এর আগের দিনের মকটেস্টে জীবনের প্রবাহমানতা অধ্যায়ের 25 টি MCQ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকেও আমরা জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে 25 টি MCQ প্রশ্ন উওর তোমাদের সাথে শেয়ার করবো। অর্থাৎ আগামীকাল এবং আজকের এই দুটি মকটেস্ট মিলে তোমরা জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে মোট 50 টি MCQ প্রশ্ন উত্তর পাবে। আজকের এই Mocktes এ আমরা সেই তোমাদের জন্য " জীবনের প্রবাহমানতা প্রশ্ন উত্তর " অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর " তোমাদের সামনে তুলে ধরেছি।
** প্রতিদিন ফ্রিতে মকটেস্ট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আজই জয়েন করো।
Quiz Application
মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব করে থাকে? - টেলাফেজ উদ্ভিদ দেহে কোন কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন হয়? - রেনু মাতৃকোশ মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যায়? - অ্যানোফেজ বংশগতির ধারক ও বাহক কে? - জিন কোন ধরনের ক্রোমোজোম গুলি জীবের দৈহিক বৈশিষ্ট্য গুলি নিয়ন্ত্রণ করে? - অটোজোম ক্রোমোজোমের দুই প্রান্তদেশকে কি বলা হয়? - টেলোমিয়ার কোশ চক্রের কোন দশাটিকে বৃদ্ধি দশা বলা হয়? - G1 কোশ চক্রের কোন দশায় ডিএনএ - এর প্রতিলিপি গঠিত হয়? - S কোন দশায় কোষ বিভাজিত হতে পারে না? - G2 মিয়োসিস কোশ বিভাজন প্রক্রিয়ায় সমসংস্থ ক্রোমোজোমের খন্ডাংশের বিনিময় কে কি বলা হয়? - ক্রসিং ওভার উদ্ভিদ কোশে বেমতন্তু গঠিত হয় - - মাইক্রোটিউবিউল থেকে কোন প্রকার কোশ বিভাজন প্রক্রিয়ায় জীব দেহের ক্ষতস্থান পূরণ হয়? - মাইটোসিস কোন প্রকার কোষ বিভাজন পদ্ধতিতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? - মিয়োসিস কোন প্রকার জনন পদ্ধতিতে প্রকরণ সৃষ্টি হতে দেখা যায়? - যৌন জনন যৌন জননের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোশ টিকে কী বলা হয়? - জাইগোট বহু বিভাজন দেখা যায়- - প্লাজমোডিয়ামে নিচের কোন উদ্ভিদটি খর্বধাবক এর সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে? - কচুরিপানা নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? - 2n কোন প্রকার জননে গ্যামেট সৃষ্টি হয়? - যৌন জননে সপুষ্পক উদ্ভিদের ভ্রূন স্থলীতে ডিম্বাণুর পাশে থাকা দুটি কোশ হল - - সহকারী কোশ নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? - ফলে নিষেকের পর ফুলের ডিম্বাশয়ের ডিম্বক গুলি কিসে পরিণত হয়?. - বীজ উভলিঙ্গ ফুলের স্বপরাযোগকে কি বলা হয়? - অটোগ্যামি নিষেক ছাড়া বীজবিহীন ফল তৈরি হওয়ার পদ্ধতি কে কি বলা হয়? - পার্থেনোকার্পি গুপ্তবীজী উদ্ভিদে নিষেকের পর ফুলের কোন অংশটি ফল গঠন করে থাকে? - ডিম্বাশয়
you'll have 15 second to answer each question.
Quiz Result
HTML Quiz GeneratorTotal Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
** জীবনের প্রবাহমানতা অধ্যায়ের অনলাইন মকটেস্ট প্রথম পর্ব পেতে এখানে ক্লিক করো।
** মাধ্যমিক জীবন বিজ্ঞান সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট নিতে চাইলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো।
একটি মন্তব্য পোস্ট করুন