হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র গুলির বিবরণ দাও। || একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

0

হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র গুলির বিবরণ দাও। || একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর

হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র গুলির বিবরণ দাও। || একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ( WB Class 11 history chapter 2 question answers in bengali ) আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ( Class 11 history chapter 2 questions and answers ) " হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র গুলির বিবরণ দাও " প্রশ্নটির উওর ক্লাস 11 ইতিহাস নোট হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো।

হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র গুলির বিবরণ দাও। 

ভূমিকা : অন্যান্য প্রাচীন সভ্যতা গুলির মধ্যে হরপ্পা সভ্যতা হলো একটি অন্যতম প্রাচীন সভ্যতা।। হরপ্পা সভ্যতার সূচনা এবং এর অবলুপ্তি আজ থেকে কত বছর আগে হয়েছিল তার নির্দিষ্ট কোন সময় নির্ধারণ করা যায়নি।।  তবে আনুমানিকভাবে এর সূচনা হল ও অবলুপ্তির কাল নির্ধারণ করা হয়।।

হরপ্পা সভ্যতার সূচনা কাল:  বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে ডক্টর ফ্যারি, জে. গ্যাড প্রমুখ ঐতিহাসিক হরপ্পা সভ্যতার সূচনা কাল হিসেবে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ  সময়কে চিহ্নিত করেন।। অন্যদিকে মর্টিমার হুইলার হরপ্পা সভ্যতার সূচনা হিসেবে খ্রিস্টপূর্ব 2500 অব্দকে চিহ্নিত করেন।।

হরপ্পা সভ্যতা সূচনা কাল নিয়ে বেশকিছু ভারতীয় ঐতিহাসিক,  গবেষক - যেমন রমেশচন্দ্র মজুমদার,  হেমচন্দ্র রায়চৌধুরী ও কালী শঙ্কর দত্ত হরপ্পা সভ্যতা সূচনা কাল হিসেবে 3500 খ্রিস্টপূর্বাব্দ সময় কালকে করেন।।

হরপ্পা সভ্যতা সূচনা কাল নিয়ে স্যার জন মার্শাল মত দিয়েছেন যে হরপ্পা সভ্যতা থেকে যেসব সিলমোহর পাওয়া গিয়েছে তা থেকে বোঝা যায় যে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল 3200 খ্রিস্টপূর্বাব্দ সময় থেকে থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ সময়কালের মধ্যে।।

এরকম ভাবে নানা ঐতিহাসিক এবং গবেষকদের নানা রকম  মতামত থেকে নির্দিষ্ট একটি সময় কালকে হরপ্পা সভ্যতার সূচনা কাল হিসেবে 3000 খ্রিস্টপূর্বাব্দ সময়টিকে হরপ্পা সভ্যতার সূচনা হিসেবে বেছে নেওয়া হয়েছে।।

হরপ্পা সভ্যতার অবলুপ্তির কারণ :   যেমনভাবে হরপ্পা সভ্যতার সূচনা কালের কোন নির্দিষ্ট সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।। ঠিক একইভাবে ঠিক কবে হরপ্পা সভ্যতার অবলুপি ঘটেছিল সেটারও কোন নির্দিষ্ট সময়ে খুঁজে বের করা সম্ভব হয়নি।।। তবে ডক্টর মর্টিমার হুইলার মনে করেন যে - পনেরশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যখন আর্য প্রজাতি হরপ্পা সভ্যতা আক্রমণ করেছিল, তখন সেই আর্য প্রজাতির আক্রমণের পরেই হরপ্পা সভ্যতার অবলুপ্তি ঘটেছিল।

হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রধান কেন্দ্র সমূহ : প্রাচীন হরপ্পা সভ্যতা ছিল বহুদূর বিস্তৃত একটি বিরাট অঞ্চল নিয়ে গঠিত  সভ্যতা।। হরপ্পা সভ্যতায় অন্তত 1500 টি কেন্দ্র ছিল।। তার মধ্যে প্রধান কয়েকটি কেন্দ্র হল হরপ্পা, মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল রুপার প্রভৃতি।

হরপ্পা : হরপ্পা সভ্যতার মধ্যে একটি ছিল পাঞ্জাবের রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত।। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা হরপ্পা কেন্দ্রটি আবিষ্কৃত হয়।

মহেন- জো - দারো :  সিন্ধু নদীর তীরে অবস্থিত নগরটি ছিল মহেন- জো - দারো।। মহেন- জো - দারো নগরটি 1922 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল।

কালিবঙ্গান : 1953 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কামিংহাম দ্বারা আবিষ্কৃত ঘর্ঘরা নদীর তীরে অবস্থিত কেন্দ্রটির নাম ছিল কালিবঙ্গান।

রুপার  : কালিবঙ্গান আবিষ্কারের একই বছরে পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে হরপ্পা সভ্যতার আরও একটি প্রধান কেন্দ্র আবিষ্কার হয় যার নাম রুপার।

লোথাল:   হরপ্পা সভ্যতার একটি প্রধান কেন্দ্র হল হল লোথাল।। এটি গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত ছিল।। সে সময় এটি সিন্ধু সভ্যতার একটি সামুদ্রিক বন্দর হিসেবে কাজ করত।। এবং এটি আবিষ্কার করা হয়েছিল 1954 খ্রিস্টাব্দে।

উপরের পাঁচটি কেন্দ্র ছাড়াও হরপ্পা সভ্যতার আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্র গুলির মধ্যে ছিল সুতকাজেনদোর, দাবারকোট, কোটডিজি, চানহুদারো,  রাখিগড়ি, রংপুর, ধোলাবিরা ও আলমগিরপুর প্রভৃতি।


Tags : একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর | আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ বড় প্রশ্ন উত্তর | wb class 11 history question answer | class 11 history suggestion 2022 | Class 11 history chapter 2 questions answers in bengali | WB Class 11 history notes 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top