শক্তি বা ক্ষমতা কাকে বলে? শক্তি বা ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। || WB Class 12 Political Science Question Answer 2023


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় বা দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের (WBBSE Class 12 Political Science Question Answer Chapter 1 In Bengali ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'শক্তি বা ক্ষমতা কাকে বলে? শক্তি বা ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো।' এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং পরবর্তীতে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সহ আরও অন্যান্য বিষয়ের সমস্ত নোটস + অনলাইন মকটেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো।।


শক্তি বা ক্ষমতা কাকে বলে? শক্তি বা ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। || WB Class 12 Political Science Question Answer 2023


ভূমিকাঃ- Power শব্দটি এসেছে ফরাসি শব্দ Power এবং ল্যাটিন শব্দ Potestas থেকে। যার অর্থ হলো সক্ষমতা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক রাজনীতির মুখ্য উপাদান হলো শক্তি বা ক্ষমতা। সাধারণভাবে শক্তি বা ক্ষমতা বলতে যা বোঝায় তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়।

• হ্যান্স.জে. মর্গেন্থাও তার Politics Among Nation নামক গ্রন্থের শক্তি বা ক্ষমতা বলতেন অন্যের কাজ ও মনের উপর ক্ষমতার প্রয়োগকে বুঝিয়েছেন।

• কার্ল ডয়েস শক্তি বা ক্ষমতা বলতে দ্বন্দ ও বিরোধকে জয় করে প্রতিবন্ধকতাকে অতিক্রম করার সামর্থ্যকে বুঝিয়েছেন। 

• জোসেফ ফ্র্যাঙ্কেলের মতে শক্তি বা ক্ষমতা হলো প্রত্যাশিত ফল লাভের সামর্থ্য। 

সুতরাং শক্তি বা ক্ষমতা বলতে শুধুমাত্র যুদ্ধ করার শক্তি বা ক্ষমতাকে বোঝায় না। এর সঙ্গে অন্যান্য উপাদানের জড়িত রয়েছে। যেমন অর্থনৈতিক বিকাশ, জনসংখ্যা,ভৌগলিক উপাদান, প্রাকৃতিক সম্পদ, জাতীয় চরিত্র কূটনীতিক ইত্যাদিও অধিকতর গুরুত্ব অর্জন করেছে। আমরা নিন্মলিখিতভাবে তা আলোচনা করতে পারি। - 

শক্তি বা ক্ষমতার কয়েকটি প্রধান উপাদানঃ- 

শক্তির ক্ষেত্রে কোনো একটি মাত্র উপাদান কার্যকর নয়। শক্তির ক্ষেত্রে একাধিক উপাদান কার্যকরী হয়। যেমন ভৌগলিক উপাদান,প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, মানবসম্পদ, অর্থনৈতিক বিকাশ,সামরিক শক্তি, কূটনীতি ইত্যাদি কোনো একটি দেশের শক্তি বা ক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন- 

ভৌগলিক উপাদানঃ- 

জাতীয় শক্তির অন্যতম ও প্রধান নির্ণায়ক উপাদান হলো ভৌগলিক উপাদান। এটি এমন একটি স্থায়ী উপাদান যার উপর জাতীয় শক্তি নির্ভরশীল। একটি দেশের ভৌগলিক অবস্থান জাতীয় অর্থনীতির বিকাশ, প্রতিরক্ষা,সামরিক শক্তি,কূটনীতি, রণকৌশলী ইত্যাদিকে প্রভাবিত করে বলে মনে করা হয়। অনুকূল ভৌগলিক অবস্থান দেশের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা কে প্রভাবিত করতে সক্ষম। 

জনসংখ্যা বা মানব সম্পদঃ- 

জনসংখ্যা বা মানবসম্পদ জাতীয় শক্তির অপর এক গুরুত্বপূর্ণ উপাদান। দেশের অর্থনৈতিক বিকাশ,প্রতিরক্ষা, দেশ গঠনের ক্ষেত্রে শিক্ষিত, যোগ্য জনগণের কার্যকরী ভূমিকা থাকে। অপরদিকে অশিক্ষিত,কুসংস্কারাচ্ছন্ন জনগণ দেশের অর্থনীতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই অনেকের মতে অর্থনৈতিক সম্পদের ব্যবহার ও বিকাশের ক্ষেত্রে জনসংখ্যা যেমন প্রয়োজন তেমনি অধিক জনস্ফীতিও দেশের অর্থনৈতিক অবনমনকে ডেকে আনে।।

প্রাকৃতিক সম্পদঃ- 

জাতীয় শক্তি বা ক্ষমতার ওপর একটি প্রধান নির্ণায়ক উপাদান হলো প্রাকৃতিক সম্পদ। বর্তমানে কোনো রাষ্ট্রেকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়,তবে সেই রাষ্ট্রকে অবশ্যই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হতে হবে। বর্তমানে প্রতিরক্ষায় উন্নত মানের ইস্পাত, খনিজ তেল, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কৃষিজ ও খাদ্য সম্পদের একটি ভুমিকা। প্রযুক্তিবিদ্যা এবং শিল্পের উন্নতির জন্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা অপরিহার্য।।

অর্থনৈতিক বিকাশঃ- 

কোন জাতির সামর্থ্য ও শক্তি অর্জনের তার অর্থনৈতিক বিকাশের ওপর নির্ভরশীল।। অর্থনৈতিক সামর্থ‍্য ছাড়া কোন দেশের পক্ষে জাতীয় শক্তিতে সমৃদ্ধ হওয়া সম্ভব নয়। তাই বলা যায় যে কোনো দেশের পক্ষে অর্থনৈতিক বিকাশের হার অনুকূল না হলে তার পক্ষে মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের সদ ব্যবহার সম্ভব নয়।।

কূটনীতিঃ

আধুনিক যুগে কূটনীতিককেও জাতীয় শক্তির অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করা হয়  তাই অনেকেই কূটনীতিকে জাতীয় শক্তির মস্তিষ্ক রূপে বর্ণনা করেছেন। হ্যান্স.জে. মর্গেন্থাও বলেছেন - যেসব উপাদান নিয়ে কোনো জাতির শক্তি গড়ে ওঠে, তার মধ্যে অন্যতম হলো কূটনীতি।।

সামরিক শক্তিঃ- 

সামরিক ব্যবস্থা জাতীয় শক্তির অন্যতম নির্ণায়ক উপাদান হিসেবে স্বীকার করা হয়।। বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তিশালী সামরিক ব্যবস্থা না থাকলে কোনো দেশের পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়।।

উপসংহারঃ- প্রসঙ্গত উল্লেখ্য যে কোন একটি বা একাধিক উপাদানের সাহায্যে শক্তির সামগ্রিক পরিচয় পাওয়া যায় না। রাষ্ট্রীয় শক্তির ক্ষেত্রে প্রতিটি উপাদানের কার্যকরী ভূমিকা রয়েছে। কাজেই শক্তি কোনো একটি স্থিতিশীল উপাদান নয়। শক্তি এক গতিশীল ও পরিবর্তনশীল উপাদান। তাই আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ভূমিকা বর্তমানে বিশ্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।।


আশাকরি, শক্তি বা ক্ষমতা কাকে বলে? শক্তি বা ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে আলোচনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।।

Tags : 

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | class 12 political science question answer  & suggestion 2023| wb class xii political science question answer | hs political science  question answer & notes in Bengali 

Post a Comment

নবীনতর পূর্বতন