মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে করা হবে?? কিভাবে তোমাদের মার্কশিট তৈরি  করা হবে??



WBBSE Madhyamik update
WBBSE Madhyamik update


          WBBSE Madhyamik update


2021 সালের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিছু দিন আগেই জানানো হয়েছিল যে  তাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে।। কিন্তু তারপরে বোর্ড এ বিষয় নিয়ে কোনো কথাই বলে নি যে আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের মাছের কিভাবে তৈরি করা হবে বা আমাদের যে পরীক্ষা বাতিল করা হলো!! তাহলে আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর মার্কেটে কিভাবে নম্বর দেওয়া হবে এ বিষয় নিয়ে গতকালকেই একটি সাংবাদিক সম্মেলনে বোর্ড এর তরফ থেকে সেই সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হয়েছে।। যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নম্বর বিভাজন কিভাবে করা হবে এবং কতদিনের মধ্যে করা হবে!!




WBBSE Madhyamik Latest update


- তোমাকে নম্বর দেওয়া হবে তাতে সন্তুষ্ট না হলে কি করবে????

শুরুতেই বলি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের যে বিকল্প মূল্যায়ন পদ্ধতি আছে তাতে গাণিতিক  ফর্মুলার কথা বলা হচ্ছে! সেই ফর্মুলা অনুযায়ী তুমি যে mark sheet পাবে তাতে যদি সন্তুষ্ট না হও! তাহলে পর্ষদ এবং সংসদের বক্তব্য অনুযায়ী - পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে অর্থাৎ যারা তাদের প্রাপ্ত নাম্বার নিয়ে সন্তুষ্ট হবে না!! যারা মনে করছো না আমি পরীক্ষা দিলে হয়তো এর থেকে বেশি ভালো রেজাল্ট করতে পারি!! তাদের জন্য বোর্ড আলাদা ব্যবস্থা করবে।।। যেহুতু বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সবকিছুরই খুবই খারাপ অবস্থা!!  সেজন্যই যখন পরিস্থিতি স্বাভাবিক হলে তখন সেই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।।।  



WBBSE Madhyamik Latest  update


মাধ্যমিক পরিক্ষার্থীদের মার্কশিট তৈরি করা হবে??



 এবার কথা হলো, পরীক্ষা না নিয়র কেমন হবে আমাদের মার্কশিট তৈরি করা হবে??? 

  এই বিষয়ে প্রথমে মাধ্যমিকের বিষয়টা আলোচনা করা যাক।। - তারপর উচ্চমাধ্যমিকটা আলোচনা করা হবে।। 

   মাধ্যমিক পরীক্ষার্থীরা ঘরে বসে এখনই নিজের সম্ভাব্য mark sheet বা সম্ভাব্য number কিন্তু বের করে নিতে পারবে।।  formula টা খুব সহজ!! ক্লাস নাইনের যে ফাইনাল পরীক্ষা হয়, সেখান থেকে প্রাপ্ত নম্বের  50 পার্সেন্ট, এবং ক্লাস টেনের যে, Activity task,  বা প্রোজেক্ট দেওয়া হয়! সেখান থেকে 50  পার্সেন্ট নাম্বার নেওয়া হবে।।

   এবার আলোচনা করা যাক যে সেটা আবার  কেমন ভাবে হবে!! যদি কেউ নাইনে প্রথম বা দ্বিতীয় পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষায় সে যত নাম্বার পেয়েছ, সেখান থেকে প্রতিটা সাবজেক্টের ফিফটি পার্সেন্টের নাম্বার নেওয়া হবে!! আর তার প্রোজেক্টে সে যত নাম্বার পেয়েছে, সেখান থেকে ফিফটি পার্সেন্ট নেওয়া হবে।। সহজ অঙ্কে বুঝতে গেলে সে nine এর final পরীক্ষায় যে subject এ যত number পেয়েছে,. তার অর্ধেকও করা হচ্ছে!! আর সে প্রোজেক্ট এ যত পেয়েছে, সেগুলোকে পাঁচ দিয়ে গুণ করা হচ্ছে এবং তারপর যোগ করলে যে number টা দাঁড়াচ্ছে সেটাই হবে তার মার্কদশিট এর নম্বর।।। 

    যাদের  ক্লাস নাইন- এর result ভালো হয়েছে তারা যেমন ভালো result করতে পারবে!! ঠিক তেমনি যারা কোনো কারণে ক্লাস নাইনটা অতটা ভালো দিতে পারেনি!  তারাও কিন্তু চোখ বন্ধ করে অনায়াসে খুব ভালো একটা নাম্বার পেতেই পারে।।।

    



WBBSE Higher Secondary Latest Update


- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে করা হবে???


 এবার আসি উচ্চমাধ্যমিকের মূল্যায়ণ পদ্ধতি, এটা একটু বিচিত্র বলা হয়েছে, এমনকি সংসদ সভানেত্রী মহুয়া দাস বলার সময় নিজেও বলেছেন, এটা এই গানটির প্রক্রিয়াটা অনেকের কাছে জটিল বলে মনে হতে পারে।।।  তবুও এখনো পর্যন্ত উনি যেটুকু বলেছেন সেটা এইরকম -  যে দশম অর্থাৎ,  যখন তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো,  সেই পরীক্ষাতে যে চারটে সাবজেক্ট এ তারা highest number পেয়েছিল, বা সবচেয়ে বেশি number পেয়েছে, সেই চারটে সাবজেক্ট থেকে 40 পার্সেন্ট এর নাম্বার নেওয়া হবে!  এবং একাদশ শ্রেণিতে তারা যে পরীক্ষা দিয়েছে, সেই সঙ্গে দ্বাদশ শ্রেণিতে এ যে practical এবং প্রোজেক্ট এর পরীক্ষা রয়েছে,, সেখান থেকে তোমাদের গড়ে 60 পার্সেন্ট নাম্বার নেওয়া হবে।।। অঙ্কের হিসাবটা খানিকটা এইরকম- যে তোমাদের মাধ্যমিক থেকে নেওয়া হচ্ছে 40 পার্সেন্ট। এবং সেই সঙ্গে একাদশ এর পরীক্ষা এবং দ্বাদশ এর প্রোজেক্ট এই দুটো থেকে নেওয়া হচ্ছে 60 পার্সেন্ট।।  এবং এটা দিয়ে তোমাদের মার্কসিট তৈরি করা হবে বলে আজকে জানানো হয়েছে।। 

 






যারা এই মূল্যায়নে সন্তুষ্ট হবে না!! তারা কি আবার সব সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে??? 
নাকি শুধুমাত্র একটা পরীক্ষা দিতে পারবে??? 





 যারা এই মূল্যায়নে সন্তুষ্ট নয় বা সন্তুষ্ট হবে না!! তাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে, তারা কি তারা কি আবার সব সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে??? 

নাকি শুধুমাত্র একটা পরীক্ষা দিতে পারবে??? 

এক্ষেত্রে এর উওর হলো - 

যারা এই মূল্যায়ন পদ্ধতিতে সন্তুষ্ট হবে না, তাদের আবার পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে!! কিন্তু বতর্মানের এই ভয়াবহ পরিস্থিতিতে নয়।। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তারাই পরীক্ষায় বসতে পারবে! যারা তাদের মূল্যায়ন নিয়ে সন্তুষ্ট হবে না।।।। 


কিন্তু এখানে একটা আরও একটা বিষয় মাথায় রাখা উচিৎ।।। পর্ষদ এ বিষয়ে জানিয়েছে যে

যদি কেউ একটা সাবজেক্ট এর নম্বর নিয়ে সন্তুষ্ট না থাকে!! যদি তার মনে হয় যে এই সাবজেক্টে আমার আরো নাম্বার বাড়বে!! এবং সে,  শুধুমাত্র সেই একটা সাবজেক্টের উপর এই পরীক্ষা দিতে চাইবে!! তাহলে সেটা হবে না।।।   পরীক্ষা দিতে গেলে তাকে সবকটা সাবজেক্ট এর পরীক্ষাই দিতে হবে।।।  এখানেও একটা কথা আছে!! 





যদি কেউ তার মূল্যায়নে সন্তুষ্ট না হয়ে নতুন ভাবে পরীক্ষা দেয়! তাহলে তার যে নতুন মার্কশিট টা  তৈরি হবে!! তাহলে সেটার কি হবে??


    - সবকটা সাবজেক্ট এ পরীক্ষা দেওয়ার পর যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে - তাকে মূল্যায়ন করে যে নম্বরটা দেওয়া হয়েছিল!! সেই নম্বর থেকে সেই নম্বরটা আরো কম! যেটা সে পরবর্তীকালে পরীক্ষা দিয়ে পেয়েছে।।  তাহলে সে যদি তখন আবার   আগের মার্কশিট নাই নিতে চায়!! যেটা তাকে মূল্যায়ন এর ভিত্তিতে দেওয়া হয়েছিল!! তাহলে সে সেটা নিতে পারবে না!!! কারন যদি কেউ মূল্যায়নে সন্তুষ্ট না হয়ে পরবর্তীকালে পরীক্ষা দেয় তাহলে পরীক্ষা নেওয়ার পর তাকে যে মার্কশিট  টা দেওয়া হবে.. সেটাই হবে তার চূড়ান্ত মার্কশিট।।। এবং তাকে মূল্যায়ন করে মার্ক শিট টা দেওয়া হয়েছিল সেটা বাতিল হবে!! বা সেটার কোন ভ্যালু থাকবে না।।।  






সবকিছু আরো ডিটেইলস এবং আরও  ভালোভাবে বোঝার জন্য নিচের লিংকে ক্লিক করে আমাদের Som's Classroom এর  একটা ভিডিও দেখে নাও।

 সেখানে এই বিষয় টা খুব ভালোভাবে করে ভালো করে বোঝানো হয়েছে।।



-   





Post a Comment

নবীনতর পূর্বতন