আজকের এই পোস্টে আমরা দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়-সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 2,4 এবং 8 মার্কের প্রশ্নের কিছু সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশাকরি তোমাদের সামনের 2024 মাধ্যমিক ইতিহাস পরিক্ষায় এই প্রশ্নগুলো কমন পড়বে।। এখান থেকে যেইসমস্ত প্রশ্ন 2023 সালের মাধ্যমিক পরিক্ষায় এসে গেছে, সেগুলো বাদ দিয়ে বাকি প্রশ্ন গুলো ভালো করে পড়ে রাখো।।
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 2 মার্কের প্রশ্ন 2024 || দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের 2 মার্কের প্রশ্ন 2024
1-হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কেন বিখ্যাত?
অথবা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে বাংলার জনজীবন সম্পর্কে কি কি জানা যায়?
2-হুতোম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের কলকাতার কিরুপ সমাচিত্র পাওয়া যায?
অথবা, কালীপ্রসন্ন সিংহ তার হুতোম প্যাচার নকশা গ্রন্থে কলকাতার সমাজচিত্রকে কিভাবে তুলে ধরেছিলেন?
3-নীলদর্পণ নাটকের গুরুত্ব কী?
অথবা -
নীলদর্পণ নাটকটি বিখ্যাত কেনো?
অথবা-
দেশপ্রেমের উন্মেসে নীলদর্পণ নাটকের কিরুপ ভূমিকা ছিল,?
4-গ্রামবার্তা প্রকাশিকার কয়েকটি দিক চিহ্নিত করো। অথবা, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কি ছিল?
অথবা- গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল?
5-1823 খ্রিষ্টাব্দে জনশিক্ষা কমিটি কেন তৈরি করা হয়েছিল?
6-আঠেরোশো তেরো সালের চার্টার অ্যাক্ট কি বলা হয়েছিল?ভারতের শিক্ষার ইতিহাসে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কি?
7- ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো?
8-উডের নির্দেশনা বিখ্যাত কেন?( মাধ্যমিক 2017)
অনুরুপ প্রশ্ন,
উডের ডেসপ্যাচ কী?
9-বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেবের ভূমিকা বিশ্লেষণ করো। *মাধ্যমিক 2017*
অথবা,
পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রাধাকান্ত দেবের দুটি অবদান উল্লেখ করো।
10-জনএলিয়ট ড্রিঙ্কওয়টার বেথুন সাহেব কেন বিখ্যাত?
11-ডক্টর মধুসুধন গুপ্ত কেনো বিখ্যাত?
অথবা,
ডাক্তার মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
(মাধ্যমিক- 2018, এবং মাধ্যমিক দু হাজার উনিশ)
12-"ব্রাহ্ম সমাজ কে এবং কেন প্রতিষ্ঠা করেছিলেন।
অথবা,
ব্রহ্ম সমাজের যেকোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।( মাধ্যমিক দু হাজার সতেরো )
13- কে? এবং কবে সতীদাহ প্রথা প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন?
14-হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে মনে রাখা হয় কেন?
অথবা,
ডিরোজিও বিখ্যাত কেনো?
15-নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো?
( পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন দুহাজার সতেরো )
16-সমাজ সংস্কারে নব্যবঙ্গগোষ্ঠীদের ভূমিকা কি ছিল?অথবা,
বাংলার সমাজসংস্কার নব্যবঙ্গগোষ্ঠির আন্দোলন সম্পর্কে লেখো।।।
17-হাজী মহম্মদ মহসিন বিখ্যাত কেন?
অথবা,
হাজী মহম্মদ মহসিন স্বরনীয় কেন?
18- উনিশ শতকের বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ?
অথবা,
উনিশ শতকে বাংলায় নবজাগরণের প্রধান ভিত্তি কি ছিল?
19-মেকলে মিনিট বলতে কি বোঝো?
অথবা,
মেকলে মিনিট কি?
20-টমাস ব্যাবিংটন মেকলের "চুইয়ে পড়া নীতি " বলতে কী বোঝো?
21- প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কাকে বলে? এই দ্বন্দ্বের অবসান হয়েছিল কিভাবে?
22- নববিধান কি?
অথবা,ভারতবর্ষীয় ব্রাহ্মসমাহ বিভক্ত হল কেন?
( মাধ্যমিক 2017 )
23-লালন ফকির বিখ্যাত কেন?
অথবা,লালন ফকির স্বরণীয় কেন?
24-স্বামী বিবেকানন্দ নব্যবেদান্ত মতাদর্শের সুচনা করেছিলেন কিভাবে??
অথবা,
স্বামী বিবেকানন্দের নব্যবেদান্ত বলতে কি বোঝো?
25-বামাবোধিনী পএিকা থেকে উনিশ শতকের বাংলার কিরুপ সমাজচিএ পাওয়া যায়?
অথবা, বামাবোধিনী পএিকাটি বিখ্যাত কেন?
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 4 মার্কের প্রশ্ন 2024 || দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের 4 মার্কের প্রশ্ন 2024
1- নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুমিকা লেখ।।
2- প্রাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভুমিকা লেখ।।
3- এদেশের/ ভারতের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভুমিকা সম্পর্কে লেখ।
4- "গ্রামবার্তা প্রকাশিকা " ছিল একতি ব্যতিক্রম পএিকা! এই সম্পর্কে তোমার মতামত লেখো।।
5-উনিশ শতকের বাংলার নবজাগরণ নিয়ে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের সংক্ষিপ্ত আলোচনা করো।।
6-বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্মসমাজের ভুমিকা বা, অবদান আলোচনা করো।
7-ব্রাহ্মসভা, ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা, এর আন্দোলন এবং ব্রাহ্মসমাজের বিভাজন সম্পর্কে সংক্ষিপ্তাকারে লেখো
8-স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যক্ষা করো।। ( মাধ্যমিক 2017 ) /
স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তের চিন্তাধারার পরিচয় দাও।।।
9-ডেভিড হেয়ার স্বরনীয় কেন? ( মাধ্যমিক 2014)
10-1823 খ্রিষ্টাব্দের সময়, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে যে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, সেই সম্পর্কে আলোচনা করো।।
অথবা, টীকা লেখো - প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক।।
11- বাংলার সমাজসংস্কারের নব্যবঙ্গ গোষ্ঠীর ভুমিকা আলোচনা করো।। অথবা- নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো।।
12-কালীপ্রসন্ন সিংহের রচিত -"হুতোম প্যাচার নকশা" গ্রন্থে, উনিশ শতকের বাংলার কিরুপ সমাজ চিএ দেখতে পাওয়া যায়? ( মাধ্যমিক 2017)
অনুরুপ প্রশ্ন-"হুতোম প্যাচার নকশা গ্রন্থে, কালীপ্রসন্ন সিংহ কিভাবে কলকাতার সমাজচিএ তুলে ধরেছিলেন?
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 8 মার্কের প্রশ্ন 2024 || দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের 8 মার্কের প্রশ্ন 2024
1,উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র,বা প্রকৃতি আলোচনা করো।।
অনুরুপ প্রশ্ন -উনিশ শতকে বাংলার নবজাগণের চরিত্র, এবং নবজাগরণের বিতর্কটি আলোচনা করো।।
2- শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কীরুপ ভুমিকা ছিল? ( মাধ্যমিক 2017)
3-
উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরুপ ভুমিকা ছিল?( মাধ্যমিক 2018 )
4- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরন দাও। বিদ্যাসাগর তার এই আন্দোলনে কতোটা সাফল্য অর্জন করেছিলেন? ( মাধ্যমিক 2019)
5-বাংলার সমাজসংস্কার ও শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ( মাধ্যমিক 13, 11,08,03)
6-উনিশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের প্রভাব কী ছিল? ( মাধ্যমিক -08)
ধন্যবাদ।।
Tags : Madhyamik History Suggestion 2024 | WB Class 10 History Suggestion 2024 Chapter 2 | Madhyamik History 2nd Chapter Suggestion 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 2,4 এবং 8 মার্কের প্রশ্ন | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সাজেশন 2024
Sir আপনি ক্লাস 11 এর Science এর ভিডিও আপলোড করুন physics বা Chemistry বা biology এর plz
উত্তরমুছুনSob hobe.. YouTube + website er maddhome sob peye jabe.. jst aktu time lagbe
মুছুনSir you are the best.. Thank you for this .
উত্তরমুছুনএই সাইট টা বানিয়ে আপনি আমাদের খুব উপকার করেছেন।
উত্তরমুছুনYou are great would of Best ticher. I love you. Sir.
This sight is very thankful for us
উত্তরমুছুনThank you sir
উত্তরমুছুনThank you sir
উত্তরমুছুনpdf download kora jabe na
উত্তরমুছুনSir আপনি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের নোটস এবং সাজেশন দেন
উত্তরমুছুনSir current electricity part gulo upload korle khub valo hoto🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
উত্তরমুছুনSir ei chapter theke 1 marks er prosno gulo to dewa hoeni?
উত্তরমুছুনNa.. kintu next week er moddhe peye jabe
মুছুনসাড়েএক নম্বরের প্রশ্ন দেওয়াই হয়নি 🤷🏽♀️
উত্তরমুছুনSir 1 marks er question gulo kobe deben?
উত্তরমুছুনSir ei chapter er 1 marks er question kobe deben?
উত্তরমুছুনThis article is very good. Check for Madhyamik Geography Last Minutes Suggestion 2022
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন