দর্শনের ধারণা অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উওর || WB Class 11 Philosophy Questions Answers 2024

5

আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের দর্শনের ধারণা-এর অনেক গুরুত্বপূর্ণ mcq & saq question answer শেয়ার করবো। একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়-দর্শনের ধারণা অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উওর 2024- এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।।


Table Of Content 
• একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন
• একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর
• দর্শনের ধারণা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় mcq 
• দর্শনের ধারণা অধ্যায়ের নোট
• একাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের নোট

একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়-দর্শনের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 2024

1 - " সংশয় থেকে দর্শনের উৎপত্তি " - কে একথা বলেছেন? 

উওর : রেনে দেকার্ত।

2 - ভারতীয় মতে দর্শন কি? 

উওর : ভারতীয় মতে দর্শন হলো সত্যের আত্মদর্শন অর্থাৎ নিজেকে দেখা বা জানা।

3 - Philosophy কথার অর্থ কি? 

উওর : জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ। 

4 - Philosophy শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? 

উওর : দুটি গ্রিক শব্দ Philos এবং Sophia থেকে Philosophy শব্দটি উৎপন্ন হয়েছে। 

5 - Philos কথার অর্থ কি? 

উওর : আগ্রহ বা অনুরাগ। 

6- sophia কথার অর্থ কি? 

উওর : জ্ঞান। 

7 - কে সর্বপ্রথম Philosopher কথাটি ব্যবহার করেছিলেন? 

উওর : পিথাগোরাস।

8- কার মতে বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি? 

উওর : প্লেটো। 

9- Critique Of Pure Reason গ্রন্থটির লেখক কে? 

উওর : দার্শনিক কান্ট।

10 - মেটাফিজিকস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 

উওর : অ্যারিস্টটল।

11-মানুষের আচার-আচরণ সম্পর্কীয় বিজ্ঞান কোনটি?

উওর : নীতিবিজ্ঞান

12-জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের কোন শাখায়?

উওর : জ্ঞানবিদ্যা।

13-অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কী?

উওর : অধিবিদ্যা

14-কোন শব্দের ধাতুগত অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ?

উওর : philosophy

15- "দর্শন' শব্দটির ইংরেজি প্রতিশব্দ?

উওর : philosophy

16-Philosophy" শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে?

উওর : Philos ও Sophia

17-দর্শনের সমস্যাটি কী? 

উওর : আন্তর সমস্যা

আরও পড়ুন👇

দর্শনের ধারণা অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || WB Class 11 Philosophy Questions Answers 2024

11 - " আমি চিন্তা করি। অতএব আমি আছি"- এ কথা কে বলেছেন? 

উওর : আমি চিন্তা করি। অতএব আমি আছি"- একথা বলেছিলেন আধুনিক দার্শনিক রেনে দেকার্ত।

12- দর্শনের সমস্যা কি?

উওর : দর্শনের সমস্যা হচ্ছে তাঁর আন্তর সমস্যা। অর্থাৎ দর্শনের স্বরূপ নির্ণয় করাই এর প্রধান সমস্যা।

13- জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি?

উওর : দর্শনের একটি অন্যতম শাখা হল জ্ঞানবিদ্যা। জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় হল জ্ঞান সংক্রান্ত নানা বিষয়। যেমন - জ্ঞান কী, জ্ঞানের উৎস কি, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়,জ্ঞানের শর্ত গুলি কি কি ইত্যাদি বিষয়।

14 - অধিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? 

উওর : দর্শনের একটি প্রধান শাখা হলো অধিবিদ্যা বা Metaphysics। যেসব ঘটনাকে আমাদের ইন্দ্রিয়ের বাইরে, যেমন কার্যকরন তত্ত্ব, চিৎ, অচিৎ, ঈশ্বর দেশ, সময় প্রভৃতি বিষয় গুলো অধিবিদ্যার আলোচ্য বিষয়।

আরও পড়ুন👇

15 - নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? 

উওর : দর্শনের যে শাখায় মানুষের আচার আচরণের ভালো মন্দের কথা আলোচনা করা হয়,তাই হলো নীতিবিদ্যা। সুতরাং মানুষের আচার-আচরণ,কার্যকলাপের ভালো-মন্দ বিচার করাই হলো নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। 

16 - কারা মনে করেন যে অধিবিদ্যা অর্থহীন? 

উওর : এ.জে.এয়ার,কারনাপ প্রমুখ যৌক্তিক দৃষ্টিবাদী দার্শনিকগণ অধিবিদ্যা কে অর্থহীন বলে মনে করেন।


17 - সমাজ দর্শনের আলোচ্য বিষয় কি? 

উওর : দর্শনের যে শাখায় শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক চরম ব্যাখ্যা দানের চেষ্টা করে,তাকে সমাজ দর্শন বলে। সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় হল সমাজের উদ্দেশ্য,আদর্শ ও মূল্য নিয়ে আলোচনা করা।।

18 - মেটাফিজিকস শব্দের বুৎপত্তিগত অর্থ কি? 

উওর : মেটাফিজিকস হলো দর্শনের একটি অন্যতম শাখা। মেটাফিজিকস শব্দটির Meta & Physics শব্দের মিলনে গঠিত। Meta শব্দের অর্থ হলো  অতিক্রান্ত এবং Physics কথার অর্থ হল দৃশ্যমান জগত। সুতরাং মেটাফিজিকস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো জগতের অতীত বা ইন্দ্রিয়াতীত জগৎ। 

19 - পাশ্চাত্য দর্শনের জনক কে

উওর : থ্যালেস।

20 - আধুনিক দর্শনের জনক কে? 

উওর : রেনে দেকার্ত


আশাকরি যে, আজকের একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় " দর্শনের ধারণা " এর অনেক গুরুত্বপূর্ণ mcq question answer / saq question answer উওর পেয়ে গেছো। যদি এই পোস্টটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

একটি মন্তব্য পোস্ট করুন

5মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top