একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র সমাধান 2022 || WBBSE Class 11 history question paper solved 2022
আজকের এই ব্লগে আমরা একাদশ শ্রেণির ইতিহাস 2022 প্রশ্নপত্রের ( wbbse class 11 history question paper 2022 ) এর সমস্ত MCQ & SAQ সম্পূর্ণ সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করবো।। এবং পরবর্তীতে wbchse class 11 history question paper 2022 এর 8 Mark এর বড় প্রশ্ন গুলোর মধ্যে অনেক বড় প্রশ্নের উওর আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে।।
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র সমাধান 2022 || WBBSE Class 11 history question paper solved 2022
GROUP-A
সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) :
i) ‘নব্যপ্রস্তর যুগে বিপ্লব' কথাটি প্রথম উদ্ভাবন করেন -
a) বিউরি
b) গর্ডন চাইল্ড
c) উইলিয়াম জোন্স
d) ড্যানিয়েল উইলসন
Ans: b) গর্ডন চাইল্ড
ii) ‘মেঘদূত’-এর রচয়িতা ছিলেন
a) কালিদাস
b) মেগাস্থিনিস
c) পিনি
d) মার্কো পোলো ।
ans: a) কালিদাস
iii) ‘মুদ্রারাক্ষস' গ্রন্থের রচয়িতা
a) বিশাখ দত্ত
b) ভাস
c) কালিদাস
d) ভারবি ।
ans: a) বিশাখ দত্ত
iv) “ফতোয়া-ই-জাহান্দারি”তে আলোকপাত করা হয়েছে
a) সমাজতত্ত্ব
b) রাষ্ট্রনীতি
c) বিজ্ঞান
d) অর্থনীতি ।
ans : রাষ্ট্রনীতি
v) মিশরের সবথেকে বড় পিরামিড হ'ল -
a) খুফুর
b) নেফরার
c) মেনকুরার
d) রামেসিসের ।
ans : a) খুফুর
vi) সুলতানি যুগের ঐতিহাসিক নন
I) তুলসি দাস
II) বিষেন দাস
III) সন্ধ্যাকর নন্দী
IV) জিয়াউদ্দিন বারণি ।
বিকল্পসমূহঃ
a) (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল
b) (I), (III) সঠিক এবং (II), (IV) ভুল
c) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল
d) (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল ।
উওর : d) (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল ।
vii) খুফুর খ্যাতির কারণ
a) ফ্যারাও ও পিরামিড
b) নেতা
c) গায়ক
d) নাট্যকার ।
ans : ফ্যারাও ও পিরামিড
viii) দক্ষিণ ভারতের মহাজনপদ (খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতক) –
a) কোশল
b) মগধ
c) ভজ্জি
d) অস্মক।
ans : অস্মক
ix) গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন
a) শ্রীগুপ্ত
b) স্কন্দগুপ্ত
c) কুমারগুপ্ত
d) জীবগুপ্ত ।
Ans : শ্রীগুপ্ত
x) আইন বিশেষজ্ঞ সোলোন ছিলেন
a) চিনের
b) ভারতের
c) এথেন্সের
d) মিশরের।
ans : এথেন্সের
xi) মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম
a) গিরিব্রজ
b) হস্তিনাপুর
c) ইন্দ্ৰপ্ৰস্থ
d) কাশী
ans : গিরিব্রজ
xii কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?
a) সিন্ধু সভ্যতার মানুষ
b) মেসোপটেমিয়ার মানুষ
c) মিশরীয় সভ্যতার মানুষ
d) সুমেরীয় সভ্যতার মানুষ
ans : সুমেরীয় সভ্যতার মানুষ
xiii) প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হলেন।
a) লাইকারগাস
b) সোফোক্লেস
c) সিসেরো
d) পিনি।
ans : সিসেরো
(xiv) 'লেভিয়াথান' গ্রন্থ রচয়িতা
a) টমাস হবস
b) রুশো
c) প্লেটো
d) লক।
ans : টমাস হবস
xv) প্রথম দাসবিদ্রোহ হয়েছিল
a) সিসিলিতে
b) মিশরে
c) ইতালিতে
d) ফ্লোরেন্সে ।
ans : সিসিলিতে
xvi) ‘টাইথ’ করটি ছিল
a) বেগার শ্রম
b) ধর্মকর
c) ভূমিকর
d) পরোক্ষ কর ।
ans : ধর্মকর
xvii) ইবাদতখানা' তৈরি করেন
a) বাবর
b) আকবর
c) আলাউদ্দিন
d) বলবন।
ans : আকবর
xviii) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?
a) খ্রিষ্টপূর্ব ১ম শতকে
b) খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে
c) খ্রিষ্টপূর্ব ৩য় শতকে
d) খ্রিষ্টিয় ৬ষ্ঠ শতকে।
ans : খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে
xix ) প্রাচীন কোন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় ?
a) মিশর
b) সুমের
c) ব্যাবিলন
d) হরপ্পা।
ans : মিশর
xx) “গান্ধব রীতি" সম্পর্কিত
a) বিবাহ রীতির সাথে
b) যুদ্ধ বিগ্রহের সাথে
c) বৈদেশিক নীতির সাথে
d) কোনোটিই নয় ।
ans : বিবাহ রীতির সাথে
xxi) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন
a) মেগাস্থিনিস
b) কৌটিল্য
c) ফা-হিয়েন
d) হিউয়েন সাঙ ।
ans : মেগাস্থিনিস
xxii) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?
a) ইলতুৎমিস
b) কুতুবউদ্দিন আইবক
c) আলাউদ্দিন
ans : ইলতুৎমিস
d) বলবন।
xxiii) "ফিয়ালটি” শব্দ -এর সাথে সংযুক্ত।
a) সামন্ততন্ত্র
b) ধর্ম
c) শিক্ষা
d) দাতব্য ।
xxiv) “ক্যাসিয়াস দিও" হলেন
a) রোমান সিনেটর
b) গ্রীক সিনেটর
c) চৈনিক সিনেটর
d) ভারতীয় সিনেটর ।
Ans : রোমান সিনেটর
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র সমাধান 2022 || WBBSE Class 11 history question paper solved 2022
GROUP B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
i) "প্রায়-ইতিহাস" কি ?
উওর : যে যুগের বিভিন্ন লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু তার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। সেই যুগের ইতিহাসকে প্রায় ইতিহাস বলে
ii) “প্যালিওগ্রাফি" বলতে কি বোঝো?
উওর : প্যালিওগ্রাফি বলতে, বিভিন্ন প্রাচীন লিপির বিষয়বস্তু অধ্যায়নকে প্যালিওগ্রাফি বলা হয়।
অথবা
নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝো?
উওরঃ নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে সেই ইতিহাস চর্চাকে বোঝায়, যে ইতিহাস চর্চার মাধ্যমে সমাজের নিম্নস্তর অথবা নিম্নবর্গীয় মানুষের নিয়ে ইতিহাস চর্চা করা হয়।।
iii) "হেলট' কাদের বলা হয় ?
উওর : হেলটরা ছিল ক্রীতদাস। প্রাচীন স্পার্টার ক্রীতদাসদের হেলট বলা হত।
iv) 'নগররাষ্ট্র' বলতে কী বোঝায় ?
উওর : প্রাচীন গ্রিসে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম নিয়ে ক্ষুদ্র রাষ্ট্র গড়ে উঠেছিল, তাকেই নগররাষ্ট্র অথবা পলিস বলা হত।
অথবা
জনপদ কী ?
উওর : প্রাচীন ভারতের আর্যদের একটি বা কয়েকটি বিশ নিয়ে গড়ে ওঠা বসতি অঞ্চলকে বলা হতো জনপদ।
v) পোতিন' কী?
উওর : ভারতের প্রাচীন সাতবাহন রাজাদের যে মুদ্রা ছিল, সাতবাহন রাজাদের সেই মুদ্রার নাম ছিল পোতিন
vi) 776 খ্রিষ্টপূর্বাব্দের গুরুত্ব লেখো।
অথবা
প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল ?
উওর : প্রাচীন ভারতের মহাজনপদ গুলির উত্থান মূলত উত্তর ভারতেই হয়েছিল।।
vii) "উলেমা" কারা ?
উওর : উলেমা বলতে মুসলিমদের মধ্যে বিভিন্ন শিক্ষিত পন্ডিত বা ব্যক্তিকে বোঝানো হয়,যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকতেন।।
অথবা,
"ইক্তা" শব্দের অর্থ কী?
উওর : ইক্তা শব্দের অর্থ হলো এক অংশ।
viii) “সপ্তাঙ্গ তত্ব’ কি?
উওর : কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে' রাষ্ট্র সম্পর্কিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 7 টি উপাদান আ অঙ্গের কথা বলেছেন। কৌটিল্য রাষ্ট্র সম্পর্কিত এই সাতটি উপাদান বা অঙ্গের তত্ত্ব সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত।
অথবা,
'অগ্রহার জমি ব্যবস্থা কী ?
উওর : প্রাচীনকালে বিভিন্ন রাজা মহারাজা অথবা ধনী ব্যক্তি পুণ্য অর্জনের উদ্দেশ্যে মন্দিরের পুরোহিতদের মধ্যে যে নিষ্কর জমি প্রদান করতেন,জমি প্রদানের সেই ব্যবস্থাকেই অগ্রহার ব্যবস্থা বলা হতো।
ix) গিল্ডের প্রধান কাজ কী ছিল ?
উওর : গিল্ডের প্রধান কাজ ছিল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা এবং ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটানো।
x) 'মিনেসিঙ্গার' কাদের বলা হয় ?
উওর : মধ্যযুগে সামন্ততন্ত্রের নাইটদেরবীরত্বের কাহিনী তাদের আদর্শ এবং নাইটদের প্রেমের কাহিনী ইউরোপে একদল চারণকবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে শোনাতেন। সেই সকল চারণ কবিদের দক্ষিণ ফ্রান্সে ট্রুবাদুর, ইংল্যান্ডে মিনস্ট্র এবং জার্মানিতে মিনেসিঙ্গার বলা হতো।
xi ' স্ত্রীধন বলতে কি বোঝো?
উওর: প্রাচীনকালে ভারতীয় সমাজে নারীরা যে সকল সম্পত্তি বিভিন্ন উপায়ে তাদের মিত্র,পিতামাতা এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে লাভ করতেন, নারীদের সেই সকল সম্পত্তিকে একত্রে স্ত্রীধন বলা হত।
xii) হিজরি সাল কবে সূচিত হয় ?
অথবা
‘ইতিহাসের পরীকরণ' ( Periodization of History) কি?
xiii) “শকারি’ কে ছিলেন ?
উওর : গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য সম্রাট দ্বিতীয় গুপ্ত শকদের পরাজিত করেছিলেন বলে তিনি শকারি উপাধি গ্রহণ করেন।
অথবা
কোন প্রাচীন ভারতীয় রাজা 'ভারতের রক্ষাকর্তা' নামে পরিচিত?
উওর : স্কন্দগুপ্ত বিদেশি হুনদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন বলে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়।
xiv) 'কণ্টকশোধন' কি?
উওর : চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যে যে বিচারালয় গুলো ছিলসেই,,বিচারালয় গুলোকে কণ্টকশোধন বলা হতো।
অথবা
"অ্যাই অফ অ্যাপিলস" কবে চালু হয়?
xv) De Officiis' কার লেখা?
উওর : De Officiis গ্রন্থটি প্রাচীন প্রখ্যাত রোমান আইনজ্ঞ এবং রাজনীতিবিদ সিসেরোর লেখা।
অথবা
‘অভিকর্ষ সূত্র' কে আবিষ্কার করেন ?
উওর : বিজ্ঞানী আইজ্যাক নিউটন অভিকর্ষ সূত্রটি আবিষ্কার করেন
xvi) কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন?
উওর : ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিষ্টাব্দে সমুদ্র যাত্রা করেন
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র সমাধান 2022 || WBBSE Class 11 history question paper solved 2022
GROUP-C 8× 5 - 40
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।
a) নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব লেখো।
অথবা
হরপ্পা সভ্যতার বিশেষত্ব লেখো। এই সভ্যতার পতন কেন হয়?
(b) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
অথবা
পারস্যের ক্ষত্র এবং চিনের ম্যান্ডারিন-এর বিবরণ দাও
c) মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো ।
অথবা
অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা লেখো ।
d) ভারতীয় এবং ইওরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো ।
অথবা
ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো-রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়ণের কারণ ব্যাখ্যা করো ।
e) প্রাচীন ভারতের প্রথম নগরায়ণ এবং বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো।
Tags :
I loved the information given above, I appreciate the writing. Enhance your learning experience with our top-notch online home tuition classes for Class 11.
উত্তরমুছুনFor more info Contact us: +91-9654271931, +971-505593798 or visit online tuition for class 11
একটি মন্তব্য পোস্ট করুন