উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের নোট |
1- ফল অফ দ্যা মোঘল এম্পায়ার গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : যদুনাথ সরকার।
2- সিভিল ডিস্টারবেন্স ইন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : শশীভূষণ চৌধুরী।
3- নদীয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : কুমুদনাথ মল্লিক।
4- অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ মারাঠাস গ্রন্থটি কার লেখা?
উওর : সুরেন্দ্রনাথ সেন।
5- সিরাজউদ্দৌলা গ্রন্থটি কার লেখা?
উওর : ব্রিজেন গুপ্ত।
6- রাইজ অফ শিখ পাওয়ার গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : নরেন্দ্রকৃষ্ণ সিংহ।
7- ট্রেড এন্ড ফিনান্স ইন বেঙ্গলি প্রেসিডেন্সি গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : অমলেশ ত্রিপাঠী।
8- ইকনোমিক হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : নরেন্দ্রকৃষ্ণ সিংহ।
9- হিস্ট্রি অফ ব্রাহ্মসমাজ গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : শিবনাথ শাস্ত্রী।
10- রুল অফ প্রোপার্টি ফর বেঙ্গল গ্রন্থটি কে রচনা করেছিলেন?
উওর : রনজিত গুহ।
গ্রন্থের নাম | লেখকের নাম |
---|---|
ফল অফ দ্যা মোঘল এম্পায়ার | যদুনাথ সরকার |
সিভিল ডিস্টারবেন্স ইন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া | শশীভূষণ চৌধুরী। |
নদীয়া কাহিনী | কুমুদনাথ মল্লিক। |
অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ মারাঠাস | সুরেন্দ্রনাথ সেন। |
সিরাজউদ্দৌলা | ব্রিজেন গুপ্ত |
রাইজ অফ শিখ পাওয়ার | নরেন্দ্রকৃষ্ণ সিংহ। |
ট্রেড এন্ড ফিনান্স ইন বেঙ্গলি প্রেসিডেন্সি | অমলেশ ত্রিপাঠী। |
ইকনোমিক হিস্ট্রি অফ বেঙ্গল | নরেন্দ্রকৃষ্ণ সিংহ। |
হিস্ট্রি অফ ব্রাহ্মসমাজ | শিবনাথ শাস্ত্রী। |
রুল অফ প্রোপার্টি ফর বেঙ্গল | রনজিত গুহ |
হিস্ট্রি অ্যান্ড দ্য কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপলস | ডক্টর রমেশ চন্দ্র মজুমদার। |
দ্য ইন্ডিয়ান মিডিল ক্লাস | বি.বি.মিশ্র। |
দি পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল | সিরাজুল ইসলাম। |
দ্য নিউ হিন্দু মুভমেন্ট | ডক্টর রাখাল চন্দ্র নাথ। |
উনিশ শতক ভাব সংঘাত ও সমন্বয় | ডক্টর রাখাল চন্দ্র নাথ। |