WB Class 11 Political Science Question Answer & Notes | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

আইন কাকে বলে? আইনের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর 

WB Class 11 Political Science Question Answer & Notes | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উওর

উওর : 

আইন কাকে বলে এই সম্পর্কে বহু সংজ্ঞা প্রচলিত রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো - 

যেমন, জন অস্টিনের মতে,আইন হলো সার্বভৌমের নির্দেশ।

অধ্যাপক হল্যান্ডের মতে,রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়ম হলো আইন। 

প্রাক্তন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন আইন সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন,তা হলো - আইন হলো মানুষের স্থায়ী আচার-ব্যবহার ও চিন্তার সেই অংশ, যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সমর্থন বতর্মান থাকে। 

সুতরাং,উপরের কিছু আইনের সংজ্ঞা বিচার বিশ্লেষণ করে আমরা খুব সাধারণ অর্থে আইন বলতে বুঝি - আইন হলো মানুষের বাহ্যিক আচার-আচরণ এমন কিছু লিপিবদ্ধ নিয়মাবলী যা সার্বভৌম রাষ্ট্র কর্তৃক সমর্থিত এবং প্রযুক্ত হয়। এবং সকলেই রাষ্ট্রপতি কর্তৃক সমর্থিত এবং প্রযুক্ত সেই নিয়ম গুলি মেনে চলতে বাধ্য।

রাষ্ট্রের স্বীকৃতি : বর্তমানে প্রতিটি আইনের পিছনে রাষ্ট্রের স্বীকৃতি রয়েছে।  কোনো আইনের পেছনে যদি রাষ্ট্রের সমর্থন না থাকে, তাহলে সেটা আইন বলে গণ্য হতে পারে না। প্রতিটি আইন তৈরি হয় সংবিধান অনুযায়ী। কোনো আইন যদি সংবিধান বিরোধী হয়.তাহলে আদালত সংবিধান রক্ষার জন্য সেই আইনকে বাতিল করে দিতে পারে। 

লিখিত : প্রতিটি আইনকেই লিখিত হতে হবে। কারণ স্পষ্ট ভাবে আইনের ব্যাখ্যা করার জন্য, সঠিকভাবে আইন পালনের জন্য এবং কেউ আইন ভঙ্গ করছে কিনা,সেসব ক্ষেত্রে আইন লিখিত হওয়া একান্ত প্রয়োজন। এছাড়াও আইনকে দুষ্পরিবর্তনীয় করে তোলার ক্ষেত্রে, আইন লিখিত হওয়া প্রয়োজন।

সার্বজনীন : আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটাই যে, আই সার্বজনীন। এর অর্থ - আইন কখনোই ধনী-গরীব,জাতি, বর্ন ধর্ম ইত্যাদি দেখে তৈরি হয় না। আইন সবার জন্য সমান হয়। সমাজে বসবাসকারী প্রত্যেককেই সঠিক ভাবে আইনের পালন করতে হয়। এবং কেউ যদি সে আইন ভঙ্গ করে, তাহলে তাকে শাস্তি পেতে হয়।

আইনের উৎস : আইনের উৎস রয়েছে একাধিক। আইনের উৎস হিসেবে ছয়টি উৎসের কথা বলা যেতে পারে। যেমন - প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, আইনজ্ঞদের আলোচনা, আইনসভা এবং ন্যায় নীতি। 

নিয়ন্ত্রণ : আইন প্রধানত মানুষের বাহ্যিক আচার-আচরণকেই নিয়ন্ত্রণ করে থাকে। আইন কখনোই মানুষের চিন্তাধারা বা মানসিকতার সঙ্গে যুক্ত নয়।


Tags : WB Class 11 Political Science Question Answer & Notes | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর | আইন কাকে বলে? আইনের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় আইন্ন স্বাধীনতা, সাম্য ও ন্যায় এর প্রশ্ন উত্তর 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top