WB Class 11 Philosophy Suggestion 2022 || একাদশ শ্রেণির দর্শন সাজেশন ২০২২

0

WB Class 11 Philosophy Suggestion 2022 || একাদশ শ্রেণির দর্শন সাজেশন ২০২২

WB Class 11 Philosophy Suggestion 2022 || একাদশ শ্রেণির দর্শন সাজেশন ২০২২

আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা   একাদশ শ্রেণির দর্শন সাজেশন 2022 হিসাবে বিভিন্ন অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো শেয়ার করবো। যেগুলো তোমাদের wb class 11 Philosophy পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।। আজকের এই ব্লগে আমরা ক্লাস 11 দর্শন বিভিন্ন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বাছাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো একাদশ শ্রেণির দর্শন সাজেশন ( wb class 11 Philosophy suggestion 2022 ) হিসাবে শেয়ার করবো।। যেহেতু কয়েকটি অধ্যায় তোমাদের সিলেবাসে নেই, তাই এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির দর্শন বইয়ের বাকি অধ্যায় গুলোর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন- ( wb class 11 Philosophy suggestion ) হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। 

WB Class 11 Philosophy Suggestion 2022 || একাদশ শ্রেণির দর্শন সাজেশন ২০২২

1- ‘জানা’ ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয়? বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো।


2- জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো।


3- হিউমের নিয়তসংযোগতত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো। এই মত কি ত্রুটিমুক্ত?


4- জ্ঞানের উৎস এবং স্বরূপ বিষয়ে দেকার্ত-এর বক্তব্য সমালোচনাসহ ব্যাখ্যা করো। 


5- নৈয়ায়িকেরা কীভাবে লৌকিক সন্নিকর্ষের সংজ্ঞা দিয়েছেন? বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের পরিচয় দাও উদাহরণ সহযোগে। 2+6


6- সন্নিকর্ষ কাকে বলে? লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করো। 2+6


7- ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তিগ্রহ কীভাবে জানা যায় তা আলোচনা করো। 2+6


8- স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চাবয়বী ন্যায় ব্যাখ্যা করো। 3+5


9- রবীন্দ্রনাথের মানবতার ধারণার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো।


10- ‘কর্মযোগ’ বলতে কী বোঝায়? কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। 3+5


11- (a) টীকা লেখো :

(i) বিশ্লেষক ও সংশ্লেষক বচন।

(ii) পূর্বতঃসিদ্ধ ও পরতঃসাধ্য বচন।


12- জ্ঞানের উৎস ও স্বরূপ সম্পর্কে লকের মতবাদ সবিচার আলোচনা করো। 5+3


13- হিউম কীভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন? এই ব্যাখ্যা কি যথাযথ?


14- , প্রসক্তি সম্বন্ধ কী? কারণ ও কার্যের সম্বন্ধ কি প্রসক্তি সম্বন্ধ? সবিচার আলোচনা করো।


15-  নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কীভাবে জানা যায়? 


16- ন্যায় মতে, অনুমিতি কাকে বলে? এই প্রসঙ্গে পক্ষ, সাধ্য ও হেতুর পরিচয়  দাও।


17- কারণের স্বরূপ বলতে কী বোঝ? কার্যকারণ বিষয়ে দার্শনিক মতবাদ আলোচনা করো।


18-  লক্ যে মুখ্যগুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো। এই পার্থক্য কি গ্রহণযোগ্য? 


19- পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে? দৃষ্টান্তসহ পঞ্জাবয়বী ন্যায়ের অবয়বগুলির প্রয়োজনীয়তা উল্লেখ করো।


20-  ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তিগ্রহ কীভাবে হয় আলোচনা করো।


আশাকরি যে, আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে একাদশ শ্রেণীর দর্শন সাজেশন ( WB Class 11 Philosophy Suggestion 2022 || একাদশ শ্রেণির দর্শন সাজেশন ২০২২ ) হিসেবে তোমাদের সঙ্গে যে প্রশ্ন গুলো শেয়ার করা হয়েছে, সেগুলো তোমাদের ক্লাস 11 দর্শন ২০২২ এর পরিক্ষায় একটু হলেও সাহায্যে করবে।।

Tags : 

একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন সাজেশন ২০২২ | ক্লাস 11 দর্শন সাজেশন ২০২২ | ক্লাস ইলেভেন দর্শন সাজেশন ২০২২ | wb class 11 philosophy suggestion 2022 | class 11 philosophy notes | class 11 philosophy question answer 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top