অগ্নিকুল তত্ত্ব কি? অগ্নিকুল তত্ত্বের প্রবক্তা কে? 

উওর : আদি মধ্যযুগের ভারতীয় জাতি হিসেবে রাজপুতদের উত্থান সম্পর্কে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। রাজপুত জাতির উৎপত্তি কিভাবে হয়েছিল, সে সম্পর্কে যে সমস্ত অভিমত রয়েছে, তার মধ্যে একটি হলো অগ্নিকুল তত্ত্ব। 

অগ্নিকুল তত্ত্ব বলতে বোঝায় - ব্রাহ্মণ কবি চাঁদ বরদাই তার " পৃথ্বীরাজ রাসো " গ্রন্থে বলেছেন যে - বশিষ্ঠমুনি মাউন্ট আবু পাহাড়ে ১৪ দিন ধরে একটি বিশেষ যজ্ঞ করেছিলেন। বশিষ্ঠমুনি সেই যজ্ঞে তিনি ঈশ্বরের কাছে কোনো বীরের প্রার্থনা করেছিলেন। বশিষ্ঠমুনির সেই যজ্ঞের আগুন থেকেই রাজপুত জাতির উৎপত্তি হয়েছিল চাদ বরদাই তার পৃথ্বীরাজ রাসো গ্রন্থে উল্লেখ করেছেন।  পৃথ্বীরাজ রাসো গ্রন্থ থেকে জানা যায় যে বশিষ্ঠমুনির সেই আগুন থেকেই ভারতের বিভিন্ন রাজপুত বংশ - যেমন চালুক্য,চৌহান, চান্দল্য শোলাঙ্কি প্রভৃতি রাজপুত বংশের উৎপত্তি হয়েছে।। রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদটিই অগ্নিকুল তত্ত্ব নামে পরিচিত।

অগ্নিকুল তত্ত্বের প্রবক্তা হলেন চাঁদ বরদাই।

Post a Comment

নবীনতর পূর্বতন