মাধ্যমিক 2022 জীবন বিজ্ঞান সাজেশন | Madhyamik 2022 life science suggestion 

মাধ্যমিক 2022 জীবন বিজ্ঞান সাজেশন | Madhyamik 2022 life science suggestion

আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক 2022 সালের পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক টেস্ট বা ফাইনালে তোমাদের 5 Mark এর জন্য চিএ অঙ্কন খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষায়, তোমাদের জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকেই বেশি চিএ অঙ্কন করতে দেওয়া হয়। এছাড়াও জীবনের প্রবাহ মানতা অধ্যায় থেকেও বেশ কিছু চিএ অঙ্কন মাধ্যমিকে এসে থাকে। আজকের এই পোস্টে আমরা " মাধ্যমিক 2022 জীবন বিজ্ঞান সাজেশন হিসেবে - " জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে কয়েকটি চিএ অঙ্কনের সাজেশন তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের  সামনের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনালের জন্য এই কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কয়েকটি প্রশ্নের উপর তোমাদের একটু বেশিই গুরুত্ব দেওয়া উচিত।।


মাধ্যমিক 2022 জীবন বিজ্ঞান সাজেশন | wb class 10 Madhyamik life science suggestion 


1 - মানবদেহের একটি আদর্শ নিউরোনের বিজ্ঞান সম্মত চিএ অঙ্কন করে তা বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।(মাধ্যমিক 2019, 2015, 2012, 2007, 2004 ) 

উওর : 

মানবদেহের একটি আদর্শ নিউরোনের বিজ্ঞান সম্মত চিএ অঙ্কন করে তা বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো
মানবদেহের একটি আদর্শ নিউরোনের বিজ্ঞান সম্মত চিএ অঙ্কন করে তা বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো

2 - একটি সরল প্রতিবর্ত চাপের চিএ অঙ্কন করে গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদি নিউরোন ও চেষ্টীয় নিউরোন চিহ্নিত করো। ( মাধ্যমিক 2018,08, 05,03,01)

উওর: 

একটি সরল প্রতিবর্ত চাপের চিএ অঙ্কন করে গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদি নিউরোন ও চেষ্টীয় নিউরোন চিহ্নিত করো।


3- প্রানীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানোফেজ ও মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিএ অঙ্কন করে তার বিভিন্ন অংশ গুলি চিহ্নিত করো।

উওর: 

প্রানীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানোফেজ ও মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিএ অঙ্কন করে তার বিভিন্ন অংশ গুলি চিহ্নিত করো।

প্রানীকোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানোফেজ ও মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিএ অঙ্কন করে তার বিভিন্ন অংশ গুলি চিহ্নিত করো।

4 - একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিএ অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ( মাধ্যমিক 2018 ) 

উওর : 

একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিএ অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।

5- মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিএ অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো।  ( মাধ্যমিক 2017,16,14,10,06,02,00)

উওর:

মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিএ অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো।

6-  ফার্নের জনুক্রম রেখাচিএের সাহায্য বর্ণনা করো। ( মাধ্যমিক 2018 ) 

উওর : 

ফার্নের জনুক্রম রেখাচিএের সাহায্য বর্ণনা করো।

হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়ের অন্যান্য প্রশ্ন উওর দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো। 

হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের সব ধরনের প্রশ্ন উওর | মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর | 

হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উওর

Post a Comment

নবীনতর পূর্বতন