আজকের এই পোস্টে আমরা 2018 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান শেয়ার করবো। আজকের এই প্রথম পোস্টে 2018 Madhyamik Physical Science Question Paper Solution দেওয়া হলো। পরবর্তী পোস্ট গুলোতে Madhyamik Previous Year Question Paper Solution গুলো শেয়ার করা হবে।।। madhyamik 2018 Physical Science Question Paper থেকে অনেক প্রশ্ন তোমাদের সামনের পরিক্ষায় আসতে পারে। তাই মাধ্যমিক 2018 ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান গুলো মন দিয়ে পড়ো।।
Madhyamik 2018 Physical Science Question Paper Solution || মাধ্যমিক 2018 ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান
◀ মাধ্যমিক 2018 ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর ▶
আমাদের Whatsapp Group Join করতে
1.1- গ্রীন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?
a• N2O
b• CH4
c• CO2
d• H20 বাষ্প
উওর : C) CO2।
1.2 - বয়েলের সূত্র অনুযায়ী PV-Vলেখচিত্র কোনটি?
1.3 - কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে??
a• C02
b• C2H4
c• C2H6
d• C2H2
উওর : d ) C2H2
1.5- একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি?
a• সদ্ ও অবশীর্ষ
b• অসদ্ ও অবশীর্ষ
c• সদ্ ও সমশীর্ষ
d• অসদ্ ও সমশীর্ষ
উওর : d• অসদ্ ও সমশীর্ষ
1.6 - কোন আলোকরশ্মী একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে?
a• 0°
b• 180°
c• 30°
d• 90°
উওর : a) 0°
1.7 - নিচের একক গুলির মধ্যে কোনটির রোধের এস.আই একক?
a• ভোল্ট
b• অ্যাম্পিয়ার
c• কুলম্ব
d• ওহম
উওর : d• ওহম
1.8 - গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটি সঙ্গে যুক্ত থাকে?
a• আর্থ লাইন
b• লাইভ লাইন
c• নিউট্রাল লাইন
d• লাইভ ও নিউট্রাল লাইন
উওর : b• লাইভ লাইন।
1.9 - তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল -
a• ইলেক্ট্রনের স্রোত
b• প্রোটনের স্রোত
c• নিউটনের স্রোত
d• তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
উওর : a• ইলেক্ট্রনের স্রোত।
1.10 - দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণি সংখ্যা কত?
a• 7
b• 8
c• 9
d• 18
উওর : d) 18
1.11 - নিচের কোন্ যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না?
a• NaCl
b• LiH
c• KCl
d• Cao
উওর : b) LiH
1.12 - নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে?
a• গলিত NaCl
b• কঠিন NaCl
c• তরল HCL
d• গ্লুকোজের জলীয় দ্রবণ
উওর : a• গলিত NaCl
আমাদের Whatsapp Group Join করতে
◀ বিভাগ - খ ▶
2.1 - বায়োগ্যাস এর একটি ব্যবহার লেখো।
উওর : বায়োগ্যাসের একটি ব্যবহার হলো- এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
অথবা, ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO -এর ভূমিকা কী?
উওর : ওজোন স্তরের NO ওজনের দ্রুত বিয়োজন ঘটায়।
ভূমিকা : NO + 03 ----> NO2 + O2
NO2 + O -----> NO + O2
2.2 - কাঠকয়লা, পেট্রোল ও ইথাইনের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি?
উওর : কাঠকয়লা, পেট্রোল ও ইথাইনের মধ্যে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি।
2.3- স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
উওর : চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে -273°C উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।
2.4 - PV= W/M.RT - সমীকরণটিতে M - এর একক কী?
উওর : PV= W/M.RT - সমীকরণটিতে M - এর একক হলো g.mol^-1
2.6 - আলোক রস্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?
উওর : আলোক রস্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে -আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো।
2.7 - মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উওর : মোটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
2.8 - উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
উওর : উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে যায়।
2.9 - ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
উওর : ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
2.10- আলফা,বিটা, গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও।
উওর : আলফা> বিটা<গামা।
অথবা, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?
উওর: নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস।
2.11 - বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো।
বামস্তম্ভ ডানস্তম্ভ
----------- -------------
2.1 - একটি ক্ষার ধাতু a) F
2.2- যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে b) Fe
2.3- হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় c) K
2.4 -সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল d) Cl
উওর :
বামস্তম্ভ ডানস্তম্ভ
----------- -------------
2.1 - একটি ক্ষার ধাতু c) K
2.2- যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে d) CL
2.3- হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় b) Fe
2.4 -সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল a) F
2.12 - CaO -এ কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
উওর : ক্যালসিয়াম অক্সাইডে তড়িৎযোযী বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান।
2.13 - তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে গেলে কী ব্যবহার করা হয়?
উওর : তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয়।
2.14 - অথবা একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
উওর : অ্যাসিটিক অ্যাসিড হলো এমন একটি যৌগ যার জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
আমাদের Whatsapp Group Join করতে
মাধ্যমিক 2018 ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান SAQ || Madhyamik Physical Science Question Paper Solved SAQ
◀ বিভাগ - গ ▶
3.1- মিথেন হাইড্রেট কী?
উওর : মিথেন হাইড্রেট হলো এক ধরনের ক্ল্যাথরেট যৌগ জলের H2O অনু দ্বারা গঠিত বরফ সাদৃশ্য ক্যালাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন সঞ্চিত থাকে। মিথেন হাইড্রেট এর রাসায়নিক সংকেত হলো 4CH4.23H2O
3.2 - 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুন ও আয়তন অর্ধেক করা হলে,গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?
উওর,
ধরি,
গ্যাসটির প্রাথমিক চাপ, P1 = P
প্রাথমিক আয়তন V1= V
প্রাথমিক উষ্ণতা, T = ( 0 + 273 ) = 273K
অন্তিম চাপ, P2 = 2×P = 2P
অন্তিম আয়তন,V = V1 / 2
অন্তিম উষ্ণতা, T2 =?
আমরা জানি, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অনুযায়ী -
P1.V1 P2.V2 P × V 2P × V1/2
---------- = ------------ = ---------------- = --------------
T1 T2 273 T2
বা, P2 × V2 × T1 2P × V × 273
T2 = --------------------- = ------------------- = 273K
P1 × V1 P × 2 × V
T2 = 273K
বা, T2 = ( 273 - 273 )=0°C ans.
অথবা,
স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
উওর :
প্রাথমিক আয়তন V1= V1
প্রাথমিক উষ্ণতা, T = ( 0 + 273 ) = 273K
অন্তিম আয়তন,V = V2
অন্তিম উষ্ণতা, T2 = ( 273 + 546 ) = 819K
চার্লসের সূত্র অনুসারে-
V1/T1 = V2/T2 = V1 / 273 = V2 / 819
বা, V2/V1 = 3/1
বা,V2 : V1 = 3 : 1 ans.
3.3 - কোনো উওল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝায়?
উওর : কোনো আলোক রশ্মি কোনো উত্তল লেন্সের একটি পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিসরণের পর আপতিত রশ্মির সমান্তরালভাবে লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হয় তাহলে রশিদ লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে,তাকে উত্তল লেন্সের আলোককেন্দ্র বলা হয়।।
অথবা,
দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
উওর :
সূর্যের আলো বিক্ষিপ্ত হওয়ার পর, তার মধ্যে থাকা
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যার ফলে লাল আলোর বিক্ষেপণ কম।। অন্যদিকে কিন্তু নীল ও বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এর বিক্ষেপণ বেশি হয়। ফলে বেগুনি এবং নীল এবং বেগুনি আলো বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল হওয়ায় আমরা আকাশকে নীল দেখি।
3.4 - তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
উওর : লেঞ্জের সূত্রটি হলো -
তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যাতে - যে কারণে প্রবাহ আবিষ্ট হয় - সেই কারণকে বাধা দেবে।
3.5- লুইস-এর ধারণা অনুসারে সমযোযী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো।
উওর :
লুইসের মতে - দুটি পরমাণু নিজেদের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন সমানভাবে আদান প্রদানের মাধ্যমে এক বা একাধিক ইলেক্ট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোযী বন্ধন গঠন করে।
যেমন - N2
N এর সর্বশেষ কক্ষে 5 টি ইলেকট্রন রয়েছে। তার সবচেয়ে বাইরের কক্ষ অষ্টক নীতি পূর্ণ করার জন্য 3 টি ইলেকট্রন প্রয়োজন। 2 টি নাইট্রোজেন পরমানু 3 টি করে 3 টি করে ইলেকট্রন সমানভাবে ব্যবহার করে তিনটি সমযোযী বন্ধন গঠনের করে N2 গঠিত হয়।।
অথবা,
সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় বা কেন??
উওর : NaCl হলো আয়নীয় বা তড়িৎ যোযী যৌগ।
সোডিয়াম ক্লোরাইড সমযোযী বন্ধন না হওয়ায়, এতে কোনো ইলেকট্রন জোড় নেই। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন সমানভাবে আদান প্রদানের মাধ্যমে কোনো বন্ধন তৈরি হয়না।। তাই NaCl এর ক্ষেত্রে কোনো অনুর অস্তিত্ব নেই।। এই কারণেই সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না।।।
3.6 - একটি তরল ও একটি কঠিন সমযোযী
যৌগের উদাহরণ দাও।
উওর : একটি তরল সমযোযী
যৌগের উদাহরণ হলো জল ( H2O )।
এবং,একটি কঠিন সমযোযী
যৌগের উদাহরণ হলো - চিনি ( C12H22O11 )
3.8 - MSO4 ( M = ধাতু ) এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তি সহ লেখ।
উওর : MSO4 ( M = ধাতু ) এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলে,
• MSO4----->M^2+ + SO4^-2
• ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া -
• M^2+ + 2e ---> M
• M^2+ ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করলে তা বিজারণ হয়। সুতরাং এই বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া।
অথবা, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো।
উওর ;
• কপার তড়িৎ এর সুপরিবাহী হওয়ায়, কপার তার তৈরিতে ব্যবহার করা হয়।
• অ্যালুমিনিয়াম অত্যন্ত হালকা হয় বলে - বিভিন্ন হালকা বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয়।
◀ বিভাগ - ঘ ▶
4.1- বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগ্রাডো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ টি প্রতিষ্ঠা করো।
উওর : ধরি, P চাপে T উষ্ণতায় n মোল কোনো গ্যাসের আয়তন হয় V.
• বয়েলের সূত্র অনুসারে - V∝ 1/P.[ যখন n ও T স্থির ]
•চার্লসের সূত্র অনুসারে- V∝T [ যখন n ও স্থির P স্থির ]
• অ্যাভোগ্রাডো সূত্র অনুসারে - V∝n [ যখন P ও T স্থির ]
যৌগিক ভেদ অনুসারে পাই,-
= V∝nT/P
V = R × nT / P [ R সার্বজনীন গ্যাস ধ্রুবক ]
বা - PV=nRT
• আদর্শ গ্যাস সমীকরণ = PV= nRT।
4.2 - আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন এর জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয় বিক্রিয়াটি সমীকরণ নিচে দেয়া হল :
• 4FeS2 + 11O2 ------> Fe2O3 +8SO2,
• 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন?
উওর :
• 4FeS2 + 11O2 -------> Fe2O3 + 8SO2
4(56+32×2) 8(32+16 ×2)
4 × 120 8×64
= 480g = 512g
512g SO2 উৎপাদনের জন্য 480g FeS2 প্রয়োজন
1 " " " " " " " " " " " " " " " = 480 × 1 / 512
512g " " " " " " " " " " " " " = 480 × 1 × 512 / 512
= 480g
সুতরাং, 512g SO2 উৎপাদনের জন্য 480g FeS2 প্রয়োজন।
অথবা,
কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়।।। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে।
উওর :
গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব, D= 22
সুতরাং, গ্যাসটির মোলার ভর, M = 2 × D
M = 44
বিক্রিয়ায় গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে -
( 200 -112 ) =88g
সুতরাং, গ্যাসীয় যৌগটির মোল সংখ্যা = প্রদও পরিমাণ / মোলার ভর 88
= -------= 2 মোল।
44
বিক্রিয়াটিতে 2 মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে।
4.4- উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয়।
উওর : যদি কোনো বস্তুকে উত্তল লেন্সের আলোককেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী স্থানে রাখা হয়,তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব সমশীর্ষ এবং বিবর্ধিত গঠিত হয়।।
• এবং অবতল লেন্সের সাহায্যে মানুষের দীর্ঘ দৃষ্টি রোগ প্রতিরোধ করা হয়।
4.5 - কোন মাধ্যমের বেগ 2 ×10^8m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
উওর : আমরা জানি,
কোনো মাধ্যমে প্রতিসারঙ্ক =শূন্য মাধ্যমে আলোর বেগ / মাধ্যমে আলোর বেগ
বা, n = C/V
• শূন্য মাধ্যমে আলোর বেগ (C)= 3 × 10^8m/s
• উল্লেখিত মাধ্যমটিতে আলোর বেগ (V) = 2×10^8m/s
সুতরাং, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, n = C/V
3×10^8
-------------
2×10^8
সুতরাং, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, n = 1.5।
অথবা,
বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোকরশ্মি কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মি চ্যুতি কোণ কত হবে নির্ণয় করি।
উওর :
4.6- তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখ।
উওর : বিজ্ঞানী জুলের আবিষ্কৃত তিনটি সূত্র -
• প্রথম সূত্রটি : কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে,পরিবাহিত উৎপন্ন তাপ- প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক
• [ H∝ I^2, যখন R ও t স্থির ]
• দ্বিতীয় সূত্র : কোনো পরিবাহীর প্রবাহমাএা ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক।
• [ H∝ R, যখন I ও t স্থির ]
• তৃতীয় সূত্র : কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ; তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক।
• [ H∝ t,যখন R ও I স্থির ]
10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দু'ভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। তুল্য রোধ কত হবে নির্ণয় করো।
উওর : 10 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দু'ভাগে ভাগ করা হলে, প্রতিটি তারের রোধ হবে 5 ওহম করে।
সুতরাং,
1/ R = 1 / R1 + 1/ R2
= 1/ R = 1/ 5 + 1 / 5
5 + 5 10
1/ R = --------------- = ------
25 25
বা, 1 10
----- = ------ বা, 25 = 10R
R 25
বা,. R10 = 25
বা, 25
R = ------- = 2.5 ওহম
10
10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দু'ভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে, তার তুল্য রোধ হবে 2.5 ওহম।
অথবা,
একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং 2টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখা গুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো।
উওর :
2 টি বাতি এবং 2 টি পাখার মোট কার্যক্ষমতা -
2(60+80)
= 2 × 140
= 280W.
দৈনিক 5 ঘন্টা পরে চললে, মোট মাসিক কার্যসময় = ( 5 × 30 ) = 150h.
সুতরাং, 2 2 টি এবং 2 টি পাখার মোট ব্যয় করা ইউনিট = 280 × 150 42,000
--------------- = ----------- = 42 Wh.
1000 1000
এক ইউনিটের দাম 4 টাকা করে হলে মাসে খরচ হবে - ( 4 × 42 ) = 168 টাকা।।
4.8 - আলফা ও গামা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো।
উওর :
• আলফা রশ্মি ধনাত্বক আধানযুক্ত।
• গামা রশ্মি নিস্তড়িৎ।
• আলফা রশ্মির আয়োনাইজিং ক্ষমতা গামা রশ্মির থেকে প্রায় 1000 গুন বেশি।
• অন্য দিকে, গামা রশ্মির আয়োনাইজিং ক্ষমতা কম।
তেজস্ক্রিয়তার একটি ব্যবহার হলো - তেজস্ক্রিয় (27`CO ) ম্যালিগন্যান্ট ক্যান্সার প্রতিরোধ করতে ব্যবহার করা হয়।
4.9- কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়?? Li, Rb, K, Na কে আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজাও।
উওর : সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার সর্ববহিঃস্থ কক্ষে সবচেয়ে দুর্বল ভাবে থাকা ইলেকট্রনকে অপসারণ করে সেই পরমাণুটিকে এক একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তাকে সেই মৌলের আয়োনাইজেশন শক্তি বলে।
• Li, Rb, K, Na কে আয়োনাইজেশন শক্তির উর্ধ্বক্রমে সাজিয়ে পাই - Rb < K < Na < Li।
অথবা, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌল গুলির একটি ধর্মের এবং 17 মৌল গুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো।
উওর : হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌল গুলির একটি ধর্মের সাদৃশ্য হলো এই যে - গ্রুপ 1 e অবস্থিত মৌল গুলির মতো হাইড্রোজেনেরও সবচেয়ে বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে।
• হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ 17 মৌল গুলির ধর্মের দুটি সাদৃশ্য:
• গ্রুপ 17 মৌল গুলির মত হাইড্রোজেন দ্বিপরমাণুক গ্যাস।
• হ্যালোজেন মৌল গুলি মত হাইড্রোজেনেরও যোজ্যতা এক।।
4.10 - তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়?
উওর : তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তুহিন বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া ক্রায়োলাইট ও ফ্লুওস্পার থাকে।
এবং অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে হিসেবে গ্যাস কার্বন এবং অ্যানোড হিসেবে গ্রাফাইট দন্ড ব্যবহার করা হয়।।
ধন্যবাদ।।
Thanks sir
উত্তরমুছুনYou are great
উত্তরমুছুনThanks a lot
উত্তরমুছুন