একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর | WB Class 11 Education Question Answer ( Notes )

0


ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে? অথবা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো?  ব্যাপক অর্থে শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য লেখ।

Table Of Contents 

• ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে? অথবা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো?
• ব্যাপক অর্থে শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য লেখ। 

ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায়? 

যদি আমরা খুব সাধারণভাবে তোমাদের বোঝাতে যাই যে,ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায়,তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে - ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা প্রদানকে বোঝায় না। ব্যাপক অর্থে শিক্ষা হল সেই প্রকার শিক্ষা, যা ব্যক্তির জন্মের পর থেকে শুরু করে আজীবন ধরে চলতে থাকে। এই শিক্ষা সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ  প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের সামগ্রিক প্রভাব হলো ব্যাপক অর্থে শিক্ষা। এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। 

ব্যাপক অর্থে শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য : 

◆ আমরা এর আগে সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে বেশি কিছু বৈশিষ্ট্য দেখতে পেয়েছি। শিক্ষার সংকীর্ণ অর্থে যেমন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক তেমনি ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে ও বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যেমন -

জীবনব্যাপী শিক্ষাঃ 

 ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী শিক্ষা। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সের সময়সীমা বাধা নেই। ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী। জন্মের পর থেকে আজীবন মৃত্যু পর্যন্ত এপ্রকার শিক্ষা চলতে থাকে।

 ◆ পাঠক্রমঃ সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে যেমন পাঠ্যক্রম নির্দিষ্ট, ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রম সুনির্দিষ্ট নয়। এক্ষেত্রে পাঠক্রম হলো বহুমুখী,যা মানুষের সমাজ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। 

 ◆ শিক্ষার্থীর চাহিদাঃ ব্যাপক অর্থে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের চাহিদার গুরুত্ব রয়েছে। এখানে কোনো শিক্ষক- শিক্ষিকা বা অভিভাবক শিক্ষার্থীর ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারেনা। শিক্ষার্থী এখানে নিজের আত্মপ্রচেষ্টা এবং ইচ্ছা অনুসারে শিক্ষা গ্রহন করতে পারে।।

 ◆ বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী শিক্ষা : ব্যাপক অর্থে শিক্ষার শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। এরূপ শিক্ষায় শিক্ষার্থীরা বাস্তব জীবনে যেসব সমস্যার সম্মুখীন হন,সেসব সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের যে সমস্ত অভিজ্ঞতা অর্জিত হয়,তার মাধ্যমে তারা বাস্তব শিক্ষায় শিক্ষিত হন। 

 ◆ অভিযোজন মূলক প্রক্রিয়া : এরূপ শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক-সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সহায়তা করে।

 ◆ ক্রমবিকাশ মূলক প্রক্রিয়া : শিক্ষক শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে।


Tags : ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে? অথবা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো?  ব্যাপক অর্থে শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য লেখ। | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | শিক্ষার ধারণা এবং লক্ষ্য অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | wb class 11 education suggestion | wb class 11 education notes | wb class 11 education question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top