আজকের এই পোস্টে আমরা দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় বা মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের 2,4 এবং 8 মার্কের প্রশ্নের কিছু সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশাকরি তোমাদের সামনের 2024 মাধ্যমিক ইতিহাস পরিক্ষায় এই প্রশ্নগুলো কমন পড়বে।। এখান থেকে যেইসমস্ত প্রশ্ন 2023 সালের মাধ্যমিক পরিক্ষায় এসে গেছে, সেগুলো বাদ দিয়ে বাকি প্রশ্ন গুলো ভালো করে পড়ে রাখো।।
প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর 2024 || দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উওর 2024
1 - বিপ্লব কথাটির অর্থ কী?
উ- আমুল পরিবর্তন।
2- ভারতে কবে প্রথম অরন্য আইন পাস হয়েছিল?
উ- 1865 খ্রিষ্টাব্দে।
3 - 1878 খ্রিষ্টাব্দের অরণ্য আইনে, ভারতীয় অরণ্যকে কয়টি স্তরে ভাগ করা হয়েছিল??
উ - তিনটি স্তরে ভাগ করা হয়েছিল।
4- প্রথম পর্বের চুয়ার কে বিদ্রোহ নেতৃত্বে দিয়েছিলেন?
উ - জগন্নাথ ধল।
5 - হুল কথাটির অর্থ কী?
উ - সাঁওতালদের বিদ্রোহ।
6- দামিন - ই - কোহ কথাটির অর্থ কী?
উ - পাহাড়ের প্রান্তদেশ।
7- সুই মুন্ডা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
উ - কোল বিদ্রোহের সাথে।
8- কাকে বাংলার নানাসাহের বলা হত?
উ - রামরতন মল্লিককে।
9- কে মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত ছিলেন?
উ- রানি শিরোমণি ।।
10- কোল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল?
উ- ছোটোনাগপুরের রাচিতে।।
11- দিকু শব্দের অর্থ কী? অথবা, কাদের দিকু বলা হতো?
উ- উপাজাতি অধ্যুষিত অঞ্চলে বহিরাগয় মহাজনদের দিকু বলা হতো।।
12- উলগুলার বলতে কী বোঝায়?
উ- উলগুলার বলতে বোঝায় ভয়ংকর বিশৃঙ্খলা।
13- খুৎকাঠি, বা খুন্তকটি প্রথার মানে কী?
উ - জমির যৌথ মালিকানা।।
14 - ঔপনিবেশিক ভারতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কী?
উ - সন্ন্যাসী ফকির বিদ্রোহ।।
15- তরিকা- ই- মহম্মদীয়া কথার অর্থ কী?
উ- মোহম্মদ নির্দেশিত পথ।
16- ভারতে সর্বপ্রথম ওয়াহাবী আন্দোলনের সুচনা করেছিলেন কারা?
উ- দিল্লির শাহ ওয়ালিউল্লশ এবং তার ছেলে আজিজ।।
17- ভারতে ওয়াহাবী আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উ- উওরপ্রদেশের রায়বেরিলির বাসিন্দা - " সৈয়দ আহমেদ" -কে।
18- কে? বাংলায় ওয়াহাবী আন্দোলন শুরু করেছিলেন।
উ- মির নিশার আলি ( তিতুমীর )
19- ফরাজি শব্দের অর্থ কী?
উ- ইসলাম - নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য।।
20- দুদুমিয়াঁর আসল নাম কী?
উ- মহম্মদ মহসীন।।
21- দাদন কথার অর্থ কী?
উ- অগ্রিম অর্থ
22- ভারতের প্রথম নীলকর কে ছিলেন?
উ- লুই বোনার্ড
23- বাংলার ওয়াট টাইটেলার নামে কারা পরিচিত?
উ- বিষ্ণুচরন বিশ্বাস, ও দিগম্বর বিশ্বাস..
24- নীল দপর্ন নাটকের ইংরেজি অনুবাদকের নাম কী?
উ- মাইকেল মধুসুদন দও।
25 -নীল দপর্ন নাটকের ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেছিলেন?
উ- জেমস রেভালেন্ড লং।
26- নীল বিদ্রোহ প্রথম কবে শুরু হয়েছিল?
উ- 1859 খ্রিষ্টাব্দে।
27 - নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল?
উ- কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে।।
প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের 2 মার্কের সাজেশন 2024 || দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় 2 মার্কের সাজেশন 2024
1- বিপ্লব বলতে কি বোঝো?
( মাধ্যমিক 2017)
2- বিপ্লব, বিদ্রোহ এবং অভ্যুত্থান কাকে বলে?
3- কোল বিদ্রোহের দুটি কারন লেখ।
( মাধ্যমিক 2018)
4- তিনকাঠিয়া প্রথা কি?
5- তিতুমীরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো।
6- মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
7- সাঁওতাল বিদ্রোহের কারণ বা ফলাফল বা উদ্দেশ্য কি ছিল?
8-তরিকা-ই-মহম্মদীয়া সম্পর্কে লেখ।
9- বাংলার ওয়াহাবী আন্দোলন সম্পর্কে আলোচনা করো
10-নীলকর সাহেবরা কিভাবে নীল চাষীদের ওপর অত্যাচার করতো? তা সংক্ষেপে আলোচনা করো।
( মাধ্যমিক 2017)
11-খুৎকাঠি প্রথা বলতে কি বোঝো?
12- দুদু মিয়া স্বরণীয় কেন?
13-ফরাজী আন্দোলন সম্পর্কে লেখো
14" ফরাজী আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল?
15- পাগলপন্থী বিদ্রোহ কী?
16- দামিন -ই কোহ বা দামিন-ই কোহী বলতে কী বোঝায়?
17- রংপুর বিদ্রো সম্পর্কে লেখো।
18- সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন?
19- নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল?
20- বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য কি?
21- মুন্ডা উলগুলান বলতে কি বোঝায়?
22- ওয়াহাবী কি? ভারতের ওয়াহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো।।
প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের 4 মার্কের সাজেশন 2024 || দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় 4 মার্কের সাজেশন 2024
1- সাওতাল বিদ্রোহের কারণ,বা, বৈশিষ্ট্য, অথবা এর ফলাফল সম্পর্কে লেখো।
2- তিতুমীরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
3-সাঁওতাল বিদ্রোহের কারণগুলি বা বৈশিষ্ট্য গুলি বা ফলাফলগুলি লেখো
4- তিতুমীরের বারাসাত বিদ্রোহ ও তিতুমীরের বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল??
5- টীকা লেখ- সাঁওতাল বিদ্রোহ, অথবা, কোল বিদ্রোহ।
6- কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার ভারতের অরণ্য আইন প্রণয়ন করেছিল?
(মাধ্যমিক দু হাজার আঠারো)
7- 1855 খ্রিষ্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? (মাধ্যমিক দু হাজার সতেরো,)
8- নীল বিদ্রোহহের কারণগুলির সংক্ষেপে লেখো।
9- বাংলায় ওয়াহাবী আন্দোলন সম্পর্কে লেখো।
প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের 8 মার্কের সাজেশন 2024 || দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় 8 মার্কের সাজেশন 2024
1 - নীল বিদ্রোহের কারণ ও ফলাফল গুলি লেখো।
2- মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো।
3- বাংলায় ওয়াহাবী আন্দোলনে তিতুমীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
অথবা,
বাংলায় ওয়াহাবী আন্দোলন সম্পর্কে লেখো।
4- সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্বগুলো লেখো।
( মাধ্যমিক দুই হাজার আট)
5- ফরাজি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অথবা,
ফরাজি আন্দোলনের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।
Tags : Madhyamik History Suggestion 2024 | WB Class 10 History Suggestion 2024 3rd Chapter | Madhyamik History 3rd Chapter Suggestion 2024 | প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশন 2024 || দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় সাজেশন 2024
Ami khub help pelam ai question gulo peye
উত্তরমুছুনSo sir k janai thanks 😊
একটি মন্তব্য পোস্ট করুন