একাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer
আজকের এই ব্লগে আমরা ক্লাস 11 ইতিহাস পঞ্চম " অর্থনীতির বিভিন্ন দিক থেকে " থেকে গুরুত্বপূর্ণ ৩০+ বহু বিকল্প ভিত্তিক বা mcq প্রশ্ন-উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
একাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ প্রশ্ন উত্তর | WB Class 11 History MCQ Question Answer
1. কোন্ প্রাচীন সভ্যতায় ক্রীতদাসপ্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল?
A- রোমান
B- মিশরীয়
C- সুমেরীয়
D- ভারতীয়
উওর : রোমান
2. রোমের বেশির ভাগ ক্রীতদাসই ছিল—
A- দেশীয়
B- উচ্চশিক্ষিত
C- স্বাধীন
D- বিদেশি
উওর : বিদেশি
3. পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কী বলা হত? -
A- ভার্নি
B- গ্ল্যাডিয়েটার
C- প্যাট্রিসিয়ান
D- ম্যানুমিসিও
উওর : ম্যানুমিসিও
4. মিশরের অধিকাংশ ক্রীতদাসই ছিল—
A- শ্রমিক
B- কৃষক
C- শিল্পী
D- গৃহভৃত্য
উওর : গৃহভৃত্য
5. মৌর্য যুগে ভারতে কোনো ক্রীতদাস ছিল না বলে অভিমত দিয়েছিলেন -
A- কৌটিল্য
B- ফা-হিয়েন
C- মেগাস্থিনিস
D- হিউয়েন সাঙ
উওর : মেগাস্থিনিস
6. হুইলার মনে করেন যে, হরপ্পা সভ্যতায় ভূমিদাসে পরিণত হয়েছিল—
A- কৃষকরা
B- শ্রমিকরা
C- শিল্পীরা
D- কারিগররা
উওর : কৃষকরা
7. ঋগবেদে 'দস্যু’ বলা হয়েছে—
A- অনার্যদের
B- ক্ষত্রিয়দের
C- বৈশ্যদের
D- শূদ্রদের
উওর : অনার্যদের
৪. সুলতানি আমলে সুলতানের খাস ক্রীতদাসদের বলা হত—
A- বন্দেগান-ই-চাহেলগান
B- বন্দেগান-ই-খাস
C- দবির খাস
D- দেওয়ান-ই-খাস
উওর : বন্দেগান-ই-খাস
9. সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন—
A- ডিউক
B- ব্যারন
C- নাইট
D- রাজা
উওর : রাজা
10. ‘কমিটেটাস' প্রথার প্রচলন ছিল—
A- ফ্রান্সে
B- জার্মানিতে
C- আরবে
D- ইংল্যান্ড
উওর : জার্মানিতে
11. সামন্ততন্ত্রে বীর যোদ্ধাদের বলা হত—
A- শিভালরি
B- টুবাদুর
C- নাইট
D- ফাইটার
উওর : নাইট
12. চাৰ্চ কর্তৃক আদায়িকৃত ধর্মকরের নাম ছিল -
A- টাইলে।
B- টাইথ
C- গ্যাবেলা
D- ভিংটিয়েমে
উওর : টাইথ
13. ইত্তাপ্রথা প্রবর্তন করেন—
A-কুতুবউদ্দিন আইবক
B- রাজিয়া
C- ইলতুৎমিস
D- বলবন
উওর : ইলতুৎমিস
14. মধ্যযুগের ইউরোপের নগরগুলি ছিল—
A- সুপরিকল্পিত
B- অপরিকল্পিত
C- সুন্দর
D- সুসজ্জিত
উওর : অপরিকল্পিত
15. সিন্ধু সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে—
A-মহেন-জো-দারোতে
B- আলমগীরপুরে
C- হরপ্পায়
D- লোথালে
উওর : লোথলে
16. প্রাচীন যুগে কোন্ কোন্ দেশে ক্রীতদাসপ্রথার যথেষ্ট অস্তিত্ব ছিল?
[i] রোমান সাম্রাজ্য [ii] গ্রিসে [iii] মিশরে [iv] চিনে
A-[i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।
B- [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল।
C- [i], [iii], [iv] সঠিক এবং [ii] ভুল। D- [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল।
উওর : A-[i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।
17. রোমে ক্রীতদাস হত
[i] যুদ্ধবন্দিরা [ii] দরিদ্র্যরা [iii] ঋণশোধে ব্যর্থ ব্যক্তিরা [iv] মহাজনের সন্তানরা
বিকল্পসমূহ •
A- [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।
B- [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল। C- [i], [iii], [iv] সঠিক এবং [ii] ভুল।
D- [i], [ii], [iv] সঠিক এবং [iii] ভুল।
উওর : A- [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।
18. রোমের বিক্রয়যোগ্য ক্রীতদাসদের চিহ্ন ছিল——
[i] হাতে মালা
[ii] পায়ে সাদা চকের দাগ
[iii] নাকে ফুটো [iv] গলায় বোর্ড
বিকল্পসমূহ
A-[ii]. [iv] সঠিক এবং [i], [lli] ভুল।।
B- [ii], [iii] সঠিক এবং [i], [iv] ভুল।
C- [il, [ii] সঠিক এবং [iii], [iv] ভুল।
D- [i]. [iv] এবং [ii], [ill] ভুল।
উওর : A-[ii]. [iv] সঠিক এবং [i], [lli] ভুল।।
19. ক্রীতদাস প্রথার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ শব্দ হল—
[1] অ্যাগোরা [ii] ম্যানুমিসিও
[iii] লিবারটাস [iv] সতুরনালিয়া
বিকল্পসমূহ •
A- [i], [ii], [iii] সঠিক এবং [iv] ভুল
B- [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল।
C- [i]. [ill], [iv] সঠিক এবং [ii] ভুল।
D- [i]. [ii]. [iv] এবং [iii] ভুল।
উওর : B- [ii], [iii], [iv] সঠিক এবং [i] ভুল।
20. রোমের ক্রীতদাসরা মুক্তি পেতে পারত—
[1] অর্থ প্রদান করে [ii] কুস্তিতে জয়লাভ করে [iii] গ্ল্যাডিয়েটর হিসেবে জয়লাভ করে [iv] প্রভুর প্রাণরক্ষা করে
বিকল্পসমূহ •
A-[i]. [ii], [iii] সঠিক এবং [iv] ভুল।
B- [ii], [ili]. [iv]ঠক এবং [i] ভুল।
C- [i]. [iii]. [iv] [ঠক এবং [ii] ভুল।
D- [i]. [[i]. [iv] সঠিক এবং (III) ভুল।
উওর : C- [i]. [iii]. [iv] [ঠক এবং [ii] ভুল।
21. প্রাচীন মিশরে অভিজাত শ্রেণির অন্তর্ভুক্ত ছিল—
[i] রাজপরিবার [ii] পুরোহিতশ্রেণি
[iii] ভিজিয়ার [iv] ব্যাবসায়ী
বিকল্পসমূহ •
A- [i], [ii]. [ill] সঠিক এবং [iv] ভুল B- [ii]. [iii], [iv] সঠিক এবং [i] ভুল।
C- [i]. [ii]. [iv] সঠিক এবং [ii] ভুল। D- [i]. [ii], [iv] সঠিক এবং [iii] ভুল।
উওর : D- [i]. [ii], [iv] সঠিক এবং [iii] ভুল।
22. প্রাচীন রোমান সাম্রাজ্যে-
A- ক্রীতদাসপ্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল।
B- রোমের ক্রীতদাসরা বিভিন্ন নাগরিক অধিকার ভোগ করত
C- ক্রীতদাসরা তাদের উপার্জিত অর্থ সন্তানদের জন্য রেখে যেত
D- রোমান প্রভুরা ক্রীতদাসদের বিক্রি করতে পারলেও হত্যা করতে পারত না
উওর : ক্রীতদাসপ্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল।
23- রোমে সত্তুরনালিয়া উৎসবে—
A- পালিয়ে যাওয়া ক্রীতদাসরা ধরা দিত
B- ক্রীতদাস ও তার প্রভুর মধ্যে সহমর্মিতা গড়ে উঠত
C- ক্রীতদাসদের বিভিন্ন নাগরিক অধিকার দেওয়া হত
D- ক্রীতদাসদের অর্থসম্পদ প্রদান করা হত
উওর : ক্রীতদাস ও তার প্রভুর মধ্যে সহমর্মিতা গড়ে উঠত
24- কোনো ক্রীতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে-
A- ক্রীতদাসটি প্রচুর অর্থ পেত
B- ক্রীতদাসটি বড়ো পুরস্কার পেত
C- ক্রীতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত
D- ক্রীতদাসটি প্ল্যাডিয়েটর যোদ্ধা হিসেবে গণ্য হত
উওর : ক্রীতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত
25. ডেলোস ছিল একটি বড়ো____ ক্রয়বিক্রয় কেন্দ্র।
A কৃষিপণ্য
B- গবাদিপশু
C- ভূমিদাস
D- ক্রীতদাস
উওর : ক্রীতদাস
26- দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ক্ষুধার্ত হিংস্র পশুর সঙ্গে লড়াই করত।
A- ম্যানুমিসিওরা
B- গ্ল্যাডিয়েটাররা
C- প্লেবিয়ানবা
D- ভার্নিরা
উওর : গ্ল্যাডিয়েটাররা
27- মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসকে
বলা হত।
A- ম্যানুমিসিও
B- লিবারটাস
C- গ্লাডিয়েটার
D- ভার্নি
উওর : লিবারটাস
28- দাসপ্রথাকে 'ম্লেচ্ছপ্রথা' বলে অভিহিত করেছেন।
A- কাত্যায়ন
B- যাজ্ঞবন্ধ্য
C- কৌটিল্য
D- মনু
উওর : কৌটিল্য
29. যে অনুষ্ঠানের মাধ্যমে নিম্ন সামন্ত তার ঊর্ধ্বতন সামন্তের প্রতি
আনুগত্য জানিয়ে ফিফ বা জমি লাভ করত তাকে বলা হত___
A- ব্যারন
B- শিভালরি
C- স্কুটেজ
D- ইনভেস্টিচার
উওর : ইনভেস্টিচার
30. টাইলে ছিল এক ধরনের __ কর
A- ধর্ম
B- সম্পত্তি
C- উৎপাদন
D- আয়
উওর : সম্পত্তি
31. ম্যানরের দরিদ্র কৃষকরা নামে পরিচিত ছিল।
A- ক্রফটার
B- ভিলেন
C- সার্ফ
D- করাট
উওর : ভিলেন
Tags :