নদী মাতৃক সভ্যতা কাকে বলে | চারটি নদীমাতৃক সভ্যতার নাম লেখ | প্রাচীনকালে নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠার কারণ কি?
আজকের বিষয় :
• নদী মাতৃক সভ্যতা কাকে বলে?
• চারটি নদীমাতৃক সভ্যতার নাম
• প্রাচীনকালে নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠার কারণ কী?
• চারটি নদীমাতৃক সভ্যতার নাম
• প্রাচীনকালে নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠার কারণ কী?
নদীমাতৃক সভ্যতা কাকে বলে?
প্রাচীনকালের আদিম মানুষেরা নদীর তীরবর্তী অঞ্চলে,তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য যে সমস্ত প্রাচীন সভ্যতা গুলির গড়ে তুলেছিলেন,তাদের নদীমাতৃক সভ্যতা বলে।
প্রাচীনকালের চারটি প্রধান নদীমাতৃক সভ্যতা গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো - ১- হরপ্পা সভ্যতা, ২- মিশরীয় সভ্যতা, ৩- মেসোপটেমীয় সভ্যতা এবং চৈনিক সভ্যতা।
প্রাচীনকালে নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠার কারণ
প্রাচীনকালের এই চারটি সভ্যতা কোনো না কোনো নদীর তীরেই গড়ে উঠেছিল। এর পেছনে যে কারণ গুলো প্রধান ছিল, তা হলো -
খাদ্যে সংগ্রহে সুবিধাঃ আদিম মানুষ নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে তোলায়,তাদের খাদ্যের সন্ধানে দুরান্ত পর্যন্ত ঘুরতে হতো না। কারণ তারা নদী থেকেই বিভিন্ন ধরনের মাছ এবং জলজ প্রাণীর খাদ্য হিসেবে সংগ্রহ করতে পারতো।
পানীয় জলঃ প্রাচীন মানুষ পানীয় জল হিসেবে নদী-নালার জলকেই ব্যবহার করতো। কিন্তু নদী থেকে অনেক দূরে অবস্থিত কোনো গুহা বা অন্য কোনো স্থানে বসবাস করার ফলে, তাদের পানীয় জলের জন্য বারবার কোনো নদী-নালার কাছে যেতে হতো। কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করা ফলে তাদের পানীয় জলের সন্ধানে বারবার কোনো নদী-নালার খোজ করতে হত না।
কৃষিকাজঃ প্রাচীন মানুষ এটা বুঝতে পেরেছিল যে, নদী তীরবর্তী অঞ্চলের নরম মাটি তাদের কৃষিকাজের জন্য যথেষ্ট ভালো। নদী তীরবর্তী অঞ্চলে কৃষিকাজের উপযোগী নরম মাটিতে কৃষিকাজ করার ফলে,প্রাচীন মানুষের কৃষিকাজের উন্নতি ঘটতে থাকে। এবং এভাবেই কৃষিকাজের উন্নতির মাধ্যমে তারা ধীরে ধীরে যাযাবর জীবন ত্যাগ করে সভ্যতার উন্নতির দিকে এগিয়ে যায়।
যাতায়াতঃ প্রাচীন মানুষের বিভিন্ন কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো। কিন্তু বেশিরভাগ যাতায়াত হতো স্থলপথের মাধ্যমে। কিন্তু সেটা ছিল অনেকটাই কষ্টকর। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে, জলপথের মাধ্যমে যাতায়াত করলে তাদের পরিশ্রম এবং সময় দুটোই কম লাগে, তখন তারা নদী তীরবর্তী অঞ্চলেই নিজেদের বসতি স্থাপন করতে শুরু করে।।
মনোরম আবহওয়াঃ নদী তীরবর্তী অঞ্চলের আবহাওয়া থাকতো সবসময়ই মনোরম প্রকৃতির। তীব্র গরমকালে মানুষ নদী তীরবর্তী অঞ্চলে থাকার চেষ্টা করতো। কারণ সেখানকার জলবায়ু অনেকটাই মনোরম প্রকৃতির হতো।
সবশেষে বলা যায়, উপরিক্ত কারণ গুলি ছাড়াও, প্রাচীনকালে বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন প্রাচীন সভ্যতা গুলি গড়ে উঠেছিল।