একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( WBBSE Class 11 history chapter questions and answers in bengali ) রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা একটি খুবই গুরুত্বপূর্ণ 8 Mark এর প্রশ্ন 'প্রাচীন পলিশ বলতে কী বোঝায়? প্রাচীন পলিশের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো' (WBBSE Class 11 history chapter 3 questions and answers ) এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
প্রাচীন পলিশ বলতে কী বোঝায়? প্রাচীন পলিশের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।
ভূমিকাঃ পলিশ বলতে মূলত বোঝায় প্রাচীন গ্রিসে যে সমস্ত অল্প জনসংখ্যা বিশিষ্ট ক্ষুদ্র নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, মূলত তাকেই প্রাচীন গ্রিসের পলিস বলা হতো। প্রাচীন গ্রিসে আনুমানিক 1500 পলিশের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। প্রাচীন গ্রিসের পলিশ গুলির মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য লক্ষ্য করা যেত। যেমন -
প্রাচীন পলিশ গুলির ক্ষুদ্র আয়তনঃ-
পলিসের প্রধান কিছু বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল পলিসের ক্ষুদ্র আয়তন। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে পলিশ গুলির ক্ষুদ্র আয়তনকেই সমর্থন করেছেন। প্রাচীন পলিস গুলির মধ্যে বেশিরভাগ পলিশের আয়তন ই হত খুবই ক্ষুদ্র। তবে অনেক সময় এটাও দেখা গিয়েছে, যে কিছু কিছু ক্ষেত্রে পলিসের আয়তন বিশাল ও হতো। বেশিরভাগ পলিসের আয়তন ক্ষুদ্র হওয়ার কারণে, পলিসের নাগরিকরা প্রত্যক্ষভাবে শাসনকার্যের সঙ্গে অংশগ্রহণ করতে পারতেন।
প্রাচীন পলিশ গুলির স্বল্প জনসংখ্যাঃ-
গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল স্বল্প জনসংখ্যাকে সমর্থন করেছিলেন। তিনি একদিকে বেশি জনসংখ্যাও সমর্থন করেননি এবং একেবারে স্বল্প কয়েকজন নাগরিক নিয়েই পলিশ গঠনের বিরোধিতা করেছেন।। দার্শনিক প্লেটো বলেছিলেন একটি আদর্শ পলিশের জনসংখ্যা হওয়া উচিত 5000।। প্রাচীন গ্রিসে পলিশ গুলির ক্ষেত্রে এমনও কিছু পলিস যার জনসংখ্যা ছিল খুবই কম।কিন্তু এমন কিছু ছিল যার জনসংখ্যা 3 লক্ষের উপর ছিল।।
প্রাচীন পলিশের শাসনব্যবস্থাঃ-
প্রাচীন গ্রিসের পলিস গুলি প্রথমদিকে রাজতন্ত্র প্রচলিত ছিল। অর্থাৎ পলিসের শাসনতন্ত্র ছিল একনায়কতান্ত্রিক। কিন্তু পরবর্তীকালে পলিসের বাসিন্দারা পলিসে রাজ শাসনতন্ত্রকে সরিয়ে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এবং গণতন্ত্রের মাধ্যমে নিজেরাই নিজেদের শাসন পরিচালনা করতেন।
প্রাচীন পলিশের সমাজ বিন্যাসঃ-
প্রাচীন গ্রিসের পলিশ গুলির মধ্যে সমাজব্যবস্থা মূলত খুবই কঠিন ছিল। পলিশের জনসংখ্যা বা সমাজ মূলত চার ভাগে বিভক্ত ছিল। যারা পলিসে জন্ম গ্রহণ করত,তারা নাগরিক হিসেবে গণ্য হতো। পলিসে বিদেশিদের বলা হতো মেটিক। এবং অধিকারহীন শ্রমিকদের ক্রীতদাস হিসেবে ভাগ করা হতো এবং সবচেয়ে বড় কথা হলো, পলিসে মহিলাদের কোনো নাগরিক অধিকার ছিল না। তাই মহিলাদের নাগরিক হিসেবে কখনো গণ্য করা হতো না।
প্রাচীন পলিশের শাসনকেন্দ্রঃ-
প্রাচীন পলিশ গুলির মধ্যে অ্যাক্রপলিস নামক একটি বিশেষ শাসনকেন্দ্র অস্তিত্ব দেখা যেত। পলিসে সঠিক শাসন পরিকাঠামো বজায় রাখার জন্য বা সঠিকভাবে পলিসের শাষন পরিচালনার জন্য প্রতিটি পলিসে একটি করে শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করা হতো। পলিসের শাসনকেন্দ্র গুলিকে বলা হতো " অ্যাক্রোপলিস "।
প্রাচীন পলিশের আর্থিক অবস্থাঃ- বেশিরভাগ পলিসেই ক্রীতদাসদের অস্তিত্ব ছিল।। যার ফলে ক্রীতদাসদের মাধ্যমেই পলিসের কৃষিকাজ,শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করানো হতো। এবং ক্রীতদাসদের শ্রমের জন্যেই পলিস গুলির আর্থিক ব্যবস্থার মূল পরিকাঠামো দাঁড়িয়ে থাকতো।উপসংহার, উপরিক্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও প্রাচীন পলিশ গুলির মধ্যে আরও একাধিক ক্ষেত্রে নানা ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যেত।।
আশা করি আজকের এই পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণির ইতিহাস বড় প্রশ্ন উত্তর হিসেবে তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 'প্রাচীন পলিশ বলতে কী বোঝায়? প্রাচীন পলিশের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।' এর উওর পেয়ে গেছো। একাদশ শ্রেণির ইতিহাস এই নোটটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ইতিহাসের নোট বা অন্যান্য পোস্ট গুলো দেখতে পারো।
Tags :