![]() |
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর [ হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য ] |
বিষয় | হরমোন | উৎসেচক |
---|---|---|
উৎপত্তিস্থল | হরমোন তরুণ কোষ অথবা অনাল গ্রন্থ থেকে উৎপন্ন হয়। | সকল সজীব কোশে উৎসেচক উৎপন্ন হয়। |
পরিবহন | নিঃসৃত হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। | উৎসেচক সারা দেহে নালী পথে বাহিত হয়। |
কর্মস্থল। | হরমোন প্রধানত উৎসব থেকে দূরে গিয়ে তার ক্রিয়া করে। | কিন্তু উৎসেচক উৎস স্থল এবং অন্যত্র সর্বত্র ক্রিয়া করে |
ক্রিয়া পরবর্তী অবস্থা | হরমোন তার ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিভিন্ন উপায়ে দেহ থেকে নির্গত হয়। |
কিন্তু উৎসেচক কাজের পর অপরিবর্তিত থাকে অর্থাৎ উৎসেচক ধ্বংসপ্রাপ্ত নয়।। |
একটি মন্তব্য পোস্ট করুন