আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উওর | দশম শ্রেণীর আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | ক্লাস টেনের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উওর |
আজকের এই পোস্টে দশম শ্রেণির বাংলা বইয়ের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির কিছু প্রশ্ন-উত্তর শেয়ার করা হবে। আজকের এই পোস্টের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যেসকল বাংলা প্রশ্ন উত্তর শেয়ার করা হবে, তা মাধ্যমিক এবং অন্যান্য টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই পোস্টে আমরা যে সকল প্রশ্নোত্তর শেয়ার করব, তার বাইরে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে প্রশ্ন উত্তর আসার সম্ভাবনা খুব কম।
যদি কিছু প্রশ্ন উওর থেকে যায় তাহলে সেগুলো আমরা সাজেশন আকারে শেয়ার করব
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উওর | আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার mcq প্রশ্ন উওর | আয় আরো বেঁধে বেঁধে থাকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
🔶- " আয় আরো বেঁধে বেঁধে থাকি " -- কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী??
ক• ধুম লেগেছে হৃদকমলে
খ• জলই পাষান হয়ে আছে
গ• মূর্খ বড়ো সামাজিক নয়
ঘ• মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
✅উওর : জলই পাষান হয়ে আছে
🔶 - আয় আরো বেঁধে বেঁধে থাকি " -- কবিতাটি কে লিখেছেন??
ক• শঙ্খ ঘোষ
খ• জীবনানন্দ দাস
গ• নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ঘ• রবীন্দ্রনাথ ঠাকুর
✅উওর : শঙ্খ ঘোষ
◼ হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50 টি mcq প্রশ্ন উওর দেখতে এখানে ক্লিক করো। 👇👇👇👇👇👇👇
হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের প্রশ্ন উওর || হারিয়ে যাওয়া কালি কলম এর mcq + saq প্রশ্ন উওর
🔶- কবি শঙ্খ ঘোষ ছদ্ম নাম কী??
ক• মৌমাছি
খ• যাযাবর
গ• কুন্তক
ঘ• ভানুসিং
✅উওর : কুন্তক
🔶 - আয় আরো বেঁধে বেঁধে থাকি " - কথাটি কবিতায় কত বার ব্যবহার করা হয়েছে??
ক• একবার
খ• দুইবার
গ• তিনবার
ঘ• চারবার
✅উওর : দুইবার
🔶 - " আয় আরো বেঁধে বেঁধে থাকি " --- কথাটির অর্থ কী??
ক• বন্ধনমুক্ত হয়ে থাকা
খ• দৃঢ় বন্ধনে থাকা
গ• একে অপরের থেকে আলাদা থাকা
ঘ• কোনোটাই নয়
✅উওর : দৃঢ় বন্ধনে থাকা
মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত উওর পেতে / দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো
Wb Class 10 Bangla Model Activity Task January 2022 | দশম শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক
🔶 - আমাদের বাঁয়ে _____।
ক• নদী
খ• গিরিখাদ
গ• ধ্বস
ঘ• পাহাড়
✅উওর : গিরিখাদ
🔶 - আমাদের মাথায় _________।
ক• আকাশ
খ• শিলা
গ• বাঁধ
ঘ• বোমারু
✅উওর : বোমারু
🔶 - পায়ে পায়ে হিমানীর বাঁধ। -- হিমানী শব্দের আক্ষরিক অর্থ কী??
ক• আগুন
খ• জল
গ• পাহাড়
ঘ• তুষার
✅উওর : তুষার
🔶 -....... হয়তো বেঁচে আছে "- এখানে কী বেঁচে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করা হয়েছে??
ক• পৃথিবী
খ• কবিতার কথক
গ• মানুষ
ঘ• গাছ
✅উওর : পৃথিবী
🔶 - আমরা ভিখারি _____।" ( শূন্যস্থান পূরণ করো )
ক• বারো বছর
খ• বারোমাস
গ• বারো দিন
ঘ• বারো সপ্তাহ
✅উওর : বারোমাস
🔶 - " আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে.... " -- শিশুদের শব কোথায় ছড়ানো রয়েছে??
ক• কাছে - দূরে
খ• কাছে কাছে
গ• দূরে দূরে
ঘ• অনেক দূরে
✅উওর : কাছে - দূরে
🔶 - আমাদের কথা কে- বা জানে -- এখানে আমরা বলতে বোঝানো হয়েছে --
ক• কবিদের
খ• ভিখারীদের
গ• ধনী ও উচ্চবিত্ত মানুষদের
ঘ• সাধারন মানুষদের
✅উওর : সাধারন মানুষদের
🔶 - এই কবিতায় সাধারন মানুষের কী না থাকার কথা বলা হয়েছে??
ক• সম্মান
খ• বেঁচে থাকার অধিকার
গ• জীবন
ঘ• ইতিহাস
✅উওর : ইতিহাস
🔶 - " অথবা এমন ইতিহাস " -- আমাদের কেমন ইতিহাস??
ক• আমাদের মুখ- চোখ ঢাকা
খ• আমাদের মুখ ঢাকা
গ• আমাদের চোখ ঢাকা
ঘ• আমাদের চোখমুখ ঢাকা
✅উওর : আমাদের চোখমুখ ঢাকা
🔶 - " আমাদের চোখমুখ ঢাকা " - চোখমুখ অর্থে কী বুঝিয়েছেন??
ক• মুখোশাবৃত
খ• সময়াবৃত
গ• অলংকারাবৃত
ঘ• সমাজাবৃত
✅উওর : মুখোশাবৃত
🔶-কবির মতে আমরা কোথায় কোথায় ফিরেছি??
ক• পথে পথে
খ• ঘরে ঘরে
গ• দোয়ারে দোয়ারে
ঘ• পথে ঘাটে
✅উওর: দোয়ারে দোয়ারে
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উওর | আয় আরো বেঁধে বেঁধে থাকি বড়ো প্রশ্ন উওর | আয় আরো বেঁধে বেঁধে থাকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |আয় আরো বেঁধে বেঁধে থাকি রচনাধর্মী প্রশ্ন উত্তর
🔶- আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার উৎস কী??
✅উওর : আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির উৎস হলো কবি শঙ্খ ঘোষ রচিত" জলই পাষাণ হয়ে আছে " কাব্যগ্রন্থ।
🔶 - " আমাদের ইতিহাস নেই "- -- একথা বলা হয়েছে কেন???
✅উওর : আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি সাধারন মানুষকে কেন্দ্র করে তৈরী। সাভাবিক ভাবে আমরা দেখতে পাই যে সমাজে সাধারন মানুষ বা সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পায় না! পেলেও তা না পাওয়ার সমসমান। এজন্য কবি একথা বলেছেন।
🔶- ' আমরা ভিখারী বারোমাস।' -- বলার কারণ কী??
✅উওর : আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি নিজে সাধারন মানুষের প্রতিনিধি হয়ে তাদের নিজেদের কথা তুলে ধরেছেন। সাম্রাজ্যবাদী শক্তির শোষন, অত্যাচারে সাধারণ মানুষ বিভিন্ন ভাবে বঞ্চিত হয়ে আশ্রয় এবং কর্মহারা হয়ে আজ তারা ভিখারি। এবং এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটি সময়ে হয়নি! এটা বার বার সমাজে হতে দেখা গেছে। এজন্য কবি একথা বলেছেন।
🔶 - ' আমাদের কথা কে-বা জানে ' -- বলার কারণ কী??
✅উওর : " আমাদের কথা " অর্থাৎ এখানে আমাদের বলতে সাধারণ মানুষের কথা বলা হয়েছে। সমাজে কখনোই সাধারন মানুষের প্রয়োজন, তাদের অবস্থা, তাদের চাহিদা কী এসব জিনিস এই দ্রুতগতিতে চলা সমাজের অন্যান্য মানুষেরা শুনতে বা জানতে চাইবে না।। সাধারন মানুষের কথা সাধারণ ব্যপার হয়ে সাধারন মানুষের মধ্যেই থেকে যায়।।।
🔶- " আমাদের পথ নেই কোনো " --- এখানে এই কথা বলা হয়েছে কেন??
✅উওর : বতর্মান সময়কালে সাধারণ মানুষকে প্রতিটা পদক্ষেপে নানান বাধা- বিপওির সম্মুখীন হতে হচ্ছে। জীবনের এই চলার পথে এত বাধা, প্রতিকূলতা ও দিশাহীনতাকে তুলে ধরতেই পথ না থাকার কথাটি বলা হয়েছে।।
🔶 - পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে বলার অন্তনির্হিত কারণ কী??
অনুরুপ প্রশ্ন,
- পৃথিবী হয়তো বেঁচে আছে হয়তো বলা হয়েছে কেন?
✅উওর : কবিতায় পারিপার্শ্বিক প্রতিকূলতার মাঝে ঘরহারা এবং ইতিহাসে ঠাঁই না পাওয়া সাধারণ মানুষগুলোর কাছে বেঁচে থাকার মানেটাই অর্থহীন হয়ে পড়েছে। যেখানে সাধারন মানুষ গুলোর স্থান বা ঠাঁই নেই সেখানে এই পৃথিবী বেঁচে থাকা বা মরে যাওয়া তাদের কাছে অর্থহীন।
🔶 - পায়ে পায়ে হিমানীর বাঁধ - পায়ে পায়ে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে??
অথবা,
‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবি ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’ বলতে কী নির্দেশ করেছেন?
✅উওর : আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় পায়ে পায়ে হিমানীর বাঁধ বলতে বোঝানো হয়েছে সাধারণ মানুষের জীবনের চলার পথে, প্রতিটি পদক্ষেপে নানান বাধা ও প্রতিকূলতা প্রতিমুহূর্তে বরফের দেয়ালের মতোই বাধা হয়ে দাঁড়িয়ে থাকে।
এবং সাধারণ মানুষের জীবনে চলার পথে এসব বাধা-বিপত্তি ও প্রতিকূলতাকে হিমানীর বাঁধের সঙ্গে তুলনা করে বোঝানো হয়েছে।
🔶 - আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন??
✅উওর : অসুখী একজন কবিতায় কবি শঙ্খ ঘোষ আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কথার মাধ্যমে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ ও সঙ্ঘবদ্ধ হওয়ার কথা বলেছেন।
কবির এই আহ্বানের কারণ হলো -
সমাজে যুদ্ধ দাঙ্গা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে বর্তমানকালের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা আজ ঘর ছাড়া, তাদের প্রতিটি পদক্ষেপে বিপদ, যুদ্ধের কারণে আজ সমাজের শিশুরাও তাদের প্রাণ হারিয়েছে। এবং বর্তমানে যে ক'জন বেঁচে আছে কবি সেই কজনকে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে বেঁচে থাকা এবং লড়াই করার আহ্বান জানিয়েছেন।।
• মাধ্যমিক বাংলা সাজেশন -
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উওর | আয় আরো বেঁধে বেঁধে থাকি বড়ো প্রশ্ন উওর | আয় আরো বেঁধে বেঁধে থাকি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |আয় আরো বেঁধে বেঁধে থাকি রচনাধর্মী প্রশ্ন উত্তর
1 - আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখ
2 - আয় আরো বেঁধে বেঁধে থাকি। --- বেঁধে বেঁধে থাকা বলতে কী বোঝায় কবি বেঁচে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন??
3- আমাদের ইতিহাস নেই। -- কাদের কেন ইতিহাস নেই উক্তিটির যৌক্তিকতা বিচার করো।
4 - পৃথিবী হয়তো বেঁচে আছে।। -- এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন??
5 - আমাদের পথ নেই কোনো। -- এখানে কোন পথের কথা বলা হয়েছে পথ না থাকার কারণ কী??
6 - আমরা ভিখারি বারো মাস। -- আমরা বলতে কাদের বোঝানো হয়েছে?, তারা নিজেদের সর্বদা ভিখারী বলে মনে করেছেন কেন?
7 - আয় আরো বেঁধে বেঁধে থাকি। -- কবিতায় এই আমন্ত্রণ করা হয়েছে কেন???
8 - আমাদের কথা কে- বা জানে। -- আমরা কারা তাদের কথা কেউ জানে না কেন??
9 - আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কার, কোন কবিতার অংশ?? মূলগ্রন্থের নাম কী? পাঠ্য কবিতা অনুসারে উক্তিটির তাৎপর্য আলোচনা করো।
10 - পায়ে পায়ে হিমানীর বাঁধ। - পায়ে পায়ে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে??
- দশম শ্রেণীর অন্যান্য বাংলা অধ্যায়ের প্রশ্ন দেখতে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমিক মেনুতে ক্লিক করুন।
Sir bangla r aro chapter gulo r question din. Sir ami apnar boro fan.
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন