Class 10 Physical Science Model Activity Task Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7
Class 10 Physical Science Model Activity Task Part 7 |
এর আগের একটি পোস্টে আমরা আমাদের ওয়েবসাইটে Class 10 physical science model activity task 1, 2, 3 এর তিনটি পার্ট করে দিয়েছি। আজকে আবার আমরা class 10 physical science model activity task এর আরও একটি পোস্ট শেয়ার করবো।। আজকের এই পোস্টে মূলত - class 10 physical science model activity task part 4, class 10 physical science model activity task part 5, ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 5 ) class 10 physical science model activity task part 6 ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 6), class 10 physical science model activity task part 7 ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 7) থাকবে।।
class 10 physical science model activity task part 7
1 - ঠিক উত্তর নির্বাচন করো :
1.1- আধানের SI একক হলো-
(ক) ওহম (খ) অ্যাম্পিয়ার (গ) ভোল্ট (ঘ) কুলম্ব
✅Answer - আধানের SI একক হলো- (ঘ) কুলম্ব
1.2- ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
(ক) দ্বিগুণ হবে (খ) চারগুণ হবে (গ) ছয়গুণ হবে
(ঘ) আটগুণ হবে
✅ Answer : ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের – (খ) চারগুণ হবে।
কেননা - জুলের সূত্রানুসারে,
কোনো ধাতব পরিবাহীর রোধ (R) ও সময় (t) স্থির রেখে প্রবাহমাত্রা (I) দ্বিগুন করলে উৎপন্ন তাপ (H), প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক অর্থাৎ, H∝ (I)²
এখন, প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলে অর্থাৎ I = 2I হলে, উৎপন্ন তাপ = H∝ (2I)²
বা, H∝ 4I²
∴ উৎপন্ন তাপ প্রাথমিকের চার গুণ হয়ে যাবে ।
1.3 - গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে-
(ক) ইলেকট্রন (খ) শুধু ক্যাটায়ন (গ) শুধু অ্যানায়ন (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
✅Answer: গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে - (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
class 10 physical science model activity task part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7
2- নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করোঃ
2.1- স্থির উয়তায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি।
উত্তর: মিথ্যা
2.2 - ধাতুর তড়িৎ পরিবহণের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম।
উত্তর: মিথ্যা
2.3 -কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে।
উত্তর: সত্য
3 - class 10 physical science model activity task part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7
3.1 - লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো।
উওর : ওহমের সূএ অনুযায়ী তার গাণিতিক রুপটি হলো - V = IR
V = পরিবাহির দুই প্রান্তের বিভব প্রভেদ
I = পরিবাহির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাএা
R = পরিবাহির রোধ।
নির্দিষ্ট শর্তে X অক্ষ বরাবর পরিবাহির বিভবপ্রভেদ = V, এবং Y অক্ষ বরাবর পরিবাহির তড়িৎ প্রবাহমাত্রাক = I - কে ধরে লেখচিত্র আকা হলে OP একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায় ।।
Class 10 physical science model activity task part 7 |
3.2- ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে?
উওর : ইলেক্ট্রক ফিউজ তার সবসময়ই বর্তনীর সঙ্গে, লাইভ তারের সঙ্গে শ্রেনি সমবায়ে যুক্ত থাকে। চিনামাটির হোল্ডারের মধ্যে টিন ও সিসার তৈরি একটি তার থাকে যা বৈদ্যুতিক লাইনের সংযোগ রক্ষা করে।। ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি হয়।। প্রতিটি ফিউজ তার একটি নির্দিষ্ট মাএার তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে। কোনো ফিউজ তারের মধ্যে দিয়ে যদি, সেই তারের কার্যক্ষমতার মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহ হয় তাহলে, ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যাবে। এবং তার ফলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হবে।। ফিউজ তারের এরকম কাজের জন্যেই বাড়ির বাকি সমস্ত উপাদানগুলিতে অতি উচ্চমাএায় তড়িৎ প্রবাহিত হতে পারে না।। যদি সেসব বৈদ্যুতিক যন্ত্রপাতিতে মাএাতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেসব যন্ত্রের ক্ষতি হতে পারে। তাই ফিউজ তার সেক্ষেত্রে সেই ক্ষতিটা আটকআয়।। এভাবেই ইলেকট্রিক ফিউজ কাজ করে।।
3.3- একটি বাল্বের গায়ে লেখা আছে 220V 100W এর অর্থ ব্যাখ্যা করো।
উওর: বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে ‘220V-100W | বক্তব্যটির তাৎপর্য হল এই যে -
যখন সেই বাল্বটিকে 220 V বিভবপ্রভেদ বিশিষ্ট লাইনের সঙ্গে যুক্ত করা হবে, তখন সেই বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎশক্তি খরচ করবে। এবং সেই সঙ্গে সেই বাল্বটি 220 V বিভবপ্রভেদ বিশিষ্ট লাইনের সঙ্গে যুক্ত করা হলে তখন তা সর্বোচ্চ উজ্জ্বলতা দেবে।।
3.4 - একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো।
উওর :
• একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের সংকেত হল -
• H2SO4 ( সালফিউরিক অ্যাসিড)
• একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত -
• CH3CHOOH ( অ্যাসিটিক অ্যাসিড )
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাওঃ
class 10 physical science model activity task part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7
4.1 - শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও।
উওর :
একটি চুম্বক দন্ডের N মেরুকে একটি বদ্ধ কুন্ডলীর দিকে গতিশীল করলে, লেঞ্জের সূত্র অনুসারে কুন্ডলীতে প্রবাহমাত্রা চুম্বকদন্ডের N - মেরুর গতিকে বাধা দেবে বা বিকর্ষণ করবে। তাই বলা যায় কুন্ডলীর যে তলে চুম্বকের N মেরু রয়েছে, কুন্ডলীর ওই তলেই N মেরুর সৃষ্টি হয়। সমমেরুর মধ্যে বিকর্ষণ বাধা অতিক্রম করে, চুম্বকদন্ডটিকে গতিশীল রাখতে বাইরে থেকে যে কাজ করা হয় সেটিই ওই বন্ধ কুন্ডলীর বর্তনীতে তড়িৎশক্তি উৎপন্ন করে। অর্থাৎ এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
সুতরাং,লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র হিসেবেই ভাবা যেতে পারে।
4.2 - লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো (Zn = 65.5, O = 16, S = 32, H = 1 )
উওর :
class 10 Physical Science Model Activity Task Part 5 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 5 |
class 10 Physical Science Model Activity Task Part 5 | |
Class 10 physical science model activity task Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6
Class 10 physical science model activity task Part 6 |
Class 10 Physical Science Model Activity Task Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7
Class 10 Physical Science Model Activity Task Part 7 |
দশম শ্রেণির ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক || দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক || class 10 physical science model activity task || Class 10 Physical Science Model Activity
class 10 physical science model activity ta |
একটি মন্তব্য পোস্ট করুন