বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে পাস হওয়া বিভিন্ন আইনের তালিকা |
আজকেই ব্লগের মাধ্যমে আমি মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং উচ্চমাধ্যমিক ইতিহাস ইতিহাস তৃতীয় অধ্যায়ের ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিমিত সাম্রাজ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় " ভারতের কোন গভর্নর জেনারেলের আমলে কোন আইন পাস হয়েছিল তার একটি তালিকা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখান থেকে যেসব থাকে, তা হলো- কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল? কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাস করেছিলেন? মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ইত্যাদি।
বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে পাস হওয়া বিভিন্ন আইনের তালিকা || History Notes For Class 10 & 12
নিচের তালিকাটা ভালো করে দেখার জন্য নিজের ফোনটাকে Desktop Mode এ করে নাও।।
আইন | গভর্নর | কবে হয়েছিল | কোন ধরনের আইন |
---|---|---|---|
রেগুলেটিং অ্যাক্ট | ওয়ারেন হেস্টিং | ১৭৭৩ খ্রিস্টাব্দে | শাসনমূলক আইন |
পিটের ভারত শাসন আইন | ওয়ারেন হেস্টিং | ১৭৮৪ খ্রিস্টাব্দে | শাসনমূলক আইন |
সর্বশেষ ভারত শাসন আইন | লর্ড ডালহৌসি। | ১৮৫৮ খ্রিস্টাব্দে | শাসনমূলক আইন |
পাঁচশালা বন্দোবস্ত | ওয়ারেন হেস্টিংস | ১৭৭২ খ্রিস্টাব্দ | ভূমি বন্দোবস্ত মূলক আইন |
একশালা বন্দোবস্ত | ওয়ারেন হেস্টিংস | ১৭৭৭ খ্রিস্টাব্দ | ভূমি বন্দোবস্ত মূলক আইন |
দশসালা বন্দোবস্ত | লর্ড কর্নওয়ালিস | ১৭৮৯ খ্রিস্টাব্দে | ভূমি বন্দোবস্ত মূলক আইন |
চিরস্থায়ী বন্দোবস্ত | লর্ড কর্নওয়ালিস | ১৭৯৩ খ্রিস্টাব্দে | ভূমি বন্দোবস্ত মূলক আইন |
রায়েতওয়ার বন্দোবস্ত | লর্ড হেস্টিংস | ১৮২০ খ্রিস্টাব্দে | ভূমি বন্দোবস্ত মূলক আইন |
দ্বিতীয় সনদ আইন | লর্ড হেস্টিংস | ১৮১৩ খ্রিষ্টাব্দে | শাসন, শিক্ষামূলক মূলক আইন |
সতীদাহ বিরোধী আইন | লর্ড উইলিয়াম বেন্টিং | ১৮২৯ খ্রিষ্টাব্দে | সমাজ সংস্কার মূলক আইন |
বিধবা বিবাহ আইন | লর্ড ডালহৌসি | ১৮৫৬ খ্রিষ্টাব্দে | সমাজ সংস্কার মূলক আইন |
তিন আইন বা সিভিল ম্যারেজ অ্যাট | লর্ড মেয়ো | ১৮৭২ খ্রিষ্টাব্দে | সমাজ সংস্কার মূলক আইন |
ইলবার্ট বিল | লর্ড রিপন | ১৮৮৩ খ্রিষ্টাব্দে | বিচার ব্যবস্থা সংক্রান্ত আইন |
রাওলাট আইন | লর্ড চেমসফোর্ড | ১৯১৯ খ্রিষ্টাব্দে | দমনমূলক আইন |
দেশীয় সংবাদ পত্র আইন | লর্ড পিটন | ১৮৭৮ খ্রিষ্টাব্দে | দমনমূলক আইন |
দেশীয় অস্ত্র আইন | লর্ড পিটন | ১৮৭৮ খ্রিষ্টাব্দে | দমনমূলক আইন |
ভারতের স্বাধীনতা আইন | লর্ড মাউন্টব্যাটেন | ১৯৪৭ সালের ১৮ই জুলাই | স্বাধীনতা সংক্রান্ত আইন |