স্বাধীনতা দিবসের কুইজ : আজকের এই ব্লগ পোস্টটি হবে একটু আলাদা। আজকে যারা নিজেদের বিদ্যালয়ে 15ই আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের জন্য আজকে রয়েছে Independence Day Special Quiz. এই কুইজে তোমরা স্বাধীনতা সংগ্রাম বা ভারতের স্বাধীনতা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। আশাকরবো আজকের এই স্বাধীনতা দিবসের স্পেশাল কুইজ থেকে অনেক কিছু জানতে পারবে।।
Quiz Application
you'll have 15 second to answer each question.
Start The Quiz
Quiz Result
HTML Quiz Generator
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Start Again
Go To Home
Quiz Answers
ভারতের জাতীয় নীতিবাক্য কী? - সত্যমেব জয়তে প্রথমবার কোথায় ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল? - কলকাতা (১৯০৬ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট) সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? - মুণ্ডক উপনিষদ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? - ৩:২ মিটার স্বাধীনতা দিবসে লালকেল্লায় কে প্রথম পতাকা উত্তোলন করেন? - প্রধানমন্ত্রী অশোক স্তম্ভে কয়টি সিংহ রয়েছে? - চার ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? - পিঙ্গালী ভেঙ্কাইয়া ভারতের জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে? - ৫২ সেকেন্ড স্বাধীনতার আগে বিদেশের মাটিতে কোথায় প্রথম ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল? - স্টুটগার্ডে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধামন্ত্রী কে ছিলেন? - ক্লিমেন্ট এটলি ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? - ১৯৪৭ সালের ২২শে জুলাই ভারতের জাতীয় পতাকায় অশোকচক্রে কয়টি স্পোক থাকে? - ২৪ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? - পি.এন. ঠাকুর (রাসবিহারী বসু) ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? - ১৯৫০ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? - ১৯১৯ খ্রিষ্টাব্দের ১৩ই এপ্রিল কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন? - জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ভারতের নৌ বিদ্রোহ কবে হয়েছিল? - ১৯৪৬ ব্যক্তি হিসাবে সর্ব প্রথম কে গণপরিষদ গঠনের কথা বলেছিলেন? - মানবেন্দ্রনাথ রায় ( নরেন্দ্রনাথ ভট্টাচার্য ) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গর্ভনর জেনারেল কে ছিলেন? - চক্রবর্তী রাজা গোপালাচারী সর্ব প্রথম কোন দিনটিতে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়? - ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে ছিলেন? - ক্ষুদিরাম বোস
মাধ্যমিক ও একাদশ শ্রেণির বিভিন্ন বিষয়ের পিডিএফ স্বল্পমূল্যে কেনার জন্য 8927073419- নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আজকের জন্য রয়েছে বিশেষ ছাড়
Tags ; স্বাধীনতা দিবসের কুইজ | 15ই আগস্টের কুইজ প্রতিযোগিতা | স্বাধীনতা দিবসের অনলাইন কুইজ প্রতিযোগিতা | Independence Day Quiz Competition In Bengali | 15th August Online Quiz Competition In Bengali
একটি মন্তব্য পোস্ট করুন