ভারতের বিভিন্ন বন্দরের তালিকার PDF || মাধ্যমিক এবং চাকরির পরিক্ষার জন্য ভূগোল প্রশ্ন উওর

0


ভারতের বিভিন্ন বন্দরের তালিকার PDF || মাধ্যমিক এবং চাকরির পরিক্ষার জন্য ভূগোল প্রশ্ন উওর
ভারতের বিভিন্ন বন্দরের তালিকার PDF


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায়ের এবং মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার "ভারতের বিভিন্ন বন্দরের তালিকা" থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Geography Question Answer নিয়ে একটি তালিকা বানিয়েছি। এই তালিকাটি আমরা তোমাদের সঙ্গে PDF File আকারে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের  আধুনিক ভারতের ভূগোল প্রশ্ন উওর মাধ্যমিক পরিক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের চাকরির পরিক্ষা যেমন- WBCS Exam, Bank, Railway, SSC ইত্যাদি পরিক্ষার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।। 


বন্দরের নাম অবস্থান বিশেষ বৈশিষ্ট্য
কান্ডালা গুজরাট ভারতের করমুক্ত বন্দর
মুম্বাই মহারাষ্ট্র ভারতের প্রবেশদ্বার
জহরলাল নেহেরু বা নব সেবা মহারাষ্ট্র আধুনিক প্রযুক্তির বন্দর
মার্মাগাও গোয়া লোহা রপ্তানিতে বিখ্যাত
কচি বা কোচিন কেরল আরব সাগরের প্রাণী
কলকাতা-হলদিয়া পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের বৃহত্তম বন্দর
পারাদ্বীপ ওড়িশা ভারতের গভীরবন্দর
বিশাখাপত্তনম অন্ধপ্রদেশ পূর্ব উপকূলের একমাত্র পোতাশ্রয়ের বন্দর
কামারহাজার তামিলনাড়ু ভারতের নবনির্মিত বন্দর
চেন্নাই তামিলনাড়ু দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর
তুতিকোরিন তামিলনাড়ু গভীর সমুদের বন্দর
পোর্টব্লেয়ার আন্দামান ২০১০ সালে প্রধান বন্দরের মর্যাদা পায়।
নিউ ম্যাঙ্গালোর কর্ণাটক কফি রপ্তানিতে বিখ্যাত
কান্ডালা গুজরাট ভারতের স্বাধীনতার পর নির্মিত প্রথম বন্দর।
তুতিকোরিন তামিলনাড়ু ভারতের দক্ষিণতম বন্দর।
গঙ্গারাম West Bengal ভারতের সবচেয়ে গভীর বন্দর


Tags : ভারতের বিভিন্ন বন্দরের তালিকার PDF | মাধ্যমিক এবং চাকরির পরিক্ষার জন্য ভূগোল প্রশ্ন উওর | Geography Notes For WBCS | Geography PDF Notes | চাকরির পরিক্ষার ভূগোল প্রশ্ন উওর | geography gk question answers for competitive exams | geography gk question answers for madhyamik |wbbse class 10 geography gk question answers 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top