মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর [ হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য ] || Madhyamik Life Science Notes 2023
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন উওর [ হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য ] 

 
বিষয় হরমোন উৎসেচক
উৎপত্তিস্থল হরমোন তরুণ কোষ অথবা অনাল গ্রন্থ থেকে উৎপন্ন হয়। সকল সজীব কোশে উৎসেচক উৎপন্ন হয়।
পরিবহন নিঃসৃত হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। উৎসেচক সারা দেহে নালী পথে বাহিত হয়।
কর্মস্থল। হরমোন প্রধানত উৎসব থেকে দূরে গিয়ে তার ক্রিয়া করে। কিন্তু উৎসেচক উৎস স্থল এবং অন্যত্র সর্বত্র ক্রিয়া করে
ক্রিয়া পরবর্তী অবস্থা হরমোন তার ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিভিন্ন উপায়ে দেহ থেকে নির্গত হয়।


কিন্তু উৎসেচক কাজের পর অপরিবর্তিত থাকে অর্থাৎ উৎসেচক ধ্বংসপ্রাপ্ত নয়।।


Tags :
মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বাদের প্রশ্নোত্তর | হরমোন এবং উৎসেচক এর মধ্যে পার্থক্য | WBBSE Class 10 Life Science Question Answer | Madhyamik Life Science Question Answer | WB Class 10 Life Science Question Answer

Post a Comment

নবীনতর পূর্বতন