ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা || WB Class 10 Geography Question Answer

0

 

ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা || WB Class 10 Geography Question Answer


আজকের এই ব্লগের মাধ্যমে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় বা মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে ভারতের বিভিন্ন পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গের একটি তালিকা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রীতে শেয়ার করবো। এখান থেকে মাধ্যমিক সহ বিভিন্ন চাকরির পরিক্ষাতেও প্রশ্ন আসে। তাই এটি পারলে তোমরা নোট করতে পারো।

পর্বতের নাম সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতা (মিটার)
আরাবল্লি গুরুশিখর 1722
নীলগিরি দোদাবোতা 2637
পূর্বঘাট জিন্দাগারা 1690
মহাকাল অমরকন্টক 1057
কারাকোদাম গডউইন অস্টিন 8611
সাতপুরা ধূপগড় 1352
হিমালয় কাঞ্জনজঙ্ঘা 8586
আনাই মালাই আনাইমুদি 2695
বিন্ধ্য পর্বত কালুমার
নাগা পাহার সারামতী 3826
গারো নকরেক 1422
কোহিমা জাপাভো 2995
মিকির ডামবুকচো 1363
ছোটোনাগপুর পরেশ নাথ 1366
জাস্কর কামেট 7756
বাবা বুদান পাহাড় মুলান গিরি 1923

Tags : বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের তালিকা | Geography Question Answer | Madhyamik Geography Question Answer | Geography Question Answer For Competitive Exams | মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top