Som's Classroom PDF Notes- কোন কোন নোট রয়েছে? নোটে কী আছে এবং কিভাবে নোট নেবে?

0

 



আজকের বিষয় ; আমাদের কোন কোন বিষয়ের নোট রয়েছে এবং কিভাবে আমাদের ডিজিটাল নোট তোমরা কিনতে পারবে।

মাধ্যমিকের কোন কোন pdf নোটস রয়েছে?

এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে সমস্ত ক্লাসের পিডিএফ নোট বানানো সম্ভব হয়নি। বর্তমানে আমাদের চ্যানেলে দশম শ্রেণীর বা মাধ্যমিকের ইতিহাস ভূগোল, জীবন বিজ্ঞান,ভৌতবিজ্ঞান এবং সেই সঙ্গে বাংলার ডিজিটাল পিডিএফ নোট রয়েছে। যারা আমাদের চ্যানেল অনেকদিন থেকেই ফলো করো আশা করি তাদের জানা উচিত যে আমাদের পড়ানো কেমন হয় আর আমাদের নোটস কেমন হয়ে থাকে। আমাদের নোট ভালো নাকি খারাপ সেটা তখনই জানতে পারবে যখন আমাদের তোমরা নিজে কিনে দেখবে।।

একাদশ শ্রেণির নোট কোন নোট রয়েছে?

যেহেতু একাদশ শ্রেণীতে এখনো সবকিছু পড়ানো সম্ভব হয়নি,সেই কারণে একাদশ শ্রেণীর বেশিরভাগ বিষয়ের পিডিএফ নোটস নেই। কিন্তু একাদশ শ্রেণীর বাংলা নোট রয়েছে। একাদশ শ্রেণীর বাংলা নোটে সেই সমস্ত কিছু রয়েছে, যা একাদশ শ্রেণির সিলেবাস রয়েছে। সমস্ত কবিতা,গল্প, প্রবন্ধ এবং নাটক সহ সাহিত্যের ইতিহাসের যতগুলো বিষয় রয়েছে, সেই প্রত্যেকটি বিষয় থেকে প্রচুর সংখ্যক ছোট প্রশ্ন উত্তর এবং বড় প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০১৪ সাল থেকে ২০২৩ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার আশা সমস্ত প্রশ্ন-উত্তর ও একাদশ শ্রেণির এই ডিজিটাল নোটে দেওয়া হয়েছে।। তাই আমাদের নোট পড়লে, পরিক্ষায় এমন কোনো প্রশ্ন থাকবেনা যেটা তোমার কাছে অজানা বলে মনে হবে।।
আমাদের Whatsapp Group Join করতে এখানে ক্লিক করো।

কিভাবে আমাদের নোট কিনবে??

তোমাদের পিডিএফ আকারে নোট দেওয়া হবে। নোটের জন্য তোমাকে সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে। এরপর তুমি যে টাকা দিয়েছো সেটার স্ক্রিনশট আমাদের পাঠাতে হবে। তোমার স্ক্রিনশট পেয়ে গেলেই তোমাকে তোমার নোট দিয়ে দেওয়া হবে।। আমাদের নোট কেনার জন্য তোমরা আমাকে কল করতে পারো। ফোনে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে তুমি চাইলে আমাদের গ্রুপে জয়েন করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো।। আমাদের গ্রুপ লিঙ্ক; https://chat.whatsapp.com/LG8Jc6KgiGl1RsQVNufFvp.

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top