আজকের এই মকটেস্ট টি একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য।। কারণ আজকে আমরা একাদশ শ্রেণির বাংলা " তেলেনাপোতা আবিষ্কার " গল্পের ওপর একটি মকটেস্ট আয়োজন করেছি।। আজকের এই পোস্টে আমরা তেলেনাপোতা আবিষ্কার mcq প্রশ্ন উওর, অনলাইন মকটেস্ট হিসেবে তুলে ধরেছি। কর্তার ভূত গল্পের এই প্রশ্ন গুলি খুবই গুরুত্বপূর্ণ।।
আরও দেখুন 👇
একাদশ শ্রেণির সাহিত্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোওর
Quiz Application
you'll have 15 second to answer each question.
Start The Quiz
Quiz Result
HTML Quiz Generator
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Start Again
Go To Home
Quiz Answers
তেলেনাপোতা আবিষ্কার গল্পে কোন মাসের কথা উল্লেখ করা হয়েছে - ভাদ্র মাসের মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত? - 30 মাইল গল্পকথক এর মতে যে দিনটিতে যোগাযোগ করলে তেলেনাপোতা আবিষ্কার করা যায়, সেই দিনটি হল - - মঙ্গলবার গরুর গাড়ির গাড়োয়ান কোন জিনিসটি বাজাচ্ছিল? - ক্যানেস্তারা " হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙ্গবে " - জলে শব্দ হওয়ার কারণ কি? - একটি মেয়ে পিতলের ঝকঝকে কলশিতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে তেলেনাপোতা আবিষ্কার গল্পে রামায়ণের কোন চরিত্রের উল্লেখ আছে - কুম্ভকর্ণ তেলেনাপোতা আবিষ্কার গল্পে কোন জিনিস ফুরোয় না বলে মনে হয়? - সময় আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। - আপনার আসল উদ্দেশ্যটা হলো - - মাছধরা সেই অপরিচিত মেয়েটি গল্পকথককে হঠাৎ করে কি বলবে? - টান দিন তেলেনাপোতা আবিষ্কার করতে হলে বেরোতে হবে - - বিকেল বেলায় কোথা থেকে গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি বেরিয়ে এসেছে বলে মনে হবে - - বামনের দেশ থেকে যামিনীর মা যার জন্য অপেক্ষা করে আছে, সে হলো - - নিরঞ্জন " তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাব না "- এখানে বক্তা কে? - যামিনীর মা কলকাতায় ফিরে গল্পকথক এর তেলেনাপোতার স্মৃতি কেমন বলে মনে হবে? - অবাস্তব কুয়াশার কল্পনামাত্র তেলেনাপোতা আবিষ্কার গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? - কুড়িয়ে ছড়িয়ে " একটু এখানে শুনে যাও মণিদা " - বক্তা কে? - যামিনী যেই ছায়ামূর্তিটি গল্পকথক এর মনে বিশ্বয় উৎপাদন করেছিল, সেই ছায়ামূর্তীটি ছিল.- - যামিনীর তেলেনাপোতা আবিষ্কার গল্পে গল্পকথক এবং তার বন্ধুদের সঙ্গে রক্তের সম্পর্ক স্থাপন করতে আসবে- - মশা তেলেনাপোতা আবিষ্কার গল্পের ছিপ ফেলে বসে থাকা গল্পকথকের সঙ্গে যেন উপহাসে ও বিদ্রুপ করবে - - মাছরাঙা " নিরঞ্জন আর কখনোই ফিরে আসবে না " তার কারণ- - তার বিয়ে হয়ে গেছে
একাদশ শ্রেণির বাংলা সম্পূর্ণ সিলেবাসের ডিজিটাল পিডিএফ নোটস পেতে চাইলে, 8388986727- এই নম্বরে কল করো। আজকের জন্য রয়েছে বিশেষ ছাড়%
একটি মন্তব্য পোস্ট করুন