সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো |
সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো || 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।।
ভুমিকা :: আঠারোশ সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় সেনাদের এনফিল্ড রাইফেল ব্যবহার নিয়ে শুরু হওয়া 1857 খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহ শেষ হওয়ার পর থেকে, বিভিন্ন ভারতীয় ও বিদেশী ঐতিহাসিক মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো -
ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ :
ভারতের বিখ্যাত বিপ্লবী বিনয় দামোদর সাভারকার 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন।। বিনায়ক দামোদর সাভারকর এর মতে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ব্রিটিশবিরোধী যে ভাবধারা বা ব্রিটিশ সরকার বিরোধী এই পরিমান ব্যাপক আন্দোলন এর আগে কোন আন্দোলনের লক্ষ্য করা যায়নি।। এজন্য তিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন।।
জাতীয় বিদ্রোহ :
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কিছু কিছু ইংরেজ ঐতিহাসিক, যেমন - আলেকজান্ডার ডাফ, জনকে, জে.বি. নর্টন প্রমুখ ঐতিহাসিকরা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন।। তাদের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ভারতের সর্বস্তরে বা সবজায়গায় ছড়িয়ে না পড়লেও,, উত্তর ভারত ও মধ্যে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে যে ভাবে ছড়িয়ে পড়েছিল এবং সেসব অঞ্চলের সাধারণ মানুষেরা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ অংশগ্রহণ করে, বিদ্রোহীদের বিভিন্নভাবে সাহায্য করে, এবং শেষ পর্যন্ত বিদ্রোহকে যেভাবে তারা আঁকড়ে ধরেছিলেন, সেই সূত্র ধরে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করা যায়।।
শুধুমাত্র সিপাহী বিদ্রোহ :
1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ যেহেতু সর্বপ্রথম ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় সিপাহিদের নিজস্ব ধর্মীয় কারণ, এবং তাদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টাতে এই বিদ্রোহ শুরু হয়েছিল, এবং উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলের জনগণ ছাড়া, শুধুমাত্র সিপাহীদের দ্বারাই এই মহাবিদ্রোহ পরিচালিত হয়েছিল, সে জন্য বিভিন্ন ইংরেজ ঐতিহাসিক যেমন ম্যালেসন, জনকে, পি ই রবার্টস, জন লরেন্স প্রমুখ ইংরেজ ঐতিহাসিক এই বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলে মনে করেন ।। এদের সাথে সাথে কিছু ভারতীয় বিশেষ ব্যক্তিবর্গ, যেমন স্যার সৈয়দ আহমেদ খান, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র প্রমূখও 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলে মনে করেন।। তাদের মতেও এই বিদ্রোহ ছিল শুধুমাত্র সিপাহীদের।। এতে সাধারণ জনগণের অংশ গ্রহণ থাকলেও তা ছিল খুবই নগণ্য।।
সাম্প্রদায়িক আন্দোলন :
1857 সালের বিদ্রোহ হিন্দু মুসলিমদের সিপাহীদেত ধর্মীয় কারণে শুরু হয়েছিল বলে তৎকালীন ইংরেজ কর্মচারী আলফ্রেড লায়াল 1857 খ্রিষ্টাব্দের মহাবিদ্রহে শুধুমাত্র সাম্প্রদায়িক আন্দোলন বলে ব্যাখ্যা করেছেন।।
গণবিদ্রোহ :
ভারতীয় ঐতিহাসিক ডক্টর সুরেন্দ্রনাথ সেন মনে করেন যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী দের নিজস্ব ধর্মীয় কারণ, এবং নিজস্বদাবি-দাওয়ার জন্য শুরু হলেও পরবর্তীকালে যেহেতু এই বিদ্রোহ উত্তর ও মধ্যে ভারতের বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং সেখানকার সাধারণ জনগণ এই বিদ্রোহকে বিশেষভাবে সমর্থন এবং তার সাথে সাথে এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করে বিদ্রোহ কে এগিয়ে নিয়ে গিয়েছিল।। সাধারণ মানুষের অংশগ্রহণ এবং তাদের এই বিদ্রোহ চালিয়ে নিয়ে যাওয়ায় 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত গণবিদ্রোহ পরিণত হয়েছিল।। সেজন্য ডক্টর সুরেন্দ্রনাথ সেনের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল একটি গণবিদ্রোহ।।
সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া :
ভারতের কিছু বিশেষ ব্যক্তিবর্গ, যেমন অধ্যাপক সুশোভন সরকার, বিখ্যাত বামপন্থী চিন্তাবিদ মানবেন্দ্রনাথ রায় এবং রজনীপাম দত্ত প্রমুখ 1857 খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহকে রক্ষনশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে মনে করেছেন।।
ড. রমেশচন্দ্র মজুমদারের মত :
ডঃ রমেশচন্দ্র মজুমদার মনে করেন যে যেহেতু এই বিদ্রোহ ভারতের সর্বস্তরে ছড়িয়ে পড়েনি।।
এবং ভারতের সব জায়গায় সাধারন জনগন এই বিদ্রোহ অংশগ্রহণ করেনি।। কিছু কিছু ক্ষেত্রে কিছু উচ্চবিত্ত ব্যক্তিরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ দমনের জন্য ইংরেজ সরকারকে নানাভাবে সাহায্য পযর্ন্ত করেছিল।। তাই 1857 খ্রিষ্টাব্দে মহাবিদ্রোহ নাতো ছিল স্বাধীনতা সংগ্রাম!! আর নাতো ছিল জাতীয় বিদ্রোহ।।
কৃষক বিদ্রোহের ভাবধারা :
- কেমব্রিজের ঐতিহাসিক সে.এ. বেইলির মতে আঠারোশো খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে, শুধুমাত্র সিপাহী বিদ্রোহের লক্ষ্য ছিল না!! এর মধ্যে আরও অনেক ধরনের চরিত্র লুকিয়ে ছিল।।। যেমন এটা ছিল সাধারণ জনগণের লড়াই বা সাধারণ কৃষকদের লড়াই।। উত্তর ও মধ্য ভারতের সাধারণ কৃষক, বা সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে যোগ দিয়েছিল, তাতে এই আন্দোলনকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহের ব্যাখা না দিয়ে, আরও বিভিন্ন ভাবে দেখা যায়।।।
উপসংহার : আঠারোশ সাতান্ন খ্রিস্টাব্দের এনফিল্ড রাইফেলের ব্যবহার নিয়ে শুরু হওয়া এই মহাবিদ্রোহ, সিপাহীদের দ্বারা শুরু হলেও বিভিন্ন সময়ে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং তাদের দ্বারা চালিয়ে যাওয়া এই মহাবিদ্রোহ, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র প্রকৃতির সৃষ্টি করেছে।।। যার কোনো নির্দিষ্ট একটি মাত্র রূপরেখা তৈরি করা সম্ভব নয়।।।
আরও জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন👇👇
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন?
মাইকেল মধুসূদন দত্ত নাকি রেভারেন্ড জেমস লং?
নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপর ক্লিক করে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর এবং সাজেশন গুলো দেখে নিতে পারেন। 👇
1- ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর
2- ইতিহাসের ধারণা অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন ও উওর
3- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
4- প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশিন
6- সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর ও সাজেশন
9- বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর
সব উত্তর পাওয়া জাচ্ছেনি কেন
উত্তরমুছুন