রামের সাথে যুদ্ধ বেধে যাওয়ার পর রাবণ বুঝতে পারেন যে এখন বিধাতা তার বিরুদ্ধে দাড়িয়ে আছে। বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে ক্ষুব্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে রাবনের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।। এরুও পরিস্থিতিতে রাবণ একবার পুএের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই তিনি তার আরও এক প্রিয় পুএ, লঙ্কার রক্ষকুলশেখ ইন্দ্রজিতকে কখনোই যুদ্ধে পাঠাতে চাইতেন না।। কিন্তু আজ রাবণের ভাগ্য এতটাই খারাপ যে শেষ পর্যন্ত থাকে তার প্রিয় পুত্র ইন্দ্রজিতকেও যুদ্ধে পাঠাতে হচ্ছে-।। রাবন বুঝতে পারেন এরকম কাজ তখনই হতে পারে যখন বিধাতা বিপরীতে থাকেন। । দশানন রাবণের সাথে এরকম হওয়ার জন্যই তিনি এরকম কথা বলেছেন।



7 - " দেহ আজ্ঞা মোরে ": ইন্দ্রজিত তার পিতা রাবণের কাছে কিসের আজ্ঞা চেয়েছেন?? 


✅উওর : অভিষেক কবিতার শেষের অংশে ইন্দ্রজিত তার পিতা রাবণের কাছে রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অনুমতি বা আজ্ঞা চেয়েছেন।।



8 - হাসিবে মেঘবাহন : - মেঘবাহন কে?? 


✅উওর : এখানে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্র কে বোঝানো হয়েছে।



9 -  "ঘুচাব এ অপবাদ, বধি রিপুকুলে "-- এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে?? 


✅উওর :এখানে অপবাদ বলতে সেই কথাটাই বলা হয়েছে, যখন ইন্দ্রজিতে প্রিয় স্বর্নলঙ্কা শএুদের দ্বারা ঘিরেছিল, যখন প্রিয় ভাইয়ের মৃত্যু হয়েছে! আর ইন্দ্রজিতের পিতা ইন্দ্রজিতের মতো একজন মহাবীর পুএ থাকতেও রাবণের নিজেকে  যুদ্ধ করতে যেতে হচ্ছে.. আর তখন ইন্দ্রজিত প্রমোদকাননে নারীদের মাঝে ছিলেন.. এই কথাটা ইন্দ্রজিতের মতো একজন বীরের কাছে একটা অপবাদ! যা তিনি রামচন্দ্র এবং বাকি শএুদের হত্যা করে ঘুচিয়ে ফেলার প্রতিজ্ঞা করেন।




10 - ত্যজ কিঙ্করীরে আজি? - কে নিজেকে কিঙ্করীরে বলেছেন?? 


✅উওর : ইন্দ্রজিত যখন রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তখন তার স্ত্রী প্রমিলা স্বামীর সেবা থেকে বঞ্চিত হওয়ায় নিজেকে কিঙ্করী অর্থাৎ সেবিকা বলেছেন।। 




মাধ্যমিক বাংলা সাজেশন 



[ প্রতিটি প্রশ্নের মান–৫ ]


1 -  ‘অভিষেক করিলা কুমারে' – কুমার চরিত্রটি বিশ্লেষণ করাে।


2-  “নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা;” – পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথােপকথন নিজের

ভাষায় লেখাে। [ME '18]


3 - হায়, বিধি বাম মম প্রতি কার উক্তি? কী কারণে এমন উক্তি ?



4-  ‘হা ধিক মােরে’ - বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? পাঠ্যাংশ অবলম্বনে তার চরিত্রবৈশিষ্ট্য আলােচনা করাে। পর্ষদ নমুনা প্রশ্ন।


5-  ‘পুঁচাব এ অপবাদ, বধি রিপুকুলে’ – অপবাদটি কী ছিল? বক্তা অপবাদ ঘােচানাের মতাে সমর্থ ছিলেন কী ?



6- ‘অভিষেক’ কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় তুলে ধরাে।



"  দশম শ্রেণীর বাংলা অর্থাৎ মাধ্যমিক বাংলা অভিষেক কবিতা থেকে এর বাইরে কোন প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যদি এসে থাকে তা তোমাদের নিজেকে নিজের ভাষার লেখার চেষ্টা করতে হবে। 




Post a Comment

নবীনতর পূর্বতন