মিশরের এই নারী কেন নিজের ভাইকে বিয়ে করেছিলেন? | একাদশ শ্রেনির ইতিহাস প্রশ্ন উওর 

মিশরের এই নারী কেন নিজের ভাইকে বিয়ে করেছিলেন? | একাদশ শ্রেনির ইতিহাস প্রশ্ন উওর

বলা হয় যে রাজনীতিতে সবই সম্ভব।  এখানে যেকেউ নিজের ক্ষমতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এবং এই কথাটাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন মিশরের দ্বাদশ টলেমির কন্যা ক্লিওপেট্রা। ৬৯ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণকারী ক্লিওপেট্রা ছিলেন অসাধারণ বুদ্ধিমান,উচ্চ শিক্ষিতা এবং যথেষ্ট পরিমাণে সুন্দরী। তিনি ছোটবেলা থেকেই মিশরের শাসন কর্তা হিসেবে নিজেকে দেখতে চাইতেন এবং সিংহাসনে বসতে চাইতেন। কিন্তু মিশরের নিয়ম অনুযায়ী একজন শাসক কখনোই একা মিশরকে শাসন করতে পারতোনা। মিশরের নিয়ম ছিল একজন শাসককে সবসময়ই নিজের কোনো ( সঙ্গী / রাজা )অথবা ( সঙ্গিনীর / রানী ) সঙ্গে সিংহাসনে বসে মিশরের শাসনকার্য পরিচালনা করতে হবে। এই নিয়ম অনুসরণ করে ক্লিওপেট্রা প্রথমে নিজের পিতা দ্বাদশ টলেমির সঙ্গে সিংহাসনে বসে মিশরের শাষনকার্য পরিচালনা করতেন। কিন্তু পরবর্তীকালে দ্বাদশ শ্রেণীর মৃত্যুর পর, রানী ক্লিওপেট্রার সহযোগী হিসেবে সিংহাসনে বসার মত কেউ ছিলনা। তাই দ্বাদশ শ্রেণীর পূত্র ত্রয়োদশ টলেমির সিংহাসনে বসার যোগ্যতা না থাকলেও, ক্লিওপেট্রা নিজের 8 বছরের ছোট ভাইকেই বিয়ে করে তাকে সিংহাসনে বসার সুযোগ করে দেন। এর কারণ ছিল যে, তিনি নিজের ভাইয়ের সঙ্গে বসে তিনি তাঁর শাসনকার্য পরিচালনা করতে পারেন।। 

Post a Comment

নবীনতর পূর্বতন