বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর || Madhyamik Life Science 3rd Chapter Question Answer || wbbse life science question answer
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ |
আজকের এই পোস্টের মাধ্যমে - মাধ্যমিক দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ঃ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ - থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া হল।।
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ- অধ্যায়ের বাকি 2 নম্বরের প্রশ্ন উত্তর, এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর সম্ভব হলে এই মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।।
- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
-Topic Of Today's post / The topics that we have covered in today's post
• বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
• দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বংশগতি
• বংশগতি এবং সাধারণ জিনগত রোগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
•
• মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর
• মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
• মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
• মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022
• দশম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় চ্যাপ্টারের প্রশ্ন উত্তর
• class 10 life science question answer in bengali 3rd chapter
• class 10 life science question answer in bengali third chapter
• class 10 life science question and answer
• madhyamik 2022 life science question answer
• wbbse class 10 life science notes
• class 10 life science question and answer
• class 10 life science question answer in bengali
• Madhyamik Life Science Question Answer
• Madhyamik Life Science Question ans Answer
• Madhyamik Life Science 3rd Chapter Question Answer
জীবনের প্রবাহমানতা প্রশ্ন উওর দেখতে হলে নিচের লিঙ্কের ওপর ক্লিক করো 👇
দশম শ্রেণীর জীবনের প্রবাহমানতা অধ্যায়ের প্রশ্ন উওর || জীবনের প্রবাহমানতা অধ্যায়ের দুই নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন+ উত্তর এবং সাজেশন
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
বংশগতি এবং সাধারণ জিনগত রোগ || মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || বংশগতি এবং সাধারণ জিনগত রোগ অধ্যায়ের M.C.Q প্রশ্ন উত্তর।।
- দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বংশগতি
- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ mcq
🅿কোন বিজ্ঞানী সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেছিলেন!!
• বিজ্ঞানী বেটসন
• বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল
• বিজ্ঞানী মর্গ্যান
• বিজ্ঞানী জোহানসেন
✅ বিজ্ঞানী বেটসন।।
🅿মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি??, একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম।।
• 44A+ XX
• 44A +XY
• 44A+ XZ
• 44A+ YZ
✅44A +XY.
🅿নিচের কোনটি?? একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম।।
• 44A+ XX
• 44A +XY
• 44A+ XZ
• 44A+ YZ
✅44A+ XX
🅿নিচের কোনটি বংশগতির একক??
• ক্রোমোজোম
• জিন
• ডি.এন.এ
• আর.এন.এ
✅ জিন
🅿 মটর গাছের উপর প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন??
• বিজ্ঞানী চার্লস ডারউইন বিজ্ঞানী
• গ্রেগর জোহান মেন্ডেল
• বিজ্ঞানী ল্যামার্ক
• বিজ্ঞানী স্ট্যানলি মিলার
✅গ্রেগর জোহান মেন্ডেল
🅿 নিচের কোন বিজ্ঞানীবংশগতির জনক নামে পরিচিত??
• বিজ্ঞানী ল্যামার্ক
• বিজ্ঞানী ডারউইন
• বিজ্ঞানী দ্য ভ্রিস
• বিজ্ঞানী মেন্ডেল
✅ বিজ্ঞানী মেন্ডেল।।।
🅿- Bbrr জেনোটাইপযুক্ত গিনিপিক থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়??
• দুই ধরনের
• তিন ধরনের
• এক ধরনের
• চার ধরনের
✅দুই ধরনের।।
🅿দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে পরবর্তী অপত্য জনুতে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে???
• 25%
• 50%
• 75%
• 100%
✅50%
🅿একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে, প্রথম অপত্য জনুতে কত শতাংশ লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা থাকে??
• 25%
• 50%
• 75%
• 100%
✅ 100%
🅿 একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে,, তার থেকে উৎপন্ন মটর গাছ গুলি কেমন হবে??
• সকলেই দীর্ঘ হবে
• সকলেই খর্ব হবে
• 50% দীর্ঘ হবে এবং 50% খর্ব হবে
• 75% দীর্ঘ হবে এবং 25% খর্ব হবে
✅ 50% দীর্ঘ হবে এবং 50% খর্ব হবে।।
🅿মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকরণের উদাহরণ হল--
• রোলার জিভ
• সংযুক্ত কানের লতি
• বর্ণান্ধতা
• হিমোফিলিয়া
✅সংযুক্ত কানের লতি।।
🅿 মানুষের মুক্ত কানের লতি কোন ধরনের বৈশিষ্ট্য??
• প্রকট বৈশিষ্ট্য
• প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
• লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য
• কোনোটিই নয়
✅ প্রকট বৈশিষ্ট্য।।
🅿বংশগতিতে বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে কী বলা হয়???
• মনোহাইব্রিড
• ডাইহাইব্রিড
• লোকাস
• অ্যালিল
✅ অ্যালিল।।
🅿বিজ্ঞানী মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ণ পরীক্ষা করেছিলেন???
• দুই জোড়া
• তিন জোড়া
• সাত জোড়া
• আট জোড়া
✅সাত জোড়া
🅿মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F1- জনুর ফেনোটাইপিক অনুপাত কত???
• 3:1
• 2:1
• 1:2:1
• 1:3
✅ 3:1।
🅿 মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F2-জনুর জিনোটাইপ অনুপাত কত??
• • 3:1
• 2:1
• 1:2:1
• 1:3
✅1:2:1
🅿মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলির মধ্যে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য???
• কুঞ্জিত বীজ
• হলুদ রঙের বীজ
• বেগুনি রঙের ফুল
• কাক্ষিক মুকুল
✅ কুঞ্জিত বীজ।।
🅿নিচের কোন ফুলের মধ্যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়???
• গোলাপ ফুলে
• জুই ফুলে
• সন্ধ্যামালতী ফুলে
• পদ্ম ফুলে
✅ সন্ধ্যামালতী ফুলে।।
🅿নিচের কোন সূত্রটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম!!
• সহপ্রকটতা
• অসম্পূর্ণ প্রকটতা
• লিংকেজ
• প্রচ্ছন্নতা
✅ অসম্পূর্ণ প্রকটতা।।
🅿পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে, ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত??
• 100%
• 50%
• 75%
• 25 %
✅25 %।।
🅿 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত???
• 0%
• 50%
• 75%
• 25 %
✅ 0%।।
🅿নিচের কোনটি লিঙ্গ সংযোজিত রোগ??
• থ্যালাসেমিয়া
• হিমোফিলিয়া
• লিউকোমিয়া
• অ্যানিমিয়া
✅ হিমোফিলিয়া।।
🅿 নিচের কোন বংশগত রোগটি একটি অটোজোম দ্বারা বাহিত হয়।।
• হিমোফিলিয়া
• থ্যালাসেমিয়া
• বর্ণান্ধতা
• কোনোটিই নয়
✅ থ্যালাসেমিয়া।।
🅿নিম্নলিখিত কোন রোগটি এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়।।
• হিমোফিলিয়া
• থ্যালাসেমিয়া
• রাতকানা
• অ্যানিমিয়া
✅ হিমোফিলিয়া।।
🅿মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য কী???--
• এটি প্রকট এবং অটোজোমে থাকে
• এটি প্রচ্ছন্ন এবং Y ক্রোমোজোম থাকে
• এটি প্রচ্ছন্ন এবং X ক্রোমোজমে থাকে
• একটি প্রচ্ছন্ন এবং অটোজোমে থাকে
✅ এটি প্রচ্ছন্ন এবং X ক্রোমোজমে থাকে।
ক্লাস টেনের জীবনবিজ্ঞানের অন্যান্য পোস্টের প্রশ্ন উওর ও সাজেশন দেখতে নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপরে ক্লিক করো।
1 - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ( Part - 1 )
2 - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর ( Part - 2 )
3 - জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের বড়ো প্রশ্ন উত্তর ( Part - 3 )
3. I- জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের ২ নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ( Part - 4 )
4 - জীবনের প্রবাহমানতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
5- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
বংশগতি এবং সাধারণ জিনগত রোগ || মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || বংশগতি এবং সাধারণ জিনগত রোগ অধ্যায়ের S.A.Q -প্রশ্ন উত্তর।।
🅿 বংশগতি কাকে বলে??
✅ উওর- জনের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যর সঞ্চারনকে বংশগতি বলে।।।
🅿মানুষের বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।
✅উওর= মানুষের গায়ের রং, উচ্চতা হলো বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ।।
🅿বিজ্ঞানী মেন্ডেল তার বংশগতির পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন???
✅উওর= বিজ্ঞানী মেন্ডেলের বংশগতি পরীক্ষার জন্য মটর গাছের সাত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন।।
🅿 ইমাসকুলেশন কী??
✅ উত্তর= ইমাসকুলেশন হলো উভলিঙ্গ ফুলের পুংকেশরগুলিকে কেটে বাদ দেওয়ার পদ্ধতি।।
🅿 হেমোজাইগোট কী??
✅উওর= একই প্রলক্ষণ যুক্ত গ্যামেটের মিলনে সৃষ্ট জাইগোটকে হেমিজাইগোট বলে।।
🅿হেটারোজাইগোট কী??
✅উত্তর= দুটি বিপরীত লক্ষণযুক্ত গ্যামেটের মিলনে সৃষ্ট জাইগোটকে হেটারোজাইগোট বলে।।।
🅿 বিজ্ঞানী মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রটি আবিস্কার করেছিলেন??
✅উওর= বিজ্ঞানী মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে পৃথক্ ভবনের সূত্রটি উপস্থাপন করেছিলেন।।
🅿 বিজ্ঞানী মেন্ডেল তার- দ্বি সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রটি আবিস্কার করেছিলেন??
✅উওর= বিজ্ঞানী মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে স্বাধীন সঞ্চারন সূত্রটি আবিষ্কার করেছিলেন।।
🅿ফিনোটাইপ কাকে বলে??
✅ উত্তর =জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যেকে ফিনোটাইপ বলে।।
অন্যভাবে,
কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাককে ফিনোটাইপ বলে।।
🅿 জিনোটাইপ কাকে বলে?? উদাহরণ দাও
✅ জীবের জিনগত সমহারের জন্য কোনো চরিত্রের প্রকাশকে জিনোটাইপ বলে।।।
যেমন - TT - এর জিনোটাইপ হল tt।।
🅿ফিনোটাইপ ও জিনোটাইপ এর মধ্যে সম্পর্ক কী??
উত্তর= ফিনোটাইপ ও জিনোটাইপ এর মধ্যে সম্পর্ক হল, জিনোটাইপ হলো ফিনোটাইপ এর কারণ এবং ফিনোটাইপ হল জিনোটাইপ এর ফলাফল।।
🅿 স্বাধীন বিন্যাস সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল কী ধরনের পরীক্ষা করেছিলেন??
✅উওর= বিজ্ঞানী মেন্ডেলের তার স্বাধীন বিন্যাস সূত্রটি প্রবর্তন করতে দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন।।
🅿 মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটি?
✅উওর= অসম্পূর্ণ প্রকটতা হলো বিজ্ঞানী মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম।।
🅿 মানুষের দেহের কোশে কী কী প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়??
✅উত্তর= মানুষের দেহকোশে XX( মহিলাদের ক্ষেত্রে),ও XY( পুরুষের ক্ষেত্রে) - প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়।।
🅿 একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন্ কোন্ লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, কয়টি করে দেখা যায়??
✅ উত্তরঃ একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে, লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে -X, ও Y - ক্রোমোজোম একটি একটি করে দেখা যায়।।
🅿মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে কী প্রকার জনন কোশের মিলন ঘটে??
✅উত্তর= মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে - 22A+X, ও 22A+Y - এর মিলন ঘটে।।
🅿 থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন, মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে??
✅উত্তর = থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের অটোজোম বহন করে।।
🅿 রক্ততঞ্চনের জন্য কয়টি ফ্যাক্টর প্রয়োজন???
✅উওর= রক্ততঞ্চনের জন্য 13 টি ফ্যাক্টর প্রয়োজনীয়।।।
🅿কোন প্রচ্ছন্ন জিন ঘটিত রোগে?, পুরুষেরা বেশি আক্রান্ত হয়।।
✅উওর= হিমোফিলিয়া, বা -বর্ণান্ধতা রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয়।।
🅿 কোন রোগে যকৃত প্লিহার আকার স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায়।।
✅ উত্তর = থ্যালাসেমিয়া রোগে যকৃত এ প্লিহার আকার স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি পায়।।।
🅿থ্যালাসেমিয়া কত প্রকার এবং কী কী??
✅উওর= থ্যালাসিমিয়া দুই প্রকার।।
- আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া।।
🅿কোন প্রকার হিমোফিলিয়াকে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়।।
✅উত্তর =হিমোফিলিয়া A - কে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়।।
🅿হিমোফিলিয়া A - কে রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল ডিজিজ বলা হয় কেন???
✅উওর= কারণ এই প্রকার হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে দেখা গিয়েছিল।। এজন্য একে রাজকীয় হিমোফিলিয়া, বা রয়্যাল বলা হয়।।।
🅿হিমোফিলিয়া A - এর কারণ কী??
✅উওর= রক্ততঞ্চনে সাহায্যকারী VIII- নং ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া A- রোগ হয়।।।
🅿 কোন প্রকার হিমোফিলিয়া ক্রিসমাস ডিজিজ নামে পরিচিত।
✅উত্তর =হিমোফিলিয়া B - ক্রিসমাস ডিজিজ নামে পরিচিত।।
🅿হিমোফিলিয়া B - এর কারণ কী??
✅উওর= রক্ততঞ্চনে সাহায্যকারী IX- নং ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া B- রোগ হয়।।।
🅿হিমোফিলিয়া B - কে ক্রিসমাস ডিজিজ বলা হয় কেন???
✅উওর= স্টিফেন ক্রিস্টমাস নামক এক ব্যক্তির দেহে সর্বপ্রথম ধরা পড়েছিল বলে, হিমোফিলিয়া B- কে, ক্রিস্টমাস ডিজিস বলা হয়।।।
🅿লাল বর্ণান্ধতাকে কী বলা হয়??
✅উওর= লাল বর্ণান্ধতা প্রোটোনোপিয়া বলা হয়।।।
🅿 ডিউটেরানোপিয়া কী??
✅উওর= সবুজ বর্ণান্ধতার অপর নাম ডিউটেরানোপিয়া।।
🅿 ট্রাইটেনোপিয়া কী???
✅উওর= নীল বর্ণান্ধতার অপর নাম হলো ট্রাইটেনোপিয়া।।।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ || দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || Madhyamik Life Science Question Answer
🅿ক্রোমোজোমের উপর জীনের অবস্থানকে _____বলে।।
✅ লোকাল।।
🅿 একই জিনের বিভিন্ন রুপভেদকে_____বলা হয়।
✅ অ্যালিল।।
🅿______ কে বংশগতির জনক বলা হয়।।
✅ গ্রেগর জোহান মেন্ডেল।।
🅿 কোনো জীবের বৈশিষ্ট্যর বাহ্যিক প্রকাশকে ওই জীবের ________ বলে।।।
✅ফিনোটাইপ।।।
🅿মটর গাছের ভিন্ন ভিন্ন _______ একই ফিনোটাইপ দেখাতে পারে।।
✅ জিনোটাইপ।।।
🅿মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম এর সংখ্যা হল______।
✅ 23
🅿পিতা-মাতার যে গুণটি অপত্যে প্রকাশিত থাকে তাকে_______ বৈশিষ্ট্য বলে।।
✅ প্রকট।
🅿পিতা-মাতার যে বৈশিষ্ট্যটি অপত্য অপ্রকাশিত থাকে তাকে _______ বৈশিষ্ট্য বলে।।
✅ প্রচ্ছন্ন।।
🅿হেটারোজাইগাস জীবে সর্বদা ____ বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে।।
✅ প্রচ্ছন্ন।।
🅿সংকরায়ন পরীক্ষায় জনিতৃ জন্য থেকে উৎপন্ন নতুন জীব গুলিকে ______ বলে চিহ্নিত করা হয়।
✅ অপত্য।।
🅿 রোলার জিভ হলো _______ বৈশিষ্ট্যের উদাহরণ।।
✅ প্রকট।।
🅿 দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যই হল _______।
✅প্রকরন।।।।
🅿 উভলিং ফুলের পুংকেশর অপসারণকে-_______ বলে।।
✅ ইমাসকুলেশন।।
🅿মটর ফুল _____ হওয়ায়, মটর ফুলে সপরাগযোগ এবং ইতর পরাগযোগ ঘটানো যায়।।
✅উভলিঙ্গ।
🅿 জিনেরা আকস্মিক স্থায়ী বংশানুক্রমিক পরিবর্তনকে __________বলে।।
✅ মিউটেশন বা পরিব্যক্তি।।।
🅿 _________ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।।
✅ হিমোফিলিয়া, বা বর্ণান্ধতা।
🅿 যেসব জিন মানুষের Y ক্রোমোজোমের অবস্থান করে, তাদের _________জিন বলে ।।
✅ হোলানড্রিক।।
🅿বর্ণান্ধ ব্যক্তিরা _____ ও ____ বর্ণের পার্থক্য করতে পারে না।।
✅ লাল, সবুজ।।
🅿 ________ রোগীদের বারবার রক্ত দান করতে হয়।।।
✅ থ্যালাসেমিয়া।।
🅿_________ রোগীদের দেহে লোহার সঞ্চয় হয়।।
✅ থ্যালাসেমিয়া।।
🅿 ______কে কুলির অ্যানিমিয়া বলে।।।
✅ বিটা থ্যালাসেমিয়া।।।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
Nice question types
উত্তরমুছুনThanks you