আজকের এই ব্লগ পোস্টে WBCHSE Class 11 History 2nd Chapter-বা একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উওর শেয়ার করবো। 

আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ MCQ প্রশ্ন উওর || একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর

একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড || WB Class 11 Bangla PDF Notes Download

1-আদিম মানুষ হাত কুঠার ব্যবহার করত -

ক• প্রাচীন প্রস্তর যুগে

খ• মধ্য প্রস্তর যুগে

গ•  নব্য প্রস্তর যুগে

ঘ•  তাম্র প্রস্তর যুগে

✅ উওর : প্রাচীন প্রস্তর যুগে


2-কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়??

ক• তাম্র প্রস্তর যুগকে

খ• নব্য প্রস্তর যুগকে

গ• মধ্য প্রস্তর যুগকে

ঘ•  প্রাচীন প্রস্তর যুগকে

✅ উওর : মধ্য প্রস্তর যুগকে।


3- নিচের কোনটি লিটল এপ - এর উদাহরণ?

ক• গরিলা

খ• শিম্পাঞ্জি

গ• ওরাংওটাং

ঘ• গিবেন

✅ উওর : গিবেন


4- হোমো ইরেক্টাস মানব এর উদাহরণ হল-

ক• পিকিং মানব

খ•  নিয়ান্ডারথাল মানব

গ•  জাভা মানব

ঘ•  ড্রায়োপিথেকাস মানব

✅ উওর :  ক এবং গ সঠিক। এবং খ এবং ঘ ভুল।

5-  প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল

ক• পশু শিকার করা

খ• মাছ ধরা

গ•  খাদ্য সংগ্রহ

ঘ•   চাষবাস

✅ উওর : ক, খ ও গ ঠিক এবং ঘ ভুল।

6-নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল?

ক• স্থায়ী বসতি নির্মাণ করা

খ• খাদ্য উৎপাদন করা

গ• ধাতুর হাতিয়ার তৈরি করা

ঘ• বাণিজ্যের প্রসার করা

✅ উওর :  ক, খ ও গ ঠিক এবং ঘ ভুল।


7-কোথায় সর্বপ্রথম ইজিপপ্টপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার হয়েছিল??

ক• মিশরের ফায়ুম অঞ্চলে

খ• চীনের বেজিং শহরে

গ• আফ্রিকার কেনিয়ায়

ঘ• নিয়ান্ডার উপত্যকায়

✅উওর : মিশরের ফায়ুম অঞ্চলে।

8-ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন -

ক• রিচার্ড মিডো

খ• চার্লস ম্যাসন

গ• ইউজিন ডুবয়েস

ঘ• এলউইন সাইম

✅ এলউইন সাইম।

9-নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল-

ক•  লোহার আবিষ্কার করা

খ•  তামার আবিষ্কার করা

গ•  ব্রোঞ্জের আবিষ্কার করা

ঘ•  কৃষি পদ্ধতির আবিষ্কার করা


✅উওর : কৃষি পদ্ধতির আবিষ্কার করা


10 - লোহার ব্যবহারের পূর্বে মানুষ কোন কোন ধাতুর ব্যবহার শিখেছিল??

ক• সোনার

খ• তামার

গ• রুপার

ঘ• ব্রোঞ্জের

✅ উওর :  খ এ ঘ সঠিক ; ক এবং গ ভুল।


11-নিচের কোন যুগটি নব্য প্রস্তর যুগের পরে এসেছিল?

ক• তাম্র - প্রস্তর যুগ

খ•  তুষার যুগ

গ•  লৌহ যুগ

ঘ•  মধ্য প্রস্তর যুগ

✅ উওর : তাম্র - প্রস্তর যুগ


12- আজকে কত কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছিল??

ক• 500 কোটি বছর আগে

খ•  600 কোটি বছর আগে

গ•  700 কোটি বছর আগে

ঘ•   1, 000 কোটিবছর

✅ উওর: 500 কোটি বছর আগে।


13- পৃথিবীতে সর্বপ্রথম কোন যুগের  শুরু হয়েছিল??

ক• আর্কিওজোয়িক যুগ

খ•  মেসোজোয়িক যুগ

গ• প্যালিজোয়িক যুগ

ঘ•  প্রোটেরোজোয়িক যুগ

✅ উওর : আর্কিওজোয়িক যুগ


14- হোমো হাবিলিস কথার অর্থ হলো - 

ক• বুদ্ধিমান মানব

খ• দন্ডায়মান মানব

গ• দক্ষ মানব

ঘ• বনমানব

✅ দক্ষ মানব

15-হোমো ইরেক্টাস কথার অর্থ হল -

ক• বুদ্ধিমান মানব

খ• দন্ডায়মান মানব

গ• দক্ষ মানব

ঘ• বনমানব

✅ উওর : দণ্ডায়মান মানব


16- মানুষের বিবর্তনের ধারায় হোমো হাবিলিসের পূর্ববর্তী পর্যায় হল --

ক• হোমো স্যাপিয়েন্স

খ• হোমো ইরেক্টাস

গ• ড্রায়াপিথেকাস

ঘ• রামাপিথেকাস

✅উওর :  গ এবং ঘ সঠিক ; ক এবং খ ভুল।

17-কোন যুগে হোমো স্যাপিয়েন্স মানুষের উদ্ভব ঘটেছিল??

ক• প্লেইস্টোসিন যুগে

খ•  হোলোসিন যুগে

গ•  তাম্র- প্রস্তর যুগে

গ•  মধ্যযুগে

✅উওর : প্লেইস্টোসিন যুগে

18- পিকিং মানবের জীবাশ্ম কোথায় আবিষ্কার হয়েছিল??

ক• চীনে

খ• জাপানে

গ• ইউরোপে

ঘ•  আফ্রিকায়

✅ উওর : চীনে


19 -  সিনানথ্রোপাস পর্যায়ের মানুষের উদাহরণ হল --
ক• ক্রো- ম্যাগনন মানব

খ• হোমো স্যাপিয়েন্স

গ• হাইডেলবার্গ মানব

ঘ• পিকিং মানব

✅উওর : গ এবং ঘ সঠিক এবং ক এবং খ ভুল।


20- সর্বপ্রথম যিনি পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন, তিনি হলেন --

ক• পেই ওয়েন চুং

খ• লি তিয়ান ইউনান

গ• এলউইম সাইম

ঘ• রিচার্ড মিডো

✅ উওর : পেই ওয়েন চুং।


21-পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল কোথায়   -

ক• ইউরোপে

খ•  অস্ট্রেলিয়ায়

গ•  এশিয়ায়

ঘ•  আফ্রিকায়

✅ উওর: আফ্রিকা।

22-কোন নদীর মহেন - জো - দারো সভ্যতা গড়ে উঠেছিল?

ক• রাভি বা ইরাবতী নদীর তীরে

খ• শতদ্রু নদীর তীরে

গ• ভোগাবর নদীর তীরে

ঘ• সিন্ধু নদীর তীরে

✅ উওর : সিন্ধু নদীর তীরে

23-কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল? -

ক• রাভি বা ইরাবতী নদীর তীরে

খ• শতদ্রু নদীর তীরে

গ• ভোগাবর নদীর তীরে

ঘ• সিন্ধু নদীর তীরে

✅ উওর : রাভি বা ইরাবতী নদীর তীরে

24- হরপ্পা সভ্যতায় স্নানাগার টি কোথায় আবিষ্কৃত
হয়েছে??

ক• হরপ্পায়

খ• লোথালে

গ• রুপারে

ঘ• মহেন - জো দারোতে

✅ উওর : মহেন - জো দারোতে

25-হরপ্পা সভ্যতার শস্যাগার টি কোথায় আবিষ্কৃত হয়েছে??

ক• হরপ্পায়

খ• লোথালে

গ• রুপারে

ঘ• মহেন - জো দারোতে

✅ উওর : হরপ্পা।

26-হরপ্পা সভ্যতার মানুষেরা কোন প্রাণীকে পোষ মানাতে পারেনি??

ক• গুরুকে

খ• ঘোড়াকে

গ•  উটকে

ঘ•  মোষকে

✅ উওর : ঘোড়াকে


27-পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে কোন সভ্যতায় ? 

ক• হরপ্পা সভ্যতায়

খ•  মেহেরগড় সভ্যতায়

গ•  সুমেরীয় সভ্যতায়

ঘ•  মিশরীয় সভ্যতায়

✅ উওর : হরপ্পা সভ্যতায়

28-কে মিশরকে নীলনদের দান বলেছেন??

ক• হেরোডোটাস

খ• প্লিনি

গ•  থুকিডিডিস

ঘ•  ডায়াডোরাস

✅ উওর : হেরোডোটাস

29- কোথাকার প্রাচীন রাজাদের ফ্যারাও বলা হত?

ক• মেসোপটেমিয়ার

খ• মিশরের

গ• সুমেরের

ঘ• চীনের

✅ উওর : মিশরের

30- প্রাচীন কোন সম্প্রদায় হায়ারোগ্লিফিক লিপি প্রচলিত ছিল??

ক• মেসোপটেমীয়

খ• মিশরীয়

গ• সুমেরীয়

ঘ• চীনের

✅ উওর : মিশরীয় সভ্যতায়


31- পৃথিবীর প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার হয়েছিল  কোন সভ্যতায়?? -

ক• মেসোপটেমীয়

খ• মিশরীয়

গ• সুমেরীয়

ঘ• চীনের

✅ উওর : মিশরীয় সভ্যতায়


32- মিশরীয় সভ্যতায় ভ্যালি অফ কিংস বলা হত -

ক• মিশরের রাজাদের সমাধিস্থলকে

খ• মিশরের রানী দের সমাধিস্থলকে

গ• মিশরের শ্রমিকদের সমাধিস্থলকে

ঘ• মিশরের পুরোহিতদের সমাধিস্থল কে

✅উওর : মিশরের রাজাদের সমাধিস্থলকে


33- প্রাচীন মিশরে ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত কারা??

ক• পুরোহিত

খ•  সন্ন্যাসী

গ•   ফ্যারাও

ঘ•    সৈনিক

✅উওর : পুরোহিত রা।


34- মিশরে সর্বপ্রথম ফ্যারাও কে ছিলেন??

ক• খুফু টুটেনখামেন

খ•  ফ্যারাও মেনিস

গ•  সপ্তম ক্লিওপেট্রা

ঘ•  দ্বিতীয় রামেসিস

✅ উওর :  ফ্যারাও মেনিস।

35- মিশরের সর্বশেষ ফ্যারাও কে ছিলেন ??

ক• খুফু টুটেনখামেন

খ•  ফ্যারাও মেনিস

গ•  সপ্তম ক্লিওপেট্রা

ঘ•  দ্বিতীয় রামেসিস

✅ উওর : সপ্তম ক্লিওপেট্রা


36- মিশরের সবচেয়ে বড় পিরামিড টি কার??

ক•  খুফুর পিরামিড

খ•  নেফরার পিরামিড

গ•  মেনকুবার পিরামিড

ঘ•  রামেসিসের পিরামিড

✅ উওর : খুফুর পিরামিড ( খুকু টুটেনখামেন )


37- সুমেরীয়রা কোন গাছকে জীবন বৃক্ষ বলতো?

ক• আম গাছকে

খ•  আপেল গাছকে

গ•  কলাগাছকে

ঘ•  খেজুর গাছকে

✅ উওর : খেজুর গাছকে


38- প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত -

ক• ভারতীয়রা

খ• সুমেরীয়রা

গ• মিশরীয়রা

ঘ• আফ্রিকানরা

✅ উওর : সুমেরীয়রা


39- সুমেরীয় সভ্যতার প্রাচীন মন্দির গুলিকে বলা হত -

ক• পিরামিড

খ• জিগুরাত

গ• মেগালিথ

ঘ• মঠ

✅ উওর : জিগুরাত


40-সুমেরীয়দের সমুদ্র ও মাতৃদেবী ছিলেন

ক• নাম্মা

খ• আন

গ• এনকি

ঘ• এনলিস

✅ উওর : নাম্মা


41-সুমেরীয়দের আকাশের দেবতা ছিলেন -

ক• নাম্মা

খ• আন

গ• এনকি

ঘ• এনলিস

✅উওর : আন বা আনু


42-প্রাচীনকালে ইরাক দেশটির নাম ছিল  -

ক• ব্যাবিলন

খ• মেসোপটেমিয়া

গ• পারস্য

ঘ• মিশর

✅ উওর : মেসোপটেমিয়া


43-মেসোপটেমিয়া শব্দের অর্থ কি??

ক• দুটি সমুদ্রের  মধ্যবর্তী দেশ

খ• দুটি নদীর মধ্যবর্তী দেশ

গ•  দুটি মালভূমির মধ্যবর্তী দেশ

ঘ•  দুটি মরুভূমির মধ্যবর্তী দেশ

✅ উওর : দুই নদীর মধ্যবর্তী দেশ

আধুনিক মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ অধ্যায়ের SAQ || WB Class 11 History 2nd Chapter SAQ Questions Answers

একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড || WB Class 11 Bangla PDF Notes Download


1- নবজীবিও যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়??

✅নবজীবিও যুগকে দুইটি ভাগে ভাগ করা হয়।

2- নবজীবিও যুগের প্রকারভেদ গুলি কী কী??

✅ নবজীবিও যুগের প্রকারভেদ গুলি হল টারসিয়ারি যুগ ও কোয়াটারনারি ।

3- কোয়াটারনারি যুগকে কয়টি ভাগে ভাগ করা হয় এবং কী কী??

✅ কোয়াটারনারি যুগকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথমত প্লেইস্টোসিন যুগ এবং দ্বিতীয়তো হোলোসিন যুগ।

4- বর্তমান কানে আমরা কোন যুগে বাস করছি??

✅ বর্তমানকালে আমরা হোলোসিন যুগে বাস করি।।

5-প্রাচীন প্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত??

✅ প্রাচীন প্রস্তর যুগটি প্লেইস্টোসিন যুগ এর অন্তর্গত।

6-সর্বপ্রথম কোন প্রকার মানবগোষ্ঠী পাথরের হাতিয়ারের এর ব্যবহার শুরু করেছিল??

✅ দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস নামক মানবগোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ায় ব্যবহার শুরু করেছিল।।

7-প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল??

✅ প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার করা এবং মাংস সংগ্রহ করে জীবনযাপন করা।

8-কোন যুগে আবহাওয়া পরিবর্তনের জন্য বেশকিছু প্রানি প্রজাতি এবং মানবজাতির বিলুপ্তি ঘটেছিল?

✅ মধ্য যুগে আবহাওয়া পরিবর্তনের জন্য বেশ কিছু প্রাণী প্রজাতি এবং মানব প্রজাতির বিলুপ্তি ঘটে ছিল।

9-কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়??

✅ সাধারণত মধ্য প্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়।

10- মধ্য প্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় কেন?,
✅ মধ্য প্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলার কারণ হলো-  মধ্য প্রস্তর যুগের মানুষেরা প্রাচীন প্রস্তর যুগের তুলনায় অনেক ছোট এবং ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করতে শিখে গিয়েছিল।। এজন্য মধ্য প্রস্তর যুগের ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়।।

11- কোন যুগে মানুষ সর্বপ্রথম যানবাহনের ব্যবহার করতে শুরু করেছিল??

✅ মধ্য প্রস্তর যুগের মানুষ প্রথম যানবাহনের ব্যবহার শুরু হয়েছিল।।

যেমন কুকুরের সাহায্য টানা স্লেজগাড়ি, গাছের তৈরি নৌকা ইত্যাদি।

12- সর্বপ্রথম কোন যুগে কৃষি কাজের সূচনা হয়েছিল??

✅ নব্য প্রস্তর যুগে সর্বপ্রথম মানুষ কৃষিকাজের সূচনা করেছিল।

13-কোন যুগের মানুষেরা স্থায়ী বসতি নির্মাণ করতে শুরু করেছিল??

✅ নব্য প্রস্তর যুগের মানুষেরা সর্বপ্রথম স্থায়ী বসতি নির্মাণ শুরু করেছিল।

14- কোন যুগে সর্বপ্রথম চাকার ব্যবহার শুরু হয়েছিল??

✅ নব্য প্রস্তর যুগে সর্বপ্রথম চাকার ব্যবহার শুরু হয়েছিল।

15- সর্বপ্রথম কোথায় এবং কত খ্রিস্টাব্দে ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার হয়েছিল?

✅  1963 খ্রিস্টাব্দে মিশরের ফায়ুম অঞ্চলে সর্বপ্রথম ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার হয়েছিল।

16-কোন গবেষক ইজিপ্টোপিথেকাসের  জীবাশ্ম আবিষ্কার করেছিলেন??

✅ গবেষক এলউইন সাইম মিশরের ফায়ুম অঞ্চলে ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন।

17-কোন যুগের ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম পাওয়া গিয়েছিল??

✅ অলিগোসিন যুগের ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম পাওয়া গিয়েছিল।

18-ড্রায়াপিথেকাসের দুটি ভাগে নাম কী কী??

✅ ড্রায়াপিথেকাসের দুটি শাখার নাম হল -
*এপ শাখা বা নরবানর শাখা  এবং * মানব শাখা।

19- ভারতের কোন অঞ্চলে রামাপিথেকাস এর জীবাশ্ম পাওয়া গিয়েছে?

✅ ভারতের উত্তর-পশ্চিম অংশের শিবালিক পার্বত্য অঞ্চলের কাছে  রামাপিথেকাসের জীবাশ্ম পাওয়া গিয়েছে।

20-রামাপিথেকাস এর সর্ব প্রাচীন জীবাশ্মটি কোথায় পাওয়া গিয়েছে?? 

✅ আফ্রিকার " কেনিয়ায় " রামাপিথেকাস এর প্রাচীনতম জীবাশ্মটি পাওয়া গিয়েছে।।

আফ্রিকার কেনিয়ায় প্রাপ্ত রামাপিথেকাস এর নিদর্শনটি পাঞ্জাবে প্রাপ্ত রামাপিথেকাসের জীবাশ্মটির  থেকেও বেশি প্রাচীন।

21-আফ্রিকার ইথিওপিয়ায় প্রাপ্ত জীবাশ্মটির নাম কী??

✅ আফ্রিকার ইথিওপিয়ায় প্রাপ্ত জীবাশ্মটির  নাম হল অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস।।

22-হোমো হাবিলিস কথার অর্থ কি??

✅ হোমো হাবিলিস কথাটির অর্থ হল দক্ষ মানব।

23- কত খ্রিস্টাব্দে হোমোহাবিলিস প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করা হয়েছিল??

1960 খ্রিস্টাব্দে এল.এস.বি লিকি তার স্ত্রী মেরি লিকি এবং তাদের পুত্র জোনাথন লিকি সর্বপ্রথম হোমোহাবিলিস এর জীবাশ্ম আবিষ্কার করেন।

24-হোমো ইরেক্টাস কথাটির অর্থ কি??

✅ হোমো ইরেক্টাস কথার অর্থ হল দণ্ডায়মান মানব।

25-কত খ্রিস্টাব্দে এবং কোথায় হোমো ইরেকটাস প্রজাতির জীবাশ্ম পাওয়া গিয়েছিল???

✅  1890-92 খ্রিষ্টাব্দে ইন্দোনেশিয়ার জাভায় হোমো ইরেক্টাস প্রজাতির জীবাশ্ম পাওয়া গিয়েছিল।
26-কোন গবেষক প্রথম হোমো ইরেক্টাসের প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেছিল??

✅ ইউজিন ডুবয়েস  নামক ডাচ গবেষক 1890 খ্রিস্টাব্দে হোমো ইরেকটাস প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেছিল ।।

27-পিথেকানথ্রোপাস ইরেক্টাস প্রজাতির কী??

✅ ইন্দোনেশিয়ার জাভায় ডাচ গবেষক ইউজিন ডুবয়েস হোমো ইরেক্টারেস প্রজাতির যে জীবাশ্ম আবিষ্কার করেছিলেন তিনি তার নাম দিয়েছিলেন পিথেকানথ্রোপাস ইরেক্টারাস।।

28-কোথায় পিকিং মানবের জীবাশ্ম পাওয়া গিয়েছে??

1929 খ্রিস্টাব্দে বর্তমান চিনের বেজিং শহর থেকে বা পিকিং শহর থেকে 54 কিলোমিটার দূরে চাওখাও তিয়েন নামক গুহা থেকে পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার হয়েছে।।

29- সিনানথ্রোপাস কী?? 

✅ চীনের বেইজিং শহরের হোমোইরেক্টাস প্রজাতির যে জীবাশ্ম পাওয়া গিয়েছিল তার নাম দেওয়া হয়েছিল সিনানথ্রোপাস।

30-হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি??

✅ হোমোসেপিয়েন্স কথার অর্থ হল বুদ্ধিমান মানব।

31-ক্ল্যান কাকে বলে?

✅ প্রাচীনকালে শিকারি মানুষদের দলকে ক্ল্যান বলা হয়।

32-ট্রাইব কাকে বলে??

✅ প্রাচীনকালের অনেকগুলি ক্যালকে একসাথে ট্রাইব বলা হত।

33-কোন যুগে সর্বপ্রথম কৃষির সূচনা হয়েছিল??

✅ নব্য প্রস্তর যুগে সর্বপ্রথম কৃষির সূচনা হয়েছিল।

34- প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা বলতে কি ছিল??

✅ প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা বলতে ছিল পশু শিকার ও মাংস সংগ্রহ করা।

35- মানুষ কোন যুগে তাদের স্থায়ী বসতি নির্মাণ করতে শুরু করেছিল?

✅ নব্য প্রস্তর যুগে।

36-কোন যুগে চাকার ব্যবহার শুরু হয়েছিল??

✅ নব্য প্রস্তর যুগে।

37-পৃথিবীতে যে চারটি হিমযুগের সৃষ্টি হয়েছিল সেই চারটি যুগের নাম কী??

✅ নিম্ন প্রোটেরোজয়িক যুগের পর থেকে কোয়াটারনারি হিমযুগ পযর্ন্ত মোট চারটি হিমযুগের সৃষ্টি হয়েছিল।
যেমন নিম্ন প্রোটেরোজোয়িক হিমযুগ,  নিম্ন ক্যামব্রিয়ান হিমযুগ,  পার্মো-কার্বনিফেরাস হিমযুগ এবং কোয়াটারনারি হিমযুগ।।

38-কত খ্রিস্টাব্দে এবং কোথায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল??

✅  1974 খ্রিস্টাব্দের বর্তমান পাকিস্তানের বালুচিস্তানের পশ্চিমে সিন্ধু উপত্যকার কাচ্চি  সমভূমিতে মেহেরগড় সভ্যতার প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়।

39- কারা হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন??

✅ ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রঁসোয়া জারিস ও পাকিস্তান প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডো 1974 সালে মেহেরগড় সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন।।।

40-আনুমানিক কত খ্রিস্টাব্দ পূর্বে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল??

✅ আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।।।

41-কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল??
✅ সিন্ধু নদেত তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল।

42-হরপ্পা সভ্যতার সূচনাকাল ও অবলুপ্তির কাল কত??

✅ আনুমানিক 3,000 খ্রিস্টপূর্বাব্দে সময় কালকেই হরপ্পা সভ্যতার সূচনা হল বলে মনে করা হয় এবং আনুমানিক 1,500 খ্রিস্টপূর্বাব্দকে হরপ্পা সভ্যতার অবলুপ্তির সময় হিসেবে চিহ্নিত করা হয়।।

43- সর্বপ্রথম কে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন???

✅ ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন।

44-দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছিলেন??

✅ দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে মন্টগোমারি জেলার কাছে হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছিলেন।

45- রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছিলেন??

✅ রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন 1922 খ্রিস্টাব্দে লারকানা জেলার একটি পুরনো বৌদ্ধ বিহারে হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছিলেন।

47-  হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র কেন্দ্র গুলি কী কী??

✅ হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র গুলি হল -
1- ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা
2 -সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো
3 - শতদ্রু নদীর তীরে অবস্থিত রুপার
4- ঘর্ঘরা নদীর তীরে অবস্থিত কালিবঙ্গান
5 - এছাড়াও গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত লোথাল।

48- সিন্ধু সভ্যতার নাম হরপ্পা সভ্যতা হয়েছে কেন?

✅ সিন্ধু সভ্যতার প্রাচীনতম নিদর্শন হরপ্পা সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল বলে এর নাম হরপ্পা সভ্যতা হয়েছে।

49- হায়ারোগ্লিফিক কথার অর্থ কি??

✅  হায়ারোগ্লিফিক কথার অর্থ হল পবিত্র লিপি।

50- কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল??

✅ মিশরের নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল।

51-  মিশরে নদী অববাহিকায় গড়ে ওঠা বিভিন্ন বসতিকে কি বলা হত?? 

✅ লোম বলা হত।

52- প্রাচীন মিশরের শাসকদের কি বলা হত??

✅ প্রাচীন মিশরের শাসকদের  "ফ্যারাও " বলা হতো।  যার অর্থ হল বডো় বাড়ি বা রাজপ্রাসাদ।

53- মিশরের প্রথম ফ্যারাও কে ছিলেন??

✅ মেনিস ছিলেন মিশরের প্রথম ফ্যারাও।

54- হায়ারোগ্লিফিক কাকে বলে??

✅ মিশরের উন্নত মানের চিত্রলিপি হায়ারোগ্লিফিক বলা হয়।।

55"-সুমেরীয় সভ্যতায় কোন গাছকে জীবন বৃক্ষ বলা হত?

✅ সুমেরীয় সভ্যতায় খেজুর গাছকে জীবন বৃক্ষ বলা হত।

56-  জিগুরাত কী??

✅ সুমেরীয় সভ্যতায় বিভিন্ন দেবদেবীর উচ্চ মন্দির গুলিকে জিগুরাত বলা হতো।


একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় (wb class 11 history 2nd chapter) আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ অধ্যায়ের MCQ & SAQ প্রশ্ন উওর গুলো পড়ার জন্য ধন্যবাদ 

Post a Comment

নবীনতর পূর্বতন