মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্নপএের সম্পূর্ণ সমাধান || Madhyamik 2018 History Question Paper With Solution

1

 

Class 10 history question answer
Class 10 history question answer 

আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্নপএের সম্পূর্ণ সমাধান ( Madhyamik  2018 History Question Paper With Solution ) তোমাদের সাথে শেয়ার করবো।  যারা 2024 এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদে জন্য আজকের এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ - আজকের এই পোস্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক 2024  সালের ইতিহাস পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।। 

মাধ্যমিক 2018 ইতিহাস প্রশ্নপএের সম্পূর্ণ সমাধান || Madhyamik  2018 History Question Paper With Solution 

                 ◀ বিভাগ  - ক ▶
                      
1.সঠিক উওরটি নির্বাচন করো :

1 - জীবনের ঝড়াপাতা গ্রন্থটি হলো একটি --
a• উপন্যাস
b• কাব্যগ্রন্থ
c• জীবনীগ্রন্থ
d• আত্মজীবনী

উওর : d• আত্মজীবনী

2 - " সোমপ্রকাশ " ছিল একটি -
a• দৈনিক পএিকা
b• সাপ্তাহিক পএিকা
c• পাক্ষিক পএিকা
d• মাসিক পএিকা

উওর : b• সাপ্তাহিক পএিকা।

3 - " নীলদর্পন " - নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন -
a• কালীপ্রসন্ন সিংহ
b• মাইকেল মধুসুদন দও
c• হরিশচন্দ্র মুখোপাধ্যায়
d• রেভা: জেমস লং

উওর : d• রেভা: জেমস লং

আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করো এখানে

4 - সতীদাহ প্রথা রদ হয় -
a• 1828 খ্রিষ্টাব্দে
b• 1829 খ্রিষ্টাব্দে
c• 1830 খ্রিষ্টাব্দে
d• 1856 খ্রিষ্টাব্দে
উওর : b• 1829 খ্রিষ্টাব্দে।

5 - সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন -
a• বিজয়কৃষ্ণ গোস্বামী
b• স্বামী বিবেকানন্দ
c• শ্রীরামকৃষ্ণ
d• কেশবচন্দ্র সেন
উওর : c• শ্রীরামকৃষ্ণ

6 - কোল বিদ্রোহ ( 1831 -  32 খ্রিষ্টাব্দ ) অনুষ্ঠিত হয়েছিল -
a• মেদিনীপুরে
b• ঝাড়গ্রামে
c• ছোটোনাগপুরে
d• রাঁচিতে

উওর : c• ছোটোনাগপুরে।

7 - ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় -
a• 1869 খ্রিষ্টাব্দে
b• 1860 খ্রিষ্টাব্দে
c• 1865 খ্রিষ্টাব্দে
d• 1878 খ্রিষ্টাব্দে

উওর : c• 1865 খ্রিষ্টাব্দে

8 - 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন-
a• রমেশচন্দ্র মজুমদার
b• সুরেন্দ্রনাথ সেন
c• বিনায়ক দামোদর সাভারকার
d• দাদাভাই নৌরজি

উওর : c• বিনায়ক দামোদর সাভারকার।

9 - ভারত সভার প্রথম সভাপতি ছিলেন-
a• সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
b• আনন্দমোহন বসু
c• রেভা:কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
d• শিবনাথ শাস্ত্রী
উওর : c• রেভা:কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।

10 - বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল-
a• বর্ণপরিচয়
b• এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
c• মঙ্গল সমাচার মতিয়ের
d• অন্নদামঙ্গল

উওর : b• এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।

10 - ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স - এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন --
a• জগদীশচন্দ্র বসু
b• সি.ভি. রমন
c• প্রফুল্লচন্দ্র রায়
d• সত্যেন্দ্রনাথ দও

উওর : b• সি.ভি. রমন।

আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করো এখানে

2018 মাধ্যমিক ইতিহাস প্রশ্নপএের সমাধান || 2018 Madhyamik History Question Paper Solution 

                         ◀ বিভাগ - খ ▶
                     ◀ উপবিভাগ - ২.১ ▶

2 -1.1 - ভারতমাতা চিএটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত?

উওর : ভারতমাতা চিএটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত।

2.1.2 - নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়?

উওর : নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বোম্বাই - এ প্রতিষ্ঠিত হয়।।

2.1.3-  ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উওর ; ফরোয়ার্ড ব্লক 1939 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।।

2.1.4 -  মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উওর : মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন শী হরিচাঁদ ঠাকুর।

                     ◀ উপবিভাগ - ২.২ ▶
                ⚫ সত্য - মিথ্যা নির্ণয় করো ⚫

1 - মধ্যবিত্ত শিক্ষিত বাঙ্গালীকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উওর : সত্য।

2 - ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উওর : মিথ্যা।

3 - ফরাজী একটি প্রাচীন উপজাতি।
উওর : মিথ্যা।

4 - বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করে বিদ্যাসাগর।

উওর : মিথ্যা।

                ◀  উপবিভাগ - ২.৩ ▶
      ⚫ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও : ⚫

⚫ ক স্তম্ভ                                      ⚫ খ স্তম্ভ
• জহরলাল নেহেরু           * অসহযোগ আন্দোলন
• বীরেন্দ্রনাথ শাসমল        * পুনা চুক্তি ( 1932 )
• কালীপ্রসন্ন সিংহ   * লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার
• ড. আম্বেদকর        * হুতোম প্যাঁচার নকশা

উওর :

⚫ ক স্তম্ভ                                      ⚫ খ স্তম্ভ
• জহরলাল নেহেরু ---> লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার।
• বীরেন্দ্রনাথ শাসমল ----> অসহযোগ আন্দোলন।   
• কালীপ্রসন্ন সিংহ -------> হুতোম প্যাঁচার নকশা
• ড. আম্বেদকর  ------- > পুনা চুক্তি ( 1932 )

                  ◀ উপবিভাগ -২.৪ ▶

⚫প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো ⚫

 ২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা,
২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা,
২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র ঝাঁসি,
২.৪.৪ দেশীয় রাজ্য জুনাগড়

                   ◀ উপবিভাগ—২.৫ ▶

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

১- বিবৃতি : উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত ।

ব্যাখ্যা ১:কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা 2 : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।

ব্যাখ্যা ৩ : কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

উত্তরঃ উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত -কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায়
শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

২. বিবৃতি  ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'তিন 
আইন' পাস করে।

ব্যাখ্যা ১ :  এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রীষ্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।

ব্যাখ্যা ২ :  এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।

ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।

উত্তর: ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'তিন 
আইন' পাস করে। - কারণ  এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ
করা।

৩- বিবৃতি:- রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ 
করতেন না।

ব্যাখ্যা ১ : কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।

ব্যাখ্যা ২ : কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ 
করতেন না। কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।।

৪- বিবৃতি :  সরলা দেবী চৌধুরানি লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন।

ব্যাখ্যা ১ : বিদেশি পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২ : আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।

উত্তরঃ সরলা দেবী চৌধুরানি লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা
 করেছিলেন- স্বদেশী পণ্য বিক্রির জন্য।

আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করো এখানে

২০১৮ সালের মাধ্যমিক ইতিহাস প্রশ্নপএের সমাধান || Madhyamik 2018 History Question Paper Solved

                     ◀ বিভাগ - গ ▶ প্রশ্নমান - 2

৩.১ পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী?

উওর :
- মানুষের বিভিন্ন কার্যকলাপ এবং বিভিন্ন অন্যান্য কারণে আমাদের পরিবেশ দিনের পর দিন খারাপ হয়ে চলেছে।। মানুষ ও পরিবেশের উপর নির্ভরশীল।।  প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও সংরক্ষণ এবং তার ওপর বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার মানবসভ্যতাকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং লুণ্ঠন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।। তাই পরিবেশের কল্যান, এবং পরিবেশ সচেতনতার লক্ষ্যেই ইতিহাসে পরিবেশের ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।।

আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করো এখানে

৩.২ -স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যায়??- [মাধ্যমিক 2018]

উওর= আধুনিক ইতিহাস রচনার উপাদান গুলির মধ্যে অন্যতম হলো কোনো ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা।। কারণ -
• প্রথমত এ ধরনের রচনায় সমাজের নানা স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে যেগুলি সেই ব্যক্তি নিজের প্রত্যক্ষ করেছেন বা তার জীবনের ঘটনাগুলি ঘটে গিয়েছিল।। এসব ঘটনা গুলির মাধ্যমে বিভিন্ন সময় কালের ইতিহাস ও সংস্কৃতির কথা ধরা থাকে।।
• দ্বিতীয়তঃ বিভিন্ন স্মৃতিকথা ও আত্মজীবনী থেকে বিভিন্ন সময়ের সমাজ রাজনীতি ও অর্থনীতির প্রকৃতি সম্পর্কে নানান তথ্য ধারণা পাওয়া যায়।।

৩.৩- মেকলে মিনিট কি??

উ-  জনশিক্ষা কমিটির সদস্য টমাস  এবং উইলিয়াম বেন্টিং এর আইন সচিব টমাস বেবিংটন মেকলে তার একটি এক মিনিট প্রতিবেদন দ্বারা ভারতে ইংরেজি ভাষায় আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য সুপারিশ করেন ।। এবং মেকলের এই প্রতিবেদন মেনে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকেই সরকারি শিক্ষানীতি হিসেবে ঘোষণা করা হয়।। 
এবং তার সাথে সাথে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে।। এবং এই প্রতিবেদন ই মেকলে মিনিট পরিচিত।।

৩.৪- সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা কী ছিল??

উত্তর -  নব্যবঙ্গ গোষ্ঠী তাদের আন্দোলনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ না করতে পারলেও! কলকাতার মধ্যে ডিরোজিও এবং তার অনুগামীরা অস্পৃশ্যতা ,জাতিভেদ প্রথা ,সতীদাহ প্রথা ,মূর্তিপূজা , প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে বিভিন্ন তীব্র আন্দোলন করেছিল!!.
নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের ফলেই কলকাতার সমাজে বা ভারতীয় সমাজে নতুন যুক্তিবাদী  ভাবধারা গড়ে উঠেছিল।।।  এবং তাদের আন্দোলনের ফলেই সমাজের বিভিন্ন কুসংস্কার গুলির প্রথম যুক্তিবাদী আঘাত পরেছিল।। 
এবং নব্যবঙ্গ গোষ্ঠীর এই আন্দোলনের ফলেই বাংলার মানুষেরা কুসংস্কারমুক্ত এক নতুন সমাজ দেখার সুযোগ পেয়েছিল।।

৩.৫- দুদুমিঞা স্বরনীয় কেন??

-  উ- দুদুমিঞা, অর্থাৎ - মহম্মদ মহসিন স্বরনীয় হওয়ার প্রথম কারণ হলো - তিনি ছিলেন ফরাজি আন্দোলনের মুল নেতা, - " হাজি শরিয়ৎ উল্লাহের " - পুএ।। 
-  দ্বিতীয়ত - হাজি শরিয়ৎ উল্লাহের মৃত্যুর পর দুদুমিঞা ফরাজি আন্দোলন পরিচালনা করতে শুরু করেন।। যখন দুদুমিঞা ফরাজি আন্দোলনে নেতৃত্বে দিতে শুরু করেছিলেন, তখন ফরাজি আন্দোলন ধর্মীয় আন্দোলনের বদলে, একটি কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল।। এবং এজন্যই ফরাজি আন্দোলন এক নতুন রুপ পেয়েছিল।। যার জন্য দুদুমিঞা খুব অল্প সময়ের মধ্যেই, দরিদ্র কৃষকদের মধ্যে এবং, ফরাজি আন্দোলনের বাকি সদস্যদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।। 

৩.৬- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ভূমিকা কিরূপ ছিল??

-উ-  হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় যেমন ব্রিটিশ সরকারের বাকি অন্যান্য খারাপ দিক গুলি তার পত্রিকায় আলোচনা করতেন, ঠিক তেমনিভাবে তিনি নীলকর সাহেবদের অত্যাচার! ও অন্যান্য খারাপ কাজ কর্মের ব্যপারগুলোও তার প্রতিকার পত্রিকায় নিয়মিতভাবে  প্রকাশ করতেন।। হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের করা অত্যাচারের ফলে নীলচাষীদের দুরাবস্থা তার পত্রিকার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেছিলেন।। এছাড়াও হরিশচন্দর মুখোপাধ্যায় নীলচাষিরা, নীলকর সাহেবদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন!! সেই মামলা গুলো চালানোর জন্য হরিশচন্দ্র মুখোপাধ্যায় সেই নীল চাষীদের সব সময় আর্থিক ভাবে সাহায্য করতেন।।। 

৩.৭- মহারানির ঘোষণা পএের মূল উদ্দেশ্য কী ছিল?
উওর : মহারানির ঘোষণা পএের মূল উদ্দেশ্য গুলোর মধ্যে প্রধান ছিল - ভারতে কোম্পানির শাষনের অবসান ঘটিয়ে ভারতে ব্রিটিশ শাষন প্রতিষ্ঠা।
দ্বিতীয়ত : ভারতের দ্বায়ীত্ব গ্রহন করার মাধ্যমে মহারানি ভিক্টোরিয়া ভারতে ব্রিটিশ নীতি ও আদর্শের সঙ্গে ভারতবাসীর যোগসাধন ঘটানো।

৩.৮- ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়?? 

উত্তর-  যখন কোন একটি বিষয় সমালোচনা যোগ্য হয়ে ওঠে বা সেই বিষয়টিকে নিয়ে সমালোচনা করা যায়,তখন সেই বিষয়টিকে নানাভাবে সমালোচনা করা যায়।। এবং এসব সমালোচনা করার জন্য একটি অন্যতম দিক হলো ব্যঙ্গ চিত্র অঙ্কন করে সেই বিষয়টির সমালোচনা করা।। যখন কোন একটি বিষয় ব্যঙ্গ চিত্রের মাধ্যমে সমালোচনা করা হয় তখন সেই ব্যঙ্গচিত্র টির মধ্যে হাস্যরসের সাথে সাথে অনেক কিছু বোঝার বিষয়ও থাকে!!! যেমনটা গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর বিভিন্ন ব্যঙ্গ চিত্রের মাধ্যমে করেছিলেন।।

৩.৯- বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকার এর ভূমিকা কী ছিল??

উ - 1778 খ্রিস্টাব্দে যখন চার্লস উইলকিন্স , যখন ব্র্যাসি হ্যালহেডের লেখা এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি মুদ্রণ করতে চেয়ে ছিলেন, তখন চার্লস উইলকিন্সের বাংলা মুদ্রাক্ষর তৈরীর সময়, হুগলী নিবাসী মুদ্রাক্ষর শিল্পী - "পঞ্চানন কর্মকার"- তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন।। 
পরবর্তীকালে পঞ্চানন কর্মকার এর তৈরি মুদ্রাক্ষর 1793 খ্রিস্টাব্দে - "কর্নওয়ালিস কোড " - এর বাংলা সংস্করণেও ব্যবহৃত হয়েছিল।।
পঞ্চানন কর্মকার ছিলেন একজন মুদ্রাক্ষর শিল্পী! তিনি   1803 খ্রিষ্টাব্দে  সর্বপ্রথম দেবনাগরী ভাষার হরফ তৈরি করেছিলেন।। পঞ্চানন কর্মকার 1799 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেসে মুদ্রাক্ষর বানানোর শিল্পী হিসেবে কাজ করতে শুরু করেছিলেন।। এবং কিছুকালের মধ্যেই তার অক্লান্ত পরিশ্রমের ফলে এটি হয়ে দাঁড়িয়েছিল এশিয়ার বৃহত্তম অক্ষর তৈরীর কারখানা।।। 

৩.১০- বাংলার মুদ্রনের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী??

-  উওর : কলকাতার - জোড়াসাঁকো, চোরবাগান, দর্জিপাড়া প্রভৃতি স্থানে, 1840 - 1870 খ্রিষ্টাব্দ সময়কালের মধ্যে যেসব প্রকাশনা চলতো, সেগুলো বটতলার প্রকাশনা নামে পরিচিত।। বটতলার প্রকাশনা থেকে বিভিন্ন ধরনের সস্তার বই ছাপানো হতো।। যার জন্য জনসাধারণের হাতে খুব অল্প দামেই নানা ধরনের বই চলে আসতো।। এবং তারা অল্প খরচেই তাদের জ্ঞান, রোমাঞ্চের পিপাসা মেটাতে পারতো।।।।

                     উপবিভাগ—ঘ.১

উপবিভাগ - এ-যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উওর আমরা আমাদের ওয়েবসাইটেই পরে দিয়ে দেবো। তোমরা আমাদের ওয়েবসাইট প্রতিদিন ফলো করতে থাকো, আশাকরি তাহলে তোমরা সেই সমস্ত উওর পেয়ে যাবে।।

আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করো এখানে

                        

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top