বিকল্প চিন্তা ও উদ্যোগ : - দশম শ্রেণির ইতিহাস - পঞ্চম অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন || + 36 - short question + answer

1


1 Mark এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর সহ দেওয়া হলো।।


⚫1 - কাকে ছাপাখানার জনক বলা হয়?

✅উ - " জোহানেস গুটেনবার্গ " কে ।

⚫2 - ভারতের সর্বপ্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল?

✅উ- 1556 খ্রিষ্টাব্দে - "গোয়ায় " -

⚫3 - প্রথম বাংলা ভাষায় ছাপা বই টির নাম কি?

✅উ- এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।

⚫4- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিএিত গ্রন্থের নাম কি?

✅উ - " অন্নদামঙ্গল " হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিএিত গ্রন্থ।

⚫5 - কাকে বাংলার গুটেনবার্গ বলা হয়?

✅উ- " চার্লস উইলকিনস্ " বাংলার গুটেনবার্গ  নামে পরিচিত।।

⚫6- ভারতের প্রথম সাপ্তাহিক পএিকা কোনটি?

✅উ- বেঙ্গল গেজেট।

⚫7- ভারতের প্রথম বাংলা দৈনিক সংবাদ কোনটি?

✅উ - ঈশ্বর গুপ্ত সম্পাদিত -" সংবাদ প্রভাকর"।

⚫8- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পএিকার নাম কোনটি ?

✅উ - " দিকদর্শন " হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পএিকা।

⚫9- কত খ্রিষ্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হয়েছিল?

✅উ-  1818 খ্রিষ্টাব্দে।।

⚫10-   " বর্ণপরিচয় " কে রচনা করেছিলেন?

✅উ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - " বর্ণপরিচয়" রচনা করেছিলেন।।

⚫11- " শিশু শিক্ষা " গ্রন্থটি কে রচনা করেছিলেন?

✅উ-   শিশু শিক্ষা " নামক গ্রন্থটি - মদনমোহন তর্কালংকার -  রচনা করেছিলেন।

⚫12- প্রথম বাঙ্গালী প্রকাশক ও পুস্তক বিক্রেতার নাম কি?

✅উ- "গঙ্গাকিশোর ভট্টাচার্য্য " হল- প্রথম বাঙ্গালী প্রকাশক ও পুস্তক বিক্রেতা।

⚫13- কাকে বিদ্যাবণিক বলা হয়?

✅উ-  "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "-কে বিদ্যাবণিক বলা হয়।।

⚫14- বর্ণ পরিচয় প্রথমভাগ কবে প্রকাশিত হয়েছিল?

✅উ - 1855 খ্রিষ্টাব্দে, বর্ণ পরিচয় এর প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল।

⚫15-  ভারতে " হাফটোন "  প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন কে?

✅উ- উপ্রেন্দ্রকিশোর রায়চৌধুরী।।

⚫16- " ছেলেদের রামায়ন " ও  " ছেলেদের মহাভারত " বইদুটি কার লেখা?

✅উ- " ছেলেদের রামায়ন " ও  " ছেলেদের মহাভারত " বইদুটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা।

⚫17- ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স - এর কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন??

✅উ- চন্দ্রশেখর ভেঙ্কট রমন - তার -" রমন এফেক্ট "  আবিস্কারের জন্য 1930 খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।।

⚫18- কোন ভারতীয় কালাজ্বরের ওষুধ আবিস্কার করেছিলেন?

✅উ- উপেন্দ্রনাথ ব্রহ্মচারী - 1922 খ্রিষ্টাব্দে সফল ভাবে কালাজ্বরের ওষুধ আবিস্কার করেছিলেন।

⚫19-  ভারতে দেশীয় ভাষায় সংবাদ পএ আইন -( The Vernacular Press Act ) কে প্রবর্তন করেছিলেন?

✅উ- লর্ড লিটন - 1878 খ্রিষ্টাব্দের 14 ই মার্চ - ভারতে দেশীয় ভাষায় সংবাদ পএ আইন -( The Vernacular Press Act ) প্রবর্তন করেছিলেন।

⚫20- কোন গভর্নর জেনারেল - ভারতে দেশীয় ভাষায় সংবাদ পএ আইন -( The Vernacular Press Act ) প্রত্যাহার করেছিলেন?

✅উ-  " লর্ড রিপন " - 1882 খ্রিষ্টাব্দে ভারতে দেশীয় ভাষায় সংবাদ পএ আইন প্রত্যাহার করেছিলেন।

⚫21- বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস - নামক গবেষণাগারটি কে প্রতিষ্ঠা করেছিলেন?

✅উ - আচার্য প্রফুল্লচন্দ্র রায় - 1892 খ্রিষ্টাব্দে বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস - নামক গবেষণাগারটি প্রতিষ্ঠা করেছিলেন।।

⚫22- " হিন্দু রসায়ন শাস্ত্র "-বইটির লেখক কে?

✅উ - আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

⚫23- কোন বিজ্ঞানী "ক্রেসকোগ্রাফ " যন্ত্রটি আবিস্কার করেছিলেন?

✅উ- ভারতীয় বিজ্ঞানী - জগদীশচন্দ্র বসু "ক্রেসকোগ্রাফ " যন্ত্রটি আবিস্কার করেছিলেন।

⚫24- জাতীয় শিক্ষা পরিষদ কবে শুরু হয়েছিল?

✅উ- 1906 খ্রিষ্টাব্দে-  জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয়েছিল।

⚫25- কে, জাতীয় শিক্ষা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন?

✅উ- প্রসন্নকুমার ঠাকুর ।।

⚫26- সর্বপ্রথম কোথায় জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল?

✅উ- 1905 খ্রিষ্টাব্দে - রংপুরে।

⚫27-  ডন পএিকার প্রকাশক কে ছিলেন?

✅উ- সতীশচন্দ্র মুখোপাধ্যায়।।

⚫28-  বিশ্ববিদ্যালয় আইন করে প্রবর্তিত হয়েছিল?

✅উ- 1904 খ্রিষ্টাব্দে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন পাস করিয়েছিলেন।।

⚫29- বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

✅উ- 1921 খ্রিষ্টাব্দে বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়েছিল।।

⚫30- বিশ্বভারতীকে কত খ্রিষ্টাব্দে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছিল?

✅উ-  1951 খ্রিষ্টাব্দে বিশ্বভারতীকে কত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছিল।।

⚫31- কলকাতা সায়েন্স কলেজ এর বতর্মান নাম কী?

✅উ - কলকাতা সায়েন্স কলেজ এর বতর্মান নাম হল - " রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ "।

⚫32 - " বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ " এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

✅উ- অরবিন্দ ঘোষ ছিলেন -" বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ " এর প্রথম অধ্যক্ষ।।

⚫33- কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

✅উ-  1914 খ্রিষ্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ  প্রতিষ্ঠিত হয়েছিল।।

⚫34- ছাপাখানায় মুদ্রণের জন্য কে সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন?

✅উ-  চার্লস্ উইলকিনস।।

⚫35- মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন??

✅উ- পঞ্চানন কর্মকার ছিলেন মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর।।

⚫36- বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন কে?

✅উ- রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিষ্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন।।


নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপর ক্লিক করে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর এবং সাজেশন গুলো দেখে নিতে পারেন। 👇👇


1- ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 


2- ইতিহাসের ধারণা অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন ও উওর 


3-  সংস্কার :  বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 


3.I - সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | সংস্কার ব‍ৈশিষ্ট‍্য ও পর্যালোচনা অধ্যায়ের ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


4- প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশিন 


5-প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


6- সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর ও সাজেশন 


7-  সংঘবদ্ধতার গোড়ার কথা - মাধ্যমিক গুরুত্বপূর্ণ সাজেশন || 2 Mark এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উওর সহকারে।।


8- বিকল্প চিন্তা ও উদ্যোগ ( উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পযর্ন্ত  ) - বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উওর + মাধ্যমিক সাজেশন।।


9-  বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 


 10- নীল বিদ্রোহের কারণ ও ফলাফল || নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো || 1860 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ কারণ ও ফলাফল


11-বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ পরিচয় 


12- উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভুমিকা। 


13- সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো || 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।।


ইতিহাসের ধারণা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উওর অনলাইন মকটেস্ট দিতে নিচের লিঙ্কে ক্লিক করো। 

Click Here 👇👇

Class 10 History Chapter 1 MCQ Online test | Madhyamik History Chapter 1 History Question Answer



   2- Mark এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন 👇👇👇


🔵1 -  শ্রীরামপুর এয়ী বলা হতো কাদের?
অথবা,
শ্রীরামপুর এয়ী বলা হতো কারা?

🔵2-  বাংলার ছাপাখানার বিকাশ্র পঞ্চানন কর্মকারের ভুমিকা কী ছিল? ( মাধ্যমিক 2018)

🔵3-  গঙ্গাকিশোর ভট্টাচার্য্য বিখ্যাত কেন?

🔵4-  ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী?
অথবা,
ছাপা বই শিক্ষার প্রসারে কিভাবে ভুমিকা নিয়েছিল?

🔵5- হিকির ছাপাখানা বিখ্যাত কেন?

🔵6- ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কেন?

🔵7-  "সংস্কৃত যন্ত্র " কী?

🔵8 - বাংলার ছাপাখানার বিকাশে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
( মাধ্যমিক 2018)

🔵9-  বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুররীর ভুমিকা আলোচনা করো।।

🔵10-  ইউ. এন. রায় অ্যান্ড সন্স কী

🔵11- ডা. মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন?

🔵12- " -ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স " - প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

অথবা,
🔵- এদেশের বিজ্ঞানচর্চার বিকাশে -" ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স " - এর ভুমিকা কী ছিল?


🔵13-  কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় তারকানাথ পালিতের ভুমিকা কী ছিল?

🔵14- কে, কেন,  এবং কত খ্রিষ্টাব্দে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন?

🔵15 - বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 

অথবা,
🔵-  "বসু বিজ্ঞান মন্দিরে " কোন কোন বিষয়ে গবেষণা করা হতো?

🔵16- জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

🔵17 - শ্রীনিকেতন কী উদ্দেশ্য প্রতিষ্ঠা করা হয়েছিল?

🔵18- রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন?

অথবা,

🔵- বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
-  ( মাধ্যমিক - 2017 )

🔵19 - রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা
( শিক্ষা নিয়েতার দৃষ্টিকোণ ) কী ছিল?

অথবা,

🔵- রবীন্দ্রনাথঠাকুর - ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে কেন প্রানহীন বলেছিলেন?

🔵20-  মদনমোহন তর্কালংকার বিখ্যাত কেন?

🔵21- কাকে, কেন, বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়।

🔵22- কাকে, এবং কেন - বিদ্যাবণিক বলা হয়।

🔵23- কোন শিক্ষা প্রতিষ্ঠান কে? , " গোলদিঘির গোলামখানা" -  বলা হতো।

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴


 - দশম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর


 



4 - Mark এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন -👇👇👇


🔷1-
***
বাংলার মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের কীরুপ ভুমিকা ছিল?
( মাধ্যমিক 2018 )

🔷2 - ***
শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো?

- ( মাধ্যমিক 2018 )

🔷3 - ***
ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।।
( মাধ্যমিক 2019, মাধ্যমিক 2017 )

🔷4 - ***
বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকারের কীরুপ অবদান ছিল?

( মাধ্যমিক 2019 )

🔷5 - ***
কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের কী ভুমিকা ছিল??

( মাধ্যমিক 2017 )

🔷6- ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে লেখো।।

🔷7- ***
বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভুমিকা আলোচনা করো।।

🔷8-  বসু বিজ্ঞান সম্পর্কে একটি টীকা লেখো।।


🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴


-  বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন ও উত্তর



8 - Mark এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন 👇👇👇


⛔1 - বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- ( মাধ্যমিক 2019 )

⛔2- মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।।

- ( মাধ্যমিক 2018 + মাধ্যমিক 2020)

⛔3- বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যখ্যা করো।

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫



একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top