একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর | শিক্ষার ধারণা এবং লক্ষ্য - WB Class 11 Education Question Answer ( Notes )

0

সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো?  সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো

সংজ্ঞা : সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী,অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা বা অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠক্রমের বিষয়বস্তু শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করা।

◆ সংকীর্ণ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন - 

জ্ঞানবৃদ্ধি : নির্দিষ্ট পাঠ্যক্রম ও নির্দিষ্ট পদ্ধতিতে শিক্ষাদান করা হয় বলে, শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কিছু বিষয়ে জ্ঞান বৃদ্ধি পায়।

জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া : সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান সঞ্চালের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা বা অভিজ্ঞ ব্যক্তিরা পাঠক্রমের বিষয়বস্তু ও নিজেদের জ্ঞান ভান্ডার থেকে কিছু শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করেন।

ডিগ্রি লাভের প্রক্রিয়া ; এই পদ্ধতিতে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা বিভিন্ন ডিগ্রী অথবা শংসাপত্র লাভ করে। একটি নির্দিষ্ট সময় সূচির মধ্যে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা লাভের পর, শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এবং সেই পরীক্ষার পর শিক্ষার্থীদের এক বা একাধিক ডিগ্রি বা শংসাপত্র দেওয়া হয়।

শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রণ : এই প্রক্রিয়া হলো শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া।  এক্ষেত্রে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। 

শিক্ষার্থীর চাহিদা ও সমর্থ্যের গুরুত্বহীনতা : এক্ষেত্রে শিক্ষার্থীর চাহিদা,সামর্থ্য বা পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার্থীদের ব্যক্তিস্বাতন্ত্র্যের বিষয়টি এখানে উপেক্ষিত হয়।

দাতা গ‍ৃহীতা সম্পর্ক : এরূপ শিক্ষাব্যবস্থায় দাতা গ‍ৃহীতা সম্পর্ক স্থাপন হয়। এক্ষেত্রে শিক্ষক -শিক্ষিকা হলেন দাতা। যারা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের সঞ্চার করে থাকেন।এবং শিক্ষার্থীরা হলো গ‍ৃহীতা যারা শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন জ্ঞান নিয়ে থাকে।

একমুখী শিক্ষা ব্যবস্থা : এরূপ শিক্ষাব্যবস্থা হল একমুখী শিক্ষা ব্যবস্থা। যেখানে শিক্ষক-শিক্ষিকা যা বলেন শিক্ষার্থীদের তাই শুনতে হয়।এখানে শিক্ষার্থীরা হল নিষ্ক্রিয় শ্রোতা। শিক্ষার্থীদের বক্তব্য এখানে কোনো গুরুত্ব পায় না।

◆ অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া : শিক্ষা অপরিবর্তনীয় এবং গতিহীন। মূল উদ্দেশ্য হল শুধুমাত্র কোন একটি বিষয়ে জ্ঞান অর্জন করা অথবা অভিজ্ঞতা অর্জন করা। সমাজ বিবর্তন ধারার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার পরিবর্তনের কোনো সুযোগ এখানে নেই বললেই চলে। ফলে বাস্তব পরিস্থিতিতে সমস্যা সমাধানে এই শিক্ষা কার্যকরী ভূমিকা নিতে পারে না।


Tags : সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | শিক্ষার ধারণা এবং লক্ষ্য অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 11 education suggestion | wb class 11 education notes | wb class 11 education question answer 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top