History GK Quize In Bengali | বাংলা ইতিহাস জেনারেল নলেজ
আজকের এইফ্রী অনলাইন মকটেস্ট ( free online mock test for class 10 ) টা শুধুমাত্র ক্লাস টেনের নয়। এই মকটেস্টটা সবার জন্যই। এখানে আমরা 20 টি History GK Question Answer রাখলাম। কারণ এটাই আমাদের Online GK Test এর প্রথম পর্ব। এই History GK Test এ তোমাদের ভালো সাড়া পেলে আমরা পরবর্তীকালে আরও অন্যান্য বিষয়ের GK Test / Current Affairs Test এসব নিয়ে আসবো। আজকের এই Online History GK Quiz মাধ্যমিক সহ, তাদের জন্যেও খুব গুরুত্বপূর্ণ, যারা বিভিন্ন চাকরির পরীক্ষা " competitive exam History mock test in bengali | জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম | Mock Test for wbp Constable " ইত্যাদির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই এই History GK Test টা সবাই মন দিয়ে দেওয়ার চেষ্টা করো।।
ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? - সর্দার বল্লভভাই প্যাটেল
ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন - - বল্লভ ভাই প্যাটেল
" ট্রেন টু পাকিস্তান " গ্রন্থটির লেখক কে? - খুশবন্ত সিং
স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি গঠিত হয়েছিল? - অন্ধ্রপ্রদেশ
ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? - ডঃ রাজেন্দ্র প্রসাদ
কে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন? - সরোজিনী নাইডু
গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন - - মাতঙ্গিনী হাজরা
চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন - - মাস্টারদা সূর্যসেন
ভারতের স্বাধীনতা সংগ্রামের যে নারী প্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন - - প্রীতিলতা ওয়াদ্দেদার
দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন - - বীরেশলিঙ্গম পান্তুলু
ভারতের বিপ্লববাদের জনক বলা হয় - - বাসুদেব বলবন্ত ফালকে কে
ভারতের অগ্নিকন্যা নামে পরিচিত ছিলেন - - কল্পনা দত্ত
ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় - - 1951-52
ভারতের প্রথম ছাত্র সংগঠন কোনটি? - অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? - কাজী নজরুল ইসলাম
কাকে দেশপ্রাণ বলে আখ্যা দেওয়া হয়েছিল? - বীরেন্দ্রনাথ শাসমল কে
গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? - মুজাফফর আহমেদ
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলের প্রতিষ্ঠাতা ছিলেন - - মাস্টারদা সূর্যসেন
ভারতের প্রথম CPI পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল - - রাশিয়ার তাসখন্দে
কবে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? - ১৯২৩ খ্রিষ্টাব্দের 1 মে
Tags :
history gk bangla | history test for class 10 | online gk test | online history mcq test for competitive exam history mock test in bengali | জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম | Mock Test for
wbp Constable | বাংলা জেনারেল নলেজ
একটি মন্তব্য পোস্ট করুন