সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ হয় কেন|| ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল? জেনে নাও বিস্তারিতভাবে
ভূমিকাঃ তৎকালীন সময়ের বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুপ্রেরণা ও সহযোগিতায় এবং দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় ভারতের প্রথম - বাংলা রাজনৈতিক পত্রিকা " সোমপ্রকাশ " 1858 খ্রিস্টাব্দের 15 নভেম্বর প্রথম বার প্রকাশিত হয়।। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। মূলত সোমবারে প্রকাশিত হতো বলে পত্রিকায় নামকরণ করা হয় সোমপ্রকাশ। 1857 খ্রিস্টাব্দে 15 নভেম্বর প্রথম প্রকাশিত হওয়ার পর থেকেই সোমপ্রকাশ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো সমাজের কাছে বিভিন্নভাবে তুলে ধরতো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন একজন নির্ভীক সম্পাদক। তিনি সমাজের যেকোনো বিষয়কে নির্ভীক ভাবে সমাজের কাছে তুলে ধরতেন।। দ্বারকানাথ বিদ্যাভূষণের নির্ভীক হবে সংবাদ প্রকাশ করাই হয়ে দাঁড়ায় সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধের কারণ। যেমন -
সোমপ্রকাশ পত্রিকাটি মূলত দুটি কারণে তাঁর প্রকাশনা বন্ধ করেছিল।
প্রথমতঃ 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় সংবাদপত্র গুলির নির্ভীক সংবাদ প্রকাশ বা সংবাদ পত্র গুলির ব্রিটিশ বিরোধী সমালোচনা মুলক সংবাদ প্রকাশন বন্ধ করার ক্ষেত্রে 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন অথবা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন প্রবর্তন করে। লর্ড লিটনের এই কার্যকলাপের পর সোমপ্রকাশ পত্রিকা এই আইনের তীব্র সমালোচনা করায়,সোমপ্রকাশ পত্রিকাটি ব্রিটিশ সরকারের ক্ষোভের মুখে পড়ে।
দ্বিতীয়তঃ 1878 -80 আফগান যুদ্ধের সময় সোমপ্রকাশ পত্রিকার কাবুলের সংবাদদাতা আফগান যুদ্ধ সম্পর্কে একটি খবর প্রকাশ করে, যাতে বলা হয় যে " ব্রিটিশ সৈন্য কাবুলকে আক্রমণ করার পর তা দখল করে নেবে। সোমপ্রকাশ পত্রিকায় সংবাদটি প্রকাশ হওয়ার পর লর্ড লিটন যখন এই সম্পর্কে জানতে পারেন, তখন লর্ড লিটন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদকের ওপর যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ হন। এবং সোমপ্রকাশ পত্রিকাটি বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চব্বিশ পরগনার ম্যাজিস্ট্রেটকে কড়া পদক্ষেপ নেওয়ার আদেশ দেন। 24 পরগনা ম্যাজিস্ট্রেট সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককেবতার কার্যকলাপের জন্য 1000 টাকা জরিমানা করেন। তিনি সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ সেই জরিমানা দিতে রাজি হন না। তিনি বদলে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা 1 বছরের জন্য বন্ধ করে দেন।
সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ হয় কেন?|| ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল?
সোমপ্রকাশের দ্বিতীয়বারের জন্য প্রকাশঃ প্রথমবার সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ হওয়ার পর 1880 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা দ্বিতীয়বারের জন্য শুরু হয়। কিন্তু পত্রিকাটি এক বছরের জন্য বন্ধ থাকার কারণে এর পাঠক সংখ্যা এবং জনপ্রিয়তা অনেকটাই কমে যায়. তাছাড়াও সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণের মৃত্যুর পর, পত্রিকার জনপ্রিয়তা এমনিই হারিয়ে যায়।। সোমপ্রকাশ পত্রিকাটি দ্বিতীয়বার প্রকাশনার সময়ে অর্থাৎ 1880 পর এই পত্রিকার সম্পাদক ছিলেন মোহনলাল বিদ্যাবাগীশ।। মোহনলাল বিদ্যাবাগীশের মৃত্যুর পর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মোহনলাল বিদ্যাবাগীশের পূত্র উপেন্দ্রকুমার বিদ্যাবাগীশ।
Tags :
একটি মন্তব্য পোস্ট করুন