Class 10 physical science model activity task Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6

Class 10 physical science model activity task Part 6
Class 10 physical science model activity task Part 6 


এর আগের একটি পোস্টে  আমরা আমাদের ওয়েবসাইটে Class 10 physical science model activity task এর তিনটি পার্ট করে দিয়েছি। আজকে আবার আমরা class 10 physical science model activity task এর আরও একটি পোস্ট শেয়ার করবো।। আজকের এই পোস্টে মূলত  - class 10 physical science model activity task part 4, class 10 physical science model activity task part 5, ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 5 ) class 10 physical science model activity task part 6 ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 6), class 10 physical science model activity task part 7 ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 7) থাকবে।।


class 10 physical science model activity task part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6

1- যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো—
(ক) 4 g/mol (খ) 16 g/mol (গ) 32g/mol (ঘ) 64 g/mol

✅ উত্তর: যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো—(ঘ) 64 g/mol

2-  গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়-
(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে।
(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

✅উত্তর: গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়- ক্যাথোড় ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে।

3 - 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-

(ক) 9 ওহম (খ) 4 ওহম (গ) 2 ওহম (ঘ) 1 ওহম

✅উত্তর: 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো- (গ) 2 ওহম।


class 10 physical science model activity task part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6


২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :

2.1-  কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয় ?

✅উত্তর : কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে  তড়িৎবিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)2]) ব্যবহার করা হয়।।

2.2- কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘন্টার (kWh) মধ্যে কোনটি ক্ষমতার একক?

উত্তর : কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘন্টার (kWh) মধ্যে কিলোওয়াট (kW)  ক্ষমতার একক ।

2.3 -DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা লেখো।

✅উত্তর : DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা হলো -
(i) DC অপেক্ষা AC-র উৎপাদনে খরচ কম।
(ii) AC বিভবকে (ভােল্টেজকে) ট্রান্সফরমা-এর সাহায্যে প্রয়ােজনমতাে বাড়ানাে বা
কমানাে যায়। DC-র ক্ষেত্রে এই সুবিধা নেই।

(iii) AC-তে চলা যন্ত্রপাতি যেমন—বৈদ্যুতিক পাখা,
বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামাে ইত্যাদি DC-তে চলা যন্ত্রপাতিগুলির তুলনায় অনেক বেশি টেকসই (durable) এবংব্যবহারপােযােগী (convenient)।

ওপরের যেকোনো একটি লিখতে পারো।।

3 -

class 10 physical science model activity task part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6


3.1- ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো

✅উওর : বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত
করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক্ এবং মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।


3.2 - 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো।

উওর :

Class 10 physical science model activity task Part 6


class 10 physical science model activity task part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6 | 


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো।

উওর :


Class 10 physical science model activity task Part 6

Class 10 physical science model activity task Part 6

class 10 Physical Science Model Activity Task Part 5 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 5 |

class 10 Physical Science Model Activity Task Part 5 |
class 10 Physical Science Model Activity Task Part 5 |

Class 10 physical science model activity task Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6

Class 10 physical science model activity task Part 6
Class 10 physical science model activity task Part 6 

Class 10 Physical Science Model Activity Task Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7

Class 10 Physical Science Model Activity Task Part 7
Class 10 Physical Science Model Activity Task Part 7 

Class 10 Physical Science Model Activity Task - 1 + 2 +3  👇👇

দশম শ্রেণির ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ||  দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক || class 10 physical science model activity task || Class 10 Physical Science Model Activity 



Post a Comment

নবীনতর পূর্বতন