ভারতের বিভিন্ন শহরের উপনামের তালিকা 2023 |
ভারতের কোন শহরকে কী বলা হয়?
অথবা
ভারতের কোন শহর কি নামে পরিচিত?
অথবা,
ভারতের বিভিন্ন শহরের উপনামের তালিকা।।
শহরের নাম | উপনাম বা কী নামে পরিচিত |
---|---|
বেঙ্গালুরু | সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া |
কলকাতা | সিটি অফ জয় |
পুনে | Tech City Of India |
হাওড়া | ভারতের গ্লাসগো |
পুনে | দাক্ষিণ্যাতের রানী |
মনিপুর | পূর্ব ভারতের কাশ্মীর |
মাদুরাই | চন্দন গাছের মন্দির |
ত্রিপুরা | পঞ্চ পাহাড়ের দেশ |
চেন্নাই | ভারতের ডেট্রয়েট |
কোচি | প্রাচ্যের ভেনিস |
জয়পুর | গোলাপি শহর |
কার্শিয়াং | অর্কিডের শহর |
সুরাট | ভারতের দ্বার |
মুম্বাই | ভারতের প্রবেশদ্বার |
কলকাতা | পূর্ব ভারতের প্রবেশদ্বার |
আমেদাবাদ | ভারতের ম্যানচেস্টার |
দূর্গাপুর | ভারতের রূঢ় |
বর্ধমান | ভারতের ধানের গোলা |
নাগপুর | কমলালেবুর শহর |
দিল্লি | এশিয়ার রোম |
মুম্বাই | মুলধনের শহর |
কালিকট | ভারতের মশলার শহর |
লক্ষ্নৌ | ভারতের উদ্যান নগরী |
ছোটোনাগপুর মালভূমি | ভারতের খনিজ ভান্ডার |
কাশ্মীর | ভারতের ভূস্বর্গ |
যোধপুর | ভারতের নীল শহর |
নবদ্বীপ | বাংলার অক্সফোর্ড |
কোচি | আরব সাগরের রানী |
জামসেদপুর | ভারত ইস্পাত শহর |
শিলিগুড়ি | ডুয়ার্সের প্রবেশদ্বার |
কোয়েম্বাটুর | দক্ষিণ ভারতের ম্যানচেস্টার |
কানপুর | উওর ভারতের ম্যানচেস্টার |
আমৃতসার | ভারতের সোনালী শহর |
আসানসোল | কালো হীরের দেশ |