সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2024 || Madhyamik History Suggestion 2024 Chapter 4

1


সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2024 || Madhyamik History Suggestion 2024 Chapter 4


আজকের এই পোস্টে আমরা দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় বা মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন হিসেবে কিছু ছোট প্রশ্ন উত্তর এবং বাকি 2,4 এবং 8 মার্কের প্রশ্নের সাজেশন দিয়ে দেবো।।

সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের প্রশ্ন উওর ||মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের SAQ


1-  সিপাহী বিদ্রোহ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?

উ - আর্ল স্ট্যানলি

2-  সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উ - লর্ড ক্যানিং

3 - সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

উ - মঙ্গল পান্ডে।।

4 - ভারতের শেষ মোঘল সম্রাট কে?

উ- দ্বিতীয় বাহাদুর সাহ।

5 - 1857 এর বিদ্রোহকে, ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে?

উ - বিনায়ক দামোদর সাভারকার।।

6 - মহারানির ঘোষণা পএটি কবে প্রকাশিত হয়েছিল?

উ- 1858 খ্রিষ্টাব্দের 1 লা নভেম্বর, এলাহাবাদে।।

7 - ভারতে কত খ্রিষ্টাব্দে কোম্পানি শাষনের অবসান ঘটেছিল?

উ -  1858 খ্রিষ্টাব্দে ভারতে কোম্পানি শাষনের অবসান ঘটেছিল.। (ভারত শাষন আইন দ্বারা )

মাধ্যমিক ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসের ডিজিটাল পিডিএফ নোট পেতে চাইলে আজই যোগাযোগ করো 8927073419- এই হোয়াটসঅ্যাপ নম্বরে। আজকের জন্য রয়েছে বিরাট ডিসকাউন্ট 

মাধ্যমিক ইতিহাস পিডিএফ নোট 2024 || Madhyamik History PDF Notes 2024


8 - ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উ - লর্ড ক্যানিং।

9 - ভাইসরয় কথাটির  অর্থ কী?

উ - রাজ প্রতিনিধি ।

10 -  কে,? মহারানির ঘোষণা পএকে রাজনৈতিক ধাপ্পা বলেছিলেন.

উ - ঐতিহাসিক বিধান চন্দ্র।।

11-  অযোধ্যায় মহাবিদ্রোহে নেতৃত্বে দিয়েছিলে কে?

উ - হজরৎমহল

12 -  কাকে আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়?

উ - রাজা রামমোহন রায় কে।

13 -  জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন?

উ - প্রসন্নকুমার ঠাকুর।।

14- জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?

উ - রাজা রাধাকান্ত দেব।।

15 - কাকে ভারত সভার প্রানপুরুষ বলা হতো?

উ - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় - কে ।।

16- A Nation In Making গ্রন্থটির লেখক কে?

উ - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

17 -  কত খ্রিষ্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল?

উ -1876 খ্রিষ্টাব্দের, 26 জুলাই।

18 - ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?

উ - বঙ্গভাষা প্রকাশিকা সভা।

19 - বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন?

উ - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

20- কাকে বাংলার নানা সাহেব বলা হতো?

উ - রামরতন মল্লিক কে।

21-  হিন্দুমেলার অপর নাম কী?

উ - চৈত্র মেলা।।

22- হিন্দুমেলার প্রথম সম্পাদক কে ছিলেন?

উ - জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।

23 - হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেছিলেন?

উ - নবোগোপাল মিএ।

24 -  আনন্দমঠ উপন্যাসটি কোন পএিকায় প্রকাশিত হয়েছিল?

উ - বঙ্গদর্শন পএিকায়।।

25 - বন্দে মাতরম সংগীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?

উ - বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ উপন্যাস থেকে।।

26 - বন্দে মাতরম সংগীতটি কবে জাতীয় সংগীতের মর্যাদা দেওয়া হয়েছে?

উ - 1947 খ্রিষ্টাব্দে, স্বাধীনতা লাভের পর।।

27 - "প্রাচ্য ও পাশ্চাত্য" কার লেখা?

উ - স্বামী বিবেকানন্দের লেখা।

28 -" বতর্মান ভারত " প্রথম কোন পএিকায় প্রকাশিত হয়েছিল?

উ - উদ্বোধন পএিকায়।।

29- কোন আইনের মাধ্যমে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে?

উ- ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।

30- ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উ- লর্ড ক্যানিং

31- ভাইসারয় কথার অর্থ কী? 

উ-রাজ প্রতিনিধি।

32- বতর্মান ভারত প্রবন্ধটি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?

উ - 1905 খ্রিষ্টাব্দে।।

33- গোরা উপন্যাসটি কবে প্রকাশিত হয়েছিল?

উ - 1910 খ্রিষ্টাব্দে।।

34- কে নব্যবঙ্গ  চিএকলার জনক নামে পরিচিত?

উ- গগেন্দ্রনাথ ঠাকুর।

35- ভারত মাতা চিএটি কে অঙ্কন করেছিলেন?

উ- অবনীন্দ্রনাথ ঠাকুর।।

33- ভারতমাতা চিএটির পূর্ব নাম কি ছিল?

উ - বঙ্গমাতা।।

সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের 2 মার্কের প্রশ্নের সাজেশন 2024 || Madhyamik History Suggestion 2024

1-  আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?( মাধ্যমিক 2017)

2- উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভাসমিতির যুগ বলা হয় কেন? (মাধ্যমিক দুহাজার সতেরো )

অনুরূপ প্রশ্ন.

সভা সমিতির যোগ বলতে কি বোঝায়?

3- মহারানীর ঘোষণাপত্রের মূল লক্ষ্য কি ছিল? (মাধ্যমিক দুহাজার সতেরো )

অনুরুপ প্রশ্ন,

মহারানীর ঘোষণা পত্র কি?

4- জমিদার সভা ও ভারতসভার মধ্যে পার্থক্য কি? (মাধ্যমিক দুহাজার উনিশ)

5- জাতীয়তাবাদী উন্মেষে ভারতমাতা চিত্রের কীরুপ ভূমিকা ছিল? (মাধ্যমিক দুহাজার উনিশ )

6-1857 এর বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা সংগত?

7- ভারতসভার লক্ষ্য গুলি কি কি ছিল?

অথবা,

ভারতসভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।

(মাধ্যমিক দুহাজার সতেরো)

8-  ইলবার্ট বিল বলতে কি বোঝো?

9- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অথবা -

দেশীয় ভাষার সংবাদপত্র আইন বলতে কি বোঝায়?

10- ব‍্যঙ্গচিএ আঁকা হয় কেন?

( মাধ্যমিক দু হাজার আঠারো )

অথবা,

গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন?

11-  হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।

12-  বর্তমান ভারত কিভাবে জাতীয়বাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?

13-  সিপাহী বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে লেখো।

সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের 4 মার্কের প্রশ্নের সাজেশন 2024 || Madhyamik History Suggestion 2024

1- 1857 - এর বিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? (মাধ্যমিক দু হাজার আঠেরো)

2-  বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলা হয় কেন? (মাধ্যমিক 2019)

3- মহারানির ঘোষণাপত্র কি? এর ঐতিহাসিক তাৎপর্য কি? ( মাধ্যমিক দুহাজার ছয়, মাধ্যমিক দুহাজার তিন, )

4- আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

5- ভারত মাতা চিত্রের মধ্যে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়েছে?

6-  1857 - খ্রিষ্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙ্গালী সমাজের কীরুপ মনোভাব ছিল?

( মাধ্যমিক 2017, 2020)

7-ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কী ছিল?

( মাধ্যমিক 2005 )

8-  ভারত সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো।

9-  ইলবার্ট বিল কী? এই বিলের গুরুত্ব ও বিতর্ক আলোচনা করো।।

10 - রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মাধ্যমে, কিভাবে জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল?

সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের 8 মার্কের প্রশ্নের সাজেশন 2024 || Madhyamik History Suggestion 2024

1-  1857 এর মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কী ছিল? ( মাধ্যমিক - 2016, 13, 10, 08 )

2-  1857 - এর মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। ( মাধ্যমিক 2017, 04, 02 )

3 - ভারতের জাতীয়তাবাদের উন্মেষে স্বামী বিবেকানন্দের  বতর্মান ভারত গ্রন্থটির অবদান ব্যখ্যা করো।।

অথবা, "বতর্মান ভারত"গ্রন্থে জাতীয়তাবাদের স্বরুপ কীভাবে ব্যক্ত হয়েছে?

4- লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তা বোধের বিকাশ আলোচনা করো।।

5 - ভারতসভার প্রতিষ্ঠা ও ভুমিকা আলোচনা করো।

অথবা,

ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং এর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।।

ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top