ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২২ | wb class 11 history suggestion 2022
আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাসের সাজেশন 2022 হিসাবে বিভিন্ন অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো শেয়ার করবো। যেগুলো তোমাদের wb class 11 history পরিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।। আজকের এই ব্লগে আমরা ক্লাস 11 ইতিহাস দ্বিতীয় কধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পযর্ন্ত সকল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বাছাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্লাস 11 ইতিহাস সাজেশন ( wb class 11 history suggestion 2022 ) হিসাবে শেয়ার করবো।। যেহেতু সপ্তম ও অষ্টম অধ্যায় সিলেবাসে নেই, তাই এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির ইতিহাস বইয়ের বাকি পাঁচটি অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-তোমাদের ( wb class 11 history suggestion ) সঙ্গে শেয়ার করবো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি।
ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২২ | wb class 11 history suggestion 2022
আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ অধ্যায়ের ইতিহাস সাজেশন ২০২২
1- প্রস্তর যুগ কে কয়টি ভাগে ভাগ করা হয়? সেই ভাগগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
2- চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন?
3- মেহেরগড় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। মেহেরগড় সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করে বিভিন্ন কেন্দ্র গুলি উল্লেখ করো।
4- হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো এবং হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
অথবা,
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এবং হরপ্পা সভ্যতার আদিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো।
5- মিশরকে নীলনদের দান বলা হয় কেন? প্রাচীন মিশরের বিভিন্ন শিল্প ও বাণিজ্যের প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
6- প্রাচীন সুমেরীয় সভ্যতার উৎকর্ষের পরিচয় দাও প্রাচীন সুমেরীয় সভ্যতার বাসিন্দাদের জীবনযাত্রা কেমন ছিল?
রাজনীতি বিবর্তন শাসনকার্য প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের ইতিহাস সাজেশন ২০২২
1- পলিশ বা নগর রাষ্ট্র বলতে কি বোঝো? প্রাচীন পলিশ গুলির বৈশিষ্ট্য আলোচনা করো।
2 - সাম্রাজ্যের সংজ্ঞা দাও। সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
3 - ম্যাসিডোনিয়া সাম্রাজ্য ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য গুলি আলোচনা করো। বা মোগল সাম্রাজ্যের ও অটোমান সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি আলোচনা করো।
4- পলিশের বৈশিষ্ট্য এবং পলিশ গুলির পতনের কারণ গুলি আলোচনা করো।।
রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযনন্ত্র অধ্যায়ের ইতিহাস সাজেশন ২০২২
1- কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো।
2 - ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের উল্লেখিত জিয়াউদ্দিন বরনীর রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো।
3-ইক্তা প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করে এই প্রথার সংস্কার ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো।
4 - টমাস ক্রমওয়েল এর নতুন রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো।
অর্থনীতির বিভিন্ন দিক অধ্যায়ের ইতিহাস সাজেশন ২০২২
1- প্রাচীন রোমের ক্রীতদাস প্রথার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।
2- ম্যানর প্রথা কী? ম্যানর ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
3- ইউরোপা সামন্ততন্ত্রের পতন এর বিভিন্ন কারণগুলি উল্লেখ করো।
4-মধ্যযুগের ইউরোপে বাণিজ্যের বিকাশ এর প্রধান কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো। ইউরোপে মধ্যযুগে নগরের প্রসারের কারণগুলি আলোচনা করো।
5- প্রাচীন মিশর ও ভারতীয় ক্রীতদাসের তুলনামূলক আলোচনা করো।
সমাজের ঘটনা প্রবাহ অধ্যায়ের ইতিহাস সাজেশন ২০২২
1- ক্রীতদাস প্রথা বলতে কী বোঝো? প্রাচীন গ্রিসে কিভাবে ক্রীতদাস সৃষ্টি হতো?
2 - আদি মধ্য যুগে ভারতে বিভিন্ন রাজপুত রাজবংশ গুলির পরিচয় দাও।
3- প্রাচীন ভারতীয় সমাজে নারীর বিভিন্ন ধরনের বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো। বা ভারতীয় সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো।
4- রানী দুর্গাবতী কে ছিলেন?মাতৃভূমির স্বাধীনতা রক্ষার চেষ্টায় তার উদ্যোগ এর পরিচয় দাও।
অথবা,
নুরজাহান চক্র কী? নুরজাহানের রাজনৈতিক কর্তৃত্বের পরিচয় দাও।
আশা করি যে, এই ব্লগ পোস্টের মাধ্যমে তোমরা একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২২ ( wb class 11 history suggestion 2022 ) হিসেবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেছো।
Tags ;
History question 11 augitain
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন