Top 100 + Current Affairs Of July 2021 In Bengali || Bengali Current affairs || 2021 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স

0

 

Top 100 + Current Affairs Of July  2021 In Bengali || Bengali Current affairs || 2021 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স


2021 July Current Affairs
2021 July Current Affairs 



এর আগের  কিছু পোস্টে আমরা জানুয়ারি 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স + মে 2021 কারেন্ট অ্যাফেয়ার্স  + এপ্রিল 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স  +  মার্চ 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স + ফেব্রুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করেছিলাম। আজকের এই পোস্টে আমরা শেয়ার করতে চলেছি 2021 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স ( 2021 July Current Affairs )।  আজকের এই পোস্টে 2021 July Current Affairs হিসেবে 101 + কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করা হবে।।  নিচে আগের কারেন্ট  অ্যাফেয়ার্স গুলোর লিঙ্ক দেওয়া হবে।। সেগুলো থেকে আপনার আগের কারেন্ট  অ্যাফেয়ার্স গুলো দেখে নিতে পারেন।।

Current Affairs Of July 2021  Current Affairs In Bangla
•  all current affairs of July 2021 in Bengali
•  Monthly current affairs in Bengali
•  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 
•   জুলাই 2021 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
2021 জুলাই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
• কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ pdf  
• বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২১ 
•  জুলাই 2021 কারেন্ট অ্যাফেয়ার্স
•  July 2021 current affairs pdf in bengali
•  July 2021 current affairs in bengali
•  current affairs of July 2021 
•   current affairs of july 2021 questions and answers



2021 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স | 2021 July Current Affairs |july 2021 current affairs in bengali |2021 Current Affairs Of July In Bengali




🔶 কোন দিনটিকে ডাক্তার দিবস হিসেবে পালন করা হয়??

✅ 1 লা জুলাই




🔶  কোন দিনটি " World hepatitis Day " হিসেবে পালিত হয়??

✅ 28 শে জুলাই




🔶 কোন দিনটি আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে পালিত হয়?,
✅ 30 শে জুলাই



🔶  কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়??.

✅ 11 ই জুলাই



🔶 কোন দিনটি আন্তর্জাতিক ন্যায় দিবস হিসেবে পালন করা হয়??

✅ 17 ই জুলাই



🔶 কোন দিনটি " World Tiger Day " হিসেবে পালন করা হয় ??

✅ 29 শে জুলাই


🔶  কোন দিনটি " International Chess Day " হিসেবে পালিত হয়??

✅ 20 ই জুলাই


🔶  কে Indian Federation Of United Nations Associations-  চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন?

✅ শম্ভুনাথ শ্রীাস্তব


🔶 কে ইন্ডিয়ান এয়ার ফোর্স এর নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅  বিবেক রাম চৌধুরী


🔶  National High Speed Rail competition Ltd. এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?

✅ সতীশ অগ্নিহত্রী



🔶 All India Radio- এর ডিরেক্টার জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ এন. ভেনুধর রেড্ডি



🔶  সম্প্রতি কে ভারতের নতুন রেল মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ অশ্বিনী বৈষ্ণব



🔶 কে পুনরায় হায়দ্রাবাদ ক্রিকেট অসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন?

✅মোহাম্মদ আজহারউদ্দিন




🔶 সম্প্রতি কে উত্তরাখণ্ডের চিপ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ সুখবীর সিং সাধু




🔶 নতুন - দিল্লি পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ রাকেশ আস্থানা




🔶 কে Federal Bank - এর ম্যানেজিং ডিরেক্টর এবং সি.ই.ও - হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন?

✅ শ্যাম শ্রীনিবাস


🔶 কোন ভারতীয় " Jury Member " হিসেবে টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছেন?

✅ পবন সিং



🔶 কে " Internet And Mobile Association Of India - র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ সঞ্জয় গুপ্ত



🔶 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া- এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ আরমানে গিরিধর



🔶 কোন এয়ারলাইন কোম্পানি "  201 Airline Of The Year " অ্যাওয়ার্ড জিতেছে??

✅ Korean Air নামক এয়ারলাইন কোম্পান



🔶 কোন ভারতীয় সমাজ কর্মী " United Kingdoms Commonwealth Points Of Light Award "  পেয়েছেন?

✅ সায়েদ ওসমান আজহার মাকসুসি



🔶 ভারতের কোন টাইগার রিজার্ভ " Natwest Group Earth Heroes Award " জিতেছে??

✅ মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভ



🔶 গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020 তে ভারতের স্থান কত??

✅ 10



🔶 সম্প্রতি কে কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন?

✅ BS Yediyuruppa



🔶 কে কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন?

✅ বাসবরাজ বোম্মাই


🔶 সম্প্রতি কে Paytm কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন??

✅ Amit Nayyar

🔶 সম্প্রতি কে IBM - কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন?

✅ Jim Whitehurst




🔶 সম্প্রতি কে সুইডেনের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন?

✅ Stefan Lofven





🔶 কোন সাতারু প্রথম ভারতীয় সাতারু হিসেবে টোকিও অলিম্পিকের জন্যে কোয়ালিফাই করেছেন?

✅ সজন প্রকাশ




🔶 প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে টোকিও অলিম্পিক এর জন্যে কোয়ালিফাই করেছেন কে??

✅ মানা প্যাটেল



🔶 কোন রাজ্যে ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে?

✅ বিহারে



🔶  প্রথম ভারতীয় গল্ফ খেলোয়াড় হিসেবে টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন কে?

✅ অদিতি অশোক



🔶 কোথায় ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হবে??

✅ জয়পুরে


🔶 টোকিও অলিম্পিক এর প্রথম ভারতীয় জিমনাস্টিক বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন কে?

✅ দীপক কাবরা




🔶 উড়িষ্যা রাজ্যের ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ ওয়াসিম জাফর



🔶 কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যাশনাল গেমস মেডেল জয়ীদের সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে??

✅ আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা




🔶 সম্প্রতি কোন দেশ টোকিও অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে??

✅ আফ্রিকান দেশ গিনি



🔶 কোন ভারতীয় মহিলা কুস্তিগীর হাঙ্গেরিতে অনুষ্ঠিত " World Cadet Wrestling Championship -" এ সোনা জিতেছে?

✅ প্রিয়া মালিক




🔶 ন্যাশনাল ওমেন অনলাইন চেস টাইটেল জিতেছেন কে??

✅  বন্তিকা আগারওয়াল



🔶 ভারতের সাথে কোন দেশ Indra 2021 মিলিটারি অনুশীলন আয়োজন করেছে?

✅ রাশিয়া




🔶 ইন্ডিয়ান আর্মি জম্মু-কাশ্মীরের " অপারেশন সম্ভাবনা' লঞ্চ করেছে।




🔶 The Light Of Asia শিরোনামে বইটি লিখেছেন কে?

✅ জয়রাম রমেশ



🔶  The Pregnancy Bible শিরোনামে বইটি কার লেখা?

✅ কারিনা কাপুর



🔶  The Great Big Lion শিরোনামে বইটি কে লিখেছে??

✅ Chryseis Knight



🔶  কোন ভারতীয় বইটি সম্প্রতি চীনা ভাষায় অনুবাদ করা হয়েছে?

✅ সুধাংশ মিতালীর লেখা Rashtriya Swayamsevak Sangh নামক বইটি



🔶  কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছে??

✅ কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ মোম্মাই





🔶 The stranger in the mirror " শিরোনামে বইটি কে লিখেছেন?

✅ রাকেশ ওমপ্রকাশ মেহরা




🔶 An Ordinary Life : Portrait Of an Indian Generation " শিরোনামে বইটি কে লিখেছেন??

✅ অশোক লাভাসা





🔶 সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করেছেন?

✅ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী




🔶 কোন রাজ্য গ্রামের ছোট ছোট ক্ষুদ্র শিল্প কে উৎসাহিত করার জন্য " ওয়ান ব্লক ওয়ান প্রডাক্ট " স্কিম লঞ্চ করেছে??

✅ হারিয়ানা




🔶 সম্প্রতি কোন রাজ্য সরকার " ইলেকট্রিক বাইক ট্যাক্সি স্কিম " লঞ্চ করেছে?

✅ কর্ণাটক রাজ্য সরকার


🔶 কোন রাজ্য সরকার " YSR Bima " স্কিম লঞ্চ করেছে?

✅ অন্ধপ্রদেশ সরকার



🔶 সম্প্রতি কোন রাজ্য মহিলাদের সুরক্ষার জন্য " পিঙ্ক প্রটেকশন " ইনিশিয়েটিভ লঞ্চ করেছে?

✅ কেরালা



🔶 সম্প্রতি কোন রাজ্যে প্রেগন্যান্ট মহিলাদের জন্য করোনার ভ্যাকসিন " Mathrukavacham "  ক্যাম্পেইন লঞ্চ করেছে?

✅ কেরালা





🔶 কে " Nipun Bharat Programme " লাঞ্চ করেছেন?

✅ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরীয়াল




🔶 কোন রাজ্য সরকার 57 বছরের বেশি বয়স্ক মানুষদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছে??

✅ তেলেঙ্গানা সরকার



🔶 কোন রাজ্য আয়ুর্বেদকে প্রোমোট করার জন্য দেবারন্য স্কিম লঞ্চ করেছে??

✅ মধ্যপ্রদেশ





🔶 কোন রাজ্য স্থানীয় ব্যবসায়ীদের বিদেশে ব্যবসা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য " Mission Niryatak Bano "  ক্যাম্পেইন লঞ্চ করেছে??

✅ রাজস্থান





🔶 কোথায় ইন্টার্নেশনাল ফিলম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার 52 তম সংস্করণ অনুষ্ঠিত হবে??

✅ গোয়াতে




🔶 কোথায় 2022 Women's Asian Cup হোস্ট করা হবে??

✅ ভারতের মুম্বাইয়ে ও পুনেতে



🔶 কোথায় 2022 Khelo India Youth Games অনুষ্ঠিত হবে??

✅ হরিয়ানা



🔶 কোন কোম্পানি অনলাইন ব্যবসায়ীদের জন্য " Shopsy নামক অ্যাপ লঞ্চ করেছে?

✅ Flipkart


🔶 কোন দেশে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এর বিকল্প অ্যাপ্লিকেশন হিসেবে যোগাযোগ ও আলাপন নামক অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে?,

✅ বাংলাদেশে

🔶 কে ভারতীয় মৎস্যজীবীদের জন্য "মৎস্য সেতু"  নামক অ্যাপের লঞ্চ করেছে?

✅ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ



🔶 সম্প্রতি 98 বছরে মারা গেলেন বলিউড অভিনেতা দিলীপ কুমার।।

🔶 সম্প্রতি 95 বছরে মারা গেলেন অলিম্পিকে দুবার সোনা জয়ী ভারতীয় হকি খেলোয়াড় কেশবচন্দ্র দত্ত

🔶  সম্প্রতি 107 বছর বয়সে মারা গেলেন ভারতের সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী ভাগীরথী আম্মা

🔶 সম্প্রতি 78 বছর বয়সে মারা গেলেন সাহিত্য একাডেমি জয়ী সতীশ কালসেকর





🔶 কোথায় বিশ্বের সবচেয়ে উঁচু বালির দুর্গ বানানো হয়েছে?

✅ ডেনমার্কে


🔶 কোথায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড স্কুল চালু করা হয়েছে??

✅ পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে



🔶 কোথায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড স্টিল ব্রিজ তৈরি করা হয়েছে?

✅ নেদারল্যান্ডের আমস্টারডামে


🔶 কোন দেশ ঘণ্টায় 600 কিমি গতিবেগ সম্পূর্ণ ম্যাগলেভ ট্রেন তৈরি করেছে?

✅ চীন

🔶 সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার এলাইন্স এ যোগদান করেছে??

✅ সুইডেন


🔶 কোথায় বিশ্বের সবথেকে পুরনো গয়না খুঁজে পাওয়া গিয়েছে??

✅ জার্মানিতে।


🔶 কোথায় বিশ্বের সবথেকে বড় ভাসমান সোলার প্লান্ট তৈরি হচ্ছে??

✅ সিঙ্গাপুরে


🔶  কোন সংস্থা প্রতিবন্ধী মহাকাশচারীদের নিয়োগ করতে চলেছে??

✅ European Space Agency



🔶 কোন কোম্পানি সাইবার সিকিউরিটি ফার্ম RisklQ- কে 500 মিলিয়ন ডলারে কিনে নিয়েছে?

✅ মাইক্রোসফট কোম্পানি



🔶 কোথায় বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে?

✅ ইন্দোনেশিয়ায়



🔶 কোথায় ভারতের প্রথম বায়ো ডাইভারসিটি পার্ক  " ভারত বাটিকা" এর উদ্বোধন করা হয়েছে?

✅ উত্তরাখণ্ডের নৈনীতাল জেলায়



🔶 সম্প্রতি কোন কোম্পানি প্লাস্টিক প্যাকেজিং পদ্ধতি বাদ দিয়েছে??

✅ Flipkart



🔶  সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে কলকাতা হাইকোর্ট 5 লক্ষ টাকা জরিমানা?

✅ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে


🔶 সম্প্রতি কোন রাজ্য নিজস্ব "  OTT Platform " লঞ্চ করার কথা ঘোষণা করেছে?

✅ কেরালা


🔶 কোথায় ভারতের প্রথম " Maritime Arbitration Centre " চালু হবে??

✅ গুজরাট গান্ধীনগরে



🔶 সম্প্রতি কোন রাজ্য " টু চাইল্ড পলিসি আনতে চলেছে??

✅ উত্তরপ্রদেশ সরকার




🔶 কোন রাজ্য সরকার আদিবাসীদের বা উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ করার জন্য নতুন ডিপারমেন্ট তৈরি করবে??

✅ আসাম সরকার



🔶  সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত জেলাগুলিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে??

✅  রাজস্থান সরকার




🔶 কোন রাজ্য গ্রামের মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করতে Health ATM  লঞ্চ করেছে??

✅ উত্তর প্রদেশ




🔶 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোথায় ভারতের প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করবে??

✅ উত্তরপ্রদেশের মথুরাতে




🔶  কোথায় ভারতের বৃহত্তম ইলেকট্রিক চার্জিং ভেহিকেল স্থাপন করা হবে??

✅ মহারাষ্ট্রে



🔶 সম্প্রতি কোন রাজ্য ইলেকট্রিক বাসের ট্রায়াল' করেছে?

✅ উত্তর প্রদেশ




🔶 কোথায় ভারতের প্রথম প্রাইভেট লিকুইফায়েড ন্যাশনাল গ্যাস প্লান্ট তৈরি করা হয়েছে??

✅ নাগপুরে



🔶 কোথায় ভারতের প্রথম জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে?

✅ পাটনাতে




🔶 কোথায় ভারতের প্রথম " Grain ATM " খোলা হয়েছে?

✅ হরিয়ানার গুরুগ্রামে





🔶 সম্প্রতি কোথায় এক গল্প ট্রেনিং একাডেমি শুরু হয়েছে?

✅ শ্রীনগরে





🔶 কোথায় ভারতের প্রথম "  Cryptogamic Garden "  তৈরি করা হয়েছে?

✅ উত্তরাখণ্ডের দেরাদুনে



🔶  কোন রাজ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম এর সাথে পার্টনারশিপ করেছে??

✅ রাজস্থান




🔶 সম্প্রতি কোন জায়গাটি ইন্ডিয়ান রেলওয়ে ম্যাপের অন্তর্ভুক্ত হয়েছে??

✅ মনিপুর





🔶 কোন কোম্পানি ক্যাশ অন ডেলিভারির পেমেন্টকে ডিজিটাল করতে " ফোন পে " অ্যাপ এর সঙ্গে পার্টনারশিপ করেছে??

✅ Flipkart




🔶 সম্প্রতি কোন রাজ্য পুলিশদের জন্য এক মাসের ছুটি কম্পালসারি করেছে??

✅ আসাম





🔶 দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে কে মহাকাশে উড়তে চলেছেন??

✅ শিরিশা বান্দলা





🔶 সম্প্রতি কোন রাজ্য ড্রোনের ব্যবহার এবং বিক্রি করা ব্যান করেছে??

✅ জম্মু-কাশ্মীর সরকার




🔶 কোন দেশ পুরুষ অভিভাবকদের ছাড়াই মহিলাদের হজযাত্রায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে??

✅ UAE



🔶 France কপিরাইট সংক্রান্ত কারণে গুগলকে কত কোটি টাকা জরিমানা করেছে??

✅ 500 মিলিয়ান ইউরো


🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top