আজকের এই ব্লগ পোস্টে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় বা মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের MCQ এবং 2 মার্কের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করা হবে।।
পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের MCQ,SAQ প্রশ্ন উওর 2024 || Madhyamik Physical Science Notes 2024
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো👉 : Click Here
1- বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর টির নাম কি?
উত্তর - বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হল -"ট্রপোস্ফিয়ার" ।
2- বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি সংঘটিত হয়?
3- বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয়?
উত্তর - বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটিকে ক্ষুব্ধমন্ডল বলা হয় ।
4- উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কীভাবে পরিবর্তিত হয় কিভাবে কমতে থাকে?
উত্তর - ট্রপোস্ফিয়ার অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিমি উচ্চতা বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রী সেলসিয়াস হারে কমতে থাকে ।।
- ট্রপোপজ বলতে কী বোঝায়?
5- ট্রপোপজ কাকে বলে??
উত্তর- ট্রপোপজ বলতে বোঝায় ট্রপোস্ফিয়ারের উর্ধ্বসীমানায় ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার সংযোগস্থলে বায়ুর উষ্ণতা কমেও না ! এবং বায়ুর উষ্ণতা বাড়েও না ! সেখানে বায়ুর উষ্ণতা ধ্রুবক থাকে ! এবং সেই অঞ্চলকে ট্রপোপজ বলা হয়।।☆বিজ্ঞাপন☆
দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ডিজিটাল পিডিএফ নোট পেতে চাইলে আজই যোগাযোগ করো- 8388986727 নম্বরে।
6- বায়ুমন্ডলের কোন দুটি স্তরের মধ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে??
উত্তর- বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের এবং মেসোস্ফিয়ার স্তরের মধ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে ।
7 -বায়ুমন্ডলের কোন স্তর কে শান্ত মন্ডল বলা হয়?
উত্তর- বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে শান্ত মন্ডল বলা হয়।।
8 --বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে জেট বিমান চলাচল করে???
- উত্তর - বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে জেট বিমান চলাচল করে।।9- বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে মৌক্তিক মেঘ ,(Nacreous Cloud , or " Mother Of Pearl ) দেখা যায়??
- উত্তর- বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মৌক্তিক মেঘ ,(Nacreous Cloud , or " Mother Of Pearl ) দেখা যায় ।।10- বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে ওজোন স্তর রয়েছে??
- উত্তর - বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে ওজোন স্তর রয়েছে।।
11-- বায়ুমন্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়??
উত্তর- স্ট্রাটোস্ফিয়ার ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়।।
12 -সর্বপ্রথম কোন বিজ্ঞানী ওজোন গ্যাসের অস্তিত্বের কথা বলেছিলেন??
- উত্তর - বিজ্ঞানী সি.এফ.স্কোনবি সর্বপ্রথম ওজোন গ্যাসের অস্তিত্বের কথা বলেছিলেন ।।।13- কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে বলেছিলেন??
- উত্তর- বিজ্ঞানের ডবসন সর্বপ্রথম 1950 খ্রিস্টাব্দে ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে বলেছিলেন।।14-- কোন এককের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়?
- উত্তর - ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে।।15 - কোন বিজ্ঞানী ওজোন গ্যাসের সংকেত আবিষ্কার করেছিলেন??
- উত্তর - বিজ্ঞানী জে.এল.সোরেট ওজোন গ্যাসের সংকেত আবিষ্কার করেছিলেন।।16- গ্রীন হাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবচাইতে বেশি??
- উত্তর - গ্রীন হাউসের প্রভাব সৃষ্টিতে কার্বন-ডাই-অক্সাইড (CO2) এর অবদান সবচাইতে বেশি।।17 - ওজোন স্তর ধ্বংসের সি.এফ.সি - এর ভূমিকা কি??
- উত্তর -ওজোন স্তর ধ্বংসে সি.এফ.সি অনুঘটকের কাজ করে।।18 - CFC -(সি.এফ.সি )এর পুরো নাম কি??
- উত্তর - সি.এফ.সি এর পুরো নাম হল ক্লোরোফ্লুোরো কার্বন।।19 -- স্প্রে বোতলে থাকা কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংস করে??
উত্তর -স্প্রে বোতলে থাকা সি.এফ.সি গ্যাসটি ওজোন স্তর ধ্বংস করে।।20- স্ট্রাটোস্ফিয়ার এর ওজোন স্তর , সূর্য থেকে আগত কোন রশ্মিকে শোষণ করে নেয়??
- উত্তর- ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় ।।
21- বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি??
- উত্তর - বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম হল মেসোস্ফিয়ার ।।
22- বায়ুমন্ডলের কোন স্তরে মহাকাশ থেকে আগত সমস্ত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়??
- উত্তর - বায়ুমণ্ডলের -"মেসোস্ফিয়ার "- স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়।।23- বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে নৈশদ্যুতি মেঘ (Noctilucent Cloud) দেখা যায় ???
- উত্তর- বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরের মধ্যে নৈশদ্যুতি মেঘ (Noctilucent Cloud) দেখা যায় ।।
24 - বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়??
- উত্তর - মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায় বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে ।।25 -বায়ুমন্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়??
- উত্তর -বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার , বা থার্মোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়।।26 - বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়??
- উত্তর- বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার , বা আয়োস্ফিয়ার অঞ্চলে মেরুপ্রভা মেরুজ্যোতি সৃষ্টি হয়।।27 - বায়ুমন্ডলের কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে??
-
-উত্তর -বায়ুমন্ডলের এক্সোস্ফিয়ার স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে।।28 -*বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?
- উত্তর -বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর টির নাম হল -- "ম্যাগনেটোস্ফিয়ার " ! বা এক্সোস্ফিয়ার ।।
29 -কোন জ্বালানিতে কার্বন নেই কিন্তু কার তাপন মূল্য অনেক বেশি??
উত্তর- হাইড্রোজেন হলো এমন একটি গ্যাস- যার মধ্যে কার্বন নেই কিন্তু এর তাপন মূল্য অনেক বেশি।।30- কি দ্বারা সৌর কোশ নির্মিত হয়??
- উত্তর - অর্ধপরিবাহী পদার্থ দ্বারা সৌর কোশ নির্মিত হয়।।31-- বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করার জন্য বায়ুর ন্যূনতম গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হওয়া উচিত??
- উওর- বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করার জন্য বায়ুর ন্যূনতম গতিবেগ হওয়া দরকার ঘন্টায় 15 কিমি ।।
32--- বায়োগ্যাসের মুল উপাদান কী??
উ- বায়োগ্যাসের মুল উপাদান হলো মিথেন।।
33- বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিনত করে তাদের কি বলা হয়??
- উত্তর- বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিণত করে তাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে ।।
পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের 2 মার্কের প্রশ্ন উওর 2024 || Madhyamik Physical Science Questions Answers 2024
34- মিথানোকক্কাস কি??
35 - মিথেন হাইড্রেট কি??
-- উত্তর-- মিথেন হাইড্রেট হল নির্দিষ্ট মানের চাপ এবং তাপমাত্রায় জলের অনুগুলির খাঁচার মতো গঠন করে এবং তার মধ্যে মিথেন অনুগুলি থাকে ,একে মিথেন হাইড্রেট বলে।।
36- মিথেন হাইড্রেট এর সংকেত কি??
- উত্তর -মিথেন হাইড্রেট এর সংকেত হলো 4CH4, 23H2O।।37- সৌরকোশের ব্যবহার কী??
উ- সূর্যের আলোকশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়।
38 - এল.পি.জি - LPG-এর সম্পূর্ণ কথাটি কী??
উ- এল.পি.জি - LPG-এর সম্পূর্ণ কথাটি হলো লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)।।
39- সৌর কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়??
-উত্তর -সৌরকোষে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।।
40- ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাসটি সবচেয়ে বেশি দায়ী??
- উত্তর- ওজোন স্তর ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো ক্লোরোফ্লুরো কার্বন গ্যাসটি।।
41 -বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি??
-
- উত্তর -; বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ।। বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসে র পরিমাণ হলো প্রায় 78.08 শতাংশ।।দশম শ্রেণির ভৌতবিজ্ঞান সাজেশন।। পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।
1- বায়ুমণ্ডল কাকে বল?
উত্তর - পৃথিবী কে ঘিরে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে তাকে বায়ুমন্ডল বলে ।। এই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে।।
2- বায়ুমণ্ডলের প্রমাণ চাপের মান কত??
-
- উওর - সমুদ্রপৃষ্ঠের জিরো ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে।।3- ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা পৃথিবীর ছাদ বলা হয় কেন???
-- উত্তর - সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি পৃথিবীর জীবকুলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর !!
- যদি সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে এসে পৌঁছায় তাহলে আমাদের তো ক্ষতি হবেই!! তার সাথে সাথে আমাদের সমস্ত পরিবেশ এবং জীবকুলেরও ক্ষতি হবে
কিন্তু এই মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই স্ট্রাটোস্ফিয়ার এর অন্তর্গত ওজোন স্তর ক্ষয় করে না এবং পৃথিবী কে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে তাই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা , বা পৃথিবীর ছাদ বলা হয়।।।
4- ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়??
উওর; ওজোন স্তর প্রধানত দুটি ধাপে সম্পন্ন হয়--প্রথম ধাপে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেনের অণুতে ভেঙে পরমাণু তে পরিণত করে।।।
-দ্বিতীয় ধাপে একটি অক্সিজেন অনুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে ওজন অণুর গঠন করে এবং এভাবেই অনুসারে সৃষ্টি হয়।।
5- ওজোনস্তর ধ্বংস হলে কি ক্ষতি হতে পারে??
-- উত্তর - ওজন স্তর ধ্বংস হলে হলে আমাদের সহ, আমাদের পরিবেশ এবং বাকি সমস্ত জীবকুলের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।।।তার মধ্যে প্রধান ক্ষতি গুলি হল-
- প্রথমত- পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে
- দ্বিতীয়তঃ বরফ প্রধান দেশের বরফ গলে যাবে!! যার ফলে সমুদ্রের জলের উচ্চতা আরো বেশি বেড়ে যাবে।
- তৃতীয়তঃ ওজন স্তর ধ্বংস হলে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে এসে পড়বে!! যার ফলে আমাদের শরীরে চামড়ার ক্যান্সার দেখা যাবে।।।
-
6-বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো??
* উত্তর- বর্তমানে বিভিন্ন কারণে কার্বন-ডাই-অক্সাইড,ক্লোরোফিল কার্বন,এবং মিথেন গ্যাসের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।। এবং এসব গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীপৃষ্ঠে প্রতিদিন ইনফ্রারেড রশ্মি বায়ুমন্ডলের বেশি পরিমাণে শোষিত হচ্ছে তাই পৃথিবীর গড় উষ্ণতা প্রতিবছর 0.05 ডিগ্রী সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে।। এবং এরকমভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়াকেই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে।।
7- বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায় গুলি কি কি??
- বিশ্ব উষ্ণায়ন কমানোর প্রধান উপায়গুলি হল- প্রথমত - আমাদের গাছ কাটা নিয়ন্ত্রণ করতে হবে এবং যতটা সম্ভব আমাদের গাছ লাগিয়ে তার পরিচর্যা করে, পৃথিবীতে গাছের সংখ্যা বাড়াতে হবে।। এবং আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কমাতে হবে !!-
- দ্বিতীয়তঃ আমাদের যেভাবেই হোক আমাদের পরিবেশে এসি, রেফ্রিজারেটর ইত্যাদি যন্ত্রপাতি ব্যবহার কম করে সি.এফ.সি বা ক্লোরোফ্লুরো কার্বন এর উৎপাদন বন্ধ করতে হবে ।
তৃতীয়তঃ আমাদের বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেমন- কয়লা ,পেট্রোলিয়াম ,ইত্যাদি ব্যবহার কমিয়ে আমাদের অচিরাচরিত শক্তি গুলি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাঁটা শক্তি ,ইত্যাদি শক্তির ব্যবহার করা শুরু করতে হবে ।। যাতে আমাদের পরিবেশ আরও দূষিত না হয়।।
8- জ্বালানি কাকে বলে??
-- উ- চুল্লিতে অথবা তাপ ইঞ্জিনে কোন পদার্থের জারণ কিংবা কোন পরিবর্তন ঘটিয়ে, সেই পদার্থ থেকে ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন করা যায় , সেই পদার্থকে জ্বালানি বলা হয় ।।
-
যেমন -এল.পি.জি , কয়লা।।
9- জ্বালানির তাপন মূল্য কাকে বলে??
-- উত্তর -একক ভরের কোন জ্বালানি কে সম্পূর্ণ দহনে পরে তার থেকে যে তাপশক্তি উৎপন্ন হয় ,তাকে ওই জ্বালানির তাপন মূল্য।
10- জীবাশ্ম জ্বালানি কাকে বলে???
-- উত্তর - লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা , উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভের চাপ এবং তাতে ও অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার ফলে ,বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়ে যে জ্বালানি সৃষ্টি করে ,তাকে জীবাশ্ম জ্বালানি বলে ।।।
- যেমন -পেট্রোল ,ডিজেল, কয়লা ইত্যাদি!
11- পুনর্নবীকরণযোগ্য শক্তি , বা নবীকরণযোগ্য শক্তি, বা অচিরাচরিত শক্তি বলতে কী বোঝো??
-- যেসবশক্তির উৎস গুলির ব্যবহার সাম্প্রতিককালে শুরু হয়েছে, এবং যে শক্তিগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলেও সেগুলো কখনোই শেষ হয়ে যাবে না বা শেষ হওয়ার ভয় থাকে না! সেই শক্তিগুলিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি! বা নবীকরণ যোগ্য শক্তি! বা অচিরাচরিত শক্তি বলে ।।
- যেমন - সৌরশক্তি , বায়ুশক্তি , জোয়ার ভাঁটা শক্তি।
12- অনবীকরণ যোগ্য শক্তি, বা চিরাচরিত শক্তি কাকে বলে???
- উত্তর- যেসব শক্তির উৎস গুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে সেগুলি শেষ হয়ে আসছে !বা শেষ হয়ে যাওয়ার ভয়ে থাকে , এবং যেগুলি একবার শেষ হয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় !! সেই সকল শক্তিগুলিকে অনবীকরণ যোগ্য শক্তি বা চিরাচরিত শক্তি বলে ।।
- যেমন - পেট্রোলিয়াম , কয়লা , ডিজেল ইত্যাদি
13- জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে??
উত্তর- মানুষ ও অন্যান্য প্রাণীদের মলমূত্র, রান্নাঘরের শাক সবজির খোসা এবং অন্যান্য পচনশীল বস্তু একটি বড় আবদ্ধ প্রকোষ্ঠে দেখে মিথানোজেনিক ব্যাকটেরিয়া সাহায্যে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে দাহ্য গ্যাস উৎপন্ন করা হয় , তাকে জৈব গ্যাস বায়োগ্যাস বলে।।14- পাওয়ার অ্যালকোহল কাকে বলে???
-- উওর- সাধারণত বায়োইথানল কে পেট্রোলিয়াম সাথে বা গ্যাসোলিনের সাথে মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ।। এবং বায়োইথানল এর সঙ্গে পেট্রোলিয়ামের অথবা বায়োইথানল সঙ্গে গ্যাসোলিনের এই মিশ্রিত জ্বালানির অপর নামই হলো পাওয়ার অ্যালকোহল ।।
15- স্থিতিশীল উন্নয়ন কি??
অথবা ,
স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি??
অথবা ,
স্থিতিশীল উন্নয়ন কাকে বলে??
- উত্তর- স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে সম্পদকে এমন ভাবে ব্যবহার করা হয় যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হবে ।। সুতরাং ভবিষ্যতকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি করাই হলো এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ।। এবং এই পরিকল্পনাই হলো স্থিতিশীল উন্নয়ন ।।
16-- সুইট গ্যাস কি??
উত্তর- কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন এর মধ্যে সাধারণত বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে না !! এবং হাইড্রোজেন সালফাইড বিহীন মিথেন গ্যাসকেই সুইট গ্যাস বলে।।।
17-- CBM -কি???
উত্তর - প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন কয়লা খনি থেকে পাওয়া মিথেনকে সি.বি.এম বা coal bed Methane মিথেন বলে।।।
ধন্যবাদ।।