আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের দর্শনের ধারণা-এর অনেক গুরুত্বপূর্ণ mcq & saq question answer শেয়ার করবো। একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়-দর্শনের ধারণা অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উওর 2024- এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।।


Table Of Content 
• একাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন
• একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর
• দর্শনের ধারণা অধ্যায়ের mcq প্রশ্ন উত্তর
• একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় mcq 
• দর্শনের ধারণা অধ্যায়ের নোট
• একাদশ শ্রেণির দর্শন দ্বিতীয় অধ্যায়ের নোট

একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়-দর্শনের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 2024

1 - " সংশয় থেকে দর্শনের উৎপত্তি " - কে একথা বলেছেন? 

উওর : রেনে দেকার্ত।

2 - ভারতীয় মতে দর্শন কি? 

উওর : ভারতীয় মতে দর্শন হলো সত্যের আত্মদর্শন অর্থাৎ নিজেকে দেখা বা জানা।

3 - Philosophy কথার অর্থ কি? 

উওর : জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ। 

4 - Philosophy শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? 

উওর : দুটি গ্রিক শব্দ Philos এবং Sophia থেকে Philosophy শব্দটি উৎপন্ন হয়েছে। 

5 - Philos কথার অর্থ কি? 

উওর : আগ্রহ বা অনুরাগ। 

6- sophia কথার অর্থ কি? 

উওর : জ্ঞান। 

7 - কে সর্বপ্রথম Philosopher কথাটি ব্যবহার করেছিলেন? 

উওর : পিথাগোরাস।

8- কার মতে বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি? 

উওর : প্লেটো। 

9- Critique Of Pure Reason গ্রন্থটির লেখক কে? 

উওর : দার্শনিক কান্ট।

10 - মেটাফিজিকস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 

উওর : অ্যারিস্টটল।

11-মানুষের আচার-আচরণ সম্পর্কীয় বিজ্ঞান কোনটি?

উওর : নীতিবিজ্ঞান

12-জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের কোন শাখায়?

উওর : জ্ঞানবিদ্যা।

13-অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা, তার নাম কী?

উওর : অধিবিদ্যা

14-কোন শব্দের ধাতুগত অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ?

উওর : philosophy

15- "দর্শন' শব্দটির ইংরেজি প্রতিশব্দ?

উওর : philosophy

16-Philosophy" শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে?

উওর : Philos ও Sophia

17-দর্শনের সমস্যাটি কী? 

উওর : আন্তর সমস্যা

আরও পড়ুন👇

দর্শনের ধারণা অধ্যায়ের SAQ প্রশ্ন উওর || WB Class 11 Philosophy Questions Answers 2024

11 - " আমি চিন্তা করি। অতএব আমি আছি"- এ কথা কে বলেছেন? 

উওর : আমি চিন্তা করি। অতএব আমি আছি"- একথা বলেছিলেন আধুনিক দার্শনিক রেনে দেকার্ত।

12- দর্শনের সমস্যা কি?

উওর : দর্শনের সমস্যা হচ্ছে তাঁর আন্তর সমস্যা। অর্থাৎ দর্শনের স্বরূপ নির্ণয় করাই এর প্রধান সমস্যা।

13- জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি?

উওর : দর্শনের একটি অন্যতম শাখা হল জ্ঞানবিদ্যা। জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় হল জ্ঞান সংক্রান্ত নানা বিষয়। যেমন - জ্ঞান কী, জ্ঞানের উৎস কি, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়,জ্ঞানের শর্ত গুলি কি কি ইত্যাদি বিষয়।

14 - অধিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? 

উওর : দর্শনের একটি প্রধান শাখা হলো অধিবিদ্যা বা Metaphysics। যেসব ঘটনাকে আমাদের ইন্দ্রিয়ের বাইরে, যেমন কার্যকরন তত্ত্ব, চিৎ, অচিৎ, ঈশ্বর দেশ, সময় প্রভৃতি বিষয় গুলো অধিবিদ্যার আলোচ্য বিষয়।

আরও পড়ুন👇

15 - নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? 

উওর : দর্শনের যে শাখায় মানুষের আচার আচরণের ভালো মন্দের কথা আলোচনা করা হয়,তাই হলো নীতিবিদ্যা। সুতরাং মানুষের আচার-আচরণ,কার্যকলাপের ভালো-মন্দ বিচার করাই হলো নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। 

16 - কারা মনে করেন যে অধিবিদ্যা অর্থহীন? 

উওর : এ.জে.এয়ার,কারনাপ প্রমুখ যৌক্তিক দৃষ্টিবাদী দার্শনিকগণ অধিবিদ্যা কে অর্থহীন বলে মনে করেন।


17 - সমাজ দর্শনের আলোচ্য বিষয় কি? 

উওর : দর্শনের যে শাখায় শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক চরম ব্যাখ্যা দানের চেষ্টা করে,তাকে সমাজ দর্শন বলে। সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় হল সমাজের উদ্দেশ্য,আদর্শ ও মূল্য নিয়ে আলোচনা করা।।

18 - মেটাফিজিকস শব্দের বুৎপত্তিগত অর্থ কি? 

উওর : মেটাফিজিকস হলো দর্শনের একটি অন্যতম শাখা। মেটাফিজিকস শব্দটির Meta & Physics শব্দের মিলনে গঠিত। Meta শব্দের অর্থ হলো  অতিক্রান্ত এবং Physics কথার অর্থ হল দৃশ্যমান জগত। সুতরাং মেটাফিজিকস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো জগতের অতীত বা ইন্দ্রিয়াতীত জগৎ। 

19 - পাশ্চাত্য দর্শনের জনক কে

উওর : থ্যালেস।

20 - আধুনিক দর্শনের জনক কে? 

উওর : রেনে দেকার্ত


আশাকরি যে, আজকের একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় " দর্শনের ধারণা " এর অনেক গুরুত্বপূর্ণ mcq question answer / saq question answer উওর পেয়ে গেছো। যদি এই পোস্টটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো পড়ে দেখো।

5 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন